স্কয়ার ফার্মার সাথে এরিস্টোফার্মার চুক্তি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত রসায়ন এ ঔষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিটিউক্যালসের পরিচালনা বোর্ড এরিস্টোফার্মার সাথে চুক্তি করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এই চুক্তির আওতায় এরিস্টোফার্মার কিছু ঔষুধ স্কয়ার ফার্মা তৈরি করবে।

চাহিদা বাড়ায় এসব ঔষুধ তৈরি করতে পারছে না কোম্পানিটি এই চুক্তি করেছে স্কয়ার ফার্মার সাথে।

স্টকমার্কেটবিডি.কম///

সান লাইফ ইন্স্যুরেন্সের ৪টি ফ্লোর বিক্রির সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড রাজধানীর একটি ভবনেন ৪টি ফ্লোর বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রাজধানী মহাখালীতে বীর উত্তম এ কে খোন্দকার রোডের নিলয় সানলাইফ টাওয়ারে ৯, ১০, ১১ ও ১২ তলায় অবস্থিত ১২,৩৩০ স্কয়ার ফুটের ফ্লোরগুলো বিক্রি করা হবে।

এই ফ্লোরটি বিক্রির সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। নিয়ন্ত্রক সংস্খার অনুমোদন স্বাপেক্ষে এই ফ্লোর ৪টি বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

লেনদেনের শীর্ষে ডেল্টা লাইফ; ২য় ফু-ওয়াং ফুডস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২১ কোটি ৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ফু-ওয়াং ফুডস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৪ লাখ।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ১৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিংয়ের ১৪ কোটি ৭৭লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)র ১৪ কোটি ৬৬ লাখ, রহিমা ফুড কর্পোরেশনের ১৪ কোটি ৫৩ লাখ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ১৩ কোটি ১৪ লাখ, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ২২ লাখ, দেশবন্ধু পলিমারের ১১ কোটি ৯৪ লাখ ও প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ১১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. ডেল্টা লাইফ ইন্সুরেন্স
  2. ফু-ওয়াং ফুডস
  3. সি পার্ল বিচ রিসোর্ট
  4. জেএমআই হসপিটাল
  5. বিএসসি
  6. রহিমা ফুড কর্পোরেশন
  7. কন্টিনেন্টাল ইন্সুরেন্স
  8. খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ
  9. দেশবন্ধু পলিমার
  10. প্রগতি লাইফ ইন্সুরেন্স ।

ডিএসইতে ৪৮৫ ও সিএসইতে ১৮ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকই কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩২৯ পয়েন্টে।আর ডিএসই শরীয়াহ সূচক ২.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৫২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৩৯ কোটি ১৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৮টির আর দর অপরিবর্তিত আছে ১৭৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ফু-ওয়াং ফুডস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), রহিমা ফুড কর্পোরেশন, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার ও প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬৮৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৬৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৮ কোটি ২৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি ও প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণে ২৬১ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশ সরকারের রামপুরা-আমুলিয়া-ডেমরা পর্যন্ত চার লেনের সাড়ে ১৩ কিলোমিটার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের জন্য লেনদেন উপদেষ্টা হিসেবে বেসরকারি খাতের মূলধন ২৬১ মিলিয়ন ডলারের ব্যবস্থা করবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি এ তথ্য জানিয়েছে। এডিবি বাংলাদেশ সরকারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের লেনদেন উপদেষ্টা। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের নির্মিতব্য এই চার লেনের এক্সপ্রেসওয়েটি সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ। এডিবি প্রকল্পের বেসরকারি খাতের মূলধন সংগ্রহ করেছে।

এই প্রকল্পটি যানজট দূর করবে এবং রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের মধ্যে আরো ভালো যোগাযোগ স্থাপন করবে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ব্যাংক অব চায়না, ডিবিএস ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশে অবস্থিত একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড থেকে ১৯৩ মিলিয়ন ডলারের সর্বোচ্চ ঋণের মাধ্যমে প্রকল্পটি অর্থায়ন করা হচ্ছে।

এডিবি জানিয়েছে, দাতারা ইক্যুইটি বিনিয়োগ হিসাবে বাকি ৬৮ মিলিয়ন ডলার প্রদান করে। এডিবি প্রকল্পের কাঠামো, সমঝোতা, দরপত্র সম্পাদনে সহায়তা করেছে এবং বাণিজ্যিক ও আর্থিক সুবিধায় সহায়তা প্রদান করেছে।

স্টকমার্কেটবিডি.কম////

সেপ্টেম্বরে নিউইয়র্কে ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কের হিলটন মিড টাউন হোটেলে ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুক্তধারা নিউইয়র্ক এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হবে।

এই মেলাটি ২২ সেপ্টেম্বর থেকে ২ দিনব্যাপী অনুষ্ঠিত ‘বাংলাদেশী অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা-২০২৩’-এর পাশাপাশি অনুষ্ঠিত হবে। মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা বলেন, ‘ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, রেমিটেন্স সংক্রান্ত অ্যাপ সার্ভিস, মানি এক্সচেঞ্জ হাউস এবং রেমিট্যান্স চ্যানেল পার্টনাররা এই মেলায় অংশগ্রহণ করবে।’

তিনি বলেন, ‘অনুষ্ঠানে সেরা ৩০০ রেমিট্যান্স প্রেরককে আমন্ত্রণ জানানো হবে এবং সেরা ১০ জনকে রেমিট্যান্স পুরস্কার দেওয়া হবে। মেলায় বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক ও মানি এক্সচেঞ্জ কোম্পানি অংশ নেবে বলেও জানান তিনি।

এই মেলায় শীর্ষ ৩টি মানি এক্সচেঞ্জ কোম্পানি, রেমিট্যান্স চ্যানেল পার্টনারদের পুরস্কৃত করা হবে জানান তিনি। এ ছাড়া তিনি বলেন, ‘অংশগ্রহণকারী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে একটি নেটওয়ার্কে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হবে।’

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোই আমাদের লক্ষ্য। ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ রেমিট্যান্স ও অর্থ ট্রান্সফারের সঙ্গে জড়িত কোম্পানিগুলো তাদের পণ্য সুনির্দিষ্ট প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়ার একটি প্লাট ফর্ম হবে এই মেলা’, বলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম////

বিজিআইসি’র ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম নন-লাইফ বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিঃ (বিজিআইসি)-এর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।

বিজিআইসি দাবি পরিশোধের সক্ষমতায় দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং পেয়েছে ট্রিপল-এ (‘এএএ’) এবং স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-১’। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে উক্ত ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আরগাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।

উল্লেখ্য, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী লিঃ বাংলাদেশের শেয়ারবাজারে ১৯৮৯ সাল থেকে তালিকাভুক্ত একটি নন-লাইফ বীমা কোম্পানী।

স্টকমার্কেটবিডি.কম////

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা স্থগিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তিনটি বাৎসরিক বোর্ড সভার দিন স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ ৩ আগষ্ট বেলা ৩ রাজধানীর গুলশানে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্যকারণ বশত এটা স্থগিত করা হয়েছে।

এই বোর্ড সভার নতুন দিন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ২০১৯, ২০২১ ও ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এই তিন বছরের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা কথা ছিল।

সর্বশেষ গত ২০১৮ সালে বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

বাংলাদেশ এখন অনেক উন্নত দেশ থেকেও এগিয়ে : প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ জনশক্তি তৈরি করতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন অনেক উন্নত দেশ থেকেও এগিয়ে। সরকার দেশকে আরও এগিয়ে নিতে কাজ করছে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’-এর প্রথম সভায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশকে ডিজিটাল হিসেবে গড়ে তোলে।

অথচ এ নিয়ে একসময় আমাদের ব্যঙ্গ করা হতো। সে সময় যারা ডিজিটাল বাংলাদেশ নিয়ে ব্যঙ্গ করেছিল এখন তারাই নানান অপপ্রচারে এর বেশি ব্যবহার করছে।

তিনি বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটি পূরণ করেছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাওয়ায় দেশের সবক্ষেত্রেই উন্নতি হচ্ছে।

ডিজিটাল থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের পথে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, এবার সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করা। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট- এ চারটি মূল ভিত্তিকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে।

স্টকমার্কেটবিডি.কম////