ভ্যাট দিয়ে পুরস্কার পেলেন ১০১ জন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইএফডি (ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস) মেশিনে ভ্যাট দিয়ে পুরস্কার পেয়েছেন ১০১ জন। জানুয়ারি মাসে জমা হওয়া চালান লটারির মাধ্যমে এসব ভাগ্যবানকে নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এনবিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ ক্যাটাগরিতে করদাতাদের নগদ অর্থ পুরস্কার হিসেবে দেয়া হবে। প্রথম পুরস্কার এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫টি ২৫ হাজার টাকা মূল্যমানের এবং চতুর্থ পুরস্কার ৯৪টি ১০ হাজার টাকা মূল্যমানের।

প্রথম পুরস্কারপ্রাপ্ত চালান নম্বর হচ্ছে-002221GEMMWAK039, দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত চালান-001820SPXYAOH781, তৃতীয় পুরস্কারপ্রাপ্ত চালানগুলো হচ্ছে- 002120DXEDECM637, 000821FSCBXOM039, 000121QTFUAPX752, 000021HEFLEHY957, 002821CUJXPDM679। চতুর্থপুরস্কারপ্রাপ্ত চালানগুলো হচ্ছে- 002120DXEDECM637, 000821FSCBXOM039, 000121QTFUAPX752, 000021HEFLEHY957, 002821CUJXPDM679, 001321CMSIORM304, 001220OUJVGRT613, 001621ZYVLTWF244, 001920ΕΥΡΜTRZ612, 002320OZANMFA302, 002020DPAAHCU008, 002821BMGYXYT928, 000121GQMPVKU262, 002021JWGXEEB861, 002520IMOHOFV483, 000921ICYAQFY023, 002620SAFKMVQ598, 001420WEKJOYI414, 0033210ADCJLH062, 001321PRALIZB998,

002020YΗΝΙΝΜ328, 000121ZYOINOC520, 001520LDVRVDC313, 000221AGPLPXW108, 002520WYPEWLT768, 003321OGLLUZD740, 003220SDICJMK662, 000020YBEMRIJ661, 002620KUUOCYO167, 002620SAFKMVQ971, 000020HEWVNCU074, 001321USLBLYJ676, 001320EDSUDTA231, 000121BJLLKVU341, 002221NLLPXXQ296, 000220GKVGHZH862, 001421EPDXJEO175, 003221OXGCEKB377, 000921KQSTFXR034, 003020EULVXZU129, 002220VLNUPST589, 001321QCABUNT168, 003221RXYUFMC009,

002221NXXFEDH057,000021QFIJHPD135, 003221MKTYJQV624, 000520VUDOZUN077, 000221MVHQAGD013, 002421PWVMEUI742, 003120ZGMQQRN503, 003321EIKDEAR770, 002921KMPVKHR290, 001321HXNBOXD559, 000121NVBLJLY328, 000020SEUHYKG975, 000021XPOVUBN851, 001321CMSIORM757, 000021ULHHFZQ769, 000720TVAPSQD015,

002521RAWOPHG268, 000421KIGGLOU021, 000221CKBOYEU137, 002520WKALWDO138, 000320IJRALZR461, 001321MLHCKWB012, 001920PMNWXKE261, 002421AKGTPQG716, 000121CZUNSHO314,000121HFGDZDY712, 000121AYBYPLK192, 001321WDXBOAW354, 002821ZMRRMZW513, 002121JOEIWAU605, 002021LEOWZPM337, 001121LZIIUTV723, 000120PUASCLQ151, 001320XWCCTOD409, 000421KIGGLOU333, 000021ECMBNDX900, 000121HFGDZDY114,000121IUCQCRF207, 002420BBKURBY408, 002320KXCHVRN943, 000121MXBDADT444, 001321BNHKPDL608,
003321QEECPGO040, 001321VYNDWIC544, 000021HRSZOWU658, 002821WFTFPSF012, 000921OLWMRCU169, 002020VODMTFR888, 003221UAFFEQU821, 000021HRWOGAQ855, 003221WWGDPYM366, 001321RKTFFEZ480, 001321LWQXTTP210, 001920FRUFPLK679, 001321ULSXPYL342, 001321BYEFNFX422।

এনবিআর সূত্র জানায়, লটারিতে বিজয়ীকে যে কোনো ভ্যাট কমিশনারেটে পুরস্কারের জন্য এনবিআরের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। যে মাসে লটারি ড্র হবে, সে মাসের শেষ কার্যদিবসের মধ্যে পুরস্কারের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ জানুয়ারি মাসে যারা বিজয়ী হয়েছেন, তাদের কুপনগুলো যেকোনো কমিশনারেটে ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুরস্কার প্রাপ্তির জন্য আবেদন করতে হবে। এছাড়া পুরস্কার পেতে কোনো সমস্যা হলে ০১৯৬৩৬৩৬৫৫৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে পৌনে ১৬ কোটি টাকা লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (৮ ফেব্রুয়ারি) ১৫ কোটি ৮৯ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লিন্ডে বিডির। কোম্পানিটির ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে দ্বিতীয় অবস্থানে আছে রেনাটা। এ কোম্পানির ৪ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২ কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে আছে গ্রামীণফোন।

ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৫ লাখ ২৯ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব‌্যাকোর ১৪ লাখ ৮৯ হাজার টাকার, বেক্সিমকোর ৮ লাখ ২০ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২১ লাখ ৭৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১১ লাখ ৩২ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৬ লাখ ৫৮ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৯ লাখ ১৬ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ২ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

আমান ফিডসের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের প্রতিষ্ঠান আমান ফিডস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১০ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৭টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

তাওফিকা ফুডসের লেনদেন শুরু ১০ ফেব্রুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভূক্ত তাওফিকা ফুডস এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজি লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “TAUFIKA” এবং ডিএসইতে কোম্পানি কোড- ১৪২৯৬ নির্ধারণ হয়েছে। আর সিএসইতে কোম্পানি কোড- ১৪০২৮ নির্ধারণ হয়েছে।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

কহিনূর কেমিক্যালসের পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি কহিনূর কেমিক্যালস লিমিটেডের একজন পরিচালক ২ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, রেজাউল করিম নামে এই পরিচালক কোম্পানিটির ২ লাখ ১০ হাজার ৯৭টি শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

গোল্ডেনসনের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেনসন লিমিটেড ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে। সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২.৫ শতাংশ লভ্যাংশ দেয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে।

এজন্য কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেওয়া হয়েছে।

কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী আগামীকাল মঙ্গলবার থেকে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৯ সালে বিনিয়োগকারীদের জন্য ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এআর

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৪০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৩৯ লাখ টাকার।

৩৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রবি, লংকাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, মীর আখতার, এনার্জিপ্যাক ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বেক্সিমকো ফার্মা
  3. বিএটিবিসি
  4. রবি আজিয়াটা
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. স্কয়ার ফার্মা
  7. সামিট পাওয়ার
  8. মীর আকতার
  9. এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন
  10. আইএফআইসি ব্যাংক লিমিটেড।

সূচকের বড় পতন হলেও লেনদেন বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় ধরণের পতন দেখা গেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক অনেকটাই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২৮.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৭৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২০.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬৭.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০২৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৮৯ কোটি ৮০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ৭৭১ কোটি ৫২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৬টির। আর দর অপরিবর্তিত আছে ৯১টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, রবি আজিয়াটা, লংকা বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, মীর আকতার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৯৬.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৫১৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ১৭৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ১১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

বঙ্গজ ও দেশবন্ধু পলিমারের লভ্যাংশ প্রেরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড এবং দেশবন্ধু পলিমার লিমিটেড ৩০ জুন,২০২০ সমাপ্ত অর্থ বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বঙ্গজ লিমিটেড ৩০ জুন,২০২০ সমাপ্ত অর্থ বছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

কোম্পানিটি আরও জানিয়েছে যাদের বিইএফটিএন সিস্টেমস নেই তাদের কে ডিভিডেন্ড ওয়ারেন্ট নির্ধারিত সময়ের ভিতর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। ৩০ জুন,২০২০ সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

দেশ বন্ধু পলিমার ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে যা বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক এ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/