উৎপাদন বন্ধ থাকার পরও শেয়ার দর বাড়ায় উদ্বেগ কোম্পানিটি

jute_spinnersস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উৎপাদন বন্ধ থাকলেও শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্সের শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়ছে। এমন অবস্থায় কোম্পানিটির লেনদেন ও শেয়ার দরের চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) কর্তৃপক্ষকে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানি জানায়, জুট স্পিনার্সের উৎপাদন ২০১৬ সাল থেকে বন্ধ রয়েছে। কোম্পানিটি তাদের কার্যক্রম বা মুনাফা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য বলে জানিয়েছে কোম্পানিটি।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে জুট স্পিনার্সের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৯ টাকা ৩৯ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৪২ টাকা ১০ পয়সা। সর্বশেষ ২০১২ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

এদিকে সদ্যসমাপ্ত ২০১৮ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি ১২ টাকা ৪৩ পয়সা লোকসান দেখিয়েছে জুট স্পিনার্স। যেখানে আগের বছর একই সময়ে লোকসান ছিল ৩৬ টাকা ১০ পয়সা । ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় মাইনাস ২০৯ টাকা ২৬ পয়সা।

১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের অনুমোদিত মূলধন ৩ কোটি ৫০ লাখ ও পরিশোধিত মূলধন ১ কোটি ৭০ লাখ টাকা। সর্বশেষ নিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, কোম্পানির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২৬ কোটি ৭৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৭ লাখ। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৯ দশমিক ৮২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৩ দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৩৬ দশমিক ৯৮ শতাংশ শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

সাভার চামড়া শিল্পনগরীতে সিইটিপির ৯৮ শতাংশ সম্পন্ন

amu-1-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাভার চামড়া শিল্পনগরীতে কেন্দ্রিয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণ কাজ ইতোমধ্যে ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে। বর্তমানে তরল বর্জ্য পরিশোধনে সিইটিপি যথাযথভাবে কাজ করছে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে আজ সোমবার চামড়া শিল্পের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের বিষয়ে এ শিল্প সংশ্লিষ্ট সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আয়োজিত বৈঠকে একথা জানানো হয়।

আমির হোসেন আমু বলেন, ‘জমির মূল্য এবং সিইটিপির নির্মাণ খরচ এক সাথে পরিশোধ করে সাভার চামড়া শিল্পনগরীতে বরাদ্দপ্রাপ্ত প্লট রেজিস্ট্রেশন করতে হবে।’

তিনি বলেন, ওষুধ শিল্পের জন্য বিসিক যে এপিআই শিল্প পার্ক তৈরি করছে, সেখানেও উদ্যোক্তারা একই সাথে প্লট ও সিইটিপির ব্যয় পরিশোধ করছেন। চামড়া শিল্প উদ্যোক্তাদের জন্য এর ব্যতিক্রম কোনো নিয়ম চালু করা সমীচীন হবে না বলে তিনি মন্তব্য করেন।

শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্, বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার, বিএসটিআই এর মহাপরিচালক সরদার আবুল কালাম, বাংলাদেশ ফিনিস লেদার, লেদার গুডস্ অ্যান্ড ফুট ওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএলএলএফইএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহিন আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

কাতারে বাংলাদেশি মালিকাধীন হোটেল উদ্বোধন

uuস্টকমার্কেটবিডি ডেস্ক :

২০২২ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে কাতারে বিনিয়োগ করে প্রতিনিয়ত সাফল্যের অংশিদার হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর দোহার অর্ধশত এলাকা ন্যাশনালে ফিতা কেটে উদ্বোধন হল বাংলাদেশি ডেলমুন রেস্টুরেন্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন উদ্যেক্তা মীর আশ্ররাফ আলী, আব্দুল আলী, মোঃ শরিয়ত উল্লাহ্, আব্দুল হক, বিল্লাল মিয়া, মোঃ জাহাঙ্গীর, এমাদুল হক চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দীন দুলাল, সাধারণ সম্পাদক নুরে আলম, শওকত হোসেন, শাহ আলম, ইয়াছিন পাশা, খোকা মাহমুদসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।

দেশ জাতির সমৃদ্ধি ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। পরে আগত অতিথিদের নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

জালিয়াতির ঘটনায় সোনালী ব্যাংকের ৩ জন গ্রেফতার

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জালিয়াতির মামলায় সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনালী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মানিক চন্দ্র মণ্ডল, ব্যাংকটির খুলনা প্রিন্সিপাল অফিসের বর্তমান এজিএম মো. সিরাজুল ইসলাম এবং দৌলতপুর শাখার সাবেক কর্মকর্তা অজিত কুমার সরকার।

দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পরের যোগসাজশে মেসার্স ইস্টার্ন ট্রেডার্সের অনুকূলে ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সোনালী ব্যাংক থেকে ৪৯ কোটি ৬২ লাখ ১৪ হাজার ২৩৭ টাকা ঋণ নেন। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নেওয়া ওই অর্থ সুদে-আসলে দাঁড়িয়েছে ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

এশিয়ান টাইগার মি. ফান্ডের লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এশিয়ান টাইগার সন্ধানী গ্রোথ মি. ফান্ডের ট্রাষ্ট্রি বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ জুন ২০১৮ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে ফান্ডটি।

এ সময় ফান্ডটির ইউনিট প্রতি আয় এসেছে ১.২৭ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত ফান্ডটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩.৪৭ টাকা।

ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৩ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. আমান কটন
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ড্রাগন সোয়েটার
  4. সায়হাম টেক্সটাইল
  5. ব্র্যাক ব্যাংক
  6. নূরানী ডায়িং
  7. বিবিএস ক্যাবলস
  8. ফার কেমিক্যালস
  9. লিগ্যাসী ফুটওয়ার
  10. আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের সামান্য পতন হয়েছে। এদিন সেখানে সবগুলো সূচকের পতন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৩১ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৬৫৯ কোটি ২২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৮৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আমান কটন, ইউনাইটেড পাওয়ার, ড্রাগন সোয়েটার, সায়হাম টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, নূরানী ডায়িং, বিবিএস ক্যাবলস, ফার কেমিক্যালস, লিগ্যাসী ফুটওয়ার ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৪৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৩৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৩ কোটি ১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আমান কটন ও রূপালী ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দুলামিয়া কটনের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই

dulamiaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানা গেছে, গত ১ আগষ্ট এ শেয়ারের দর ছিল ২২.২০ টাকা। গতকাল ৫ আগষ্ট এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকার বেশি।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

অগ্রনী ইন্স্যুরেন্সের উদ্যোক্তার ৫০ হাজার শেয়ার বিক্রয়

agriniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান অগ্রনী ইন্স্যুরেন্স লিমিটেডের একজন উদ্যোক্তা ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: শাহবাজ হোসেন থান নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ৫০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। তার হাতে বিমাটির ৬,৪১,৮৬৫টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

৮১ টাকায় আমান কটনের লেনদেন শুরু

Aman-Cotton-Fibrous-Ltdনিজস্ব প্রতিবেদক :

আইপিও পক্রিয়া শেষে দেশের উভয় শেয়ারবাজারে আমান কটনের শেয়ার লেনদেন আজ সোমবার হতে শুরু হয়েছে। প্রথম আধ ঘন্টায় শেয়ারটি সর্বোচ্চ ৮১ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

সোমবার বেলা সাড়ে ১০ টায় এই শেয়ার লেনদেন শুরু হয়। শুরুতে ডিএসইতে এই শেয়ার ৬০ টাকায় লেনদেন শুরু হয়। ৫ মিনিটের মধ্যে দ্রুত গতিতে বাড়তে থাকে এই দর। একই সময় তা ৮১ টাকাতেও লেনদেন হয়।

এর আগেই বরাদ্দকৃত শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। আজ আনুষ্ঠানিকভাবে এই শেয়ারের লেনদেন শুরু হয়।

স্টকমার্কেটবিডি.কম/