জাপানে বিশ্বের সর্ববৃহৎ মাছের বাজার পূনরায় চালু

164323a@স্টকমার্কেটবিডি ডেস্ক :

জাপানের রাজধানী টোকিওর নতুন স্থানে পুনরায় চালু করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজার। গত বৃহস্পতিবার দেশটির রাজধানী থেকে দূরে কৃত্রিম দ্বীপ তোয়োসুতে মার্কেটটি চালু করা হয়।

এর আগে দেশটির শীর্ষ পর্যটন এলাকা সুকিজিতে ছিল এ মার্কেট। গত ৬ অক্টোবর বন্ধ করে দেওয়া হয় এটি। আগের সব সুবিধা নিয়ে নতুন স্থানে মার্কেটটি চালু করা হয়েছে বলে জানা গেছে।

সুকিজিতে বাজারটি ক্রমেই অস্বাস্থ্যকর হয়ে ওঠায় একে একটি নতুন জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করে কর্তৃপক্ষ। এ ছাড়া ২০২০ টোকিও অলিম্পিকের জন্য এই অঞ্চল পুনর্নির্মাণ করা হবে। এসব কারণেই তোয়োসুতে বাজারটি সরিয়ে নেওয়া হয়।

সুকিজিকে ২০২০ টোকিও অলিম্পিকের জন্য অস্থায়ী পার্কিং স্থান হিসেবে ব্যবহার করা হবে এবং পরবর্তী সময় একটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।সূত্র : এমিরেটস

স্টকমার্কেটবিডি.কম/বি

যুক্তরাষ্ট্র-চীন বিতর্কে অ্যাপেক নেতাদের মধ্যে বিভক্তি

apecস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাণিজ্য ব্যবস্থার সংস্কার ইস্যুতে যুক্তরাষ্ট্রু ও চীন দুই মেরুতে অবস্থান নেওয়ায় এই প্রথমবারের মতো কোনো লিখিত ঘোষণার বিষয়ে একমত হতে ব্যর্থ হয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) নেতারা।

ঐক্যমত না হওয়ার বিষয়ে সম্মেলনের আয়োজক ও পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী ও’ নিল বলেছেন, দুটি বৃহৎ শক্তি (যুক্তরাষ্ট্র ও চীন) সম্মেলন কক্ষে আছেন। আমার কী বলার আছে?

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো স্বীকার জানিয়েছেন, ‘বাণিজ্য সম্পর্কিত কিছু বিষয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণ নেতারা ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।’

বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার চায় যুক্তরাষ্ট্র। আর তাতে একমত নয় চীন। ও’ নীল বলেছেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থার ওপর আমাদের কোনো হাত নেই। এটাই মূল বিষয়। এসব বিষয় বিশ্ব বাণিজ্য সংস্থায় তোলা যেতে পারে।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

স্টকমার্কেটবিডি.কম/বি

বিমস্টেক ট্রেড নেগোসিয়েশনকে আরো কার্যকর করতে হবে : বাণিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আঞ্চলিক বাণিজ্যে বিমস্টেক ট্রেড নেগোসিয়েশনকে আরো কার্যকর করতে হবে। আঞ্চলিক ও উপ-আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রবিবার ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিমস্টেক ট্রেড নেগোসিয়েটিং কামিটির দু’দিনব্যাপী ২১তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অফ দা বিমস্টেক-এফটিএ স্বাক্ষর করা হয়েছে ২০০৪ সালে। রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ এখন বেশ পরিচিত নাম। আঞ্চলিক বাণিজ্যে বিমস্টেকের গুরুত্ব অনেক বেশি। আঞ্চলিক ও উপ-আঞ্চলিক বাণিজ্যে সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে সংশ্লিষ্ট সকলে লাভবান হতে পারে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বস’ুর সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক, বিমস্টেকের সেক্রেটারি জেনারেল মো. মহিদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(এফটিএ) মো. শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বে অফ বেঙ্গল ইনিসিয়েটিভস ফর মাল্ট্রি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন (বিমস্টেক) এর মাধ্যমে বাণিজ্যে ১৪টি সেক্টরে সুযোগ-সুবিধা বৃদ্ধির সুযোগ রয়েছে। এ জন্য ৬টি ওয়ার্র্কিং গ্রুপও গঠন করা হয়েছে। নিয়মিত বসে এ সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে বিশ^ব্যাংকের তিনটি শর্ত এক সঙ্গে পূরণ করে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবার প্রথম ধাপ অতিক্রম করেছে। ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। এর তিন বছর পর বাংলাদেশ আরএলডিসিভুক্ত দেশের সুযোগ-সুবিধা পাবে না।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ তখন বিভিন্ন দেশের সাথে এফটিএ করে বাণিজ্য সুবিধা সৃষ্টি করবে। ১৯৭২-৭৩ সালে বাংলাদেশ ২৫টি পণ্য ৬৮টি দেশে রপ্তানি করে আয় করতো ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার, গতবছর বাংলাদেশ ২০২টি দেশে ৭৪৪টি পণ্য রপ্তানি করে আয় করেছে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন, সেবাখাতের রপ্তানিসহ বাংলাদেশের রপ্তানির পরিমান ৪১ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে দেশের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৪ ডলার মার্কিন ডলার। দেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি ৭.৮৬ ভাগ।

এ সভায় বাংলাদেশ, ভারত, ভূটান, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড এর ৩৫জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। রুলস অফ অরিজিন, ট্রেড ইন সার্ভিস, ইনভেস্টমেন্ট, লিগ্যাল এক্সপার্ট, কাস্টমস কো-অপারেশন, ট্রেড ফেসিলিটেশনের বিষয়ে ওয়ার্কিং গ্রুপ গুলো কাজ করবে। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/বি

আয়কর মেলায় পাঁচ দিনে কর আদায় ১,৫৫৮ কোটি

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আয়কর মেলায় পাঁচ দিনে মোট কর আদায় করা হয়েছে ১ হাজার ৫৫৮ কোটি টাকা। শনিবার (১৭ নভেম্বর) মেলার পঞ্চম দিনে সারাদেশে আদায় হয়েছে ২৯০ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭০৮ টাকার কর।

সাপ্তাহিক ছুটির দিন সারাদেশে মোট ৭৩টি স্পটে ২ লাখ ৪৮ হাজার ৯১৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছেন। এর মধ্যে রিটার্ন দাখিল করেছেন ৮১ হাজার ৫৯৯ জন।

পাঁচ দিনে সেবা নিয়েছেন ১১ লাখের বেশি মানুষ। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগের বছর পাঁচ দিনে মেলায় কর আদায় হয়েছিল ১ হাজার ৪৭৩ কোটি ২৪ লাখ ১৮ হাজার ৩২ টাকা।

মেলার পঞ্চম দিন বিশেষ আকর্ষণ ছিল অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রম। এদিন দুপুর ১টায় কর শিক্ষণ ফোরামে ‘অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রম’ উদ্বোধন করেন আয়কর মেলার সমন্বয়ক ও এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদ।

এদিকে প্রতিদিনের মতো শনিবারও অনুষ্ঠিত হয়েছে কর শিক্ষণ ফোরাম অনুষ্ঠান। এতে নটরডেম কলেজের ৪০ শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীকে সনদ ও বই দেওয়া হয়। এই দশজনের মধ্যে প্রথম তিন শিক্ষার্থীকে প্রাইজবন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি নটরডেম কলেজকে দেওয়া হয় সনদ।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

চলতি মৌসুমে ৬ লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার

riceস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি মৌসুমে সরকার ৩৬ টাকা কেজি দরে ৬ লাখ মেট্রিকটন সিদ্ধ আমন চাল সংগ্রহ করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দেশের অভ্যন্তরীণ বাজার থেকে আগামী ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ চাল সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

রবিবার (১৮ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সম্মলেন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির সভায় একথা জানান মন্ত্রী।

খাদ্যমন্ত্র্রীর সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কমিটির সদস্য ও খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং খাদ্য পরিকল্পনা ও পরিধান ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৬ লাখ মেট্রিক টন আমন চাল (সিদ্ধ) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩৬ টাকা কেজি দরে এ চাল সংগ্রহ করা হবে। সংগ্রহ সন্তোষজনক হলে পরবর্তীতে আরো ২ থেকে ৩ লাখ সংগ্রহ করা হবে। বর্তমানে বাজারে ৩৩ থেকে ৩৫ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। এতে কৃষকরা লাভবান হবেন।

তিনি বলেন,আগামী তিন মাস এ চাল সংগ্রহ করা হবে। বর্তমানে চাল ও গম মিলিয়ে ১২ লাখ ১৮ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এরমধ্যে ৯ লাখ ৬৮ হাজার মেট্রিক টন চাল রয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে বর্তমান বাজারে চালের উৎপাদন খরচ হয় ৩৪ টাকা ৫০ পয়সা।

গতবছর ৩৯ টাকা দরে ৬ লাখ ১ হাজার ৯৮৪ মেট্রিক টন চাল সংগ্রহ করেছিল সরকার। গতবছর ৩ ডিসেম্বর থেকে ৭ মার্চ পর্যন্ত এ চাল সংগ্রহ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

উদ্যোক্তাদের ঋণখেলাপিতে পরিণত করছেন ব্যাংকাররাই : অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঋণ খেলাপির পেছনে ব্যাংকারদের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি জানান, খেলাপি ঋণের অনবরত পুনঃতফসিল (রিশিডিউলিং) হওয়ায় ঋণ খেলাপি বেড়ে যাচ্ছে।

রবিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) মিলনায়তনে পাঁচ দিনব্যাপী রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক পরিচালকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণের বারবার পুনঃতফসিল হয়ে থাকে। কতবার ঋণ খেলাপিরা এ সুযোগ পেয়ে থাকেন তা আমার জানা নেই। আর এ সুযোগ দিয়ে থাকেন ব্যাংকাররা। এভাবেই ব্যাংকাররা চেষ্টা করেন যাতে উদ্যোক্তারা ঋণ খেলাপি হতে পারেন। ব্যাংকাররাই এ অবস্থা তৈরি করেছেন। যাতে দ্রুত সে ঋণ খেলাপি হয়ে যায়।

মুহিত বলেন, খেলাপি ঋণের ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ আছে সরকারি ব্যাংকগুলো নিয়ে। সেগুলোতেই খেলাপি ঋণের পরিমাণ বেশি। এটা রোধে দেশের ব্যাংকগুলোকে একীভূত করতে হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বীকন ফার্মার ২০১৮ সালের ঋণমান ‘এ৩’

beacon-logo-finalস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ শিল্প খাতের কোম্পানি বীকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ৩’ । সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড(ক্রিসল)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রিমিয়ার সিমেন্টের ঋণমান ‘এএ’ ও ‘এসটি-২’

primierস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এণ্ড সার্ভিস লিমিটেড(ক্রিসল)। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিডি সার্ভিসেসের বাৎসরিক বোর্ড সভা ২৫ নভেম্বর

bd serv-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাতের কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ নভেম্বর আহবান করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন সন্ধ্যা ৬ টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর ২০১৭ সালে বিডি সার্ভিসেস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. খুলনা পাওয়ার
  3. এসকে ট্রিমস
  4. সায়হাম কটন
  5. ইফাদ অটোস
  6. ওয়াটা কেমিক্যালস
  7. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  8. কনফিডেন্স সিমেন্ট
  9. সিলভা ফার্মা
  10. ফরচুন সুজ লিমিটেড।