INVALID DATA…
Day: June 10, 2023
ইয়াকিন পলিমারের আয় বেড়েছে
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৪ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.১২ টাকা। এ সময় কোম্পানিটির আয় বেড়েছে।
আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৫৬ টাকা।
এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৬২ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১১.১২ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/
এনআরপি করলে বিদেশিদের আয়ের হিসাবও থাকবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশে কত লোক বাইরে থেকে আসছেন, কত টাকা আয় করছেন তার কোনো হিসাব আমাদের কাছে নেই। আমরা জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) প্রণয়ন করতে যাচ্ছি। এটা করতে পারলে সকল হিসাব আমাদের কাছে থাকবে। বাংলাদেশে কী পরিমাণ বিদেশি শ্রমিক কাজ করছেন কতটাকা বিদেশে চলে যাচ্ছে সকল হিসাব থাকবে এনপিআর এর মাধ্যমে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) বিষয়ক কর্মশালায় অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব তথ্য জানান।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অনেকে বলেন, বিদেশিরা বাংলাদেশে কাজ করে বছরে ৫ থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার আয় করছেন। তবে তার সঠিক পরিসংখ্যান নেই। এনপিআর প্রণয়ন করতে পারলে আমাদের বিশ্বের বুকে আমাদের নাগরিক মর্যাদা বাড়বে। দেশে প্রতারণা করে কেউ রেহাই পাবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এনপিআর দারুণ ভূমিকা রাখবে। অনেক প্রতারণা বন্ধ হবে।
তিনি আরও বলেন, আমরা দেখি ভূমি নিয়ে নানা ধরনের জটিলতা থাকে তবে এনপিআর হলে এই সমস্যা থাকবে না। কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নাগরিকের সকল তথ্য থাকবে এনপিআর-এ। তবে আমার একটাই ইচ্ছা এনপিআর যেন সময়মতো সম্পূর্ণ হয়।
কর্মশালায় প্রধান অকিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এনপিআর আমাদের ব্যক্তি সমাজে দারুণ ভূমিকা রাখবে। ভারতীয় নাগরিকের সব তথ্য থাকে আধার কার্ডে। ভারতের আধার কার্ডের চেয়েও শক্তিশালী নাগরিক ডাটাবেজ তৈরি করতে যাচ্ছে বিবিএস। তবে ভারত যেহেতু আধার কার্ড নাম দিয়েছে আমরা অন্য একটা নাম দেবো। বর্তমানে পলিসি লেবেলে এনপিআরের কাজ চলছে। এনপিআরে একজন নাগরিকের ৩৩ ধরনের তথ্য থাকবে।
তিনি আরও বলেন, জনশুমারি নিয়ে আমরা সমস্যায় আছি। নানা কারণে এটা সময়মতো করতে পারলাম না। কভিড-১৯ ছাড়াও নানা বিষয় দায়ী তবে এনপিআর যেন তাড়াতাড়ি হয় সেই দাবি থাকবে। আমাদের একটা আলাদা পরিচয় দরকার।
স্টকমার্কেটবিডি.কম/আহমেদ
গোল্ডেন সনের বোর্ড সভা ১৫ ফেব্রুয়ারি
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।
এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/বি
লেনদেনের শীর্ষে বিএসসি; ২য় ওরিয়ন ফার্মা
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৮৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭৯ কোটি ৬৫ লাখ টাকার।
৫০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বিএটিবিসি লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকোর ৪৮ কোটি ৬৫ লাখ, বে লিজিং এন্ড ইনভেষ্টমেন্টের ৩৪ কোটি ২২ লাখ, সাইফ পাওয়ারটেকের ২৬ কোটি ১৫ লাখ, নাহী এলুমিনাম কম্পােজিটের ২৪ কোটি ৪ লাখ, বিবিএসের ২৩ কোটি ৬৩ লাখ, জিপিএইচ ইস্পাতের ২০ কোটি ৯৬ লাখ ও একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ১৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এস
- বাংলাদেশ শিপিং করপোরেশন
- ওরিয়ন ফার্মা
- বিএটিবিসি
- বেক্সিমকো লিমিটেড
- বে লিজিং
- সাইফ পাওয়ারটেক
- নাহী এলুমিনাম কম্পােজিট
- বিবিএস
- জিপিএইচ ইস্পাত
- একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
শেষ কার্যদিবস উথানে উভয় শেয়ারবাজার
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কিছুটা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭০৮৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২৬১০ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২৫৪ কোটি ৩২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১১৫০ কোটি ৮১ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৩টির, আর দর অপরিবর্তিত আছে ৪৬টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, বিএটিবিসি, বেক্সিমকো লিমিটেড, বে লিজিং, সাইফ পাওয়ারটেক, নাহী এলুমিনাম কম্পােজিট, বিবিএস, জিপিএইচ ইস্পাত ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩২৬.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭৪৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৫২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইএফআইসি ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় কর্মীদের বেতন বাড়াল ৫ ব্যাংক
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়াতে শুরু করেছে বেসরকারি ব্যাংকগুলো। ইতিমধ্যে ইসলামি ধারার পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন বেতনকাঠামো কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে। আরও কয়েকটি ব্যাংকে নতুন বেতনকাঠামো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
যেসব ব্যাংক মার্চ থেকে নতুন বেতন-ভাতা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকের মালিকানার সঙ্গে যুক্ত রয়েছে এস আলম গ্রুপ। এ পাঁচটি ব্যাংক নতুন বেতন-ভাতা কার্যকর করায় অন্য ব্যাংকগুলোও এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। দেশে বেসরকারি খাতের ৪৩ ব্যাংক ও বিদেশি খাতের ৯ ব্যাংককে নতুন এ নির্দেশনা কার্যকর করতে হবে।
আগামী ১ মার্চ থেকে নতুন বেতনকাঠামো কার্যকরের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে ক্ষেত্রে মার্চ থেকেই নতুন কাঠামোতে বেতন-ভাতা পাবেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। কারণ, দেশের বেশির ভাগ ব্যাংক মাস শেষ হওয়ার আগেই কর্মীদের বেতন দেয়।
বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া বেতন-ভাতা অনুযায়ী, শিক্ষানবিশকালের জন্য জেনারেল বা সাধারণ ব্যাংকিং শাখার কর্মকর্তাদের ন্যূনতম বেতন-ভাতা হবে ২৮ হাজার টাকা এবং ক্যাশ শাখার কর্মকর্তাদের ন্যূনতম বেতন-ভাতা হবে ২৬ হাজার টাকা। আর শিক্ষানবিশকাল শেষে জেনারেল শাখার কর্মকর্তাদের সর্বনিম্ন বেতন-ভাতা হবে ৩৯ হাজার এবং ক্যাশ শাখার কর্মকর্তাদের সর্বনিম্ন বেতন-ভাতা হবে ৩৬ হাজার টাকা। একইভাবে ওপরের সারির কর্মকর্তাদের বেতন-ভাতাও পুনর্নির্ধারণ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকের কর্মচারী বা চুক্তির ভিত্তিতে নিয়োগ হওয়া অফিস সহায়কদের সর্বনিম্ন বেতন-ভাতাও ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে ক্ষেত্রে নারায়ণগঞ্জ, গাজীপুরসহ সব বিভাগীয় শহরের জন্য বেতন-ভাতা ঠিক করা হয়েছে ২৪ হাজার টাকা, জেলা শহরের জন্য ২১ হাজার টাকা ও উপজেলার জন্য ১৮ হাজার টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তে আপত্তি জানায় ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)। ব্যাংক মালিক ও শীর্ষ নির্বাহীদের আপত্তি সত্ত্বেও জনপ্রিয় সিদ্ধান্ত হওয়ায় নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কঠোর অবস্থান নেয়।
স্টকমার্কেটবিডি.কম/আহমেদ
তমিজ টেক্সটাইলের মূল্যসংবেদনশীল তথ্য
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক খাতের কোম্পানি তমিজউদদীন টেক্সটাইল মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।
কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।
এ সময় তমিজউদদীন টেক্সটাইল মিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি
সোনালী পেপারের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রন শিল্প খাতের কোম্পানি সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ ফ্রেবুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।
এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/বি