অডিটের নামে ব্যবসায়ীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান

mosharrofস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, অডিটের নামে ব্যবসায়ীদের হয়রানি করলে সংশ্লিষ্ট এনবিআর’র কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি শনিবার দুপুরে নরসিংদীর মাধবদী এসপি ইনস্টিটিউটে ব্যবসায়ী নেতাসহ সকল পর্যায়ের করদাতা এবং স্থানীয় ব্যক্তিদের সঙ্গে এনবিআর’র অংশীদারিত্বমূলক রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা ব্যবসায়ীদের হয়রানি করে থাকেন, এটা ব্যবসায়ীরা যেমন জানেন, তেমনি উর্ধ্বতন কর্মকর্তারাও জানেন। এখন থেকে এমন অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
সংলাপে উপস্থিত ব্যবসায়ী ও করদাতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি ন্যায্য পাওনা পরিশোধ করেন, তাহলে আপনাদের কোনও প্রকার হয়রানি যাতে না হতে হয় তা আমি দেখবো।’

তিনি বলেন, প্যাকেজ ভ্যাটে ছোট ব্যবসায়ীরা লাভবান হন। কিন্তু এটি বড় ব্যবসায়ীদের জন্য চালু করা হলে সরকারের রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হবে। আগামী বাজেট প্রস্তুতির জন্য ‘আমরা এখন থেকেই সংলাপ চালিয়ে যাচ্ছি’। ব্যবসায়ী ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে, বাজেটে কী কী নীতিমালা থাকবে।’

বন্ডের অপব্যবহার সম্পর্কে তিনি বলেন, ‘বন্ডের অপব্যবহার রোধে এখন থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সচেতন করা হবে। এর পাশাপাশি পোর্টে নজরদারি বাড়িয়ে দেয়া হবে। তৈরি পোশাক খাতে সরকার যেসব সুযোগ-সুবিধা দিচ্ছে, সেসবের যাতে অপব্যবহার না হয়, সে ব্যবস্থাও করা হবে।’ সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৪ কোম্পানির র্বোড সভা চলতি সপ্তাহে নির্ধারণ

boardস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারের তালিকাভুক্ত চার কোম্পানি বাংলাদেশ শিপিং, ইসলামিক ফাইন্যান্স, সিঙ্গার বিডি এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের পরিচালনা র্বোড সভা এই সপ্তাহে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উক্ত র্বোড সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ইসলামিক ফাইন্যান্স, সিঙ্গার বিডি এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উক্ত র্বোড সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে আর শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে পিই কমেছে ০.০৭ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৬.৬২ পয়েন্টে। যা সপ্তাহ শেষে কমে ১৬.৫৫ পয়েন্টে দাড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই ০.০৭পয়েন্ট বা ০.৪২ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.৮ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২২.০৫ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০.০৭ পয়েন্টে, প্রকৌশলী খাতের ২১.০৩ পয়েন্টে, বীমা খাতের ১১.০৯ পয়েন্টে, বস্ত্র খাতের ২০ পয়েন্টে, বিবিধ খাতের ২৫.০৫ পয়েন্টে, খাদ্য খাতের ৩০.০৫ পয়েন্টে, চামড়া খাতের ১৫.০৮ পয়েন্টে, সিমেন্ট খাত ৩৪.০৪ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাত ১২.০১ পয়েন্টে,এনবিএফআই খাতে ১৮.৩ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাত ২৪.০৮ পয়েন্টে, টেলিযোগাযোগ খাত ২৪.০৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাত ২৭.০৬ পয়েন্টে, সিরামিক খাত ২১.০২ পয়েন্টে এবং পাট খাট ৩৬.০৩ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ০.৪৫ শতাংশ কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেন। তবে এসময় সব সূচক কমছে। এসময় ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ০.৪৫ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ সপ্তাহে ডিএসইতে ১৮৫৯ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৮৬৭ কোটি ৯৪ লাখ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ০.৪৫ শতাংশ কম।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ৪২.৮৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫ হাজার ৮২৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ২৫.১৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ২১৪৩। শরিয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৩৭৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের। আর ১টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩২ কোটি ২৬ লাখ ২৩ হাজার ৭০৮ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ৩৫ টাকার।

উক্ত সপ্তাহে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ০.৪৩ শতাংশ কমে দাড়িয়েছে ১৮ হাজার পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এমএম