বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে ‘টাইটেল স্পন্সর’ ওয়ালটন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১২ এপ্রিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজে স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘ওয়ালটন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।’

উল্লেখ্য, যেখানে ক্রিকেট, সেখানেই ওয়ালটন। বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে সেখানেই ওয়ালটন থাকছে। গত এক দশক ধরে এর তেমন কোনো ব্যত্যয় হয়নি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট, সবখানেই রয়েছে ওয়ালটন গ্রুপ। শ্রীলঙ্কাতেও একাধিক সিরিজে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করেছে। এরই ধারাবাহিকতায় এবার টেস্ট সিরিজে টাইটেল স্পন্সর হলো ওয়ালটন।

সোমবার (৫ এপ্রিল, ২০২১) সিরিজের স্বত্ত্বাধিকারী আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। ওয়ালটনের মিডিয়া অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও আইটিডব্লিউ কনসাল্টিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান মোহাম্মদ শারিক।
এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ফিরোজ আলম এবং সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

উদয় হাকিম বলেন, ‘করোনা মহামারির কারণে কঠিন সময় অতিক্রম করছে পুরো বিশ্ব। তবে আনন্দের বিষয় হলো করোনাভীতি কাটিয়ে আবার মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। জাতীয় দল ইতোমধ্যেই নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে। এরপর টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। বর্ণাঢ্য এ আয়োজনের সঙ্গে থাকতে পেরে ওয়ালটন গ্রুপ গর্বিত। কোটি কোটি দর্শক, ক্রিকেটানুরাগী, খেলোয়াড় ও ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ আয়োজনের মাধ্যমে উজ্জীবিত হবেন এটিই প্রত্যাশা। ওয়ালটন ক্রিকেটের সঙ্গে আছে, থাকবে সবসময়।’
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/

উত্তরা ব্যাংকের নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.২৮ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৪.৭৯ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২০ মে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ মে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ফ্লোর প্রাইস থাকছে না সেই ৬৬ কোম্পানির নামের তালিকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারকে স্থিতিশীল করতে সম্প্রতি ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

যে ৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া হয়েছে সেগুলো হলো

১. খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড
২. নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেড
৩. দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড
৪. সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড
৫. প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড
৬. এমএল ডাইং লিমিটেড
৭. ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড
৮. আইপিডিসি ফিনান্স লিমিটেড
৯. ফিনিক্স ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
১০. এডভেন্ট ফার্মা লিমিটেড
১১. রতনপুর স্টীল রি-রোলিং মিলস লিমিটেড
১২. কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড
১৩. মিচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড
১৪. ওয়াই ম্যাক্স ইলেকট্রোড লিমিটেড
১৫. রূপালি ব্যাংক লিমিটেড
১৬. সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড
১৭. সোনারগাওঁ টেক্সটাইল লিমিটেড
১৮. আলিফ ইন্ডাসট্রিজ লিমিটেড
১৯. গ্লোবাল হ্যাবি কেমিক্যালস লিমিটেড
২০. নাভানা সিএনজি লিমিটেড
২১. ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড
২২. ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড
২৩. স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড
২৪. ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
২৫. উত্তরা ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
২৬. ওস্মানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড
২৭. এএফসি এগ্রো বায়টিক লিমিটেড
২৮. বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড
২৯. খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড
৩০. সিলভা ফার্মাসিটিউক্যাল লিমিটেড
৩১. ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যাল লিমিটেড
৩২. আর্গন ডেনিমস লিমিটেড
৩৩. কপারটেক ইন্ডাসট্রিজ লিমিটেড
৩৪. শাঁশাঁ ডেনিম্স লিমিটেড
৩৫. সুহৃদ ইন্ডাসট্রিজ লিমিটেড
৩৬. স্কয়ার নিট কম্পোজিট লিমিটেড
৩৭. ওয়েস্টান মেরিন শিপ ইয়ার্ড লিমিটেড
৩৮. সেন্ট্রাল ফার্মাসিটিউক্যাল লিমিটেড
৩৯. বিচ হ্যাচারি লিমিটেড
৪০. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড
৪১. শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড
৪২. হামিদ ফেব্রিকস লিমিটেড
৪৩. প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড
৪৪. সায়হাম কটন মিলস লিমিটেড
৪৫. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড
৪৬. গোল্ডেন হারবেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড
৪৭. পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্স সার্ভিসেস
৪৮. আরএন স্পিনিং মিলস লিমিটেড
৪৯. বাংলাদেশ সার্ভিস লিমিটেড
৫০. আইএফআইএল ইসলামিক মিচুয়াল ফান্ড
৫১. জাহিন স্পিনিং লিমিটেড
৫২. রিং সাইন টেক্সটাইল লিমিটেড
৫৩. অলিম্পিক এক্সেসরিস লিমিটেড
৫৪. ডিবিএইচ ফার্স্ট মিচুয়াল ফান্ড
৫৫. ফিনিক্স ফিনান্স ফার্স্ট মিচুয়াল ফান্ড
৫৬. নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড
৫৭. রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড
৫৮. এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড
৫৯. ইভেন্সি টেক্সটাইল লিমিটেড
৬০. প্যাসিফিক ডেনিম্স লিমিটেড
৬১. মেট্রো স্পিনিং লিমিটেড
৬২. কাট্টালি টেক্সটাইল লিমিটেড
৬৩. ফার কেমিক্যাল ইন্ডাস্টিজ লিমিটেড
৬৪. দেশ বন্ধু পলিমার লিমিটেড
৬৫. ইয়াকিন পলিমার লিমিটেড
৬৬. সাফকো স্পিনিং মিলস লিমিটেড।

সর্বশেষ কমিশন সভায় এসব কোম্পানির ফ্লোর প্রাইস তুলে একটি নির্দেশনা প্রদান করে বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/

 

 

 

কাল থেকে খোলা থাকবে দোকান ও শপিংমল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসায়ীদের দাবি মেনে শর্তসাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল থেকে দোকানপাট খোলা রাখা যাবে।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। এ ছাড়া করোনার টিকা কার্যক্রমও যথারীতি চলবে।

দেশের করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি সামাল দিতে এক সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করে গত ৪ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার। পরদিন সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকে। এতে গণপরিবহন, শপিং মল, দোকানপাট বন্ধ থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়।

তবে কর্মস্থলগামীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সরকার কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর নির্দেশনা দেয়। এর আগে শপিং মল, দোকানপাট খুলতে দেওয়ার দাবিতে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার প্রথম দিন থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেন ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে বলে আজ প্রজ্ঞাপন জারি করল মন্ত্রিপরিষদ বিভাগ।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের এজিএমের ভেন্যু নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, আগামী ৩ মে সকাল ১১টায় অনলাইনে এজিএম সভা অনুষ্ঠিত হবে। এজিএমটি অনলাইনে এই লিংকে https://tinyurl.com/paramountagm2021 দেখতে পাবেন শেয়ারহোল্ডাররা।

কোম্পানিটির এই বার্ষিক সাধারণ সভার (এজিএম) অন্যান্য বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন মোট ৫২ লাখ ৫৬ হাজার ৭২৯টি শেয়ার লেনদেন হয়।

দ্বিতীয় স্থানে উঠে আসা রবি আজিয়াটা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৬ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রভাতী ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৪ লাখ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৭৭ লাখ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৭৩ লাখ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১১ কোটি ৬০ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ১১ কোটি ১৮ লাখ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১০ কোটি ৪০ লাখ ও বেক্সিমকো ফার্মা লিমিটেডের ১০ কোটি টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

সিঙ্গারবিডির ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ এপ্রিল আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর দিলকুশায় অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

১.বেক্সিমকো লিমিটেড
২.রবি আজিয়াটা
৩.এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স
৪.প্রভাতী ইন্স্যুরেন্স
৫.পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
৬.অগ্রণী ইন্স্যুরেন্স
৭.সোনার বাংলা ইন্স্যুরেন্স
৮.লংকা বাংলা ফাইন্যান্স
৯.দেশ জেনারেল ইন্স্যুরেন্স
১০.বেক্সিমকো ফার্মা লিমিটেড।

ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্তে শেয়ারবাজারে বড় দর পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বিএসইসি ৬৬ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্তে আজ দুই শেয়ারবাজারেই বড় দর পতন হয়ে

বৃস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮২.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,২৫৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৮২ কোটি ৫২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৪টির, আর দর অপরিবর্তিত আছে ৩৫টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, লংকা বাংলা ফাইন্যান্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ও বেক্সিমকো ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২০৩.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২৩১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৫৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আজ বেলা সাড়ে ৩টায় রাজধানীর দিলকুশায় বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা