অর্থনৈতিক সাফল্য ধরে রাখার ক্ষেত্রে দুর্নীতিই বড় চ্যালেঞ্জ : দুদক চেয়ারম্যান

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন সূচকে অসাধারণ সাফল্য অর্জন করছে জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, এই সাফল্য ধরে রাখার ক্ষেত্রে দুর্নীতিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজ সকালে জাতিসংঘের ‘ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম’(ইউএনওডিসি) এর ইনডিপেনডেন্ট ইভ্যেলুয়েটর মি. প্যারি রবার্টের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এ মন্তব্য করেন।

দুর্নীতি দমনে অনুসন্ধান, তদন্ত এবং প্রসিকিউশনের মানোন্নয়নের কোনো বিকল্প নেই জানিয়ে ইকবাল মাহমুদ কমিশনের ছয়টি অনুবিভাগের মহাপরিচালকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্ব-স্ব অনুবিভাগের বাস্তবায়িত সব কার্যক্রমের পাশাপাশি এসব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হন তা মুক্তভাবে প্রকাশ করবেন। কারণ সঠিক তথ্য ছাড়া কোনো প্রতিষ্ঠানকে যথার্থ মূল্যায়ন করা সম্ভব নয়। তিনি বলেন, যদি সঠিকভাবে কমিশনের কার্যপদ্ধতি মূল্যায়ন করা হয়, তাহলেই প্রাতিষ্ঠানিক মানোন্নয়ন সম্ভব এবং কার্যপদ্ধতির উৎকর্ষ সাধিত হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদক সচিব ড. শামসুল আরেফিন, মহাপরিচালক (লিগ্যাল) মো. মঈদুল ইসলাম, মহাপরিচালক (বিশেষ তদন্ত) মোহাম্মদ জয়নুল বারী, মহাপরিচালক (মানিলন্ডারিং) মো. আতিকুর রহমান খান, মহাপরিচালক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান এবং মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সোনা নিয়ে অনর্থক আলোচনা হচ্ছে : অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা সোনা নিয়ে অনর্থক আলোচনা হচ্ছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী ডিসি সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশনে যোগদানের পর সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকে ৯৬৩ কেজি সোনা রয়েছে। এর মধ্যে দূষিত সোনা মাত্র তিন কেজি। যার মান নিয়ে প্রশ্ন উঠেছে। এই সোনা নিয়ে অনর্থক (ইউজলেস) আলোচনা হচ্ছে।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে বাজেটের অর্থ ব্যয় করাটাই এখন বড় চ্যালেঞ্জ। এ বছর ১ জুলাই থেকেই বাজেটের অর্থ ছাড় প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখন আমাদের কর আদায় পরিস্থিতি বেশ ভাল।

স্টকমার্কেটবিডি.কম/জেড

১০ কোটি টাকা শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১০ কোটি টাকার বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ক্যাপিট্যাক পদ্মা পি.ফি. শরীয়াহ ইউনিট ফান্ডের’ খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ৬৫৩ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১ কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির প্রতিটি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ফান্ডটির উদ্যোক্তা পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ক্যাপিট্যাক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

পিডিবি ও পেট্রোবাংলায় দুদকের অভিযান

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া খনির কোল ইয়ার্ড থেকে কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনা তদন্তে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-বাংলাদেশ তৈল ও গ্যাস করপোরেশন বা পেট্রোবাংলায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৪ জুলাই) সকাল থেকে দুদকের তিন সদস্য তদন্ত কমিটিসহ একটি টিম এ সংশ্লিষ্ট দলিল দস্তাবেজ, নথিপত্র ও তথ্য প্রমাণাদি সংগ্রহ করতেই এ অভিযান চালিয়েছে। দুপুরে দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ২শ’ কোটি টাকা মূল্যর এক লাখ ১৬ হাজার টন কয়লা খোলাবাজারে বিক্রি ‍ও লুটপাটের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দুদক।

দুদকের উপ-পরিচালক শামছুল আলমের নেতৃত্বে গঠিত ওই কমিটির অপর দুই সদস্য হলেন সহকারী পরিচালক এএসএম সাজ্জাদ ও তাইজুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/জেড

কেয়া কসমেটিকসের পরিচালকদের জড়িমানা

keyaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকসের পরিচালকদের জড়িমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এই অভিযোগে কোম্পানির পরিচালকদের এই জড়িমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ৬৫৩ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, এই কোম্পানি ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়নি। এ জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন -১৯৮৭ এর ১২ ধারাগুলোকে অমান্য করেছে।

এজন্য কেয়া কসমেটিকসের স্বতন্ত্র ও মনোনীত পরিচালক বাদে বাকি পরিচালকদের শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি স্বরূপ তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জড়িমানা ধার্য করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ডিএসই’র তিন ব্রোকার হাউজকে সতর্ক করলো বিএসইসি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য তিনটি ব্রোকার হাউজকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৪ জুলাই) অনুষ্ঠিত ৬৫৩ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সতর্কপত্র পাওয়া তিনটি বোকার হাউজ হলো – ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট লিমিটেড, এবি আন্ড কোম্পানি লিমিটেড ও এলায়েন্স সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ লিমিটেড। হাইজগুলোর বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ব্রোকার হাউগুলো ২০১৭ সালে বাৎসরিক আর্থিক প্রতিবেদন জমা দেয়নি।

আইন অনুযায়ী হাউজগুলো সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও আনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১৩(৪) লংঘন করেছে। এজন্য এদের সতর্ক করেছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ওয়াটা কেমিক্যালসের ঋণমান ‘বিবিবি+’ ও ‘এসটি-৩’

wata-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪, ২০১৫ ও ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৬ সালের ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আর ২০১৮ সালের ৯ মাসে আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

তিন মাসে গুগলের আয় ৩২৭০ কোটি ডলার

googlelogoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারমূল্য পাঁচ শতাংশ বেড়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনী আয় প্রত্যাশার চেয়েও বেশি হওয়ার তথ্য প্রকাশ করার পর এই শেয়ারমূল্য বাড়ে বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়।

চলতি বছর জুন পর্যন্ত শেষ হওয়া প্রান্তিকে অ্যালফাবেট ৩২৭০ কোটি ডলার আয় করেছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২৬ শতাংশ বেশি। কিন্তু ইইউ প্রতিষ্ঠানটিকে রেকর্ড পাঁচশ’ কোটি ডলার জরিমানা করে দেওয়ায় লাভের অংকটা কমে গিয়েছে। জরিমানা না করা হলে আয়ের অংকটা হতো প্রায় ৮৩০ কোটি ডলার, জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগল অবৈধভাবে মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে নিজেদের আধিপত্য ব্যবহার করছে, এমন অভিযোগে সম্প্রতি এই জরিমানা ধার্য করে ইইউ।

এই জরিমানার বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে অ্যালফাবেট।

আর্থিক বিশ্লেষকদেরকে গুগল প্রধান নির্বাহী সুন্দার পিচাই বলেন, নীতিনির্ধারকদের এই সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির উপর দীর্ঘমেয়াদে কী প্রভাব রাখবে তা বলার জন্য সময়টা এখন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তিনি বলেন, “এখানে আরও অনেক কিছু করার আছে আর আমি মনে করি এটি আমরা আরও যত সামনে যাব তত স্পষ্ট হবে।”

ইউরোপের নতুন প্রাইভেসি আইন জিডিপিআর-এর প্রভাব নিয়ে বলার জন্যও সময়টা জলদি হয়ে যায় বলে জানিয়েছেন পিচাই। সূত্র : বিডিনিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

৩০ জুলাই তিন সিটিতে ব্যাংক লেনদেন বন্ধ

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন উপলক্ষে আগামী ৩০ জুলাই (সোমবার) নির্বাচনী এলাকায় সব ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এদিন ওই তিন সিটিতে সবধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। সার্কুলারটি সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচনে কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত সব অফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

ওইদিন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ও বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ট্যাক্স সনদ ছাড়া বিদেশে অর্থ পাঠাতে পারবে না ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইন্টারন্যাশনাল ট্যাক্স উইংয়ের সনদ ছাড়া এখন থেকে কোনও ব্যাংক বিদেশে অর্থ পাঠাতে পারবে না ।

সোমবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব ব্যাংককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, যে সব দেশের সঙ্গে বাংলাদেশের দ্বৈত করারোপন পরিহার চুক্তি বলবৎ রয়েছে, সে সকল দেশের প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তি বাংলাদেশ হতে তাদের অর্জিত অর্থ নিজ দেশে পাঠানোর সময় ব্যাংকসমূহের কাছে দ্বৈত করারোপন পরিহার চুক্তির সুবিধা দাবি করে উৎসে কর কর্তন ব্যতিরেকে/ হ্রাসকৃত হারে উৎসে কর কর্তনপূর্বক বিদেশে অর্থ পাঠিয়ে থাকে।

নির্দেশনায় বলা আছে, অর্থ আইন-২০১৮ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৫৬তে এ বিষয়ে সংশোধন আনা হয়েছে। যেখানে বলা হয়েছে, দ্বৈত কর পরিহার চুক্তির আওতায় কর সুবিধা গ্রহণের আগে এবং বিদেশে অর্থ পাঠানোর আগে ব্যাংকগুলোকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইন্টারন্যাশনাল ট্যাক্স উইং থেকে সনদ গ্রহণ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড