আনুষ্ঠানিকভাবে শুরু হলো এনআরবিসি ব্যাংকের লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের শেয়ারবাজার লেনদেন শুরু হয়েছে সোমবার। ঘণ্টা বাজিয়ে লেনদেন শুরুর প্রথমদিনেই ‘টপগেইনারের’ তালিকায় উঠে আসে ব্যাংকটির নাম। দিনশেষে ব্যাংকটির শেয়ারমূল্য ৩২ শতাংশ বেড়েছে। গড়ে ১৩ টাকা ২০ পয়সা মূল্যে উভয় স্টক এক্সচেঞ্জে প্রায় ৪ কোটি শেয়ার লেনদেন হয়েছে। দীর্ঘ ১২ বছর পর কোন ব্যাংক বাজারের তালিকাভ’ক্ত হয়ে লেনদেন শরু করল।

সোমবার সকালে রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঘন্টা বাজিয়ে লেনদেন শুরু করা হয়। এ উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী, ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, পরিচালক এ এম সাইদুর রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুখতার হোসেনসহ উভয় প্রতিষ্ঠানে উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পারভেজ তমাল বলেন, জনগণ ও বিনিয়োগকারীরা ব্যাংকের প্রতি আস্থা রেখেছেন। আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার মাধ্যমে তাদের সেই আস্থার প্রতিদান দেওয়া হবে।

উদ্বোধনের পর ডিএসই ও সিএসইতে ১৫ টাকা দরে লেনদেন শুরু হয়। দিনে সর্বনিন্ম দাম ছিল ১১ টাকা ৯০ পয়সা। দিনশেষে ব্যাংকটির শেয়ারমূল্য ছিল ১৩ টাকা ২০ পয়সা। অর্থাৎ দিন শেষে ব্যাংকটির প্রতিটি শেয়ারের মূল্য বেড়েছে ৩ টাকা ২০ পয়সা অথবা ৩২ শতাংশ। ডিএসইতে মোট ৩ কোটি ২২ লাখ ৯৩ হাজার৭০৫টি শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৮২ লাখ শেয়ার।

এদিকে ৩২ শতাংশ মূল্য বেড়ে প্রথম দিনেই এনআরবিসি ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংকের ৯.৫২ শতাংশ, গোল্ডেন সনের ৯.০৯ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৮.৮০ শতাংশ, আমান কটনের ৮.১৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৮.১২ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬.৫১ শতাংশ, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৬.২৫ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৬.১২ শতাংশ এবং আরামিটের শেয়ার দর ৬.০২ শতাংশ বেড়েছে।

এর আগে গত ১৬ মার্চ কোম্পানিটির আইপিও লটারিতে বিজয়ীদের বিও হিসাবে শেয়ার জমা দেওয়া হয়েছে। গত ৩ মার্চ আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়। আর গত ৩ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। এর আগে গত বছরের ১৮ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক শেয়ারবাজার ১২০ কোটি টাকা সংগ্রহ করা জন্য ১২ কোটি শেয়ার ইস্যু করে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আর বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় হয়েছে ২ টাকা ৪১ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ৯ মাসে কনসুলেটেড ইপিএস হয়েছে ২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ০১ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/

সোনালী ব্যাংক কর্মীদেরকে চিঠি, ‘অনৈতিক সম্পর্ক’ না করার নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রয়াত্ত ব্যাংক সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তাদের কর্মীদের একটি চিঠি দিয়ে সতর্ক করেছে, যেখানে নারী-পুরুষ সব সহকর্মীর সঙ্গে পেশাদারি সম্পর্কের বাইরে ব্যক্তিগত ‘অনৈতিক সম্পর্ক’ না স্থাপন করার পরামর্শ দেয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ব কোন প্রতিষ্ঠানে এর আগে এ ধরণের কোন আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়েছে বলে শোনা যায়নি।

গত ১৬ মার্চ সোনালী ব্যাংক তাদের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এই চিঠিটা দিয়েছে।

বেশ কয়েকটি শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে বিবিসির কথা হয়েছে। তারা তাদের শাখায় পাঠানো এরকম একটি চিঠি পড়ার পর প্রাপ্তি স্বীকারের স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন।
বিজ্ঞাপন

চিঠিটির একটি কপি বিবিসির হাতে আছে, যেখানে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, “নারী সহকর্মীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত অবহিতকরণ”।

এমন একটি চিঠি পাঠানোর কথা স্বীকার করেছেন সোনালী ব্যাংকের একজন জনসংযোগ কর্মকর্তা শামীমা নূর বলেন, “ব্যাংকে সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যার ফলে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য এই চিঠি দেয়া হয়েছে”।

তবে চিঠির ভেতরে লেখা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সহকারী মহাব্যবস্থাপক) পদমর্যাদার একজন নির্বাহীর বিরুদ্ধে নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনসংক্রান্ত অভিযোগের তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক সংশ্লিষ্ট নির্বাহীকে সাময়িক বরখাস্ত করাসহ তাঁর বিরুদ্ধে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী দায়ের করার সিদ্ধান্ত প্রদান করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ব্যাংকিং লেনদেন থাকলে শেয়ারবাজারও চালু থাকবে : বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোভিড-১৯ মহামারীকালসহ যে কোনো সময় ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে শেয়ারবাজারের লেনদেন অব্যাাহতভাবে চালু থাকবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ সোমবার বিএসইসি এ তথ্য জানিয়েছে।

বিএসইসির ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড-১৯ মহামারীকালসহ যে কোন সময় ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ারবাজারের সকল লেনদেন যথাবিহিত অব্যাহতভাবে চালু থাকবে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোন রকম গুজবে কান না দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি করোনা ভয়াবহতা বেড়ে যাওয়ায় সাধারণ ছুটির গুজব ছড়ানো হয়। ফলে মতিঝিল পাড়ায় শুরু হয় শেয়ারবাজার বন্ধের জল্পনা কল্পনা। এর প্রেক্ষিতে এই নোটিশ প্রদান করে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/

এনআরবিসি ব্যাংকের ২ কোটি ৩৪ লাখ শেয়ার লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে এনআরবিসি ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন আজ সোমবার হতে শুরু হয়েছে। প্রথম দিনেই ব্যাংকটির ২ কোটি ৩৪ লাখ শেয়ার লেনদেন হতে দেখা গেছে।

এদিন সকাল ১০ টায় এই শেয়ারটি লেনদেন শুরু হয়। দিনশেষে ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১২.৮০ টাকাতে লেনদেন হয়। এসময় ২ কোটি ৩৪ লাখ শেয়ার মোট ২০,১১৬ বার লেনদেন হয়েছে।

এর আগেই বরাদ্দকৃত আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে লেনদেন ৭৯ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ২৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৮ লাখ ৭০ হাজার ৩৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৯ কোটি ১৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ইউনাইটেড পাওয়ার ৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আর্গন ডেনিমস, বিবিএস ক্যাবলস, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, ডিবিএইচ, এমারেল্ড অয়েল, জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, গ্রামীণফোন, আইএফআইএল ইসলামী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, কোহিনুর কেমিক্যাল, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, ওয়ান ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, রানার অটোমোইলস, সী পার্ল বীচ, সামিট পাওয়ার, ট্রাস্ট ব্যাংক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ইনডেক্স এগ্রোর আইপিও আবেদনের লটারির ফলাফল প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইনিশিয়াল পাবলিক অফারের (আইপিও) লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আইপিও লটারির অনুষ্ঠানটি সকাল ১১.৩০ টায় ঢাকা গুলশান হোটেলের রেনেসাঁয় অনুষ্ঠিত হয়েছে।

লটারির ফলাফল দেখতে নিচের লিংকে ক্লিক করুন………….

ট্রেক নম্বর/মার্চেন্ট ব্যাংক সিরিয়াল নম্বর
সাধারণ বিনিয়োগকারী
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী
প্রবাসী বিনিয়োগকারী

ইনডেক্স এগ্রো ইন্ডাস্টিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন ২২ ফেব্রুয়ারি হতে শুরু হয়। আর তা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা নেওয়া হয়।

কোম্পানিটিকে ৫০ কোটি টাকার আইপিও অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২৩ ডিসেম্বর বিএসইসির ৭৫৪তম কমিশন সভায় এই আইপিওটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এর পর বিডিংয়ের মাধ্যমে কোম্পানিটির কাট অফ প্রাইস ৬২ টাকা নির্ধারণের অনুমোদন দেয় বিএসইসি। সাধারণ বিনিয়োগকারী কাট অফ প্রাইসের ২০ শতাংশ কম দরে আইপিও শেয়ার কিনতে পারবেন।

গত ১ নভেম্বর বেলা ৫ টায় ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই বিডিং শুরু হয়। পরবর্তী ৩ দিন এই বিডিং চলে। বিডিং শেষ হয় ৪ নভেম্বর বেলা ৫টায়। বিডিং অংশ নেওয়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সুবিধাজনক দরে ক্রয় প্রস্তাব করে।

গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিএসইসির ৭৩৯ তম কমিশন সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্র মতে, কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। সংগৃহীত টাকায় নতুন যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৫ টাকা ৩ পয়সা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ৪৪ টাকা ২ পয়সা দেখিয়েছে। আর এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭ টাকা ৭ পয়সা হয়েছে।

আরো উল্লেখ্য, বিগত ৫ টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ৫ টাকা ৬০ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

মাইডাস ফাইন্যান্সের চেয়ারম্যান নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে নন ব্যাংকিং আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেড চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। ডিএসই সূত্রে জানা এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মাইডাস ফাইন্যান্স চেয়ারম্যান পদে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স অ্যান্ড সার্ভিসের উদ্যোক্তা ও প্রতিনিধি পরিচালক মোসা. রোকেয়া এ রহমানকে নিয়োগ দিয়েছে।

আগামী ১ এপ্রিল থেকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করবেন।

২০০২ সালে ‘বি’ ক্যটাগরির কোম্পানি মাইডাস ফাইন্যান্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৭৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১০ কোটি ৩ লাখ ১২ হাজার ৬৫৭টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪৬ কোটি ৬৭ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড ৪২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রবি আজিয়াটার ৩৬ কোটি ৯১ লাখ, বেক্সিমকো ফার্মার ৩৩ কোটি ৫৫ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ৩০ কোটি ৪২ লাখ, জেবিবি পাওয়ারের ১৭ কোটি ৫০ লাখ, লাফার্জ হোলসিমের ১৪ কোটি ৪৪ লাখ, বিএটিবিসির ১৪ কোটি ৪৩ লাখ ও স্কয়ার ফার্মা লিমিটেডের লেনদেন হয়েছে ১৪ কোটি ২২ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

মতিঝিলের আদমজী কোর্ট ভবনে আগুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ পাটকল করপোরেশন ভবনের ৭ তলায় আগুন লেগেছে।

আজ সোমবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে মতিঝিলের বক চত্বরে অবস্থিত আদমজী কোর্ট বিল্ডিং নামে পরিচিত ভবনটির ৭ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মতিঝিলের বক চত্বরে একটি বাণিজ্যিক ভবনের ৭ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্টকমামার্কেটবিডি.কম/

১.বেক্সিমকো লিমিটেড
২.প্রিমিয়ার ব্যাংক লিমিটেড
৩.এনআরবিসি ব্যাংক
৪.রবি আজিয়াটা
৫.বেক্সিমকো ফার্মা
৬.লংকা বাংলা ফাইন্যান্স
৭.জেবিবি পাওয়ার
৮.লাফার্জ হোলসিম
৯.বিএটিবিসি
১০.স্কয়ার ফার্মা লিমিটেড।