ইফাদের মাল্টিপ্রোডাক্ট এশিয়ার গন্ডি পেরিয়ে এখন ইউরোপে

indexস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইফাদ মাল্টিপ্রোডাক্টস বাংলাদেশ তথা এশিয়ার গন্ডি পেরিয়ে এখন ইউরোপের মার্কেটে অবস্থান দৃঢ় করার উদ্দেশ্যে কাজ করছে।

এ লক্ষে ফ্রান্সের প্যারিস র্নড ভিলপিন্টে-প্যারিসে সিয়াল-দ্যা ওয়ার্ল্ড লার্জেস্ট ফুড ইনোভেশন এক্সিবিশনে অংশগ্রহন করেছে। বিশ্বব্যাপি খাদ্যপণ্য ব্যবসায় উৎসাহ প্রদানের উদ্দ্যেশ্যে মেলাটি করা হয়ে থাকে।

যেখানে খাদ্যপণ্য উৎপাদনকারী বিশে^র নামাদামী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকে। এক্সিবিশনটি ২১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেডের বিভিন্ন পণ্যের প্রতি বিশে^র বিভিন্ন দেশ থেকে আগত ক্রেতাদের আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেছেন ইফাদ গ্রুপ এবং ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।
স্টকমার্কেটবিডি.কম/এ

মালয়েশিয়ায় আবারো কর্মী পাঠানো শুরু হচ্ছে

labourস্টকমার্কেটবিডি ডেস্ক :

শিগগিরই মালয়েশিয়ায় আবারো কর্মী পাঠানো শুরু হবে।

প্রবাসীকল্যাণ ভবনে বাংলাদেশ-মালয়েশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম রৌনক জাহান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “এটা দ্বিতীয় ওয়ার্কিং কমিটির সভা। এর উদ্দেশ্য হচ্ছে যতো তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়ায় কর্মী পাঠানো। একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়ার জন্য দুইপক্ষই কাজ করছি।”
সচিব বলেন, “কোন সিন্ডিকেট নয়, এখন থেকে মালয়েশিয়ায় সকল রিক্রুটিং এজেন্সিই কর্মী পাঠাতে পারবেন। এটা সবার জন্য ওপেন করা হয়েছে।”

তিনি বলেন, কর্মী প্রেরণের বিষয়টি একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে সরকার চেষ্টা করছে। বাংলাদেশের জন্য এটা একটা খুবই প্রয়োজনীয় বিষয়।

সচিব বলেন, “একটা হচ্ছে কষ্ট কমানো, আরেকটি হচ্ছে ইউনিফাইড সিস্টেম- এই দুটি বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি। মালয়েশিয়ায় সরকার পরিবর্তন হওয়ায় তারা একটি স্বচ্ছ সিস্টেম চাচ্ছে, আমরাও সেটা চাচ্ছি এবং এটাই হচ্ছে। এবিষয়ে আমরা কাজ করছি।”

ভিসা সত্যায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ব্যাপারে আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য ভিসা সত্যায়ন করতে হবে। তারা সেটা মেনে নিয়েছে।” সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এ

ওরিয়ন ইনফিউশনের ১৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা

orionস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১২.৫৩ টাকা।

আগামী ১০ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

ওরিয়ন ফার্মার ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

orion-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪৩ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৭২.৮৮ টাকা।

আগামী ১০ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

সমতা লেদারের নো ডেভিডেন্ট ঘোষণা

samataস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০২০ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৪.৪৭ টাকা।

আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

মানিলন্ডারিংয়ের অভিযোগে আব্দুল আউয়াল মিন্টুকে দুদকে তলব

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মানিলন্ডারিং এর মাধ্যমে বিদেশে অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন ও নানা অনিয়মের অভিযোগে বিএনপি নেতা ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩১ অক্টোবর) দুদকের উপ-পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা সামছুল আলমের পাঠানো এক চিঠিতে আগামী ৫ নবেম্বর মিন্টুকে সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

মিন্টুর বিরুদ্ধে ভুয়া অডিট রিপোর্ট তৈরি করে ব্যাংকসহ বিভিন্ন সরকারি দফতরে জমা দিয়ে ঋণ গ্রহণের অভিযোগ রয়েছে। একই সঙ্গে শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দুদক বলছে, প্রকৃত তথ্য গোপন করে একাধিক ভুয়া অডিট রিপোর্ট তৈরি করে ব্যাংকসহ বিভিন্ন সরকারি দপ্তরে জমা দিয়ে ঋণ নেওয়া, শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ, বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় সন্দেহজনক লেনদেন ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থপাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

কহিনূর কেমিক্যালসের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

kohiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কহিনূর কেমিক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.০২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ৫১.৯৩ টাকা।

আগামী ১০ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

চীনা কনসোর্টিয়ামের টাকা পেতে শুরু করেছেন ডিএসই সদস্যরা

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চীনা কনসোর্টিয়ামের (শেনঝেন-সাংহাই স্টক এক্সচেঞ্জ) কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৫ শতাংশ শেয়ার বিক্রির টাকা পেতে শুরু করেছেন এক্সচেঞ্জটির সদস্যরা। কৌশলগত বিনিয়োগকারীর কাছ থেকে পাওয়া অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের শর্তে গতকাল বিকালে ১০ শতাংশ কর ছাড়ের প্রজ্ঞাপন হয়েছে। প্রজ্ঞাপন জারির পরেই ব্রোকারদের কাছে চীনা কনসোর্টিয়ামের টাকা বিতরণ শুরু করেছে ডিএসই।

জানা যায়, গতকাল সন্ধ্যা থেকেই ব্রোকাররা ডিএসইতে এসে তাদের শেয়ার অনুপাতে প্রাপ্য অর্থের চেক নিয়ে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল চারটি প্রতিষ্ঠান প্রায় ১৩ কোটি টাকার চেক পেয়েছেন। এর মধ্যে মোনা ফিন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড ও আহমেদ ইকবাল হাসান সিকিউরিটিজ লিমিটেড অন্যতম।

আজ সকাল ১০টা থেকে আবারো যথারীতি চেক বিতরণ করা হয়। সুষ্ঠুভাবে চেক বিতরণ কার্যক্রম সম্পন্নের জন্য ডিএসইর পক্ষ থেকে ১০ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

বেশকিছু শর্তসাপেক্ষে ডিএসইর সদস্যদের এ কর ছাড় সুবিধা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চীনা কনসোর্টিয়ামের টাকা হাতে পাওয়ার ছয় মাসের মধ্যে এ অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে। একটি স্বতন্ত্র ব্যাংক অ্যাকাউন্টে কৌশলগত বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রির টাকা জমা রাখতে হবে।

পাশাপাশি একটি স্বতন্ত্র বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে। প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে এনবিআরকে এ বিনিয়োগের তথ্য জানাতে হবে। তিন বছরের আগে এ টাকা উত্তোলন করা যাবে না। তবে বিনিয়োগের বিপরীতে যে লভ্যাংশ পাওয়া যাবে, সেটি ওঠাতে কোনো বাধা নেই।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

ইষ্টার্ণ ক্যাবলসের বাৎসরিক বোর্ড সভা ৭ নভেম্বর

easternস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৭ নভেম্বর আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৫টায় রাজধানীর কারওয়ানবাজারে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

মুন্নু জুট স্টাফলার্সের ৩ মাসের ইপিএস ৮.৫৬ টাকা

munnoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান মুন্নু জুট স্টাফলার্স লিমিটেডের চলতি বছরের প্রথম আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেস্বর এই ৩ মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৫৬ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৫৩ টাকা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটির ইপিএস কমেছে।

চলতি বছরের ৩১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬১.৮৬ টাকা। গতবছর ৩০ জুন ন্যাভ ছিল ৫৩.৩০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ