স্ট্যান্ডার্ড চার্টার্ডের মুনাফায় রেকর্ড; শেয়ারবাজারে বিনিয়োগ মাত্র ১.৮ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত বছর স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের মুনাফা ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশে ব্যাংকটির জন্য রেকর্ড। মূলত উচ্চ সুদ আয়, ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের কারণে ব্যাংকটির মুনাফার এই উদ্ধগতি। তবে ব্যাংক এই বছর শেয়ারবাজারে বিনিয়োগ করেছে মাত্র ১ কোটি ৮০ লাখ টাকা।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে তাদের মুনাফা হয়েছে ২ হাজার ৩৩৫ কোটি টাকা, যা ২০২২ সালে ছিল ১ হাজার ৬৫৫ কোটি টাকা।

একইসঙ্গে দেশের শীর্ষ মুনাফা অর্জনকারী ব্যাংক হয়ে উঠেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। দেশের অন্যান্য ব্যাংকগুলোর মুনাফা এখনো এক হাজার কোটি টাকার নিচে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ বলেছে, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা, দক্ষ তারল্য নীতির কারণে কঠিন বছরেও ব্যাংকটি ভালো করতে পেরেছে। ব্যাংকটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, এটি গ্রাহক, সহকর্মী, নিয়ন্ত্রক এবং অন্যান্য অংশীদারদের কাছ থেকে ভালো সহায়তা ও সমর্থন পেয়েছে। ব্যাংকটির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, বার্ষিক নিট সুদ আয় ৫৮ শতাংশ বেড়ে ২ হাজার ১৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।

এদিকে প্রতিষ্ঠানটির বিনিয়োগ আয় ৬৬ শতাংশ বেড়ে ১ হাজার ২২৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই আয়ের বেশিরভাগই এসেছে ট্রেজারি বিল ও বন্ড থেকে । তবে ব্যাংকটির কমিশন, বিনিময় ও ব্রোকারেজ আয় ১ শতাংশ কমে ১ হাজার ২৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।

এজ অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান আসিফ খান বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের একটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি আছে এবং এটি ব্যাংকটিকে বাংলাদেশে লাভের দিকে পরিচালনা করছে। তিনি বলেন, ‘সম্প্রতি আমরা দেখেছি ব্র্যাক ব্যাংকের মতো যেসব ব্যাংকের দক্ষ ব্যবস্থাপনা আছে সেই ব্যাংকগুলোও ভালো ফল পেয়েছে। আমি মনে করি সবাই গুণগত মানের দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে এই ধারা অব্যাহত থাকবে।’

তিনি জানান, এ ছাড়া সুদের হার বাড়ছে, যা সাধারণত এসব ব্যাংকের সুদের মার্জিনের জন্য একটি ইতিবাচক লক্ষণ। অন্যদিকে রেকর্ড খেলাপি ঋণে জর্জরিত বাংলাদেশের সামগ্রিক আর্থিক খাত আস্থাহীনতায় ভুগছে।

কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের মোট ঋণের তুলনায় মন্দ ঋণের পরিমাণ এখনো কম। ২০২৩ সালে এর পরিমাণ ছিল ৭৮৫ কোটি টাকা, যা প্রতিষ্ঠানটির বিতরণ করা ২৯ হাজার ৮২০ কোটি টাকার ঋণের ২ দশমিক ৬৩ শতাংশ।

এই ২৯ হাজার ৮২০ কোটি টাকার মধ্যে বড় অংশ স্বল্পমেয়াদি ঋণ, যার পরিমাণ ৫ হাজার ৮৩৮ কোটি টাকা এবং ব্যক্তিগত ঋণ ২ হাজার ৮৫২ কোটি টাকা। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের বেশিরভাগ ঋণ ঢাকা বিভাগে দেওয়া হয়েছে, যা প্রায় ৯৩ শতাংশ বা ২৭ হাজার ৬৯১ কোটি টাকা।

ইতোমধ্যে ব্যাংকটি শাখা ও এটিএম বুথের সংখ্যা কমিয়ে বাড়ি ভাড়া, বিমা, বিদ্যুৎ ইত্যাদির খরচ ১৫ শতাংশ কমিয়ে ২২ কোটি টাকা করেছে। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ প্রয়োজনের তুলনায় রেগুলেটরি ক্যাপিটাল, ক্যাশ রিজার্ভ রেশিও ও তারল্য অনুপাত বেশি বজায় রেখেছে।

ব্যাংকটির মোট ২১ হাজার ২৩৬ কোটি টাকার বিনিয়োগের প্রায় পুরোটাই সরকারের ইস্যু করা ট্রেজারি বন্ড, বিল ও সুকুকে বিনিয়োগ করা। এ ছাড়া সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশের শেয়ারে বিনিয়োগ রয়েছে ১ কোটি ৮০ লাখ টাকা। তবে শেয়ারবাজারে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কোনো বিনিয়োগ নেই।

স্টকমার্কেটবিডি.কম////

  1. মালেক স্পিনিং
  2. ফুয়াং ফুডস
  3. শাইনপুকুর সিরামিকস
  4. সেন্ট্রাল ফার্মা
  5. এমারেল্ড ওয়েল
  6. আলিফ ইন্ডাস্ট্রিজ
  7. ওরিয়ন ইনফিউশন
  8. লাভেলো আইসক্রিম
  9. ফুয়াং সিরামিকস
  10. ফরচুন সুজ।

ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদুল ফিতর, পহেলা বৈশাখ এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) থেকে পাঁচদিন শেয়ারবাজার বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ডিএসই ও সিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর বোর্ড। এরপর সাপ্তাহিক ছুটি ও পহেলা বৈশাখ উপলক্ষে শনিবার (১৩ এপ্রিল) এবং রবিবার (১৪ এপ্রিল)বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজার।

ঈদের ছুটি শেষে আগের নিয়মেই সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে দুপুর ২টা ৩০ মিনিটে শেষ হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

মাইডাস ফাইন্যান্সের নাম পরিবর্তন অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন নাম হয়েছে মাইডাস ফাইন্যান্সিং পিএলসি।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ।

আগামী ১৫ এপ্রিল থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ই-জেনারেশনের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত আইটি শিল্প খাতের কোম্পানি ই-জেনারেশন পিএলসির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪টায় রাজধানীর বারিধারায় অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং: ২য় স্থানে ফুয়াং ফুডস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবারবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ফুয়াং ফুডস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২২ লাখ টাকা।

শাইনপুকুর সিরামিকসের ১২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মার ১১ কোটি ৮৬ লাখ, এমারেল্ড ওয়েলের ১১ কোটি ৪৮ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১১ কোটি ৪০ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ১ লাখ, লাভেলো আইসক্রিমের ১ কোটি ৭২ লাখ, ফুয়াং সিরামিকসের ১০ কোটি ১ লাখ ও ফরচুন সুজের ৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

দিনশেষে সূচকের সাথে বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৬৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৩২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৩ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪১৫ কোটি ৩২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৭টির আর অপরিবর্তিত আছে ৫৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মালেক স্পিনিং, ফুয়াং ফুডস, শাইনপুকুর সিরামিকস, সেন্ট্রাল ফার্মা, এমারেল্ড ওয়েল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, ফুয়াং সিরামিকস ও ফরচুন সুজ।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৫.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৩৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৬৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৮১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আর এন স্পিনিং ও নাভানা ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এক্সিম ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক পিএলসির বাৎসরিক বোর্ড সভা আগামী ২২ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির বাৎসরিক বোর্ড সভা আগামী ১৭ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

৬০ শতাংশ শিল্প-কারখানায় হয়নি মার্চের বেতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদের ছুটির আগে কর্মদিবস রয়েছে মাত্র এক দিন—আজ মঙ্গলবার। অথচ গতকাল সোমবার পর্যন্ত ৫০ থেকে ৬০ শতাংশ শিল্প-কারখানায় মার্চ মাসের বেতন দেওয়া হয়নি। এখনো বেতন-বোনাস না দেওয়ায় গতকাল সোমবারও ধামরাই, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করেন। বাংলাদেশ শিল্প পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল বিকেল ৫টা পর্যন্ত শিল্প-কারখানায় (শিল্প পুলিশের আটটি ইউনিটের অধীনে) বেতন-বোনাস দেওয়া পরিস্থিতির একটি তালিকা প্রকাশ করে শিল্প পুলিশ। এতে দেখা যায়, শিল্প পুলিশের আট ইউনিটের অধীনে সব ধরনের মোট কারখানা রয়েছে ৯ হাজার ৪৬৯টি। এর মধ্যে গতকাল পর্যন্ত মার্চ মাসের বেতন দেওয়া হয়েছে চার হাজার ৬২০টিতে, বাকি রয়েছে চার হাজার ৮৪৯টি। সে অনুযায়ী বেতন পরিশোধের হার ৪৮.৭৯ শতাংশ এবং বেতন না দেওয়ার হার ৫১.২১ শতাংশ।

এ ছাড়া ঈদ বোনাস দিয়েছে সাত হাজার ৭০৩টি কারখানা, বোনাস বাকি রয়েছে এক হাজার ৭৬৬টি কারখানার। বোনাস দেওয়ার হার ৮১.৩৫ শতাংশ এবং না দেওয়ার হার ১৮.৬৫ শতাংশ।

শিল্প পুলিশের পক্ষ থেকে শিল্প মালিকদের সংগঠনভিত্তিক সদস্য কারখানায় বেতন-বোনাস দেওয়া পরিস্থিতির চিত্রও তুলে ধরা হয়েছে গতকাল পর্যন্ত। এতে দেখা যায়, শিল্প পুলিশের আটটি ইউনিটের অধীনে বিজিএমইএর সদস্য কারখানা রয়েছে এক হাজার ৫৬১টি।

এর মধ্যে গতকাল পর্যন্ত মার্চ মাসের বেতন দিয়েছে ৬৪১টি, বেতন বাকি ৯২০টির। বেতন না দেওয়ার হার ৫৮.৯৪ শতাংশ।
বিকেএমইএর সদস্য কারখানা রয়েছে ৬২৬টি। এর মধ্যে মার্চ মাসের বেতন দিয়েছে ১৯১টি, বাকি ৪৩৫টির। বোনাস দিয়েছে ৪৮২টি, বাকি ১৪৪টির।

আর বিটিএমইএর সদস্যভুক্ত ৩৪৭টি কারখানার মধ্যে মার্চ মাসের বেতন দিয়েছে ১৭৭টি, বাকি ১৭০টির। বিটিএমইএর কারখানাগুলোর মধ্যে বোনাস দিয়েছে ৩২১টি, বাকি ২৬টির।

এদিকে বেপজার অধীনে থাকা ৪২৩টি কারখানার মধ্যে মার্চ মাসের বেতন দিয়েছে ৩৪৭টি, বাকি রয়েছে ৭৬টির। বোনাস দিয়েছে ৪১৪টি, বাকি ৯টির। শিল্প পুলিশের আওতায় থাকা ৯২টি পাটকলের মধ্যে গতকাল পর্যন্ত মার্চ মাসের বেতন দিয়েছে ৭৪টি, বাকি ১৮টির। বোনাস দিয়েছে ৮২টি, বাকি ১০টির।

স্টকমার্কেটবিডি.কম////