ইসলামী ব্যাংকের সাড়ে ৮ কোটি শেয়ার কিনল এস আলম গ্রুপ

islamiনিজস্ব প্রতিবেদক :

বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের প্রায় সাড়ে ৮ কোটি শেয়ার কিনেছে এস আলম গ্রুপ, যার বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা। বিদেশি প্রতিষ্ঠান কুয়েত ফাইন্যান্স হাউসের এ শেয়ার বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে কিনে নেয় গ্রুপটি। এক্ষেত্রে ব্রোকারেজ প্রতিষ্ঠান লংকা বাংলা সিকিউরিটিজের মাধ্যমে বিক্রি হয় শেয়ার। এস আলম গ্রুপ তাদের মালিকানাধীন ব্রোকারেজ হাউস রিলায়েন্স সিকিউরিটিজের মাধ্যমে শেয়ারগুলো কিনেছে। তবে এ ব্যাপারে এস আলম গ্রুপের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সিএসই সূত্র জানায়, গত বৃহস্পতিবার কুয়েত ফাইন্যান্স হাউস তাদের মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের মোট ৮ কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৭৮২টি শেয়ার বিক্রি করে, যা ব্যাংকের মোট শেয়ারের ৫ দশমিক ২৫ শতাংশ। ওই দিন সিএসইর মোট লেনদেন ছিল ২৯২ কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ২৫৬ কোটি টাকা। এ লেনদেনের মধ্যে ২৫০ কোটি টাকার শেয়ার বিক্রি হয় শুধু কুয়েত ফাইন্যান্স হাউসের, যা এককভাবে কিনে নেয় এস আলম গ্রুপ।

নিয়মানুসারে কোনো কোম্পানির উদ্যোক্তা পরিচালক নিজ কোম্পানির শেয়ার বিক্রি করতে চাইলে ৩০ কার্যদিবস আগে স্টক এক্সচেঞ্জে ঘোষণা দিতে হয়। তবে কুয়েত ফাইন্যান্স হাউস উদ্যোক্তা বা পরিচালক না হওয়ায় এ শেয়ার বিক্রির আগাম ঘোষণা দেয়ার প্রয়োজন ছিল না। এদিকে কুয়েত ফাইন্যান্স হাউস সব শেয়ার বিক্রি করলেও ইসলামী ব্যাংকে এখনও কুয়েত সরকারের আরেক প্রতিষ্ঠান দ্য পাবলিক ইন্সটিটিউট ফর সোস্যাল সিকিউরিটির নামে ১০ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৯৪১ শেয়ার রয়েছে, যা ইসলামী ব্যাংকের মোট শেয়ারের প্রায় সাড়ে ছয় শতাংশ।

উল্লেখ্য, শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ১৯৮৩ সালে দেশে বেসরকারি উদ্যোগে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

প্রথমবারের মতো আরেকটি ওষুধ কোম্পানি অধিগ্রহণ করলো বেক্সিমকো ফার্মা

beximcoনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা আরেকটি ওষুধ কোম্পানি নুভিস্তা ফার্মাকে কিনে নিচ্ছে। বাংলাদেশের ওষুধ শিল্পের ইতিহাসে কোম্পানি অধিগ্রহণের এটাই হচ্ছেপ্রথম ঘটনা। নুভিস্তা ফার্মা আগে অর্গানন বাংলাদেশ নামে পরিচিত ছিল।

গত সপ্তাহে দুই কোম্পানির এক যৌথ বিজ্ঞপ্তিতে অধিগ্রহণের সমঝোতা স্মারক সইয়ের কথা জানানো হয়।

বেক্সিমকো ফার্মার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এবং নুভিস্তা ফার্মার চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এই চুক্তির ফলে নুভিস্তার ৮৫ দশমিক ২২ শতাংশ মালিকানা আসবে বেক্সিমকো ফার্মার হাতে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে অধিগ্রহণের এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অর্গানন বাংলাদেশ নেদারল্যান্ডসভিত্তিক অরগানন ইন্টারন্যাশনাল এর একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে ১৯৬৪ সালে এ দেশে কার্যক্রম শুরু করে। ২০০৬ সালে কোম্পানিটি বাংলাদেশি মালিকানায় আসার পর নুভিস্তা ফার্মা নাম নেয়।

টঙ্গীতে কোম্পানিটির কারখানা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক মার্ক শার্প অ্যান্ড ডোম (এমএসডি) এর সঙ্গে কোম্পানিটির দীর্ঘমেয়াদী উৎপাদন ও বিপণনের চুক্তি রয়েছে।

কুইন্টাইলস আইএমএস এর ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন অনুসারে বর্তমানেবাংলাদেশে ওষুধ সরবরাহের পরিমাণের দিক থেকে নুভিস্তার অবস্থান ২১তম।

এই অধিগ্রহণের ফলে বেক্সিমকো ফার্মার রাজস্ব ও মুনাফা বাড়বে বলে আশা করছেন কোম্পানিটির পরিচালকরা।

বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, “বেক্সিমকো ফার্মার জন্য নুভিস্তা ফার্মা অধিগ্রহণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ; কেননা কোম্পানিটির হরমোন এবং স্টেরয়েডস এর বাজারে শক্তিশালী অবস্থান রয়েছে।

“দেশের ওষুধ শিল্পে প্রথম এই অধিগ্রহণ ভবিষ্যতের টেকসই প্রবৃদ্ধির শক্ত ভিত হিসেবে কাজ করবে।” বাজারে এখন নুভিস্তার ৫০টি জেনেরিক ওষুধ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ