৫০ কোটি টাকার অথরাইজড মূলধন বাড়াবে খান ব্রাদার্স

Khan_Br_PP_Bagস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫০ কোটি টাকার অথোরাইজড মূলধন বৃদ্ধি করবে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির অথোরাইজড মূলধন ৫০ কোটি টাকা বাড়িয়ে মোট ১৫০ কোটি টাকা করতে চায়। বতমানে এই মূলধনের পরিমাণ ১০০ কোটি টাকা রয়েছে।

গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) মূলধন বাজানোর বিষয়টিকে অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে ফ্ল্যাট নম্বর বুঝে পেলেন ২,৬২১ জন

rajukস্টকমার্কেট প্রতিবেদক :

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর উত্তরা ১৮ নম্বর সেক্টরে অ্যাপার্টমেন্ট প্রকল্পের বরাদ্দগ্রহীতাদের মধ্যে ফ্ল্যাটের নম্বর দেওয়া হয়েছে।

রবিবার বরাদ্দপ্রাপ্তদের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে এ নম্বর দেওয়া হয়। এর মধ্য দিয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত চার কিস্তি পরিাশোধকারী দুই হাজার ৬২১ জন বরাদ্দগ্রহীতা ফ্ল্যাটের নম্বর বুঝে পেলেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সম্পৃক্ত উপ-প্রধান তথ্য কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘কৃষিজমির ক্ষতি করে বাড়িঘর বা অন্য কোনও স্থাপনা নির্মাণ করা যাবে না। এজন্য নগর ও অঞ্চল পরিকল্পনা আইন প্রণয়ন করা হচ্ছে। আইন প্রণয়নের পর এ ব্যবস্থা কার্যকর করা হবে।’

গণপূর্তমন্ত্রী বলেন, ‘আবাসন সমস্যার সমাধানে ঊর্ধ্বমুখী ভবন নির্মাণের দিকে যেতে হবে। আমাদের দেশের আয়তন কম, জনসংখ্যা বেশি। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আবাসন সমস্যা বাড়ছে। গ্রামেও বাড়িঘর নির্মাণের জন্য ব্যাপকভাবে কৃষিজমি নষ্ট হচ্ছে। সেখানেও তিন-চার তলা বাড়ি নির্মাণের দিকে যেতে হবে।’ তিনি বলেন, ‘জমি কম বলেই সরকার প্লটের পরিবর্তে অ্যাপার্টমেন্ট প্রকল্প গ্রহণ করেছে। রাজউক উত্তরায় ছয় হাজার ৬৩৬টি ফ্ল্যাট নির্মাণে করেছে। আরও প্রায় ১৫ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। মালয়েশিয়া সরকার এসব ফ্ল্যাট নির্মাণ করবে। এছাড়া, ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৪ হাজার ৪০০ এবং পূর্বাচলে প্রায় ৮০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে।’

উল্লেখ্য, নভেম্বর মাসে একই প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ৮৩৬ জনের মধ্যে ফ্ল্যাটের নম্বর দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ কে এম ফজলুল হক, নূর ই হাসান লিলি চৌধুরী ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার। এতে সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

সোনালী রূপালী জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

sonali-rupali-janataস্টকমার্কেট প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার ও ক্যাশ অফিসার পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট।

এর ফলে আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠেয় ওই তিন ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত বছরের বিভিন্ন সময় রাষ্ট্রয়ত্ত আটটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশিদুল হক খোকন; সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিম আল ইসলাম ও মির্জা সুলতান আল রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাতার হোসেন সাজু।

রাশেদুল হক খোকন জানান, গত বছরের তিনটি নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের যে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল- সে বিষয়ে আদালত এই নির্দেশনা দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

বিদ্যুতের বাড়তি দাম বাতিল না হলে আইনি ব্যবস্থা: ক্যাব

cabস্টকমার্কেট প্রতিবেদক :

গণশুনানিতে আসা যৌক্তিক সুপারশ সম্পূর্ণ অগ্রাহ্য করে গ্রাহক পর্যায়ে আরোপিত বিদ্যুতের বাড়তি দাম ১০ দিনের মধ্যে প্রত্যাহার না করলে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ভোক্তা অধিকার রক্ষা সংগঠন ক্যাব।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই হুমকির পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে ‘অন্যায় ও অযৌক্তিক’ ব্যয় কমিয়ে বিদ্যুতের দর সম্বয়ের দাবি জানায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

ক্যাবের চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, “বিআরইসি যে মূল্য নির্ধারণ করেছে তা আমাদের দৃষ্টিতে আইনসম্মত হয়নি এবং অযৌক্তিক। যদি তাদের কাছে প্রতিকার না পাই তাহলে আইনগত ব্যবস্থা না নেওয়া ছাড়া আমাদের কোনো গতি থাকবে না।

গত ২৩ নভেম্বর প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।

ক্যাব বলছে, বিইআরসির গণশুনানিতে তারা দাম কমানো যে সম্ভব, তা যুক্তি দিয়ে দেখিয়েছিল। ফলে এখন দাম বাড়ানোয় গণশুনানি ‘অর্থহীন’ বলে প্রমাণিত হল। নয় বছর আগে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর এ পর্যন্ত আট বার বাড়ানো হল বিদ্যুতের দাম।

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিইআরসির জারি করা আদেশে ‘অন্যায় ও অযৌক্তিক’ কারণ দেখানো হয়েছে বলে অভিযোগ করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম।

সংবাদ সম্মেলনে বিদ্যুতের দাম কমাতে ১৫ দফা সুপারিশ ও বিদ্যুৎ খাতের অনিয়ম, দুর্নীতি ও ভোক্তাস্বার্থবিরোধী কার‌্ যক্রম অনুসন্ধানের জন্য ভোক্তা প্রতিনিধি নিয়ে একটি টাস্কফোর্স গঠনের দাবি তুলে ক্যাবের ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন।

বিআরইসি ইচ্ছেমতো-যা খুশি তা করতে পারে না মন্তব্য করে মন্তব্য করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ার গোলাম রহমান।

তিনি বলেন, বিইআরসি ভোক্তা ও উৎপাদকদের স্বার্থ সংরক্ষণের জন্য সমন্বয় করবে। তাদের একটি রেগুলেশন আছে- কীভাবে মূল্য নির্ধারিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ইফাদ অটোস
  3. ন্যাশনাল টিউবস
  4. সিটি ব্যাংক
  5. লাফার্জ সুরমা সিমেন্ট
  6. বেক্সিমকো লিমিটেড
  7. প্যারামাউন্ট টেক্সটাইল
  8. ড্রাগন সোয়েটার
  9. ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড
  10. বিবিএস ক্যাবলস লিমিটেড।

সপ্তাহের প্রথম দিনে সূচক ও লেনদেনের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিন শেষে টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে। এদিন সূচকও আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথমদিন রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪০২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করে ২২৮৩ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৪৮৫ কোটি টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৫১৮ কোটি ৭৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৯টির। আর দর অপরিবর্তিত আছে ৫০টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, ন্যাশনাল টিউবস, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড ও বিবিএস ক্যাবলস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৬.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৭২১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২৪ কোটি ২৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২১ কোটি ৬৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট ও বেক্সিমকো লিমিটেড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

আকু পেমেন্টের পর রিজার্ভ কমে আবারও ৩,২০০ কোটি ডলার

dolerস্টকমার্কেট প্রতিবেদক :

এশিয়া ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের পর আবারও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ হাজার ২০০ কোটি ডলারে (৩২ বিলিয়ন) নেমে এসেছে। গত বুধবার রিজার্ভ থেকে আকুতে প্রায় ১৩৬ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। এরপরই রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। গত বৃহস্পতিবার তা কিছুটা বেড়ে ৩২ বিলিয়ন ডলার ছাড়ায়। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

জানা যায়, এশিয়া মহাদেশের দেশগুলো থেকে রপ্তানির চেয়ে বেশি আমদানি হওয়ায় এবার আকুতে বড় দায় শোধ করতে হয়েছে বাংলাদেশকে। নভেম্বর-ডিসেম্বর সময়ে সৃষ্ট এ দায় টাকার অঙ্কে ১১ হাজার কোটি টাকার ওপরে। মার্কিন ডলারের হিসাবে এ দায়ের পরিমাণ প্রায় ১৩৬ কোটি ডলার, এটি এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ দেনা। প্রতিবেশী দেশগুলো থেকে আগের তুলনায় বেশি খাদ্যপণ্য আমদানির কারণেই এ দায় তৈরি হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এর আগে জুলাই-আগস্ট সময়ে আকুতে সৃষ্ট দায় ছিল ১১৮ কোটি ৯০ লাখ ডলার বা ৯ হাজার ৭০০ কোটি টাকা। সেপ্টেম্বর-অক্টোবর সময়ে যা ছিল ১১৩ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ৯ হাজার ৩০০ কোটি টাকা। আর নভেম্বর-ডিসেম্বরে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ কোটি ৬০ লাখ ডলার বা ১১ হাজার ১২০ কোটি টাকায়।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯ দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তা প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি হয়। তবে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের লেনদেন তাৎক্ষণিক সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

স্টকমার্কেটবিডি.কম/

দুদকে এবি ব্যাংকের ৭ পরিচালকের জিজ্ঞাসাবাদ চলছে

dudokস্টকমার্কেট প্রতিবেদক :

শেয়ার বিজ ডেস্ক: অর্থপাচারের অভিযোগে এবি (আরব-বাংলাদেশ) ব্যাংকের ৭ সাবেক ও বর্তমান পরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার তাদের জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে রোববার সকাল ৯টা ১৫ মিনিটে তারা দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন বলে জানান কমিশনের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে- শিশির রঞ্জন বোস, মেজবাহুল হক, ফাহিমুল হক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, রুনা জাকিয়া ও মো. আনোয়ার জামিল সিদ্দিকী।

গত ২ জানুয়ারি অর্থপাচারের অভিযোগে এবি ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তারা হলেন- ব্যাংকের হেড অব করপোরেট মাহফুজ-উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ওবিইউর কর্মকর্তা মো. আরিফ নেওয়াজ, কোম্পানি সচিব মহাদেব সরকার সুমন ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা এমএন আজিম।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এর পর ৩১ ডিসেম্বরে ব্যাংকটির সাবেক এমডি শামীম আহমেদ চৌধুরী ও ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন অ্যান্ড ট্রেজারি শাখার প্রধান আবু হেনা মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এবি ব্যাংকের কর্মকর্তাদের অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান করছেন। অনুসন্ধানে তাকে সহায়তা করছেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এমডিসহ ৯ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠান সৃষ্টি করে দেশ থেকে প্রায় ৩০০ কোটি টাকা পাচার করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/

শাহজিবাজারের ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

sahzibazerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফরিদুল আলম নামে এই পরিচালক কোম্পানিটির ২ লাখ শেয়ার বেচবেন। তার হাতে কোম্পানিটির মোট ৪৮,৪৬,৯৩৬ টি শেয়ার রয়েছে।

এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

রেড ক্রিসেন্ট লটারীর পুরস্কার পেল যারা

red cresentস্টকমার্কেট প্রতিবেদক :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২১তম রেড ক্রিসেন্ট লটারির ড্র গতকাল শনিবার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৫ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী নম্বর ঘ-৯৩৯৫৩২।

ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য লুৎফর রহমান চৌধুরী, শিহাব উদ্দিন, রেহানা আশিকুর রহমান, রইসুল আলম, এ কে এম এ আউয়াল, মোজাম্মেল হোসেন, মো. মাছুম পাটোয়ারি প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সোসাইটির মহাসচিব বি এম এম মোজহারুল হক।

আলোচনা অনুষ্ঠান শেষে লটারির ড্র কার্যক্রম শুরু হয়। ড্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক মাহমুদুল হাসান, উপব্যবস্থাপক (প্রাইজবন্ড শাখা) মো. রফিকুল ইসলাম এবং মো. রেফায়েত উল্লাহ। ড্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মনির হোসেন।

সর্বসাধারণের উপস্থিতিতে মোট ৫০ লাখ টাকার মোট ১২৫টি পুরস্কার ড্রয়ের মাধ্যমে ঘোষিত হয়। এতে ৩৫ লাখ টাকার প্রথম পুরস্কার পায় ঘ-৯৩৯৫৩২ নম্বর। ৫ লাখ টাকার দ্বিতীয় পুরস্কার পায়গ-৮৭০৩৪৬। ২ লাখ টাকার তৃতীয় পুরস্কার পায় ঘ-৩৯৮৩৮৫। ১ লাখ টাকার চতুর্থ পুরস্কার পাওয়া দুটি নম্বর খ-৩২২১৩০ এবং ঙ-৫৯৭৫৯৭। ৫০ হাজার টাকার পঞ্চম পুরস্কারপ্রাপ্ত দুটি নম্বর ঙ-৫১১০৩৭ এবং খ-১৯২০৯৮। ২৫ হাজার টাকার ষষ্ঠ পুরস্কারের চারটি নম্বর গ-১১৭৫৬৩, ঘ-৮২৩৬৪৩, ঙ-৭৮৫৫৬০ এবং গ-১৩৮৯৫৯। ১০ হাজার টাকা মূল্যের সপ্তম পুরস্কারের ছয়টি নম্বর গ-৪৬৬৬০৩, খ-৭৮৬৬৮২, খ-৯৭৯৭৮৭, ঙ-৮৫২৯৬০, গ-৮৭৫৮৯৭ এবং ক-৪৫৭৮৯৮। আর ৫ হাজার টাকার অষ্টম পুরস্কারপ্রাপ্ত আটটি নম্বর ঘ-৭৬০০১৪, গ-৭৯৩০৩২, খ-৬৬৯৬০৮, ঘ-৮৫০৮৩২, ঘ-৬৩৩৬৬৩, ঙ-৯৭৬৫৭২, ক-৭৪১৮৩০ এবং ক-৪৮৭৪৮৫। নবম পুরস্কারের (প্রতিটি ৩ হাজার টাকা) ২০টি (এই নম্বরগুলো ক, খ, গ, ঘ, ঙ সব সিরিজের জন্য প্রযোজ্য) নম্বর ২৪২৫৭৭, ৩১২৯৭৯, ৫৮৬০৩৬, ৭৬৮১২১, ৪১৪৯২১, ১১৪১৩৯, ৮৭৪৫৭৮, ৯৮৮৩৬১, ২১০২৯০, ৫৪৯৭৪৬, ১০৩৩৩৭, ২০৫৯৮০, ৩৩৫৭০৩, ৭৬২০৯৪, ৫৫৩৮৫৭, ৪০৭৮৬৩, ৫৮২৭৫১, ৯১৬২৪৯, ৬৬৬৭২৮, ১২৪৪৪০। বিজ্ঞপ্তি

স্টকমার্কেটবিডি.কম/