রতনপুর স্টিলের এজিএম ৩০ নভেম্বর

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানি রতনপুর স্টিলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এর আয়োজন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। সমাপ্ত হিসাব বছরে এর কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ৫ টাকা ২৪ পয়সা।

এদিকে ডিএসইতে বৃহস্পতিবার এ শেয়ারের দর বাড়ে ২ দশমিক ৬৫ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা। সর্বশেষ লেনদেন হয় ৬৯ টাকা ৭০ পয়সায়। লেনদেন শেষে এর সর্বশেষ দর ছিল ৬৯ টাকা ২০ পয়সা, যা এর আগের কার্যদিবসে ছিল ৬৭ টাকা ৯০ পয়সা। এদিন ১ হাজার ৩০১ বারে এর মোট ৮ লাখ ৪৮ হাজার শেয়ারের লেনদেন হয়। গত পাঁচ কার্যদিবস পর গতকাল বেড়েছে এর দর। এক মাসে এর সর্বনিম্ন দর ছিল ৬৬ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ৮৪ টাকা ১০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এলকে/এআর

সূচক উত্থানে নজরদারিতে ভারতের শেয়ারবাজার

sensexস্টকমার্কেট ডেস্ক :

শুক্রবারও দিনের শেষে বড় ধরনের উত্থান হয়েছে ভারতের শেয়ারবাজারের সব সূচক৷ এদিকে বেআইনি শেয়ার লেনদেন রুখতে কড়া বিধিনিষেধ আনার কথা বুধবারই জানিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা।

তবে বিনিয়োগকারীদের অনেকেই এবার একটু সতর্ক হয়ে পরিস্থিতির দিকে নজর রাখছেন৷ সামনেই সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে৷ অন্যদিকে ২ ডিসেম্বর রিজার্ভ ব্যাংকের নীতি পর্যালোচনা হবে৷ তাঁরা তাকিয়ে রয়েছেন সেই দিকেই৷

শুক্রবার Sensex Index ২৬৭.০৭ পয়েন্ট উঠে অবস্থান করছে ২৮,৩৩৪.৬৩ পয়েন্টে এবং Nifty Index ৭৫.৪৫ পয়েন্ট উঠে অবস্থান করছে ৮৪৭৭.৩৫ পয়েন্টে৷ এদিন বিএসই-তে ১৯২৪টি শেয়ারের দাম বাড়লেও ৯৪০টি শেয়ারের দাম কমেছে৷

এ জন্য দু’দশকের পুরনো ব্যবস্থা থেকে সরে এসে নয়া বেআইনি লেনদেন প্রতিরোধ বিধি বা প্রহিবিশন অব ইনসাইডার ট্রেডিং রেগুলেশন-এ দেওয়া হয়েছে৷ এর ফলে বিনিয়োগকারীরা কিছুটা রক্ষণশীল হয়েছেন বলে মনে করছেন শেয়ার বিশেষজ্ঞরা৷

সম্প্রতি ভারতের শেয়ারবাজারে প্রধান দুই সূচক সেনসেক্স ও নিকি বেড়ে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

সূত্র-দি হিন্দু

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

সূচক বেড়েছে সাংহাই-হংকং শেয়ারবাজারে

sanhaiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে মন্দাভাব কাটাতে এবার সুদের হার কমালো চীনা সরকার। শুক্রবার সুদের হার কমানোর খবর প্রকাশের পর থেকেই সূচক বাড়তে থাকে সাংহাই শেয়ার বাজারে।

এছাড়া সূচক বেড়েছে সাংহাই এর সাথে সম্প্রতি যুক্ত হওয়া হংকং শেয়ারবাজারে। তবে চীনের বাইরে ইউরোপ-আমেরিকার আন্তর্জাতিক শেয়ারবাজারেও লেগেছে এর হাওয়া।

শুক্রবার সাংহাই কম্পোজিট সূচক ৩৪.৪৫ (১.৪০%)পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৭ পয়েন্টে এবং হ্যানসেন সূচক ৮৭.৪৮ (০.৩৭%) পয়েন্ট বেড়ে ২৩,৪৩৭.১২ পয়েন্টে অবস্থান করছে।

সুদের হার কমানোর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা। তবে এতে করে সরকারের প্রবৃদ্ধি কিছুটা কমতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন ।

সূত্র-ব্লুমবার্গ

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এআর

ফার্মা এইডসের দর বেড়েছে ২৩.২২%

Pharma-Aid-1স্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডসের শেয়ারের দর বেড়েছে ২৩ দশমিক ২২ শতাংশ।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছেন।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে বৃহস্পতিবার এ শেয়ারের দর বাড়ে ৫ দশমিক ১২ শতাংশ বা ১৩ টাকা ৬০ পয়সা। দিনভর দর ২৬০ থেকে ২৮০ টাকার মধ্যে ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ২৭৯ টাকা ৩০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়ায় ২৭৩ টাকা ৩০ পয়সায়।

কোম্পানিটি সাপ্তাহিক দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল। সপ্তাহজুড়ে এর মোট ৪৩ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

আগের কার্যদিবসে এর সর্বশেষ দর ছিল ২৬৫ টাকা ৭০ পয়সা। এদিন ১ হাজার ৮০৬ বারে এর ২ লাখ ৮২ হাজার ৫০০ শেয়ার লেনদেন হয়। গত এক মাসে এর সর্বনিম্ন দর ছিল ১৭৪ টাকা ৮০ পয়সা ও সর্বোচ্চ ২৮৫ টাকা ২০ পয়সা। গত ছয় মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দর ছিল ১৭০ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ২৮৫ টাকা ২০ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এলকে/এআর

লেনদেন কমলেও শীর্ষ তালিকায় ডেসকো

descoস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসে কমেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) লেনদেন। তবে লেনদেন কমলেও কোম্পানিটি ছিল শীর্ষ তালিকার তৃতীয় স্থানে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইতে গত সপ্তাহে কোম্পানিটির মোট ১২৫ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়; যা ডিএসইর মোট লেনদেনের ৪ শতাংশ। এদিকে গত সপ্তাহে ডিএসইতে এ শেয়ারের দর কমেছে ১০ দশমিক ৪৬ শতাংশ।

জানা গেছে, চলতি বছরের মার্চে গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ৭ দশমিক ৩৪ শতাংশ। আর চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিদ্যুত্ বিক্রি বাবদ আয় বেড়েছে ১৬ শতাংশ।

আর্থিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুসারে, হিসাব বছরের প্রথম তিন মাসে কোম্পানির মোট পরিচালন আয় হয়েছে ৮১২ কোটি ২৭ লাখ ২৮ হাজার টাকা, যা আগের বছর একই সময় ছিল ৭০০ কোটি ২ লাখ ৮৭ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এআর

ডিএসইতে ১৭% ও সিএসইতে ৩০% লেনদেন কমেছে

low indexনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ উভয় বাজারের লেনদেন কমেছে। এসপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১৭ শতাংশ। আর সিএসইতে কমেছে ২৯ দশমিক ৮১ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩ হাজার ১৩৫ কোটি ৬ লাখ ২৬ হাজার টাকা মূল্যর শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৩ হাজার ৭৭১ কোটি ৯৩ লাখ ৩১ হাজার টাকা। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৬৪৩ কোটি ১৩ লাখ ৬৬ হাজার টাকা বা ১৭ শতাংশ।

লেনদেনের পাশাপাশি সব ধরনের সূচকও কমেছে ডিএসইতে। আলোচিত সপ্তাহে ডিএসই প্রধান সূচক বা ডিএসইএক্স সূচক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ কমেছে। আর ডিএসই-৩০ সূচক কমেছে ২ দশমিক ৪৪ শতাংশ বা ৪৫ পয়েন্ট। আর ডিএসই শরীয়া সূচক কমেছে ২ দশমিক ৪৫ শতাংশ বা ২৮ পয়েন্ট।

সপ্তাহ জুড়ে ডিএসই’র মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর অংশ ছিল ৭৭ দশমিক ৭৯ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ২ দশমিক ০৮ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ১৭ দশমিক ৯৩ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন ছিল ২ দশমিক ২০ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির।

এ দিকে একই অবস্থা ছিল সিএসইতে। গত সপ্তাহে লেনদেন কমেছে ৯৪ কোটি ৮৯ লাখ ৮০ হাজার টাকা বা ২৯ দশমিক ৮১ শতাংশ। আর সিএএপিআই সূচক কমেছে ১ দশমিক ৫৪ শতাংশ বা ২৩৭ পয়েন্ট। সিএসই৩০ সূচক কমেছে ০ দশমিক ৬৯ শতাংশ বা ৮৭ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ১ দশমিক ২৪ শতাংশ বা ১১৭ পয়েন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এম/এআর