২২ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৪৯ লাখ ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৫৫১ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসেব ধরে)।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেপ্টেম্বরের ২২দিনে গড়ে দৈনিক দেশে এসেছে ৪ কোটি ৭৯ লাখ ৫২ হাজার মার্কিন ডলার প্রবাসী আয়।

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের ২২ দিনে যে পরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৯ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯২ কোটি ৯৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং আগস্টে প্রবাসী আয় এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ৩৭ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম///

ইউনিয়ন ব্যাংকের গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক লিমিটেড স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম বিভাগের অসহায়, দরিদ্র এবং গৃহহীন মানুষের মাঝে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাঁশখালী (চাঁদপুর) শাখার মাধ্যমে হাজিগাঁও গ্রাম, চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন এবং সাধনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গৃহসামগ্রী ও ত্রাণ বিতরন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ আলম, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আসহাব উদ্দিন এবং সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে. এম. সালাহউদ্দিন কামাল।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও উপ-শাখা ইনচার্জবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

নগদ লভ্যাংশ পাঠিয়েছে এনভয় টেক্সটাইল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত শিল্প খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ ব্যাংক হিসাবে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম////

হিলিতে কমেছে ডিমের দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকার ডিম আমদানির অনুমতি দেওয়ার এক সপ্তাহ পর দিনাজপুরের হিলি বাজারে হালিতে দুই থেকে চার টাকা কমেছে ডিমের দাম। প্রকার ভেদে ৫০ থেকে ৫২ টাকা হালির ডিম বিক্রি হচ্ছে সরকারের বেধে দেওয়া ৪৮ টাকা হালিতে। এদিকে প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি ডিম বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ব্যবসায়ীরা প্রতি হালি ডিম বিক্রি করেছেন ৫০ থেকে ৫২ টাকা হালিতে। বর্তমান দাম কমিয়ে তা বিক্রি করছেন ৪৮ টাকা হালিতে। দাম কমে যাওয়ায় খুশি ক্রেতা-বিক্রেতারা।

ডিম কিনতে আসা আব্দুল রাজ্জাক বলেন, ডিম একটি গুরুত্বপূর্ণ এবং পুষ্টিকর খাবার। এর আগেও ২৬ থেকে ৩০ টাকা হালি ছিলো। দাম বাড়তে বাড়তে ৫২ টাকায় ঠেকে ছিলো। আজ ৪৮ টাকা হয়েছে। সরকার যদি প্রতিনিয়ত বাজার মনিটরিং করে তাহলে হয়তো অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াতে পারবে না।

ডিম ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক বলেন, বাজার মনিটরিং আর ভারত থেকে ডিম আমদানিতে সরকার অনুমতি দিয়েছে। যার কারণে মোকামে কিছুটা দাম কমিয়েছে। গত সপ্তাহে ৫০ থেকে ৫২ টাকা হালি বিক্রি করেছি। বর্তমানে আমরা সরকারি রেটে ৪৮ টাকা হালি বিক্রি করেছি।

স্টকমার্কেটবিডি.কম/

এলপিজির ন্যায্য দাম নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘যেখানেই খোঁজ নিচ্ছি এলপি গ্যাসের দাম ১০০-২০০ টাকা বেশি পাচ্ছি। যেকোনো মূল্যে ন্যায্য দামে এলপিজি ব্যবহার নিশ্চিত করতে হবে।’

আজ রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর ইপিবি অডিটরিয়ামে হোটেল রেস্তোরাঁয় এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত ওই সেমিনারে সভাপতিত্ব করেন বিইআরসির চেয়ারম্যান মো. নুরুল আমিন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ২০০৯ সালে দেশে বছরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহার ছিল মাত্র ৪৭ হাজার মেট্রিক টন। বর্তমানে বছরে এলপিজির ব্যবহার সাড়ে ১৪ লাখ মেট্রিক টনের বেশি। তাই এলপিজির ব্যবহারে যুগোপযোগী বা আধুনিক নীতিমালা জরুরি বলে মন্তব্য করেছেন

প্রতিমন্ত্রী আরো বলেন, এলপিজি কোথায় ব্যবহৃত হবে তার একটি গাইডলাইন থাকা দরকার। যত্রতত্র যাতে এলপিজির স্টেশন না বসতে পারে, তার জন্য নীতিমালা থাকা দরকার।
আমাদের দেশ উন্নয়ন হচ্ছে, এখন এসব বিষয়ে দেখা দরকার। রেগুলেটরকে জনগণের সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় ইস্টার্ন হাউজিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৭৩ লাখ টাকা।

ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডিকম অনলাইনের ১৮ কোটি ১৪ লাখ, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৯০ লাখ, জেমিনী সী ফুডের ১৩ কোটি ৪৪ লাখ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৩ কোটি ২২ লাখ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ১৩ লাখ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১২ কোটি ৯৬ লাখ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ১২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এআর

  1. ফু-ওয়াং ফুডস
  2. ইস্টার্ন হাউজিং
  3. ইউনিয়ন ইন্স্যুরেন্স
  4. বিডিকম অনলাইন
  5. খান ব্রাদার্স ব্যাগ ইন্ডাস্ট্রিজ
  6. জেমিনী সী ফুড
  7. প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
  8. মিরাকল ইন্ডাস্ট্রিজ
  9. রিপাবলিক ইন্স্যুরেন্স
  10. ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

দিনশেষে লেনদেন ও সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটাই কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনের বড় পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৮০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫০০ কোটি ৭৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৩৫ কোটি ৪৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর দর অপরিবর্তিত আছে ১৫০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, ইস্টার্ন হাউজিং, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, রিপাবলিক ইন্স্যুরেন্স ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৮.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৯৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ৮০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ১৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও ডেফোডিল কম্পিউটারস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ফুয়াং সিরামিকসের রেজিস্টার্ড অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি ফুয়াং সিরামিকস লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস বাড্ডায় প্রগতি স্মরণীতে অবস্হিত পার্ল ট্রেড সেন্টারে নেওয়া হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর থেকে সকল শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় কাজে নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এআর

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবসর খাতের কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ-’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিস লিমিটেড (এসিআরএসএল)।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এআর