সায়হাম কটনের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পনি সায়হাম কটন মিলস লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পনি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পনিটির ৩য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) কোম্পনিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পনিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.১১ টাকা।

নয় মাসে (জুলাই,২০-মার্চ,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৫৬ টাকা।

এই প্রান্তিকে কোম্পনিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৬.৬৫ টাকা। যা গত বছরের ৩১ মার্চ ছিল ৩৭.১৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

আইপিও অর্থ ব্যবহারের অনুমতি পেল রিন শাইন টেক্সটাইল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে উত্তোলন করা অর্থের একাংশ ব্যবহারের অনুমতি পেয়েছে রিং শাইন টেক্সটাইলস লিমিটেড।

আজ বৃহস্পতিবার (২০ মে) অনুষ্ঠিত বিএসইসির ৭৭৪তম কমিশন সভায় আইপিওর এ্ই অর্থ ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটির আলোচিত অর্থ থেকে শ্রমিকদের অবসর ভাতা পরিশোধে ১৫ কোটি টাকা, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের বকেয়া পরিশোধে ৩ কোটি টাকা, তিতাস গ্যাসের বকেয়া বিল পরিশোধে সাড়ে ৩ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংকের ঋণ পরিশোধে ১০ কোটি টাকা, ঢাকা ব্যাংকের ঋণ পরিশোধে ৬ কোটি টাকা এবং বিবিধ খাতে আড়াই কোটি টাকা ব্যয় করা যাবে।

এছাড়া ন্যুনতম ৫১ শতাংশ শেয়ারহোল্ডারের উপস্থিতিতে কোম্পানিটির আইপিওর অর্থ ব্যবহার পরিকল্পনা সংশোধন/পরিবর্তনের ঘটনাত্তোর অনুমোদন দেওয়া হয়।

অন্যদিকে কোম্পানিটি আইপিওতে আসার আসে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে যে টাকা উত্তোলন করেছে বলে দেখিয়েছে, তার মধ্য থেকে কোনো অর্থ জমা না হয়ে থাকলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীর শেয়ার বাতিল এবং তা কোম্পানির পরিশোধিত মূলধন থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

গত বছর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় রিং শাইন টেক্সটাইলস। আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

মার্চেন্ট ব্যাংকের অনুমোদন পেল শান্তা ইক্যুইটি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স পাচ্ছে শান্তা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শান্তা ইক্যুইটি লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে এই লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মে) অনুষ্ঠিত বিএসইসির ৭৭৪তম কমিশন সভায় আইপিওর এ্ই অর্থ ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে শান্তা সিকিউরিটিজ লিমিটেড নামে শান্তা গ্রুপের মালিকানাধীন একটি ব্রোকারহাউজ এবং শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

এক্সিম ব্যাংকের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জানুয়ারি-মার্চ,২১) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। গত বছরের এ সময়ের ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.০৪ টাকা।

এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১.৭১ টাকা। যা গত বছরের ৩১ মার্চ ছিল ২০.৭১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ডিএসইর ৩০ ট্রেক অনুমোদন দিল বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, তারল্য সংকট দূর করা ও বাজার সম্প্রসারণ করতে কাজ করছে। শেয়ারবাজারে টাকার প্রভাহ বাড়াতে দেশে ও দেশের বাহিরে শেয়ারবাজারকে ছড়িয়ে দিতে কাজ চলছে। শেয়ারবাজারের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান বাড়াতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কমিশন।

জানা গেছে, শেয়ারবাজারকে আরও প্রসারিত করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিজিটাল বুথের অনুমোদন ও শাখা অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। শেয়ারবাজার সম্প্রসারণের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে ৩০টি ট্রেকের অনুমোদন দিয়েছে বিএসইসি।

অন্যদিকে নতুন ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) ইস্যু করতে চায় ডিএসই। এরই অংশ হিসেবে চলতি বছরের ২ ফেব্রুয়ারি ডিএসইর ৯৯০তম পরিচালনা পর্ষদের সভায় ডিএসই সংশ্লিষ্ট আইনসমূহ, স্কীম, বিধিমালা ও প্রবিধানমালার বিধানাবলী মোতাবেক যোগ্যতার ভিত্তিতে ট্রেক দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর পর প্রত্রিকায় ও ডিএসইর সাইটে আবেদন জমা দেওয়ার বিজ্ঞাপন দেওয়া হয়। প্রথম ধাপে এর মেয়াদ দেওয়া হয় ১৮ মার্চ পর্যন্ত। ওই সময়ে কাঙ্খিত আবেদন জমা না পড়ায় ২৮ মার্চ পর্যন্ত আবেদন গ্রহনের সময় বাড়ানো হয়। এই সময়ে মোট ৬৬টি প্রতিষ্ঠান ট্রেকের জন্য আবেদন করেছে। এর মধ্যে বিভিন্ন কারণে ১৫টি প্রতিষ্ঠানের আবেদন অযোগ্য বলে বাতিল করা হয়। যোগ্য ৫১টি প্রতিষ্ঠানের তালিকা ইতোমধ্যে বিএসইসিতে জমা দেয় ডিএসই। ডিএসইর পাঠানো তালিকা থেকে ৩০টি ট্রেকের অনুমোদন দিয়েছে বিএসইসি। এর আগে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর ট্রেক সংক্রান্ত আইনটি চুড়ান্ত করে কমিশন।

নতুন ট্রেক অনুমোদনের বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ বলেন, ট্রেক অনুমোদন একটি চলমান প্রক্রিয়া। প্রাথমিক পর্যায়ে কিছু প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। বাকীগুলোর বিষয়ে পর্যায়ক্রমে অনুমোদন দেওয়া হবে।

অনুমোদন পাওয়া ৩০টি ট্রেক হলো- কবির সিকিউরিটিজ,মোনার্ক হোল্ডিংস, সোহেল সিকিউরিটিজ,যমুনা ব্যাংক সিকিউরিটিজ, আরএকে ক্যাপিটাল, স্নিকদা ইক্যুইটিস, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ, সাউথ এশিয়া সিকিউরিটজ, ট্রিস্টার সিকিউরিটজ,৩আই সিকিউরিটজ, সোনালী সিকিউরিটজ,কেডিএস শেয়ার অ্যান্ড সিকিউরিটজ,আল হারমাইন সিকিউরিটজ, মির সিকিউরিটজ,টি.কে. শেয়ার অ্যান্ড সিকিউরিটজ,এনআরবি ব্যাংক সিকিউরিটিজ, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট, আমায়া সিকিউরিটজ, প্রোটেন্সিয়াল ক্যাপিটাল, তাকাফুল ইসলামি সিকিউরিটজ,বিএনবি সিকিউরিটজ, অগ্রনী ইন্স্যুরেন্স সিকিউরিটজ, মাহিদ সিকিউরিটজ,বারাকা সিকিউরিটজ,এএনসি সিকিউরিটজ, এসএফআইএল সিকিউরিটজ, তাসিয়া সিকিউরিটজ, ডেনিস্টি সিকিউরিটজ,ক্লিসটাল সিকিউরিটজ এবং ট্রেড এক্স সিকিউরিটজ লিমিটেড।

আবেদন করা ৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে বাকী ৩৬টি হলো- আমার সিকিউরিটিজ, বেঙ্গ জিন জিউ টেক্সটাইল,ওয়িংস ফাইন, মিনহার সিকিউরিটিজ, বিপ্লব হোল্ডিং, অ্যাসোসিয়েট ক্যাপিটাল সিকিউরিটিজ, বিরিচ, অ্যাসুরেন্স সিকিউরিটিজ অ্যান্ড ম্যানেজমেন্ট, ব্রিজ স্টক অ্যান্ড ব্রোকারেজ, ফারইস্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ, কোলম্বিয়া শেয়ার অ্যান্ড সিকিউরিটজ, টি.এ মার্চেন্টডাইজিং,রাহমান ইক্যুইটি ম্যানেজমেন্ট,ফারিহা নিট টেক্সটাইল, ট্রাস্ট রিজোনাল ইক্যুইটি, এনসি সিকিউরিটজ,ইসলামিক ফিন্যান্স ইনভেস্টমেন্ট, এমকেএম সিকিউরিটজ, জাপান সোলারটেক (বাংলাদেশ), এন ওয়াই ট্রেডিং, এইচএসবি সিকিউরিটজ, স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটজ, ইনোভা সিকিউরিটজ, গিবসন সিকিউরিটজ, সিভিসি সিকিউরিটজ, বি অ্যান্ড বিএসএস ট্রেড ইন্টারন্যাশনাল, বেসিক ব্যাংক সিকিউরিটিজ, বিনিময় সিকিউরিটজ, রিলিফ এক্সচেঞ্জ, এসকিউ ক্যাবল অ্যান্ড ওয়্যার, ইম্পিরোর সিকিউরিটজ অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট মিরপুর সিকিউরিটজ, ম্যাটরিক্স সিকিউরিটজ,এসএমই ইনফরমেটিকস এবং বাংলাদেশ এসএমই কর্পোরেশন এবং ডিপি৭ লিমিটেড।

সূত্র মতে, প্রাথমিক শেয়ারহোল্ডারদের বাইরে ট্রেক পাওয়ার যোগ্যতার শর্তে বলা হয়েছে-কোম্পানি, সংবিধিবদ্ধ সংস্থা বা কমিশন থেকে অনুমোদন পাওয়া দেশী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ট্রেক নিতে চাইলে তাদের পরিশোধিত মূলধন লাগবে ৫ কোটি টাকা। একই সাথে জামানত হিসেবে রাখতে হবে আরও ৩ কোটি টাকা।

অন্যদিকে বিদেশী কোন প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে ট্রেক নিতে চাইলে তাদের মূলধন লাগবে ৮ কোটি টাকা। জামানত হিসেবে রাখতে হবে ৪ কোটি টাকা।

বিদেশী প্রতিষ্ঠান এককভাবে নিতে চাইলে তার পরিশোধিত মূলধন লাগবে ১০ কোটি টাকা। জামানত রাখতে হবে ৫ কোটি টাকা।একই সাথে সার্বক্ষনিক নীট সম্পদের পরিমাণ পরিশোধিত মূল ধণের ৭৫ শতাংশের বেশি হবে না।

অন্যদিকে ট্রেক নেওয়ার জন্য ডিএসইতে আবেদন করতে হবে ১ লাখ টাকা দিয়ে। এই টাকা ফেরত পাওয়া যাবে না। কোন প্রতিষ্ঠানের বরাবর ট্রেক ইস্যুর সিদ্ধান্ত হলে তাকে রেজিস্ট্রেশন বাবদ দিতে হবে আরও ৫ লাখ টাকা।

সূত্র মতে, ট্রেক পাওয়ার জন্য এক লাখ টাকা ফি দিয়ে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এই ফি ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে এক্সচেঞ্জ বরাবর জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর তা যাচাই-বাছাই করে এক্সচেঞ্জ ৪৫ কার্যদিবসের মধ্যে তা মঞ্জুর করবে অথবা বাতিল করবে। আবেদন মঞ্জুর হলে নিবন্ধন ফি বাবদ পাঁচ লাখ টাকা এক্সচেঞ্জ বরাবর ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।

ডিএসইর পক্ষ থেকে বলা হয়েছিলো, ট্রেক পেতে আবেদন করা কোম্পানির পরিশোধিত মূলধন কমপক্ষে ১০ কোটি টাকা হতে হবে। এছাড়া ট্রেক পেতে আবেদন করা ফরমের মূল্য ১০ লাখ টাকা,নিবন্ধন ফি দুই কোটি টাকা করার প্রস্তাব দিয়েছিলো ডিএসই।

গত ২৪ মার্চ ‘ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট বিধিমালা ২০২০’ খসড়া করে তা জনমত যাচাইয়ের জন্য মতামত চায় বিএসইসি। এ খসড়া চূড়ান্ত করতে ১৫ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্টদের কাছ থেকে মতামত চাওয়া হয়। চুড়ান্ত আইনে এক্সচেঞ্জের প্রত্যেক প্রাথমিক শেয়ারহোল্ডার ডিমিউচ্যুয়ালাইজেশন আইনের আওতায় একটি করে ট্রেক (ব্রোকারেজ হাউস) পাওয়ার অধিকার রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/

 

ব্লক মার্কেটে লেনদেন ১৯১ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৪৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ২৬ লাখ ৫৩ হাজার ৪৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯১ কোটি ৬৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সামিট পাওয়ার ২৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, এশিয়া ইন্স্যুরেন্স, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ইস্টার্ন ব্যাংক, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি ফিন্যান্স, যমুনা ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং,মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মীর আখতার হোসেন, এমটিবি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ন জুট, এনআরবিসি ব্যাংক, ন্যাশনাল টিউবস, পিএফআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রেনউক যজ্ঞেশ্বর, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সোনারবাংলা ইন্স্যুরেন্স, এসপিসিএল, ইউপিজিডিসিএল ও উত্তরা ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২১৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ২ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ২২৬টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৫ কোটি ৫৪ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ব্যাংক লিমিটেড ৩৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনআরবিসি ব্যাংকের ৩৬ কোটি ৭৫ লাখ, সাইফ পাওয়ারটেকের ৩৬ কোটি ৬২ লাখ, ন্যাশনাল ফীড মিলের ২৯ কোটি ১৫ লাখ, জেনেক্স ইনফোসিসের ২৮ কোটি ৮০ লাখ, বিএটিবিসির ২৭ কোটি ৪৩ লাখ, কনফিডেন্স সিমেন্টের ২৬ কোটি ১১ লাখ ও জেবিবি পাওয়ার লিমিটেডের ২৫ কোটি ৪৮ লাখ।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ইউনিয়ন ক্যাপিটালের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩০ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

এছাড়া একইদিনে চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

লংকাবাংলা ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩১ মে আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা