বারাকা পাওয়ারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের বারাকা পাওয়ার লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০২৩ সালের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বারাকা পতেঙ্গার বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০২৩ সালের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বীমাটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ডাচ্ বাংলা ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এনআরবিসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন আবু এসরার, খান আব্দুল মান্নান ও রাদ মজিব লালন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এনআরবিসি ব্যাংক পিএলসি’তে স্বতন্ত্র পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য পুননিযুক্ত হলেন এয়ার চিফ মার্শাল (অব:) আবু এসরার, বীর মুক্তিযোদ্ধা ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান ও ড. রাদ মজিব লালন। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমদোন সাপেক্ষে তাঁরা পুননিযুক্ত হলেন। এর আগে ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ শেয়ারহোল্ডারগণ তাদেরকে স্বতন্ত্র পরিচালক নির্বাচিত করেন।

আবু এসরার বাংলাদেশ বিমান বাহিনীতে প্রায় ৪০ বছর কর্মরত ছিলেন এবং দেশের ১৪তম বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (আইজিআর) হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি জেলা ও সেশন জজ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ড. রাদ মজিব লালন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত। তিনি মাল্টি ন্যাশনাল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের রিস্ক ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টে পারদর্শী।

স্টকমার্কেটবিডি.কম///

বোরাক রিয়েল স্টেটের জাকজমকপূর্ণ রোড শো অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার ছেড়ে ৪০০ কোটি টাকা সংগ্রহ করতে একটি জাকজমকপূর্ণ রোড শো করেছে বোরাক রিয়েল স্টেট লিমিটেড। বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসতে চায় এই কোম্পানিটি।

আজ বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই রোড শোর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির বিভিন্ন দিক এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়েছে। রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে জমকালো এই রোড শো অনুষ্ঠিত হয়।

রোড শো তে বোরাক রিয়েল স্টেটের চেয়ারম্যান মিসেস সেলিনা আলী ও ব্যবস্থাপনা পরিচালক মো: নূর আলীসহ কোম্পানির পরিচালক এবং শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় ব্যবস্থাপনা পরিচালক মো: নূর আলী বলেন, বোরাক রিয়েল এস্টেট এই সেক্টরের একটি মাইলফলক। এটি হবে দেশের সবচেয়ে বড় সম্পদশালী প্রতিষ্ঠান। বোরাকের সাথে যারা সম্পৃক্ত হবেন তারা লাভবান হবে, তারা কখনো ঠকবেন না।

কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসই) অনুমতি পেলে প্রথমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করবে। পরে সাধারণ জনগণের কাছে শেয়ার বিক্রি করা হবে। যে দামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত কোটার শেয়ার বিক্রি শেষ হবে, সে দামে জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করার প্রস্তাব দেওয়া হবে।

৪০০ কোটি টাকা সংগ্রহের জন্য যতগুলো শেয়ার বিক্রি করা প্রয়োজন, ততগুলো শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

রোড শো’তে মার্চেন্ট ব্যাংকার্স এবং পোর্ট ফলিও ম্যানেজার, এসেট ম্যানেজার, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ফান্ড ম্যানেজার, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, বিদেশী বিনিয়োগকারীসহ যোগ্য বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে সোনালী পেপার ; ২য় সি পার্ল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতুর্খ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৫ লাখ টাকা।

সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেমিনী সী ফুডের ১৬ কোটি ৬৬ লাখ, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ৩৮ লাখ, দেশবন্ধু পলিমারের ১৩ কোটি ৭০ লাখ, ফু-ওয়াং ফুডসের ১৩ কোটি ৩৮ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১২ কোটি ৬৫ লাখ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ২৬ লাখ ও ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইফাদ অটোসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইফাদ অটোস্‌ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, বেলা সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০২৩ সালের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বীমাটির ৩০ সেপ্টেম্বর ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ২:৩০টায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

দিনশেষে সূচকের উত্থান হলেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৭৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৩৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫১২ কোটি ২১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৭২ কোটি ২১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৩টির আর দর অপরিবর্তিত আছে ১৫৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, আঁশ ইন্ডাস্ট্রিজ, জেমিনী সী ফুড, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার, ফু-ওয়াং ফুডস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ও ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৭৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৪৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ১৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফাইন ফুডস ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/