নতুন সুদহার বাস্তবায়নের অগ্রগতি জানতে চায় আইএমএফ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের শুরু থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণে বেঁধে দেওয়া ৯ শতাংশের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর বিপরীতে ইন্টারেস্ট রেট করিডরের মাধ্যমে ঋণের নতুন সুদহার নির্ধারণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলো ইন্টারেস্ট রেট করিডর কীভাবে বাস্তবায়ন করছে বা তার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ।

রবিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে বিষয়টি জানতে চায় সংস্থাটি। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, চলমান মুদ্রানীতি বাস্তবায়ন, নীতি সুদহারের করিডর প্রথা, সুদহারের সীমা প্রত্যাহার করে ইন্টারেস্ট রেট করিডর প্রথা ও ডলারের একক দাম বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন আইএমএফের চার সদস্যবিশিষ্ট টেকনিক্যাল টিমের প্রতিনিধিরা। আজ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের হিসাবায়ন, তারল্য ব্যবস্থাপনা নিয়ে আবারও মিটিং হওয়ার কথা রয়েছে। এ সভা ধারাবাহিকভাবে চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি আইএমএফের নিয়মিত সফরের অংশ। তারা বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি উন্নয়নে কাজ করতে চায়। এছাড়া নতুন করে আমরা ইন্টারেস্ট রেট করিডরে গিয়েছি। এটা বাস্তবায়নে কতটুকু অগ্রগতি হয়, সে বিষয়ে জানতে চেয়েছে সংস্থাটি। বৈঠকে তারল্য ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা হয় বলে জানিয়েছেন এই শীর্ষ কর্মকর্তা। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

স্টকমার্কেটবিডি.কম/////

পাকা রসিদ ছাড়া ডিম বিক্রি করলে ব্যবস্থা : ভোক্তা অধিদপ্তর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাকা রসিদ ছাড়া কর্পোরেট হাউস, পোলট্রি খামারি, আড়ৎ ও পাইকারিতে কোনো ধরনের ডিম বিক্রি করা যাবে না। খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম ১২ টাকার বেশি বিক্রি করা যাবে না।

ডিমের দাম নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিল্পমালিক, খামারি, আড়ৎদার ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আজ এক বৈঠক শেষে এই মন্তব্য করেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

মহাপরিচালক বলেন, আমদানি নীতি আদেশের মাধ্যমে দেশের শিল্পমালিক ও ব্যবসায়ীদের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। ব্যবসায়ীরা অস্বাভাবিক দামে ডিম বিক্রি করলে তা দ্রুত আমদানির পথে হাঁটবে সরকার। তখন খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন।

মহাপরিচালক আরও বলেন, ১৬ আগস্ট থেকে পাকা রসিদ ছাড়া কোনো পর্যায়ে ডিম বিক্রি করা যাবে না। কেউ বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএমএস বা খুদে বার্তার মাধ্যমে পোলট্রি মাংস ও ডিমের বাজার নিয়ন্ত্রণের ঘটনায় মামলা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।

ডিম উৎপাদনকারীরা জানান, প্রতিটি ডিমের উৎপাদন খরচ ১০ টাকা ৫০ পয়সা। আর খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১২ টাকার ওপরে উঠবে না।

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, কর্পোরেট প্রতিষ্ঠানগুলো মাত্র ২০ শতাংশ ডিম উৎপাদন করছে, অবশিষ্ট ৮০ শতাংশ ডিম পোলট্রি খামারিরা উৎপাদন করছে। অথচ ডিমের শতভাগ বাজার কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছে।

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস; ২য় সোনালী পেপার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৩ কোটি ৬৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ১৬ লাখ।

জেমিনী সী ফুড লিমিটেড ১১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম বাংলাদেশের ১১ কোটি ৫ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১০ কোটি ৪৫ লাখ, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৮৩ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিসের ৯ কোটি ৫৮ লাখ, রূপালি লাইফ ইন্সুরেন্সের ৮ কোটি ৭৩ লাখ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ৮ কোটি ২৮ লাখ ও লিগাসি ফুটওয়ার লিমিটেডের ৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

ডলারের বিপরীতে টাকার দর কমেছে ১৩.৩ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে ডলার সংকট কাটেনি। টাকার মানও কমছে। অন্যদিকে কমেছে বেসরকারি খাতের ঋণ। সব মিলিয়ে সংকট থেকে উত্তরণের পথে নেই দেশের অর্থনীতি। গতি ফিরে পাচ্ছে না দেশের অর্থনীতি। বাংলাদেশে ২০২২ সালে মার্কিন ডলারের বিপরীতে টাকার দরপতন হয়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০২২ এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে গত দুই অর্থবছরে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ২৩ শতাংশ। এর মধ্যে গত জুনে বিদায় হওয়া ২০২২-২৩ অর্থবছরেই টাকা অবমূল্যায়ন করা হয় ১৩ দশমিক ৭৬ শতাংশ। আর ২০২১-২২ অর্থবছরে টাকার মান কমেছিল ৯ দশমিক ২৫ শতাংশ। মূলত ডলার সংকটের কারণেই টাকার মান ধরে রাখা যায়নি। আর এর প্রভাবেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্ধেক কমে গেছে, লেনদেনের ভারসাম্যে দেখা দিয়েছে বড় ঘাটতি এবং উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা হয়েছে মানুষ।

টাকার এই অবমূল্যায়ন সত্ত্বেও বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করতে বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১৩ দশমিক ৫০ বিলিয়ন ডলার বিক্রি করেছিল।

মূলত করোনা মহামারির পরে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা দেখা দেয়, যা গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আরও খারাপ হয়।

ওই যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয় এবং ডলারের বিপরীতে বেশিরভাগ দেশের মুদ্রার দরপতন হয়।

স্টকমার্কেটবিডি.কম/////

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ৯৩ দফা বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আগামী ১৬ আগষ্ট থেকে ৯৩ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২০১৮ সালের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত, ৩য় দফায় গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, ৪র্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, ৫ম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, ৭ম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ৮ম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ৯ম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ও ২০১৯ সালের ১০ম দফায় থেকে ৩০ দফায় এই লেনদেন বন্ধ রাখা হয়।

৩০ দফায় ২০২০ সালের ২৭ ডিসেম্বর হতে ২০২১ সালের ১১ জানুয়ারি আর ৩১ দফায় ১২ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি। একই বছরের ৫২ দফায় ২৪ নভেম্বর হতে ৮ ডিসেম্বর, ৫৩ দফায় ৯ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত লেনদেন বন্ধ রাখা হয়।

আর ৫৪ দফায় ২০২১ সালের ২৪ ডিসেম্বর হতে ২০২২ সালের ৭ জানুয়ারি থেকে ৭৮ দফায় ২১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ৭৯ দফায় ১০ জানুয়ারি হতে ২৪ জানুয়ারি, ৮০ দফায় ২৫ জানুয়ারি হতে ৭ ফেব্রুয়ারি এবং ৮১ দফায় ৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি, ৮২ দফায় ২৬ ফেব্রুয়ারি হতে ১২ মার্চ, ৮৩ দফায় ১৩ মার্চ হতে ২৭ মার্চ, ৮৪ দফায় ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল, ৮৫ দফায় ১২ এপ্রিল হতে ২৬ এপ্রিল, ৮৬ দফায় ২৭ এপ্রিল থেকে ১১ মে, ৮৭ দফায় ১৪ মে থেকে ২৭ মে, ৮৮ দফায় ২৮ মে থেকে ১২ জুন, ৮৯ দফায় ১৩ জুন থেকে ২৬ জুন , ৯০ দফায় ২ জুলাই থেকে ১৬ জুলাই, ৯১ দফায় ১৬ জুলাই থেকে ৩১ জুলাই, ৯২ দফায় ১ আগষ্ট থেকে ১৪ আগষ্ট এবং পরবর্তীতে ৯৩ দফায় ১৬ আগষ্ট থেকে আরো ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম////

  1. ফু-ওয়াং ফুডস
  2. সোনালী পেপার এন্ড বোর্ড
  3. জেমিনী সী ফুড
  4. লাফার্জহোলসিম
  5. স্কয়ার ফার্মা
  6. খান ব্রাদার্স
  7. আলিফ ইন্ডাস্ট্রিজ
  8. রূপালি লাইফ ইন্সুরেন্স
  9. এমারেল্ড অয়েল
  10. লিগাসি ফুটওয়ার।

দিনশেষে সূচকের বড় পতনে লেনদেনও কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুল সূচকই কমেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৫৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪২৫ কোটি ৫১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর দর অপরিবর্তিত আছে ২২৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, জেমিনী সী ফুড, লাফার্জহোলসিম বাংলাদেশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিস, রূপালি লাইফ ইন্সুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ও লিগাসি ফুটওয়ার লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৫.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫০৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৬৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ২৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৪ কোটি ১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লিন্ডে বিডি ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

 

শোক দিবস উপলক্ষে মঙ্গলবার শেয়ারবাজার বন্ধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের মৃত্যুদিন ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল ১৫ আগষ্ট (মঙ্গলবার) দেশের দুই শেয়ারবাজার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, প্রতিবছর ১৫ আগষ্ট দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পরেরদিন আগামী বুধবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম///

২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে উদ্বোধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাজধানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী আরও বলেন, আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী টানেল এবং অক্টোবরের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের উদ্বোধন করবেন।

স্টকমার্কেটবিডি.কম//

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগে সিটি ব্যাংকের সিদ্ধান্তে পরিবর্তন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘ডিজি১০ ব্যাংক পিএলসি’ নামে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় একটি কনসোর্টিয়ামের অংশ হিসেবে বিনিয়োগের সিদ্ধান্তে কিছু পরিবর্তন এনেছে সিটি ব্যাংক লিমিটেড।

সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুসারে, ডিজি১০ ব্যাংকের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ যোগান দেবে সিটি ব্যাংক। এর আগে ১১ দশমিক ১১ শতাংশ মূলধন যোগান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রতিষ্ঠানটি।

প্রথমে নয়টি ব্যাংক নিয়ে ডিজি১০ ব্যাংকের কনসোর্টিয়াম গঠন করার সিদ্ধান্ত হয়েছিল। এই কনসোর্টিয়ামের অধীনে ডিজি১০ ব্যাংক পিএলসি নামে যে ডিজিটাল ব্যাংক গঠন করা হবে, তার পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছিল ১২৫ কোটি টাকা। কনসোর্টিয়ামে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যাংকের সমপরিমাণ শেয়ার থাকবে। তাতে সিটিসহ প্রতিটি ব্যাংকের ১১ দশমিক ১১ শতাংশ শেয়ার থাকার কথা। সে হিসেবে প্রায় ১৩ কোটি ৮৯ লাখ টাকা বিনিয়োগ করার কথা ছিল। কিন্তু, কনসোর্টিয়ামের ভিত্তি আরও মজবুত করা এবং প্রস্তাবিত ব্যাংকটির নামের যৌক্তিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে কনসোর্টিয়ামের সদস্য সংখ্যা একটি বাড়িয়ে ১০টিতে উন্নীত করা হয়। আগের মতোই কনসোর্টিয়ামের সব সদস্যের সমসংখ্যক শেয়ার ধারণের সিদ্ধান্ত বহাল থাকে। এ কারণে প্রতিটি সদস্য ব্যাংকের শেয়ার সংখ্যা কিছুটা কমেছে।

স্টকমার্কেটবিডি.কম//