মার্কেন্টাইল ব্যাংকের ৪ পরিচালকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

mercantilস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারি সম্পত্তি বন্ধক দেখিয়ে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখা থেকে ৮ কোটি টাকা ঋণ তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ এনে ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৪ সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

মামলায় আসামি করা হয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য মো. আনোয়ারুল হক, আকরাম হোসেন (হুমায়ুন), মো. আমান উল্লাহ ও মো. সেলিম, ব্যাংকটির এক্সিকিউটিভ কমিটির সাবেক সদস্য মো. মনসুরুজ্জামান, এস এম সাকিল আখতার ও তৌফিক চৌধুরী, ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাহতাব উদ্দিন, ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার ও বর্তমানে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তনুশ্রী মিত্র, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রবিউল ইসলাম, সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও প্রধান শাখার ব্যবস্থাপক নবী-উস-সেলিম ও মেসার্স প্যাট্রিক ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফরহাদ হোসেনকে।

মামলার এজাহারে বলা হয়, প্যাট্রিক ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফরহাদ হোসেন ২০০০ সালে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান শাখায় সাড়ে ৮ কোটি টাকা ঋণের আবেদন করেন। ঋণের জামানত হিসেবে গুলশান থানার ভাটারা মৌজার ১২ কাঠারও বেশি জমি বন্ধক রাখার প্রস্তাব করেন। কিন্তু ওই জমি ছিল সরকারের অনুকূলে অধিগ্রহণ করা। ওই আবেদন পাওয়ার পর ব্যাংক কর্মকর্তা তনুশ্রী মিত্র ও মোহাম্মদ মাহতাব উদ্দিন সরেজমিনে পরিদর্শন করে মূল্যায়ন করেন। কিন্তু তাঁরা ওই জমি সরকারের অনুকূলে অধিগ্রহণের বিষয়টি মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ না করে গোপন রাখেন। প্রতিবেদন জমা দেওয়ার পরদিনই ব্যাংক কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও নবী-উস-সেলিম ওই গ্রাহকের অনুকূলে ৮ কোটি ১০ লাখ টাকা ঋণ অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ওসমানিয়া গ্লাসে এজিএমের দিন পিছালো

osmaniaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওসমানিয়া গ্লাস শিট লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ২১ ডিসেম্বর ৩২ম এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এজিএমটি চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত কারখানায় অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

রিজার্ভ চুরির ঘটনায় মামলার জন্য সহযোগিতার প্রয়োজন

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (ফেড) এবং ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করার জন্য তাদের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ফেডারেল রিজার্ভ ব্যাংক ও রিজাল কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ওই ঘটনায় মামলা করার নির্দিষ্ট সময় শেষ হয়ে আসছে। মামলা করার জন্য আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় আছে। তাই এ বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক খুব সিরিয়াসলি কাজ করছে।’

বুধবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী ।

এসময় অর্থমন্ত্রী বলেন, ‘এই ঘটনায় মামলাটি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (ফেড) এবং ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে হবে।’

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। চুরি হওয়া এই অর্থের মধ্যে ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখনও ফেরত আসেনি ৬ কোটি ৬৪ লাখ ডলার। তবে পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত এসেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ড্রাগন সোয়েটারের ২৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

dragonস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং মিল লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ২৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোস্তফা কামরুস সোবহান নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ২৩ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৩ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৮২২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ড্রাগন সোয়েটার
  2. ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড
  3. ব্র্যাক ব্যাংক
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. বিবিএস ক্যাবলস
  6. সায়হাম কটন
  7. এম এল ডায়িং
  8. ইউনাইটেড পাওয়ার
  9. অ্যাডভেন্ট ফার্মা
  10. খুলনা পাওয়ার লিমিটেড।

ডিএসইতে ৬৭৯ ও সিএসইতে ২৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ ৬৭৯ কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে সেখানে সূচকের মিশ্রাবস্থা ছিল। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৬৮৩ কোটি ৪৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৩৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৩১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৭২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩১টির। আর দর অপরিবর্তিত আছে ৩৩টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ড্রাগন সোয়েটার, ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড, ব্র্যাক ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, বিবিএস ক্যাবলস, সায়হাম কটন, এম এল ডায়িং, ইউনাইটেড পাওয়ার, অ্যাডভেন্ট ফার্মা ও খুলনা পাওয়ার লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৭.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৩৩ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৩২ কোটি ৫৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ হোলসিম ও শাশা ডেনিমস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আবারো বানিজ্যিকভাবে চালু হলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল

hotelস্টকমার্কেটবিডি প্রতিবেদক :
নতুন রূপে বাংলাদেশে আবারও ফিরে এসেছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। গত রোববার থেকে সীমিত পরিসরে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। সাবেক রূপসী বাংলা হোটেলকে সংস্কার শেষে ইন্টারকন্টিনেন্টাল হিসেবে চালু করা হয়। তবে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাণিজ্যিক কার্যক্রম শুরুর প্রথম দিনে হোটেলটির রেস্টুরেন্টে শতাধিক অতিথি রাতের খাবারের জন্য ভিড় করেন। তবে হোটেলকক্ষে রাত যাপনের জন্য অতিথি ছিলেন পাঁচজনের মতো।
হোটেল-সংশ্লিষ্টরা বলেছেন, সীমিত পরিসরে চালু করায় এবং প্রচার-প্রচারণা না থাকায় অতিথিদের আগমন কম ঘটেছে। তবে পর্যায়ক্রমে প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর দেশি-বিদেশি অতিথি সমাগমও বেড়ে যাবে।
জানা গেছে, ২০১৪ সালের সেপ্টেম্বরে সংস্কারকাজের জন্য বন্ধ করে দেওয়া হয় তৎকালীন রূপসী বাংলা হোটেলটি। ২০১১ সালের মে মাসে শেরাটন কর্তৃপক্ষ হোটেলটির ব্যবস্থাপনা থেকে সরে যাওয়ার পর রূপসী বাংলা নামে এটি পরিচালনা করে সরকার।
এর আগে ২০১২ সালে হোটেলটির মালিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল গ্রুপের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ৩০ বছর হোটেলটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ইন্টারকন্টিনেন্টাল
স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ঋণ খেলাপি হওয়ায় সাংসদ নির্বাচন করতে পারবেন না ৯৫ জন

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে খেলাপি হওয়ার কারণে এবারের নির্বাচনে ৯৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এঁদের মধ্যে সর্বাধিক ৩৩ জন প্রার্থী বিএনপির।

নিবন্ধিত অন্যান্য দলও কমবেশি ঋণখলাপিদের মনোনয়ন দিয়েছে। তবে এই তালিকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের কারও নাম নেই। হলফনামায় তথ্যের গরমিল থাকায় আওয়ামী লীগের একজন মাত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি কুড়িগ্রাম-৪ আসনের বর্তমান সাংসদ জাকির হোসেন।

যদিও গত কয়েক বছরে আলোচিত শীর্ষ ঋণখেলাপিদের কয়েকজন সরকারি দল ও তাদের জোট থেকে প্রার্থী হয়েছেন। বিএনপি থেকে দাবি করা হচ্ছে, এঁরা সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে তফসিল ঘোষণার আগে আগে ঋণ হালনাগাদ করে নিয়েছেন।

এবারের সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি দলের ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়ে। ২ ডিসেম্বর বাছাইয়ে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এর মধ্যে বিএনপির ১৪১টি। বাছাই শেষে যে হিসাব দাঁড়িয়েছে, তাতে বর্তমানে মোট বৈধ প্রার্থী ২ হাজার ২৭৯। এর মধ্যে রাজনৈতিক দলের বৈধ প্রার্থী ২ হাজার ১৬৫ জন এবং স্বতন্ত্র ১৪৪ জন।

বিএনপি–মনোনীত ৩৩ ঋণখেলাপি

খেলাপি ঋণের কারণে মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপির ৩৩ প্রার্থী হলেন—শাহীনুর ইসলাম (দিনাজপুর-৬), আব্দুল খালেক (কুড়িগ্রাম-৩), রফিকুল ইসলাম (গাইবান্ধা-৩), নাজেমুল ইসলাম প্রধান (গাইবান্ধা-৫), এ কে এম মতিউর রহমান (রাজশাহী-৩), এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬), এস এম শফিকুল আলম (খুলনা-৬), মো শাহাজান (পটুয়াখালী-৩), গোলাম নবী আলমগীর (ভোলা-১), মাহবুব আনাম (টাঙ্গাইল-১), নুর মোহাম্মদ খান (টাঙ্গাইল-৬), হজরত আলী (শেরপুর-১), মো. আখতারুজ্জামান (কিশোরগঞ্জ-২), মো. আবদুল্লাহ (মুন্সিগঞ্জ-১), নাসিমা আক্তার কল্পনা (ঢাকা-৭), সাজ্জাদ জহির (ঢাকা-৮), আফরোজা আব্বাস (ঢাকা-৯), আবু বকর সিদ্দিক (ঢাকা-১৪), এ কে এম মোয়াজ্জেম হোসেন (ঢাকা-১৬), শওকত আজিজ (ঢাকা-১৭), সুলতান আহমেদ (ঢাকা-২০), মাকসুদুল আলম খন্দকার (নারায়ণগঞ্জ-৫), জয়নুল জাকেরীন (সুনামগঞ্জ-৪), কাজী নাজমুল হোসেন (ব্রাক্ষণবাড়িয়া-৫), আবদুল গফুর ভূঁইয়া (কুমিল্লা-১০), আবদুল লতিফ জনি (ফেনী-৩), গিয়াস কাদের চৌধুরী (চট্টগ্রাম-২ ও ৭), এ কে এম আবু তাহের (চট্টগ্রাম-৩), আসলাম চৌধুরী (চট্টগ্রাম-৪), আবু আহমেদ হাসনাত (চট্টগ্রাম-৭), সামসুল আলম (চট্টগ্রাম-১০) ও সামির কাদের চৌধুরী (চট্টগ্রাম-৬)।

অন্যান্য দল ও স্বতন্ত্র খেলাপি প্রার্থী

খেলাপি ঋণের কারণে স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা হলেন রাইসুল ইসলাম (দিনাজপুর-৩), আতাউর রহমান (দিনাজপুর-৬), রশিদুল ইসলাম (নীলফামারী-৪), কুমারেশ চন্দ্র রায়-জাসদ (রংপুর-২), আব্দুর রাজ্জাক সরকার-জেএসডি (গাইবান্ধা-১), মাহবুব আলী (বগুড়া-৫), ফয়সাল বিন শফিক-জাকের পার্টি (বগুড়া-৬), মো. শাহাবুদ্দিন-জাতীয় পাটি (রাজশাহী-৩), আলাউদ্দিন মৃধা-জাতীয় পার্টি (নাটোর-৪), জিয়াউর রহমান (সিরাজগঞ্জ-৩), হাবিবুর রহমান-মুসলিম লীগ (সিরাজগঞ্জ-৬), মো. রোকনুজ্জামান-জাসদ (কুষ্টিয়া-৪), মহিদুল ইসলাম-জাকের পার্টি (যশোর-২), মারুফ হাসান-বিকল্পধারা (যশোর-৩), নাজিম উদ্দিন আল আজাদ-বিকল্পধারা (যশোর-৪), শেখ জামাল উদ্দিন আহমেদ (নড়াইল-২), এস এম জুবায়ের-জাতীয় পার্টি (বাগেরহাট-১), বিশ্বজিৎ সাধু (সাতক্ষীরা-১), এ বি এম রুহুল আমিন হাওলাদার-জাতীয় পার্টি (পটুয়াখালী-১), খবির উদ্দিন হাওলাদার-বাংলাদেশ মুসলিম লীগ (পটুয়াখালী-১), ইয়াসমীন আক্তার (ঝালকাঠি-১), কাদের সিদ্দিকী-কৃষক শ্রমিক জনতা লীগ (টাঙ্গাইল-৪ ও ৮), সৈয়দ মুজিবর রহমান-খেলাফত মজলিশ (টাঙ্গাইল-৭), কাজী আশরাফ সিদ্দিকী-জাতীয় পার্টি (টাঙ্গাইল-৮), চৌধুরী মো. ইসহাক-জেএসডি (ময়মনসিংহ-৬), এম এ বাশার-এলডিপি (ময়মনসিংহ-৮), নজরুল ইসলাম-মুসলিম লীগ (নেত্রকোনা-১), জাকির হোসেন তালুকদার (নেত্রকোনা-৫), এস এম আবদুল মান্নান-জাতীয় পার্টি (মানিকগঞ্জ-২), নোমান মিয়া-জাতীয় পার্টি (মুন্সিগঞ্জ-২), সুলতান আহমদ খান-ইসলামী আন্দোলন বাংলাদেশ (ঢাকা-৩), আবদুল মালেক-খেলাফত আনন্দোলন (ঢাকা-৪), কবির হোসেন-বিকল্পধারা (ঢাকা-৪), নজরুল ইসলাম-গণফোরাম (ঢাকা-৪), ফরিদুল আকবর-গণফোরাম (ঢাকা-১০,১৬ ও ১৭), সৈয়দ সাইফুদ্দিন আহমদ-ইসলামিক ফ্রন্ট (ঢাকা-১৪), মুকুল আমিন-জেপি (ঢাকা-১৫), আরিফুল হক-বিকল্পধারা (ঢাকা-১৭), রুবেল আজিজ (ঢাকা-১৭), শহীদ উদ্দিন মাহমুদ-জেএসডি (ঢাকা-১৮), সিরাজুল হক-গণফ্রন্ট (নারায়ণগঞ্জ-৩), গিয়াস উদ্দিন (নারায়ণগঞ্জ-৪), হাফিজুর রহমান-সিপিবি (ফরিদপুর-২), আলমগীর হোসেন-জাকের পার্টি (শরিয়তপুর-১), নুরুল আমীন-ইসলামী আন্দোলন (সিলেট-৫), মুহিবুল কাদের চৌধুরী-জাতীয় পার্টি (মৌলভীবাজার-২), রেজা কিবরিয়া-গণফোরাম (হবিগঞ্জ-১), সৈয়দ ইফতেকার আহসান-জাতীয় পার্টি (কুমিল্লা-১), নজরুল ইসলাম-এনপিপি (কুমিল্লা-৩), মোস্তাক আহমেদ-মুসলিম লীগ (কুমিল্লা-৩), আনিসুর রহমান-জাগপা (কুমিল্লা-৩), আবুল কালাম আজাদ (কুমিল্লা-৪), শাহ আলম-ইসলামী ঐক্যজোট (কুমিল্লা-৫), শেখ আবদুল বাতেন-গণফোরাম (কুমিল্লা-৫), খোরশেদ আলম-জাতীয় পার্টি (চাঁদপুর-৫), নেয়ামুল বশির-এলডিপি (চাঁদপুর-৫), এম এ আউয়াল-জাকের পার্টি (লক্ষ্মীপুর-১), মাহবুব আলম (লক্ষ্মীপুর-১) ও আবুল কাশেম-জাসদ (চট্টগ্রাম-৩)।

এ তালিকায় বিএনপির উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন মামুনুর রশীদ চৌধুরী (দিনাজপুর-১), সৈয়দ জাহাঙ্গীর আলম (দিনাজপুর-৩), আমজাদ হোসেন সরকার (নীলফামারী-৪), জাহাঙ্গীর আলম (লালমনিরহাট-১), ফজলুর রহমান (জয়পুরহাট-১) ও আব্দুল মহিত তালুকদার (বগুড়া-৩)।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

প্রাইম টেক্সটাইলের এজিএমের দিন পরিবর্তন

primস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ২৮ ডিসেম্বর ৩০ম এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এজিএমটি নারায়নগঞ্জের পাগলায় কারখানায় অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি