পদ্মা সেতু দিয়ে ঢাকা গেল নতুন কমিউটার ট্রেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা-শিবচর-ভাঙ্গা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে মাদারীপুরের শিবচর রেলস্টেশনের সামনে ট্রেনটি উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ডা. মো. সেলিম, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান প্রমুখ।

পরে মন্ত্রী, চিফ হুইপসহ অতিথিরা টিকিট কেটে ট্রেনটিতে শিবচর থেকে পদ্মা স্টেশন পর্যন্ত ভ্রমণ করেন। সেখানে গিয়ে ফিতা কেটে বাঁশি বাজালে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

প্রধান অতিথি রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘ভাঙ্গা হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম///

এশিয়ায় বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চাহিদা বৃদ্ধির কারণে এশিয়ার বিভিন্ন অঞ্চলে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি।

সম্প্রতি আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এলএসইজি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে এশিয়ার বিভিন্ন দেশ দৈনিক অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে ২ কোটি ৭০ লাখ ৩০ হাজার ব্যারেল। গত বছরের একই সময় থেকে দৈনিক আমদানির এই পরিমাণ ৩ লাখ ব্যরেল বেশি।

তবে বছরের প্রথম চার মাসে এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি বাড়লেও গত এপ্রিলে একক মাসের হিসাব অনুযায়ী আগের মাসের (মার্চ) তুলনায় অঞ্চলটিতে জ্বালানি তেল আমদানি কমেছে। এ অঞ্চলের শীর্ষ আমদানিকারক দেশ চীনে আমদানির পরিমাণ বাড়লেও অন্যান্য দেশে তা কমেছে।

এলএসইজির অয়েল রিসার্চের সংকলিত তথ্যানুসারে, গত মার্চে এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের আমদানির পরিমাণ ছিল দৈনিক ২ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ব্যারেল। এপ্রিলে তা কমে দিনপ্রতি ২ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ব্যারেল হয়েছে। এছাড়া গত ফেব্রুয়ারিতে এশিয়ার বিভিন্ন দেশে অপরিশোধিত জ্বালানি তেলের আমদানির পরিমাণ ২ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ব্যারেল ছিল বলেও জানায় তারা।

স্টকমার্কেটবিডি.কম////

চামড়াশিল্পে ২২,৭৭৬ টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে সিপিডি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ট্যানারি বা চামড়াশিল্প খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটি বলেছে, বর্তমানে এ খাতের শ্রমিকদের খাদ্য ও খাদ্যবহির্ভূত খরচ অনেক বেড়েছে। সুতরাং মূল্যস্ফীতি বিবেচনায় ট্যানারি শিল্পের শ্রমিকদের জন্য ২২ হাজার ৭৭৬ টাকা ন্যূনতম মজুরি হওয়া প্রয়োজন।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নে চ্যালেঞ্জ’ বিষয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিং ও আলোচনা অনুষ্ঠানে ট্যানারি শ্রমিকদের জন্য ন্যূনতম এ মজুরি প্রস্তাব করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং বিশেষ অতিথি ছিলেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ, ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক। সূচনা বক্তব্য দেন অশি ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান এস এম মোরশেদ।

সিপিডি জানায়, বর্তমান বাজার পরিস্থিতিতে ট্যানারি বা চামড়াশিল্প খাতের একটি শ্রমিক পরিবারের প্রয়োজনীয় খাবারের খরচ মাসে ২০ হাজার ৫৬৪ টাকা। আর খাদ্যবহির্ভূত খরচ ১২ হাজার ৯১৪ টাকা।

একটি শ্রমিক পরিবারের গড় সদস্যসংখ্যা ৪ দশমিক ৬ জন। এর মধ্যে উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫ জন। সেই হিসাবে একজন শ্রমিকের মাসিক ন্যূনতম মজুরি হওয়া দরকার ২২ হাজার ৭৭৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

পিয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

পিয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মহারাষ্ট্রের ব্যবসায়ীদের স্বস্তি দিতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৪ মে) এক প্রজ্ঞাপনে ভারত সরকার পিয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে।

সরকারের কাছে মহারাষ্ট্রের পিয়াজ চাষি ও ব্যবসায়ীরা অনেক আগে থেকেই পিয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। কারণ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরই তারা ক্ষতিগ্রস্ত হয়। তবে নিষেধাজ্ঞা চলাকালেও ভারত সরকার সীমিত আকারে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আমিরাতে পিয়াজ রপ্তানি করেছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

স্টকমার্কেটবিডি.কম////

বনানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কারখানা বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বনানীর সৈনিক ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বনানীর চেয়ারম্যান বাড়ী এলাকার পোশাক কারখানা অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা আজ সকালে কাজে এসে দেখেন কারখানা বন্ধের নোটিশ ঝুলছে। এর প্রতিবাদে তারা সৈনিক ক্লাবের সড়ক অবরোধ করেন।’

সাহান বলেন, ‘এই কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। তাদের এপ্রিল মাসের বেতন বকেয়া। এ রকম হঠাৎ কারখানা বন্ধ করতে হলে শ্রমিকদের অন্যান্য যেসব সুযোগ-সুবিধা দেওয়ার কথা; শ্রমিকদের অভিযোগ সেই নিয়ম মানা হয়।

স্টকমার্কেটবিডি.কম///

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং; ২য় এশিয়াটিক ল্যাব

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির প্রতি কার্যদিবসে ৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড় লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৫৬ লাখ টাকার।

আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো আইসক্রিমের ৩২ কোটি ৬৫ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৩১ কোটি ২২ লাখ, আইটি কনসালটেন্টসের ২২ কোটি ৬৩ লাখ, সোনালি আশের ২১ কোটি ২৮ লাখ, গোল্ডেনসনের ১৬ কোটি ৬৮ লাখ, ওরিয়ন ফার্মার ১৫ কোটি ৩৩ লাখ ও সালভো কেমিক্যালসের ১৪ কোটি ৬২ লাখ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

৪ দিনে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে ৬ হাজার কোটি টাকা বেড়েছে। তবে এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহের ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮২৩ কোটি টাকার। আগের সপ্তাহে ৫ কার্যদিবসে সেখানে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৬৪ কোটি টাকার উপরে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ৭০৫ কোটি ৯৩ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৯৮ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ২৭.৬৬ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬১৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৩.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০০৭ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৫.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৩২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪১২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৮টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার ও ইউনিটের দর। আর ১৭টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

আগের সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৬ কোটি টাকা। গত সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ৭৯১ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৬৭০০ কোটি টাকা অর্থ্যাৎ .০৮৯ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি