আসছে রিয়েলমি ৮প্রো এবং রিয়েলমি সি২১

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রথমবারের মতো বাংলাদেশে ১০৮ মেগা পিক্সেলে ধারণ করা ছবি প্রদর্শনীর মাধ্যমে ল হতে যাচ্ছে তারুণ্যের ফ্ল্যাগশিপ রিয়েলমি ৮ প্রো। আগামী ৩ এপ্রিল বেলা ১২টায় বাংলাদেশের বাজারে উন্মুক্ত হতে যাচ্ছে রিয়েলমি ৮প্রো এবং রিয়েলমি সি২১।

বাংলাদেশে ১০৮ মেগা পিক্সেল ক্যামেরা থাকছে এরকম স্মার্টফোন গুলোর মধ্যে অন্যতম প্রথম স্মার্টফোন হলো রিয়েলমি ৮ প্রো। উন্মোচন উপলক্ষে ভক্তদের জন্য এই প্রথম ১০৮ মেগাপিক্সেলে ধারণ করা ছবিগুলো দিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনী থেকে ভক্তরা রিয়েলমি ৮প্রো দিয়ে তোলা ছবিগুলো দেখতে পারবেন এবং তারা এই স্মার্টফোন টি সরাসরি ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

রিয়েলমি ৮প্রো তে রয়েছে স্যামসাং এইচএম২ সেন্সর সম্বলিত ১০৮ মেগা পিক্সেল আল্ট্রা কোয়াড ক্যামেরা এবং ৫০ওয়াট সুপারডার্ট চার্জার, যা শূন্য থেকে ৫০% চার্জ হতে সময় লাগবে মাত্র ১৭ মিনিট । রিয়েলমি প্রযুক্তিগত ট্রেন্ডসেটিংয়ে বিশ্বাসী। রিয়েলমি ৮প্রো ৮.১ মিলি মিটার স্লিম, খুবই হালকা এবং ব্র্যান্ড নিউ স্টাইলিশ আউটলুক নিয়ে আসছে।

রিয়েলমি ৮প্রো তে থাকছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা – বর্তমানে স্মার্টফোন বাজারে ব্যবহৃত সর্বোচ্চ পিক্সেল এটি এবং ৮প্রো এমন ক্যামেরা সম্বলিত প্রথম রিয়েলমি স্মার্টফোন। ৮প্রো-র স্মার্ট-আইএসও প্রযুক্তি স্বয়ংক্রিয় ভাবে সেরা আইএসও সেটআপ বেছে নিতে পারে, যার ফলে ব্যবহারকারীরা সবসময় (অন্ধকার বা হালকা আলোতেও) পরিষ্কার, উজ্জ্বল এবং রঙিন ছবি তুলতে পারবে।

একই সাথে রিয়েলমি তাদের সি২১ হ্যান্ডসেটও উন্মেচন করবে। এই ফোন রিয়েলমি সি সিরিজের সর্বপ্রথম ফোন যা ঞন্ধঠ জযবরহষধহফ হাই রিলায়েবিলিটি সার্টিফাইড। পাশাপাশি থাকছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যা রিভার্স চার্জিংকে সমর্থন করে। সুপার পাওয়ার সেভিং মোড চালু থাকা অবস্থায় এই ফোনটি ৪৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে।

রিয়েলমি সি২১ এ আরো থাকছে হেলিও জি৩৫ বারো ন্যানোমিটারের অক্টা-কোর ৬৪ বিটস প্রসেসর, ১৩ মেগা পিক্সেল এআই ট্রিপল ক্যামেরা এবং তাত্ক্ষণিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের ক্যামেরার এফ/২.২ অ্যাপারচার আপনার ছবিগুলো আরো পরিষ্কার এবং উজ্জ্বল করে তুলতে যথেষ্ট পরিমাণ আলোর স ালন করবে।

স্টকমার্কেটবিডি.কম/

অফিস-কারখানা চালাতে হবে ৫০ শতাংশ জনবলে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দুই সপ্তাহের জন্য ১৮টি জরুরি সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/ শিল্প কারখানায় পরিচালনা করতে হবে অর্ধেক জনবল দিয়ে। গর্ভবতী/ অসুস্থ/ ৫৫ বছরের বেশি বয়সী কর্মীদের বাড়িতে থেকে কাজের ব্যবস্থা করতে হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। আর সারাদেশে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়সহ সব ধরনের জনসমাগম সীমিত করা হয়েছে। বিয়ে, খেলাধুলাসহ সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিরুৎসাহিত করা হয়েছে।
মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে।

গণপরিবহনে বর্তমানে যে যাত্রী চলাচল করছে তার অর্ধেকের বেশি পরিবহন করা যাবে না। অর্থাৎ ধারনক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণে চলতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

এনআরবিসি ব্যাংকের ১০টি উপশাখার কার্যক্রম শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রান্তিক জনগোষ্ঠিকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড গাইবান্ধা জেলায় ১০ টি উপশাখার কার্যক্রম শুরু করেছে।

রবিবার, ২৮ মার্চ ২০২১ প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল জেলার প্রফেসর কলোনী, বামনজল, কালির বাজার, পশু হাসপাতাল রোড, ভরতখালী, দাড়িয়াপুর, সাদুল্লাপুর,বোনারপাড়া, লক্ষীপুর এবং ঢোলভাঙ্গা উপশাখার কার্যক্রমের উদ্বোধন করেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রাসেল আহম্মেদ লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবুর রহমান।

অনুষ্ঠানে ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হারুনুর রশিদ, সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব:) পারভেজ হোসেনসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

আনোয়ার গ্যালভানাইজিংয়ের বোনাস পাঠিয়েছে সিডিবিএল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ৯ মার্চ সোমবার এই কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

শেয়ারহোল্ডারদের নিজ নিজ ডিপিতে তাদের বিও হিসাব দেখতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ব্লক মার্কেটে লেনদেন ১১ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ২২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৮ লাখ ৭০ হাজার ৯০১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি ফিন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এস.এস স্টিল ১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

উত্তরা ব্যাংক ১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আমান কটন ফাইবার্স, আর্গন ডেনিমস, বেক্সিমকো, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, সমতা লেদার কমপ্লেক্স, সী পার্ল বীচ, শাহজালাল ইসলামী ব্যাংক, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, এসএস স্টিল ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের মৃত শেয়ারহোল্ডারের শেয়ার হস্তান্থর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একজন মৃত শেয়ারহোল্ডারের শেয়ার হস্তান্তর করার ঘোষণা দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার নিলুফার মানজুর ৫৫৬টি শেয়ার হস্তান্তর করবেন।

এর মধ্যে থেকে ১৩৯টি শেয়ারের মালিকানা হস্তান্তর করা হবে উদ্দ্যোক্তা পরিচালক সৈয়দ মনজুর এলাহীকে। কোম্পানির প্লেসমেন্ট হোল্ডার সৈয়দ নাসিম মনজুরকে ২৭৮টি ও আরেক উদ্দ্যোক্তা মিসেস মুনিজ মানজুরকে ১৩৯টি শেয়ার দেওয়া হবে।

কোম্পানিটির এই প্লেসমেন্ট শেয়ারহোল্ডার গত বছর ২৬ মে মৃত বরণ করেন।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১০১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ১ কোটি ৩২ লাখ ৩০ হাজার ৬৫০টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৮ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড ৩০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকা বাংলা ফাইন্যান্সের ২৬ কোটি ৩ লাখ, স্কয়ার ফার্মার ২২ কোটি ৭০ লাখ, লাফার্জ হোলসিমের ২১ কোটি ৪ লাখ, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৫৯ লাখ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৯৮ লাখ, বিডি ফাইন্যান্সের ১৩ কোটি ২৮ লাখ ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১১ কোটি ৭৫ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

১.বেক্সিমকো লিমিটেড
২.বেক্সিমকো ফার্ম
৩.রবি আজিয়াটা
৪.লংকা বাংলা ফাইন্যান্স
৫.স্কয়ার ফার্মা
৬.লাফার্জ হোলসিম
৭.প্রভাতী ইন্স্যুরেন্স
৮.রিপাবলিক ইন্স্যুরেন্স
৯.বিডি ফাইন্যান্স
১০.প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

 

উভয় শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৩৭৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৩৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৪ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৮২ কোটি ৫৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৪টির। আর দর অপরিবর্তিত আছে ১১২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, লংকা বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম, প্রভাতী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৭.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫৬৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৫২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৮ কোটি ২৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

দেশ জেনারেলের শেয়ার ১৫ টাকায় লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ সোমবার হতে শুরু হয়েছে। প্রথম দিনেই শেয়ারটি সর্বোচ্চ ১৫ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

এদিন সকাল ১০ টায় এই শেয়ারটি লেনদেন শুরু হয়। বেলা ১ টা ৫৫ মিনিট পর্যন্ত ডিএসইতে এই শেয়ার সর্বোচ্চ ১৫ টাকায় লেনদেন হয়। শুরু থেকে এখন পর্যন্ত শেয়ারটি ১৫ টাকাতেই লেনদেন হয়। এসময় পর্যন্ত শেয়ারটির মাত্র ১ বার লেনদেন হয়েছে।

এর আগেই বরাদ্দকৃত আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/