জিরো প্রাইসে শেয়ার বিক্রির চেষ্টায় করায় ১৫ কর্মকর্তা বরখাস্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে আজ বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টাতেই ৭০ এর বেশি পয়েন্ট হারায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। এ সময় বেশ কিছু ব্রোকারেজ হাউজের কয়েকজন কর্মকর্তা/ট্রেডার লেনদেনের শুরুতেই বড় মূলধনী কোম্পানির শেয়ার জিরো প্রাইসে বিক্রির আদেশ দেন।

যা এ দরপতনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এর পরিপ্রেক্ষিতে ৯টি ব্রোকারেজ হাউজের ১৫ জন ট্রেডার বা অনুমোদিত প্রতিনিধিকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কমিশন সূত্রে জানা গেছে, আজ সকালে লেনদেন শুরুর পরপরই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মত বড় মূলধনী কোম্পানির শেয়ার জিরো প্রাইসে বিক্রির আদেশ আসে বেশ কিছু ব্রোকারেজ হাউজ থেকে। এসব আদেশে শেয়ার সংখ্যা উল্লেখ থাকলেও কত দরে বিক্রি করা হবে সেটি উহ্য ছিল। ফলে সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরে এ শেয়ারগুলো লেনদেন হয়।

যা লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে বড় পতনের কারণ। লেনদেন পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ৯টি ব্রোকারেজের ১৫ জন ট্রেডারকে এ ধরনের বেআইনি কার্যক্রমে সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিংয়ে ৫ জন, রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিস ও শ্যামল ইকুইটি ম্যানেজমেন্টের ২ জন করে ৪ জন এবং পার্কওয়ে সিকিউরিটিজ, কাইয়ুম সিকিউরিটিজ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ, টি এ খান সিকিউরিটিজ, জেকেসি সিকিউরিটিজ ও কাজী ইকুইটিজের একজন করে ট্রেডার রয়েছেন। এদের সবাইকে তাত্ক্ষণিকভাবে বরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোকে নির্দেশ দিয়েছে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/

শিল্প এলাকায় ২৯ ও ৩০ এপ্রিল ব্যাংক খোলা থাকবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের শিল্প এলাকায় আগামী ২৯ ও ৩০ এপ্রিল ব্যাংক খোলা থাকবে। পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ ও রপ্তানি বিল পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপার ভিশন (ডিওএস) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক খোলা রাখতে হবে।

আগামী ২৯ ও ৩০ এপ্রিল ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে।

ওই দুদিন বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উপরোল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনও ব্যাংক শাখার ওপর চেক প্রদান করা যাবে না।

স্টকমার্কেটবিডি.কম/জেড

দ্যা পেনিনসুলা চিটাগংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৩ এপ্রিল আহবান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১১ টায় চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশকে ২১৫৫ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনা মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকারকে প্রায় দুই হাজার ১৫৫ কোটি টাকা (২৫ কোটি ডলার) ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। এই ঋণের টাকা ক্ষতিগ্রস্ত শিল্প, কৃষি খাত ও রপ্তানিমুখি শিল্পে প্রণোদনা এবং খাদ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়াতে ব্যয় হবে।

বিশ্ব ব্যাংকের সবচেয়ে কম সুদের ঋণ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স (এআইডিএ) তহবিল থেকে এ ঋণ দেওয়া হচ্ছে। পাঁচ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে ২ শতাংশ সুদসহ এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে।

আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি মোহাম্মদ আনিস এবং ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এ চুক্তিতে সই করেন।

ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারীর বিরূপ প্রভাব থেকে কার্যকরভাবে উত্তরণে সরকার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত শিল্প, কৃষি খাত ও রপ্তানিমুখী শিল্পে প্রণোদনা দেওয়াসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কর্মসৃজন এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা বাড়াচ্ছে। সরকারের এই কার্যক্রম চালিয়ে নিতে বিশ্ব ব্যাংক বাজেট সহায়তা হিসেবে এই ঋণ সহায়তা দিচ্ছে।

ইআরডি জানায়, বাংলাদেশ ফার্স্ট রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট (ডিপিসি) শীর্ষক কর্মসূচির আওতায় বিশ্ব ব্যাংক সরকারকে মোট ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে। এ কর্মসূচির প্রথম কিস্তির ২৫ কোটি ডলার এবার পাওয়া যাবে। পরের কিস্তির অর্থ মিলবে ২০২২-২৩ অর্থবছরে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ডেল্টা স্পিনার্সের বোর্ড সভা ২৩ এপ্রিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৩ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ১১ টায় রাজধানীর খিলগাঁয়ে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এডিএন টেলিকমের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম শিল্প খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৪ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪ টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল; ২য় লাফার্জ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল রিকুইজিটি মেনুফেকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৭৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাফার্জ হোলসিম বিডি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ২৫ লাখ টাকার।

কাট্টালী টেক্সটাইল লিমিটেড ১১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মার ১১ কোটি ১৭ লাখ, বেক্সিমকো লিমিটেডের ৯ কোটি ৪৭ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৭ কোটি ৩১ লাখ, বীকন ফার্মার ৭ কোটি ২৯ লাখ, ডরিন পাওয়ার জেনারেশনের ৭ কোটি ১০ লাখ, বেক্স ফার্মার ৬ কোটি ৫ লাখ ও বিএটিবিসি লিমিটেডের ৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  2. লাফার্জ হোলসিম বিডি
  3. কাট্টালী টেক্সটাইল
  4. স্কয়ার ফার্মা
  5. বেক্সিমকো লিমিটেড
  6. বাংলাদেশ শিপিং করপোরেশন
  7. বীকন ফার্মা
  8. ডরিন পাওয়ার জেনারেশন
  9. বেক্স ফার্মা
  10. বিএটিবিসি লিমিটেড।

সিএসইতে লেনদেন দ্বিগুণ হলেও কমেছে ডিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন দ্বিগুণ বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭২.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৪৮২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৩.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪০৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯০ কোটি ৩৮ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৪৭টির, আর দর অপরিবর্তিত আছে ১৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- জেএমআই হসপিটাল রিকুইজিটি, লাফার্জ হোলসিম বিডি, কাট্টালী টেক্সটাইল, স্কয়ার ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, বীকন ফার্মা, ডরিন পাওয়ার জেনারেশন, বেক্স ফার্মা ও বিএটিবিসি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭২.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৩০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ২২৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিটি ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

মে থেকে দিন-রাত চলবে বিমানবন্দরের ফ্লাইট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রায় ৪ মাস পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজের কারণে ২০২১ সালের ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে।

বেবিচক জানায়, থার্ড টার্মিনাল নির্মাণকাজের অংশ হিসেবে হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ ও লাইটিংয়ের কাজের জন্য ১০ ডিসেম্বর থেকে ৬ মাস অর্থাৎ ১০ জুন পর্যন্ত রাতে ৮ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে বিমানবন্দরে ২৪ ঘণ্টা ফ্লাইট ওঠানামা করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/