‘ব্যাংকের এমডি-সিইওদের বেতনের লাগাম টানা দরকার’

hasan-masud-20180318150740স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেছেন, বিভিন্ন ব্যাংকের নির্বাহী, এমডি, সিইওদের বেতন প্রধানমন্ত্রীর চেয়েও বেশি। এ বেতনের লাগাম টেনে ধরা দরকার। তারা প্রতি মাসে ১৫ থেকে ২০ লাখ টাকা বেতন পান। যেখানে আমাদের প্রধানমন্ত্রীর বেতন ২ লাখ টাকা।

রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতিরা তাদের বক্তব্য তুলে ধরেন।

হাছান মাহমুদ বলেন, ব্যাংকের একজন এক্সিকিউটিভ, এমডি, সিইও-এর বেতন ১৫ থেকে ২০ লাখ টাকা। এটার লাগাম টেনে ধরা দরকার। যেখানে প্রধাণমন্ত্রীর বেতন দুই লক্ষ টাকা। এটা হতে পারে না। কারণ, ব্যাংকের টাকা জনগনের টাকা।

হাছান মাহমুদ উপজেলা পর্যায়ের সেরা ট্যাক্স দাতাদের পুরস্কার দেয়ার আবেদন জানান। তিনি বলেন, এতে করে উপজেলা পর্যায়ে ট্যাক্সদাতা বাড়বে।

হাছান মাহমুদ বলেন, আমরা এখনও গাড়ি আমদানি করি। কিন্তু আমাদের অনেক প্রতিষ্ঠান গাড়ি বানাতে আগ্রহী। তাদের ট্যাক্স সুবিধাসহ প্রয়োজনীয় সুবিধা দেয়া প্রয়োজন। এতে করে আমাদের অনেক টাকা সাশ্রয় হবে।

বিদেশি মোবাইল কোম্পানির লাগাম টেনে ধরার কথা জানিয়ে তিনি বলেন, তারা বিদেশে সব লাভের টাকা নিয়ে যাচ্ছে। সব যেন নিয়ে যেতে না পারে সে বিষয়ে নজরদারী করা উচিৎ। তাদের এখন ব্যয় উঠে গেছে। এখন তারা লাভ করছে। মোবাইল কোম্পানির শেয়ার কিছু অংশ যেন দেশি বেসরকারি কোম্পানি কিনতে পারে সে ব্যবস্থা করা প্রয়োজন।

২০১৮-১৯ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে ১ জুন। বাজেটের আকার এখনো ঠিক হয়নি তবে অর্থমন্ত্রী সম্প্রতি প্রাক-বাজেট আলোচনায় জানিয়েছেন বাজেটের আকার ৪ লাখ ৭০ হাজার কোটি টাকার মতো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

বাজেটে করের হার না বাড়িয়ে আওতা বাড়ানোর পরামর্শ

muhit-01-20180318164731স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বাজেটে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংসদ সদস্যরা। এছাড়া কর ব্যবস্থার সংস্কার করে ব্যক্তিগত আয়ের করসীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা, ব্যক্তিগত আয়ের সর্বোচ্চ শ্রেণির জন্য করের পরিমাণ কমানো, সকল নাগরিকের জন্য ট্যাক্স কার্ডের প্রচলন করা, ভ্যাট ও করের আওতা বাড়ানোসহ বেশকিছু সুপারিশও করেছেন তারা।

আগামী অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে তারা এসব কথা বলেন। রবিবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন।

আলোচনায় অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তারা শিক্ষা খাতের দুরবস্থা, শিক্ষার গুণগত মান, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি, চিকিৎসক সঙ্কট ইত্যাদি বিষয় নিয়েও দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনায় সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, করের হার গত নয় বছরে বাড়লেও মাথাপিঁছু আয়ের তুলনায় করের আদায় কম। আদায় বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ডিজিটাল পদ্ধতিতে সবার জন্য বিনামূল্যে ট্যাক্স ফাইল করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ব্যাক্তিগত ট্যাক্স উপরের দিকে অনেক বেশি। ফলে অনেকেই ট্যাক্স ফাঁকি দেন। এটা কিছুটা কমানো হলে অনেকেই ট্যাক্স দিতে উৎসাহিত হবেন। আবার অনেক ব্যবসায়ী জনগণের কাছ থেকে ভ্যাট আদায় করলেও সরকারি কোষাগারে জমা দেন না। ভ্যাট আদায় বাড়ানোর জন্য ব্যবসায়ীদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে।

তিনি ব্যাংক ব্যবস্থার দুরবস্থার কথা তুলে ধরে বলেন, কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা সাম্প্রতিককালে আমেরিকায় অর্থনৈতিক মন্দার পেছনে মুখ্য ভূমিকা রেখেছে। তাই আমাদেরর সতর্ক হতে হবে। আমাদের ব্যাংকগুলোর একজন এমডি, সিইও’র বেতন ১৫ থেকে ২০ লাখ টাকা। যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধানমন্ত্রীর বেতন দুই লাখ টাকা।

‘ব্যাংকের নির্বাহীদের এ বেতন অস্বাভাবিক বেশি। এতে লাগাম টানা দরকার’- বলে মত দেন হাছান মাহমুদ। তিনি উপজেলা পর্যায়ে সেরা ট্যাক্সদাতা পুরস্কার চালুরও পরামর্শ দেন।

জ্বালানি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম ট্যাক্সের রেট কমিয়ে দেয়ার প্রস্তাব দিয়ে বলেন, এতে কর জালের আওতা বাড়বে এবং সবাই ট্যাক্স দিতে উৎসাহিত হবেন। পাঁচ লাখ টাকা পর্যন্ত কর মওকুফের আবেদন জানান তিনি। এছাড়া পরিবেশবান্ধব গ্রীন ফ্যাক্টরির উপকারিতার কথা তুলে ধরে তিনি
বলেন, তাদের ট্যাক্স ছাড় দেয়া প্রয়োজন যাতে অন্যরা পরিবেশ উপযোগী গ্রিন ফ্যাক্টরি করতে পারে।

এ সময় তিনি বিদ্যুৎ ও পানির অপচয় রোধের জন্য সব জায়গায় সেন্সর প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করারও পরামর্শ দেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা উপকূলীয় মাছ চাষ উন্নয়নে আরও বেশি বরাদ্দের দাবি জানান। এছাড়া বাণিজ্যিকভাবে হরিণ চাষের অনুমতি দিতে সরকারে প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাণিজ্যিকভাবে হরিণ চাষ করলে মাংসের চাহিদা পূরণের পাশাপাশি সুন্দরবনে চোরাই হরিণ শিকারের সংখ্যাও কমে আসবে।

সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেন, কঠোর নির্দেশনা সত্ত্বেও চিকিৎসকরা গ্রামে থাকেন না। উচ্চশিক্ষার অজুহাত এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পরিচয়ে চিকিৎসকরা কর্মস্থলে থাকেন না। ঢাকায় চলে আসেন। এটা চরম বাস্তবতা। দেশের শ্রেষ্ঠ উপজেলা হাসপাতালগুলোর মধ্যে আমার উপজেলা কাপাসিয়ার অবস্থান আট নম্বরে। এতো ভালো অবস্থানের পরও আমার উপজেলায় চিকিৎসক ধরে রাখতে পারি না। চিকিৎসক সংকট দূর করার জন্য সরকারকে গভীরভাবে বিষয়টি দেখতে হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, যারাই ট্যাক্স দেবে তাদেরই ট্যাক্স কার্ড দেয়া হবে। সে এক টাকা ট্যাক্স দিলেও। তিনি বলেন, কেউ যদি এক টাকাও ট্যাক্স দেন, তার জন্যও ট্যাক্স কার্ড করা হবে।

আলোচনায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, মকবুল আহমেদ, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, জাহিদ আহসান রাসেল, রেবেকা মোমেন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

রাজধানীর রিকশাচালককে বিমা করানোর উদ্যোগ নিয়েছে আইডিআরএ

idr-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর এক হাজার রিকশাচালককে বিমা করানোর উদ্যোগ হাতে নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ)।আইডিআরএর এ টাকায় বিমা করে থাকা রিকশাচালকরা ক্ষতিগ্রস্ত হলে সর্বোচ্চ এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।

রবিবার (১৮ মার্চ) রাজধানীর মতিঝিলের আইডিআরএর প্রধান কার্যালয়ে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারি এসব কথা বলেন।

চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, ইমেজ সংকট থাকা বিমাখাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার ও সাধারণ মানুষের কাছে বিমাকে জনপ্রিয় করতে আমরা এ কাজ করছি। তারই অংশ হিসেবে ২৬ মার্চ স্বাধীনতার দিবসে এ পরিকল্পনা হাতে নিয়েছি। এর অর্থ সংগ্রহের জন্য আইডিআরএর কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতনের টাকা দিয়েছে।

চেয়ারম্যান শফিকুর রহমান আরও বলেন, ৭৫ টাকা প্রিমিয়ামের(মূল্যের)২৫ মার্চ রাজধানীর ধানমন্ডিতে প্রথম দফায় ১শ’জন রিকশাচালককে এ বিমার আওতায় আনা হবে। এরপর পর্যায়ক্রমে বাকি নয়শ’জনকে বিমার আওতায় আনা হবে। যার সা‌র্বিক সহ‌যো‌গিতা কর‌বে গ্রিন ডেল্টা ইন্সু‌রেন্স কোম্পা‌নি। এরফলে রিকশাচালকরা দুর্ঘটনা পরবর্তী আর্থিক ক্ষ‌তিপূরণ পেয়ে আর্থিকভাবে কিছুটা স্বস্থিতে থাকবেন। এছাড়াও চালকদের পাশাপাশি স্কুল-শিক্ষার্থী, প্রবাসী শ্রমিক এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরও স্বাস্থ্য বিমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিমার আওতায় কোনো রিকশাচালক দুর্ঘটনায় চোখ, হাত, পাসহ শরী‌রের কো‌নো অ‌ঙ্গের ক্ষতি কিংবা প্রাণহা‌নি হ‌লে ‌গ্রাহক পা‌বেন স‌র্বোচ্চ এক লাখ টাকা বলে জানানো হয়।

সভায় আই‌ডিআরএর সদস্য গোকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহ‌মেদ, আইআরএফর সভাপতি গোলাম সামদানী, সাধারণ সম্পাদক গাযী আনোয়ারুল হক, সহ-সভাপতি গোলাম মওলা, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএম মাসুদ, অর্থ-সম্পাদক রহিম শেখ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুল ইসলাম প্রমুখ।

আইডিআরএর সদস্যরা জানান, বিমার গুরুত্ব ও মানুষ‌কে মধ্যে স‌চেতনতা বাড়া‌নোই আমাদের প্রধান লক্ষ্য। এতে ক‌রে রিকশাসহ অন্যান্য যানবাহ‌নের চালকরা বিমা কর‌তে উৎসা‌হিত হ‌বেন। এছাড়া শুধু চালকরা নয় নি‌জের নিরাপত্তার জন্য ৭৫টাকা প্রি‌মিয়া‌মে এ বিমা কর‌তে পার‌বেন যেকো‌নো ব্যক্তি। একবছ‌র মেয়াদী মাত্র ৭৫ টাকা দি‌য়ে এ বিমা কর‌লে ক্ষ‌তিপূরণ বাবদ স‌র্বোচ্চ এক লাখ টাকা পা‌বেন গ্রাহক।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

স্ট্রাটেজিক পার্টনার করতে বিএসইসিতে ডিএসই’র চূড়ান্ত প্রতিবেদন

11d55c02342fb1e07e24bdcb121d8108-স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর কৌশলগত অংশীদার (স্ট্রাটেজিক পার্টনার) চূড়ান্ত করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পর্যালোচনা কমিটির পক্ষ থেকে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ মার্চ) কমিটির আহ্বায়ক ও বিএসইসি’র নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ কমিশনের নিকট প্রতিবেদন জমা দেন।

জানা যায়, আগামী ২০ মার্চ নিয়মিত কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। গত ৮ মার্চ কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কমিশন তা ৫ কার্যদিবস বৃদ্ধি করেছে। চার সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন- বিএসইসি’র নির্বাহী মাহবুবুল আলম, ড. এটিএম তারিকুজ্জামান ও আনোয়ারুল ইসলাম।

এর আগে কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে সাংহাই স্টক এক্সচেঞ্জ এবং সেনজেন স্টক এক্সচেঞ্জকে নিয়ে গঠিত কনসোর্টিয়ামের বিষয়ে ডিএসই’র পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্তের প্রস্তাব গত ২২ ফেব্রুয়ারি বিএসইসিতে জমা দেওয়া হয়। এরপরে বিএসইসি এ কমিটি গঠন করে।

গত ২৮ ফেব্রুয়ারি ডিএসই’র দেওয়া প্রস্তাবের ওপর বেশ কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি ইস্যু করেছিল বিএসইসি। এই চিঠির ব্যাখ্যা দেওয়ার জন্য পর্ষদ সভা ডাকে ডিএসই। পরে ৪ মার্চ বিএসইসিকে জবাব পাঠায় ডিএসই কর্তৃপক্ষ।

বিএসইসি’র চিঠিতে বলা হয়েছে, সাংহাই স্টক এক্সচেঞ্জ এবং সেনজেন স্টক এক্সচেঞ্জকে নিয়ে গঠিত কনসোর্টিয়াম ডিএসইর শেয়ার ২২ টাকা দরে কিনতে চেয়েছে। একই সঙ্গে কিছু টেকনিক্যাল সাপোর্টের কথা বলেছে। ডিএসইর ভাষ্য অনুযায়ী, এই টাকার পরিমাণ হবে ৩০০ কোটি টাকা। এর নিরপেক্ষ মূল্যায়ন নেই। এছাড়াও চীনের বিনিয়োগের প্রস্তাবে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

কৌশলগত অংশীদার পেতে তিন মাস আগে ডিএসই আহ্বানে দু’টি কনসোর্টিয়াম দরপত্র জমা দেয়। এদের মধ্যে চীনের দুই এক্সচেঞ্জের কনসোর্টিয়াম ছাড়া অপর দরদাতা ছিল ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ফ্রন্ট্রিয়ার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাসডাক-এর কনসোর্টিয়াম। দুটি প্রস্তাব যাচাই-বাছাই করে ১০ ফেব্রুয়ারি চীনের কনসোর্টিয়ামকে গ্রহণ করার সিদ্ধান্ত নেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

tofail Ministerস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হলেও আগামী ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে। যেসব দেশে বাংলাদেশ জিএসপি সুবিধা পায় না সেসব দেশের সঙ্গে এফটিএ (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) করা হবে। কাজেই বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে পরিণত হতে কোনও চ্যালেঞ্জই মোকাবিলা করা কঠিন নয়।’

রবিবার (১৮ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব শুভাশিস বসু উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একসময় মুক্তিযুদ্ধও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশ সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশ স্বাধীন করেছে। ২০০৪ সালে যখন কোটা প্রথা উঠে যায়, তখনও একশ্রেণির মানুষ বলেছিল এটি মোকাবিলা করা কঠিন হবে। বাংলাদেশ তা মোকাবিলা করেছে। এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। এটি গৌরবের, এটি আত্মমর্যাদার। এ উপলক্ষে আগামী ২২ মার্চ আমরা প্রধানমন্ত্রী, যার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে এই অবস্থানে এসেছে, তাকে গণসংবর্ধনা দেবো।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘জাতিসংঘ এমন একটি দিনে বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল হওয়ার ঘোষণা দিয়েছে, সেদিন ছিল জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন। দেশ স্বাধীন হওয়ার পর যেদিন বঙ্গবন্ধু দেশে ফিরছিলেন সেদিন লন্ডন এয়ারপোর্টে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, ‘তোমার দেশ তো একটা ধ্বংসস্তূপ, কীভাবে এই দেশকে গড়বে?’ বঙ্গবন্ধু সেদিন উত্তর দিয়েছিলেন, ‘আমার দেশের মাটি ও মানুষ যদি থাকে তাহলে এই বাংলাদেশ একদিন সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা হবে।’ আজ জাতিসংঘের এই ঘোষণা তা-ই প্রমাণ করে। বাংলাদেশ আজ সোনার বাংলা হয়েছে।’

তিনি বলেন, ‘এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হতে যে তিনটি শর্ত পূরণ করতে হয় তার একটি হচ্ছে মাথাপিছু আয়। একটি দেশের মাথাপিছু আয়ের প্রয়োজন হয় ১২৩০ মার্কিন ডলার। বাংলাদেশের এখন মাথাপিছু আয় ১৬১০ ডলার। মানবসম্পদ উন্নয়ন হতে হয় ৬৬ শতাংশ। বাংলাদেশ এই সূচকে বর্তমানে অবস্থান করছে ৭৭ শতাংশে। অর্থনৈতিক ভঙ্গুরতার হার থাকতে হয় ৩২ শতাংশের নিচে। বাংলাদেশের এখন রয়েছে ২৪ শতাংশ। এই ৩টি শর্তই নয়, সরকারের মেগা প্রকল্প গ্রহণ, নিজেদের অর্থে বাজেট, পদ্মা সেতু নির্মাণ, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পসহ বড় বড় প্রকল্প গ্রহণের সক্ষমতা বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হতে সহায়তা করেছে।’

তিনি আরও বলেন, ‘ বিশ্বে যারা একদিন বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, তারাই এখন বলছে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের মডেল। এ সমস্ত অর্জন সম্ভব হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতার কারণে। অতীতে যারা ধ্বংসাত্মক রাজনীতি করেছে তারাও এখন শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে রাজনীতি করছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মতো নেত্রী জেলে থাকার পরও তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। কারণ, তারা বুঝেছে ধ্বংসাত্মক কর্মসূচি দিলে তাদেরই ক্ষতি হবে।’

স্টকমার্কেটবিডি.কম/এসটি

ইউনাইটেড ইন্স্যুরেন্সের ঋণমান ‘এএ+’

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে
সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কেয়া কসমেটিকসের ২.৪৩ কোটি শেয়ার বিক্রির ঘোষণা

keyaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক ২ কোটি ৪৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আবদুল খালেক পাঠান নামে এই উদ্দোক্তা পরিচালক কোম্পানিটির ২ কোটি ৪৩ লাখ শেয়ার বেচবে। প্রতিষ্ঠানের হাতে কোম্পানিটির মোট ৩৩.৬৪.৮৯.৫১০টি শেয়ার রয়েছে।

এই উদ্দোক্তা পরিচালক আগামী ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মার্কেন্টাইল ব্যাংকের র্বোড সভা ২৪ মার্চ

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৪ মার্চ আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ১১টায় রাজধানীর মতিঝিল প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. মুন্নু সিরামিক্স
  2. মার্কেন্টাইল ব্যাংক
  3. ওয়াটা কেমিক্যাল
  4. ইফাদ অটোস
  5. কুইন সাউথ
  6. ফাইন ফুডস
  7. ফু ওয়াং ফুড
  8. সালভো কেমিক্যাল
  9. এসিআই
  10. স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসইতে ২৭৫ ও সিএসইতে ২০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ২৭৫ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে অনেক কমেছে। এদিন লেনদেন কমলেও সূচক বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন একটু বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৫ কোটি টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩৩৮ কোটি ৫৯ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১১৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২২ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭২ টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিক্স, মার্কেন্টাইল ব্যাংক, ওয়াটা কেমিক্যাল, ইফাদ অটোস, কুইন সাউথ, ফাইন ফুডস, ফু ওয়াং ফুড, সালভো কেমিক্যাল, এসিআই ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৬৬৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৯৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন লেনদেন হয়েছে ২০ কোটি ৭১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৪২ লাখ টাকা টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও গ্রামীন ওয়ান : স্কিম টু।

স্টকমার্কেটবিডি.কম/এমএম