আইএমএফ’র ফর্মুলায় বাংলাদেশের রিজার্ভ ২৩৫৬ কোটি ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ফর্মুলায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার আইএমএফ’র ফর্মুলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৬ কোটি ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভের পরিমাণ ২ হাজার ৯৯৭ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এখন থেকে আইএমএফ এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব রিজার্ভের হিসাব নিয়ে তথ্য প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম////

পুনর্গঠিত হলো প্রগ্রেসিভ লাইফের পরিচালনা বোর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধরাবাহিকতায় কোম্পানির পরিচালনা বোর্ডে ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পুনর্গঠিত পরিচালনা বোর্ডে মনোনীত স্বতন্ত্র পরিচালকরা হলেন-বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের সাবেক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসাইন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. জামিল শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তাজরিনা ফারাহ এবং এইচটিসি লিমিটেডের চেয়ারম্যান এম শোয়েব চৌধুরী।

স্টকমার্কেটবিডি.কম////

গুলশান শপিং সেন্টার সিলগালা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর গুলশান-১ এলাকায় গুলশান শপিং সেন্টার সিলগালা করে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। দুপুর সাড়ে ১২ টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা তাঁরা বিক্ষোভ করেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ হওয়ায় মার্কেটটি সিলগালা করেন।

এর প্রতিবাদে ব্যবসায়ীরা সড়কে অবরোধ শুরু করেন। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, মার্কেটটির ব্যবসায়ী-কর্মচারীরা গুলশান–১–এর গোলচত্বরের রাস্তায় নেমে পড়েন। গুলশান গোলচত্বর এলাকার চারদিকে সড়ক চলাচল বন্ধ হয়ে যায়।

সাড়ে তিনটার পরে ব্যবসায়ী ও কর্মচারীদের সরিয়ে দেয় পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেছেন, সাড়ে তিনটার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

ডিএসই’র অ্যাপ ব্যবহারে ফি নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপ ব্যবহার করতে এখন থেকে ফি দিতে হবে। ব্যবহারকারীদের থেকে মাসে ১২৫ টাকা করে চার্জ নেবে ডিএসই। সম্প্রতি এক বৈঠকে ডিএসইর পরিচালনা বোর্ড খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি স্টক ব্রোকারদের কাছে পাঠানো ডিএসইর চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ডিএসই মোবাইল অ্যাপের নতুন ব্যবহারকারীকে চলতি জুলাই মাস থেকে ১২৫ টাকা মাসিক চার্জ দিতে হবে। তবে যারা আগে থেকেই অ্যাপটি ব্যবহার করছেন তাদেরকে আগামী ডিসেম্বর পর্যন্ত এই ফি দিতে হবে না।

অ্যাপটি ব্যবহার করতে ব্রোকারেজ হাউসগুলোকে ডিএসই থেকে সংযোগ নিতে হবে। এরপর ওই হাউসের অধীনে নিবন্ধন করে ব্যবহারকারীরা অ্যাপটি চালাতে পারবেন।

২০১৬ সালে ডিএসই অ্যাপটি চালু করে। এতদিন কোনো খরচ ছাড়াই এর পরিষেবা নেওয়া গেছে। তবে প্রত্যেক ব্যবহারকারীর জন্য অ্যাপ ভেন্ডরকে মাসে এক ডলার করে দিতে হতো। সম্প্রতি এক বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদ খরচ কমাতে এখন থেকে অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে চার্জ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

দেশের অনেক ব্রোকারেজ ফার্মের নিজস্ব ট্রেডিং অ্যাপ রয়েছে। এছাড়া কিছু ফার্ম যৌথভাবে লেনদেনের অ্যাপ তৈরি করেছে। এসব অ্যাপ ব্যবহারের জন্য কোনো চার্জ দিতে হবে না।

স্টকমার্কেটবিডি.কম////

 

এনআরবিসি ব্যাংকের বোনাস লভ্যাংশ প্রেরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ বিও হিসাবে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৭.৫ শতাংশ নগদ ও ৪.৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

রূপালী লাইফের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর কারওয়ানবাজারে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ১৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

একই বোর্ড সভায় বিমাটির চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় ডেল্টা লাইফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৬৪ কোটি ৩৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ১ লাখ।

স্কয়ার ফার্মা লিমিটেড ২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লূব রেফ বিডির ২৮ কোটি ৩৭ লাখ, এসোসিয়েটেড অক্সিজেনের ২০ কোটি ২২ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ২০ কোটি ১৯ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি ৮ লাখ, ফুয়াং সিরামিকসের ১৫ কোটি ৯১ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ১৫ কোটি ৮৮ লাখ ও জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের ১৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. ফু-ওয়াং ফুডস
  2. ডেল্টা লাইফ ইন্সুরেন্স
  3. স্কয়ার ফার্মা
  4. লূব রেফ বিডি
  5. এসোসিয়েটেড অক্সিজেন
  6. সি পার্ল বিচ রিসোর্ট
  7. ওরিয়ন ইনফিউশন
  8. ফুয়াং সিরামিকস
  9. রূপালি লাইফ ইন্সুরেন্স
  10. জেনারেশন নেক্সট ফ্যাশন।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে । তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৪১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫০ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৫৫ কোটি ১৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৬টির আর দর অপরিবর্তিত আছে ১৮৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, লূব রেফ বিডি, এসোসিয়েটেড অক্সিজেন, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ওরিয়ন ইনফিউশন, ফুয়াং সিরামিকস, রূপালি লাইফ ইন্সুরেন্স ও জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৩১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৬০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

লাফার্জ হোলসিমের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বিডি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন সন্ধ্যা ৮টায় রাজধানীর গুলশানে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু