শেয়ার কারসাজি মামলায় আইসিবির সাবেক কর্মকর্তাসহ গ্রেফতার ৩

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার কেলেঙ্কারির মাধ্যমে ৩ কোটি সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক উপ নির্বাহী প্রধান টিপু সুলতান ফরায়েজীসহ ৩ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুর একটার দিকে দুদকের সহকারী উপ পরিচালক গুলশান আনোয়ার নেতৃতে একটি দল তাদের সেগুনবাগিচা এলাকা থেকে আটক করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেয়ার কারসাজির মাধ্যমে বাজার থেকে ৩ কোটি সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

যুক্তরাষ্ট্রের ইস্যুতে চীনের শেয়ারবাজারে আতঙ্ক

chinaস্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিরোধ শুরুর পর থেকে চীনে বিনিয়োগকারীদের আস্থা ক্রমেই কমছে। আর এর ফলে দেশটির শেয়ারবাজারে মন্দাভাব দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার চীনের শেয়ারবাজার পড়ে গেছে।

আজ সকালের পর্ব শেষে সিএসআই ৩০০ সূচক শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৩ হাজার ৩৬০ দশমিক ৯২ পয়েন্টে গিয়ে ঠেকে। আবার সাংহাই কম্পোজিট সূচক শূন্য দশমিক ৮ শতাংশ কমেছে।

চায়না ফরচুন সিকিউরিটিজের বিশ্লেষক ইয়ান কাইওয়েন বলেন, বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশ হতাশ হয়ে পড়েছেন। তাঁরা শঙ্কার মধ্যেও আছেন। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের কারণে ব্যবসা ক্রমান্বয়ে কমতে থাকার জন্যই এই শঙ্কা বা হতাশা তৈরি হয়েছে।

চীনের অন্য শেয়ারবাজারেও পড়তির চিত্র স্পষ্ট। হ্যাংসেং সূচক শূন্য দশমিক ৬ শতাংশ কমে গেছে। অন্যদিকে হংকং চায়না সূচক শূন্য দশমিক ৬ শতাংশ কমে গেছে।

চীনের ক্ষুদ্র শেনজেন সূচক ১ দশমিক ১৮ শতাংশ কমে গেছে। চাইনেক্সট কম্পোজিট সূচক শূন্য দশমিক ১১ শতাংশ কমে গেছে।

চীনের শেয়ারবাজারের এই ক্রমাবনতির প্রভাব পড়েছে আঞ্চলিক শেয়ারবাজারগুলোতেও। এমএসসিআইয়ের এশিয়া এক্স-জাপান শেয়ারবাজারের সূচক কমেছে শূন্য দশমিক ১৯ শতাংশ। তবে জাপানের নিকিইয়ের সূচক শূন্য দশমিক ১১ শতাংশ বেড়েছে।

চীনের মুদ্রা ইউয়ানের মূল্যমান ডলারের বিপরীতে শূন্য দশমিক ১৫ শতাংশ কমে গেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

চীনে নতুন জ্বালানি ফোরামের সম্মেলন শুরু

2016_06_10_6192_1465526235._large-696x418স্টকমার্কেটবিডি ডেস্ক :

চীন ও আসিয়ানের দেশগুলোর সমন্বয়ে গঠিত নতুন জ্বালানি ফোরামের সম্মেলনে ১২টি দেশ ও দু’টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলনটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের কুনমিংয়ে বুধবার শুরু হয়েছে। খবর সিনহুয়ার।

এ ফোরামের দু’দিনব্যাপী সম্মেলনে নতুন জ্বালানি, এ সংক্রান্ত নীতিমালা, নতুন ও নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপপ্রধান কাই জিয়ানিং বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নতুন জ্বালানি উৎস এবং সৌর, বায়ু ও জৈব ভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি হবে পূর্ব এশীয় ও আসিয়ানের দেশগুলোর কৌশলগত অগ্রাধিকার।’

তিনি আরো বলেন, নতুন জ্বালানির ক্ষেত্রে চীন আসিয়ানের দেশগুলোর সাথে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।

চীন,ভিয়েতনাম,লাওস,কম্বোডিয়া,মিয়ানমার, থাইল্যান্ড,নেপাল, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি, মিশর, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের পাশাপাশি আসিয়ান-চায়না সেন্টার ও এশিয়ান ডেভোলাপমেন্ট ব্যাংক এ সম্মেলনে অংশ নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে ঢাকা-কাঠমান্ডুর ঐকমত্য

Untitled-3-copyস্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ ও নেপাল বিদ্যুৎ খাতের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে ঐকমত্য হয়েছে।

চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই ঐকমত্য হয়।

বৈঠক দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিদ্যুৎ খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়।
কাঠমান্ডুর হোটেল কোয়ালটি ক্রাউন প্লাজায় এ বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

করিম বলেন, দুই প্রধানমন্ত্রী নেপাল থেকে বিদ্যুৎ আমদানি এবং এ সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নেপালের সমর্থনের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা নেপালের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। কারণ, দুই প্রতিবেশীর মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।

শেখ হাসিনা বলেন, আমরা এই অঞ্চল থেকে দারিদ্র্য নিমর্ূূল করতে চাই। আমরা কেবল আমাদের দেশেরই উন্নয়ন চাই না, আমরা প্রতিবেশীদেরও উন্নয়ন চাই।

প্রধানমন্ত্রী বাংলাদেশের সমুদ্রবন্দর ও সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের জন্য নেপালকে প্রস্তাব দিয়ে কাঠমান্ডুর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা অভিজ্ঞতাও বিনিময় করা যেতে পারে।

অপরদিকে, নেপালের প্রধানমন্ত্রী বলেন, সহযোগিতা জোরদার করতে বিভিন্ন খাতে দু’দেশের সম্ভাবনা অনুসন্ধানের প্রয়োজন রয়েছে।
নেপালের প্রধানমন্ত্রী বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।

শেখ হাসিনা দক্ষিণ এশীয় দেশগুলোর স্বার্থে আঞ্চলিক যোগাযোগ আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বৈঠকে উপস্থিত ছিলেন।

এ সময় নেপালের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র্রমন্ত্রী প্রদীপ কুমার গোয়ালী এবং পররাষ্ট্র সচিব শংকর দাস বৈরাগী।
পরে ভুটানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দাসো সেরিং ওয়াংচুক একই হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বলে প্রেস সচিব জানান।

বৈঠকে ভূটানের সরকার প্রধান তাঁর দেশের আসন্ন নির্বাচন সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
তিনি বলেন, আমাদের সংবিধান অনুযায়ী দেশের পার্লামেন্ট ভেঙ্গে দেয়া হয়েছে এবং ৩১ অক্টোবরের মধ্যে নতুন সরকার শপথ নেবে।
দুই নেতা উভয় দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরো জোরদার হবে।

ভূটানের প্রধান উপদেষ্টা তাঁর বাংলাদশের বিক্রমপুরে সফরের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।
পরে শেখ হাসিনা ও জোটের অন্যান্য নেতৃবৃন্দ নেপালের রাষ্ট্রপতি ভবন শীতল নিবাসে দেশটির রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা সেখানে নেপালের রাষ্ট্রপতির দেয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেন।

শেখ হাসিনা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল এ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক)-এর দু’দিনের চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ সকালে নেপাল পৌঁছেছেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/জেড

জিএসপি নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নাই : বাণিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে আমরা আর জিএসপি সুবিধা চাই না। কাজেই এ নিয়ে আমরা কোনও আবেদন করবো না। এছাড়া আমরা মধ্যম আয়ের দেশ হয়ে গেছি। এটি যখন কার্যকর হবে তখন আমরা এমনিতেই জিএসপি সুবিধা পাবো না। কাজেই জিএসপি নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নাই।’

বৃহস্পতিবার (৩০ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের এশিয়া অঞ্চলের বাণিজ্য বিভাগের নির্বাহী পরিচালক জেমস গোলসেনের নেতৃত্বে বাণিজ্য বিষয়ক একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আমরা এফটিএ (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) করবো। এই লক্ষ্যে মার্কিন দূতাবাসে বাংলাদেশের কমার্শিয়াল উইং খোলার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন উন্নয়নের মডেল।’

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের প্রধান বাজার। সেখানে আমাদের দেশের পণ্য রফতানির পরিমাণ প্রায় ৬ বিলিয়ন ডলার (৫.৯৮ বিলিয়ন)। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিনই আমাদের রফতানির পরিমাণ বাড়ছে। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিষয়ে আলোচনা হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

প্রাইম টেক্সটাইল শেয়ারের দর বৃদ্ধির কোনো তথ্য নেই

prime-textiles-logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল মিল লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৯ আগষ্ট শেয়ার দর ছিল ১৯.১০ টাকা। আজ ৩০ আগস্ট সর্বশেষ তা ১৩৬ টাকার উপরে লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় প্রাইম টেক্সটাইল মিল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/বি

জন্মাষ্টমী উপলক্ষে রবিবার শেয়ারবাজার বন্ধ

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান জন্ম অষ্টমী উপলক্ষে আগামী রবিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, জন্ম অষ্টমী উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগের ২ দিনের সাপ্তাহিক ছুটি থাকায় ৩ সেপ্টেম্বর সোমবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বেতন বৈষম্য কমলেও পার্থক্য এখনও উদ্বেগজনক: সিপিডি

iiiiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, সাম্প্রতিক বছরে নারী এবং পুরুষ শ্রমিকদের মধ্যে মজুরি বৈষম্য কমলেও, বেতন পার্থক্য এখনও উদ্বেগজনক।

আজ বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি আরও জানায়, রানাপ্লাজা পরবর্তী সময়ে পোশাক শিল্পের কর্মপরিবেশের উন্নতির জন্য গৃহীত কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক নয়। বেশিরভাগ উদ্যোগ শুধু কর্মস্থলের নিরাপত্তাকেন্দ্রিক। দেশের ৯৭.৫ ভাগ কারখানায় কোন ট্রেড ইউনিয়ন নেই। যেগুলা আছে, তারা কার্যত দুর্বল অথবা অকার্যকর।

সিপিডি আরও জানায়, কর্মক্ষেত্রে নারীর যৌন হয়রানি কমেছে। ৯৩ ভাগ শ্রমিক কারখানায় হয়রানির শিকার হয় না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বেসিক ব্যাংকের পর পদত্যাগ ইউসিবির এমডির

ucblস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবার পদত্যাগ করলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ ই আবদুল মোহাইমেন। গত রবিবার তিনি পদত্যাগপত্র জমা দেন। গতকাল বুধবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়।

চলতি মাসেই পদত্যাগ করেন বেসিক ব্যাংকের এমডি মোহাম্মদ আউয়াল খান।

জানা যায়, ২০১৩ সালের ৯ জুলাই ইউসিবিতে অতিরিক্ত এমডি হিসেবে যোগ দেন আবদুল মোহাইমেন। গত বছরের জুলাইয়ে তিন বছরের জন্য এমডি হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে তিনি ন্যাশনাল ফাইন্যান্সেরও এমডি ছিলেন।

আবদুল মোহাইমেন যোগদানের সময়ে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এম এ হাশেম। বর্তমানে ব্যাংকটির পুরো নিয়ন্ত্রণ প্রয়াত মন্ত্রী আক্তারুজ্জামান চৌধুরী বাবুর পরিবারের। এ কারণে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তাঁর সঙ্গে পর্ষদের দূরত্ব তৈরি হয়। এসব কারণেই তাঁকে পদত্যাগ করতে হয়। তবে এ ব্যাপারে ব্যাংকটির কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. খুলনা পাওয়ার
  2. সায়হাম টেক্সটাইল
  3. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  4. আইপিডিসি
  5. ইউনাইটেড পাওয়ার
  6. এ্যাক্টিভ ফাইন
  7. বিবিএস ক্যাবলস
  8. লংকা বাংলা ফাইন্যান্স
  9. রিজেন্ট টেক্সটাইল
  10. আরডি ফুডস লিমিটেড।