স্ট্যান্ডার্ড ব্যাংক ৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

standardনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ৪০০ কোটি টাকার নন কনভারটেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। ব্যাংকটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পরেই বন্ডটি ইস্যু করা যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

  1. ইসলামী ব্যাংক
  2. লাফার্জ সুরমা
  3. একমি ল্যাব.
  4. স্কয়ার ফার্মা
  5. সিটি ব্যাংক
  6. ন্যাশনাল ফিড
  7. ন্যাশনাল ব্যাংক
  8. বিএসআরএম লি.
  9. শাহজিবাজার পাওয়ার
  10. আমান ফিডস।

ডিএসইতে ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

low indexনিজস্ব প্রতিবেদক :

ঈদের ছুটির পরে প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০৯ কোটি টাকার । যা গত ১৬ মাসের মধ্যে সেখানে সর্বনিম্ন লেনদেন। ডিএসইতে গত বছরের প্রথম দিকে একদিনের লেনদেন ছিল এর চেয়ে কম। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১১ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের ২০১৫ সালের ১৯ মার্চ সেখানে লেনদেন হয় ১৬৬ কোটি টাকা। এ হিসাবে আজকের লেনদেন ডিএসইতে বিগত ১৬ মাসের মধ্যে কম।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৪৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২০৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা, একমি ল্যাব., স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ন্যাশনাল ফিড, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লি., শাহজিবাজার পাওয়ার ও আমান ফিডস।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল একমি ল্যাব ও ন্যাশনাল ব্যাংক।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৮৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৫ টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় কম

popular-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় কমেছে। কোম্পানির প্রথম প্রান্তিকে প্রিমিয়াম আয় কমেছে ১৬২ কোটি ৭৯ লাখ টাকার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি,১৬-মার্চ’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য বেরিয়ে আসে।

উক্ত প্রান্তিকে কোম্পানির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৭ কোটি ৮২ লাখ টাকা। ২০১৫ সালে কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ২৮ কোটি লাখ টাকা। আর তহবিলের পরিমাণ ছিল ২ হাজার ৮২৯ কোটি ৭৪ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম /এনএ

ব্রোকার হাউজে ঈদের আমেজ : বিনিয়োগকারীদের উপস্থিতি কম

houseনিজস্ব প্রতিবেদক :

ঈদের ছুটি শেষে দেশের উভয় শেয়ারবাজারে ৯ দিনের ছুটি পরবর্তী প্রথম দিনের লেনদেনে রাজধানীর ব্রোকারেজ হাউজে উপস্থতি বিনিয়োগকারীদের মধ্যে ছিলো ঈদের আমেজ।

সরেজমিনে দেখা যায়, রবিবার সকালে হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল তুলনামুলক কম। আর যারা হাউজে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

এসময় ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস উত্থান প্রবণতায় লেনদেন শেষ হওয়াতে বিনিয়োগকারীরা নিয়ন্ত্রক সংস্থার কাছে বিনিয়োগকারীদের স্বার্থে এ ধারা বজায় রাখার দাবি জানিয়েছেন।

বিনিয়োগকারী মোঃ একরাম হোসনে বলেন, প্রতি ঈদের পরই বাজার একটু ভাল থাকে। তারপর আবার পতনের ধারায় চলে যায়। যেহেতু বর্তমান বাজার এখন পর্যন্ত অস্থিতিশীল তাই যেকোন উপায়ে সূচকের উর্ধ্বগতি বজায় রাখা প্রয়োজন। তা না হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আবারো ক্ষতির সম্মুখিন হবে।

বিনিয়োগকারীরা বলেন, শেয়ারবাজার ভাল থাকায় এবারের ঈদ পরবিার পরিজন নিয়ে অনেকটা আনন্দে কেটেছে। বাজার পরিস্থিতি যাতে এরকম ভালো থাকে সে লক্ষ্যে সরকার ও নীতিনির্ধারকদের সচেষ্ট হতে হবে।

স্টকমার্কেটবিডি.কম /এনএ

আফতাব অটোসের ইপিএস ৬৮ পয়সা

aftabস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলস লিমিটেড তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬৮ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (মার্চ’ ১৬ – মে’ ১৬) প্রকাশ করলে এ তথ্য আসে। একই সময় গত বছরে একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৬৩ পয়সা। এই প্রা্ন্তিকে আয় বেড়েছে ৫ পয়সা।

আফতাব অটোমোবাইলস লিমিটেড এই ৩ মাসে শেয়ার প্রতি আয়ের (ন্যাভ) পরিমাণ হচ্ছে ৫৫.৩৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সন্ধানীর আয় বাড়লেও সম্পদ কমেছে

sandani-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গত বছরের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় বেড়েছে। তবে শেয়ার প্রতি সম্পদের পরিমাণ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির ২০১৫ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকের শেয়ারপ্রতি আয় হয়েছে ২.৯৫ টাকা । যা আগের বছর একই সময় ছিল ২.১৬ টাকা।

গত বছর বিমাটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২৫.০২ টাকা , যা গত বছর একই সময়ে ছিল ২৭.৬১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

ইউসিবির ৫ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন

ucblস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের এক জন উদ্দোক্তা শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এম এ সবূর নামে ব্যাংকের এক উদ্যোক্তা ৫ লাখ ৩০ হাজার শেয়ার বাজারদরে ক্রয় করেন।

তিনি এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করেন বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

পূবালী ব্যাংকের ঋণমান প্রকাশ

pubali bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ