বাংলাদেশ শিপিংয়ের বার্ষিক বোর্ড সভা ৩ জানুয়ারি

bsc-300x150স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৩ জানুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

আসন্ন বোর্ড সভায় সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

  1. নাহি এ্যালিমিনাম
  2. ন্যাশনাল টিউবস
  3. বিবিএস ক্যাবলস
  4. রূপালী লাইফ
  5. ব্র্যাক ব্যাংক
  6. পদ্মা লাইফ
  7. ওয়াটা ক্যামিকেলস
  8. স্কয়ার ফার্মা
  9. প্যারামাউন্ট টেক্সটাইল
  10. এমারেল্ড ওয়েল।

লাফার্জ সুরমা ও এমারেল্ড অয়েলের বিক্রেতা সংকট

holted-smbdস্টকমার্কেট ডেস্ক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় দুই কোম্পানির কোনো বিক্রেতা ছিল না। কোম্পানিগুলো হলো- লাফার্জ সুরমা সিমেন্ট ও এমারাল্ড অয়েল লিমিটেড। এ সময় কোম্পানির দুটির শেয়ার ক্রয় ক্রেতা দেখা দিলেও বিক্রয়ের ঘরে কোন বিক্রেতা দেখা যায়নি। ফলে বিক্রেতার সংকটে কোম্পানি দুটি শেয়ার হল্টেড হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দুপুর ১২টার দিকে লাফার্জ সুরমা সিমেন্টের ক্রেতার ঘরে ৩১ লাখ ৫২ হাজার ১৮৮টি শেয়ার ৫৯.৭০ টাকায় ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানিটি ৭ লাখ ১৫ হাজার ৬টি শেয়ার ৬০৮ বার লেনদেন হয়। কোম্পানির শেয়ার দর ৯.৯৪ শতাংশ বেড়ে সর্বশেষ ৫৯.৭০ টাকায় লেনদেন হয়।

এদিকে এমারাল্ড অয়েলের ক্রেতার ঘরে ৩ লাখ ১১ হাজার ৪২৩টি শেয়ার ২৩.৫০ টাকায় ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানিটি ১৩ লাখ ৫৩ হাজার ৬২৮টি শেয়ার ৮৬৬ বারে লেনদেন হয়। কোম্পানির শেয়ার দর ৯.৮১ শতাংশ বেড়ে সর্বশেষ ২৩.৫০ টাকায় লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এমারেল্ড ওয়েলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

emarold-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৭ ডিসেম্বর শেয়ার দর ছিল ১৭.৮০ টাকা। গত ২১ ডিসেম্বর সর্বশেষ তা ২১.৪০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় এমারেল্ড ওয়েল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নাহি এ্যালুমিনাম কম্পোজিটের লেনদেন শুরু

Nahiনিজস্ব প্রতিবেদক :

নাহি এ্যালুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর এই শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, কোম্পানিটি নতুন হিসাবে এন ক্যাটাগরিতে লেনদেন করবে। কোম্পানির ট্রেডিং কোড “NAHEEACP” আর ডিএসইতে কোম্পানির কোড নম্বর 1324৪.

সূত্র থেকে জানা যায়, সম্প্রতি আইপিও শেয়ার শেয়ারহোল্ডারদের বিও হিসাবে জমা দেওয়ার পক্রিয়া সম্পন্ন করে সিডিবিএল। ইতোমধ্যে এ কোম্পানিটির শেয়ার অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আনুমোদন সাপেক্ষ নাহি এ্যালুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে।

এর আগে গত ১৩ অক্টোবর কোম্পানিটির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়।

কোম্পানিটি জানায়, কোম্পানিটির আইপিও আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হয়েছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৮তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। এসব শেয়ারের দর আসে ১৫ কোটি টাকা।

সূত্রটি জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, নতুন মেশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করবে।

৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৩৩ পয়সা। এসময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১২ টাকা ৭৮ পয়সা।

আর ৯ মাসে অর্থাৎ ৩১ মার্চ, ২০১৭ শেষে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৮৪ পয়সা। এসময় এনএভি হয় ১৪ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

বাংলাদেশ ব্যাংক নির্ধারিত দামেই হোলসিম কিনছে লাফার্জ সুরমা

lafarge-holcim-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ৫০৫ কোটি টাকায়ই হোলসিম বাংলাদেশের শতভাগ শেয়ার কিনছে লাফার্জ সুরমা। লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) সংশোধিত ক্রয়-বিক্রয় চুক্তি বাস্তবায়নের অনুমোদন দেয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সভা শেষে লাফার্জ হোলসিম জানায়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন করা ৫০৪ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৯৪০ টাকায় হোলসিম বাংলাদেশের সব শেয়ার লাফার্জ সুরমা সিমেন্টের কাছে বিক্রির সংশোধিত চুক্তি কার্যকরের ম্যান্ডেট পেয়েছে তাদের সিইও। পরবর্তী ধাপে নির্ধারিত প্রক্রিয়ায় সব আপডেট শেয়ারহোল্ডারদের জানাবে কোম্পানি।

উল্লেখ্য, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ১১ কোটি ৭০ লাখ ডলারে ( ডলারের মান ৮০ টাকা ধরে ৯০০ কোটি টাকার বেশি) হোলসিম বাংলাদেশ লিমিটেডের শতভাগ সম্পদ কিনে তা একীভূত করে দেয়ার পরিকল্পনা অনুমোদন করেছিলেন লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের শেয়ারহোল্ডাররা। দুই কোম্পানির বৈশ্বিক হেডকোয়ার্টার একীভূত হয়ে যাওয়ার পর বাংলাদেশে এ অধিগ্রহণ প্রক্রিয়াটি সামনে রেখে লাফার্জ সুরমা তাদের কোম্পানির নাম পরিবর্তন করে রাখে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। যদিও স্টক এক্সচেঞ্জে এখনো কোম্পানিটির পুরনো নামই ব্যবহার হচ্ছে।

তবে সমস্যা বাধে হোলসিম বাংলাদেশের শেয়ার বিক্রির অর্থ তার হেডকোয়ার্টারে পাঠানোর সময়। বিধি মোতাবেক, তালিকাবহির্ভূত কোম্পানির শেয়ার বিক্রির এ অর্থ বিদেশে বিক্রেতা কোম্পানির হেডকোয়ার্টারে পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি চেয়েছিল কোম্পানি। ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক তাদের এ অধিগ্রহণ বাবদ ৫০৪ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৯৪০ টাকা বিদেশে পাঠানোর অনুমোদন দেয়। অর্থাত্ প্রকারান্তরে কেন্দ্রীয় ব্যাংক হোলসিম বাংলাদেশের ৮৮ হাজার ২৪৪টি (শতভাগ) শেয়ারের জন্য এ মূল্যই নির্ধারণ করে দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ