সেরা ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের পুরস্কৃত করবে বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে নিযুক্ত বাজার মধ্যস্থতাকারী বিভিন্ন সেরা প্রতিষ্ঠানকে (স্টক-ব্রোকার, স্টক-ডিলার, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার, সম্পদ ব্যবস্থাপক ইত্যাদি) পুরস্কৃত করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষা ও শেয়ারবাজার উন্নয়নে প্রতিষ্ঠানগুলোর বিগত এক বছরের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনাপূর্বক শ্রেণীভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করবে নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার (২৫ মার্চ) অনুষ্ঠিত বিএসইসি ৭৬৭তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বিভিন্ন সময় মার্চেন্ট ব্যাংকার স্টক-ব্রোকার, স্টক-ডিলারদের ভালো কাজের স্বীকৃতির বিষয়টি উঠে আসে বিএসইসির পক্ষ থেকে। পাশাপাশি বিধিমালা লঙ্ঘনের জন্য শাস্তির বিষয়টিও বাদ যায়নি। বিধিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন সময়ে কয়েকটি মার্চেন্ট ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কোটা সুবিধা বন্ধ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

জয়তুন ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘জয়তুন ফার্স্ট ইউনিট ফান্ড’ নামে একটি মিউচুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৫ মার্চ) অনুষ্ঠিত কমিশনের ৭৬৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, এই মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা। ফান্ডটিতে উদ্যোক্তা জয়তুন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ৩ কোটি টাকার যোগান দেবে। বাকি ৭ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

আলোচিত ফান্ডের উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক জয়তুন অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে হলে সুইডিশ মন্ত্রীর পরামর্শ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চান সুইডেনের ব্যবসায়ীরা। তবে তাঁরা চাইছেন, এখানে কারখানাগুলোয় যেন পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করা হয়। পাশাপাশি শ্রমিক অধিকার সুরক্ষার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

এ বিষয়গুলো নিশ্চিত হলে সুইডেনের ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে উৎসাহিত হবেন বলে জানিয়েছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী পার ওলসন ফ্রিড। গত সপ্তাহে বাংলাদেশ সফর  যাওয়ার আগে প্রথম আলোসহ তিনটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিনিয়োগ বাড়াতে এ দুটি বিষয়ে জোর দিতে বলেন।

ওলসন ফ্রিড বলেন, ‘ঢাকায় আসার আগে সুইডেনের বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আমার কথা হয়। তাঁদের সঙ্গে কথা বলে বুঝেছি, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে তাঁরা দুটি বিষয়ের নিশ্চয়তা চান। প্রথমটি হচ্ছে সুইডেনের ক্রেতারা এমন পণ্য ব্যবহার করতে চান, যা পরিবেশবান্ধব জ্বালানি দিয়ে উৎপাদিত। তাই ক্রেতাদের কথা মাথায় রেখে, সুইডেনের বিনিয়োগকারী মনে করেন, বাংলাদেশ পরিবেশবান্ধব জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে পারলে তাঁরা এখানে বিনিয়োগে আরও উৎসাহিত হবেন।

‘দ্বিতীয়ত, ন্যায্য বাণিজ্য নিশ্চিত করতে সুইডেনের ক্রেতারা পণ্য উৎপাদনের প্রক্রিয়ায় সামাজিক সংলাপের নিশ্চয়তা চান। অর্থাৎ, পণ্য উৎপাদনে জড়িত শ্রমিকেরা যেন কর্মক্ষেত্রে অধিকার নিশ্চিতের সুযোগ পান, সেটিও দেখতে চান সুইডেনের ক্রেতারা। তাই এ বিষয়টির নিশ্চয়তা পেলে সুইডেনের বিনিয়োগকারী আরও বেশি পরিমাণে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসবেন।’

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিবেশমন্ত্রী মো. সাহাব উদ্দীনের সঙ্গে আলোচনা করেন সুইডিশ মন্ত্রী। দুই দেশ একে অন্যকে কীভাবে সহযোগিতা করতে পারে, তা নিয়ে নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন তিনি। সাক্ষাৎকারে সে বিষয়গুলোও আসে।

ওলসন ফ্রিড বলেন, মানবাধিকারের বিষয়টি প্রত্যেক নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। টেকসই বাজার অর্থনীতি আর স্বল্পোন্নত দেশ থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রেও মানবাধিকার অন্যতম পূর্বশর্ত।

বাংলাদেশের সুশাসন ও মানবাধিকারের বিভিন্ন সূচকের বিষয়ে জানতে সফরের আগে ওলসন ফ্রিড ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যানে চোখ বুলিয়েছেন। ওই পরিসংখ্যানগুলোয় বাংলাদেশের সূচকের নিম্নমুখী প্রবণতাও তার চোখে পড়েছে। তবে সফরে এসে মতবিনিময়ের পর বাংলাদেশের নাগরিক সমাজের বিকশিত হওয়াটি ধরা পড়েছে তাঁর চোখে।

বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে ওলসন ফ্রিড বলেন, ‘নানা রকম ঝুঁকিকে মোকাবিলা করে এখানকার লোকজন যেভাবে এগিয়ে গেছেন, তা থেকে আমি বুঝেছি, তাঁরা নিজেদের আর উত্তরসূরিদের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এখানকার দৃঢ়প্রতিজ্ঞ নাগরিকদের কারণে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছরের মধ্যে এ সাফল্য অর্জন করেছে। তবে বাংলাদেশের উত্তরণের পথে এটাও মাথায় রাখতে হবে যে মধ্য আয়ের অর্থনীতিতে উন্নীত হওয়ার পথে বাংলাদেশকে আরও কিছু করতে হবে। পরিবেশবান্ধব জ্বালানি, টেকসই বাজার অর্থনীতি, স্বচ্ছতা, জবাবদিহি আর সামাজিক সংলাপের মতো বিষয়গুলোর নিশ্চয়তা অপরিহার্য।’

উত্তরণের পথে বাংলাদেশকে ভবিষ্যতে সহায়তার বিষয়ে সুইডেনের মন্ত্রী বলেন, ‘আমাদের এটাও মনে রাখতে হবে, পুরো দেশ যখন উত্তরণের পথে থাকবে, তখনো কিন্তু কোটি মানুষ দরিদ্র থেকে যেতে পারে। কারণ, সাফল্যের পাশাপাশি ঝুঁকিও কিন্তু থাকে। আর এই বৈষম্য দূর করার জন্য বাংলাদেশের অংশীদার হিসেবে কাজ করে যেতে চায় সুইডেন।’

রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে এক প্রশ্নের উত্তরে ওলসন ফ্রিড বলেন, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত হয়ে পড়েছে। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ৩৬ দফা বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আগামী ২৫ মার্চ থেকে ৩৬ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এবং গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, চতুর্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, পঞ্চম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, সপ্তম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর অষ্টম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, নবম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, দশম দফায় ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ১১ দফায় ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, ১২ দফায় ২৭ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ১৩ দফায় ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ১৪ দফায় ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ, ১৫ দফায় ১৩ মার্চ থেকে ২৫ মার্চ, ১৬ দফায় ৩১ মে থেকে ১৪ জুন, ১৭ দফায় ১৫ জুন থেকে ২৯ জুন ১৮ দফায় ৩০ জুন থেকে ১৪ জুলাই, ১৯ দফায় ১৫ জুলাই থেকে ২৯ জুলাই, ২০ দফায় ৩০ জুলাই থেকে ১৩ আগস্ট, ২১ দফায় ১৪ আগস্ট থেকে ২৮ আগস্ট এবং ২২ দফায় ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর, ২৩ দফায় ১৩ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর আর ২৪ দফায় ২৮ সেপ্টেম্বর হতে ১২ অক্টোবর আর ২৫ দফার ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২৬ দফায় ২৮ অক্টোবর হতে ১২ নভেম্বর, ২৭ দফায় ১৪ নভেম্বর হতে ২৬ নভেম্বর, ২৮ দফায় ২৭ নভেম্বর হতে ১১ ডিসেম্বর, ২৯ দফায় ১১ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর, ৩০ দফায় ২৭ ডিসেম্বর হতে ১১ জানুয়ারি আর ৩১ দফায় ১২ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি, ৩২ দফায় ২৮ জানুয়ারি হতে ১০ ফেব্রুয়ারি, ৩৩ দফায় ১১ ফেব্রুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি ও ৩৪ দফায় ২৬ ফেব্রুয়ারি ১২ মার্চ, ও ৩৫ দফায় ১৩ মার্চ হতে ২৫ মার্চ ও ২৮ মার্চ থেকে ৩৬ দফায় ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/

সারাদেশে পাওয়া যাচ্ছে গেমিং বিস্ট রিয়েলমি নারজো ৩০এ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে এনেছে গেমিং পাওয়ারহাউজ রিয়েলমি নারজো ৩০এ। ২১ মার্চ লঞ্চিংয়ের পর স্মার্টফোনটি দারাজের ফ্ল্যাশসেলে মাত্র ৩০ সেকেন্ডে ২০০০ ইউনিট বিক্রি হয়ে যায়। এরই মাধ্যমে স্মার্টফোনটি দারাজের সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া স্মার্টফোনে পরিণত হয়েছে। দারুণ ডিজাইনের নতুন নীল রংয়ের বক্সে মাত্র ১২,৯৯০ টাকায় রিয়েলমি নারজো ৩০এ এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে।

নারজো রিয়েলমি ব্র্যান্ডের গেমিং সিরিজ, যার সর্বশেষ সংযোজন নারজো ৩০এ। এতে রয়েছে ২.০ গিগা হার্টজ পর্যন্ত অক্টা-কোর, এআরএম মালি-জি৫২ জিপিইউ এবং শক্তিশালী হেলিও জি৮৫ প্রসেসর। ব্যবহারকারীরা কোন ল্যাগ ছাড়াই নারজো ৩০এ –তে অনায়াসে খেলতে পারবেন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং অ্যাসফাল্ট নাইনের মতো হেভি গেম।

স্মার্টফোনটির ৬.৫ ইঞ্চি ২০:৯ স্ক্রিন এবং আপগ্রেডেড স্ট্যাক প্রসেস ভিজ্যুয়ালে কোন ল্যাগ ছাড়াই ব্যবহারকারীদের গেম, অডিও ও ভিডিওর অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে।
রিয়েলমি নারজো ৩০এ -তে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৮-ওয়াট টাইপ-সি কুইক চার্জার। এই সুবিশাল ব্যাটারি নারজো ৩০এ কে দেয় ৪৬ দিনের স্ট্যান্ডবাই। ফলে ব্যবহারকারীরা এতে দীর্ঘক্ষণ একটানা গেম খেলতে পারবেন। এতে রিভার্স চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে। মানে ওটিজি ক্যাবলের মাধ্যমে অন্যান্য স্মার্ট ডিভাইস রিয়েলমি নারজো ৩০এ- এর মাধ্যমে চার্জ করা যাবে।

অ্যান্ড্রয়েড ১০ এর ভিত্তিতে তৈরি রিয়েলমি ইউআই তরুণ গ্রাহকদের পছন্দের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে। ডুয়াল মোড মিউজিক শেয়ার, থ্রী-ফিঙ্গার সিলেক্টেড স্ক্রিনশটসহ এর সকল ফিচার মুগ্ধ করবে তরুণ ব্যবহারকারীদের। আর এর ট্রেন্ডি ডায়াগোনাল স্ট্রাইপ ডিজাইন দিবে স্টাইলিশ লুক।

রিয়েলমি নারজো ৩০এ বাজারে আসার পাশাপাশি চলছে ‘নারজো গেমিং চ্যম্পিয়নশিপ: সিজন ১’। এর প্রথম মৌসুমে ৭২টি স্কোয়াড লড়ছে ফ্রি ফায়ারের মাঠে। এই চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মার্চ সন্ধ্যা ৭টায়। প্রথম মৌসুমে থাকছে নগদ এক লক্ষ টাকার প্রাইজপুল। এছাড়া, রিয়েলমির অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে হতে যাওয়া ফাইনালের লাইভ স্ট্রিম শেয়ার করলে, সর্বোচ্চ শেয়ারদাতা জিতে নিতে পারবেন নারজো ৩০এ স্মার্টফোনসহ আকর্ষণীয় সব পুরস্কার।

৪ জিবি র্যা ম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত রিয়েলমি নারজো ৩০এ লেজার ব্ল্যাক এবং লেজার ব্লু এই দুই রঙে পাওয়া যাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ১৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৪ লাখ ৯৩ হাজার ৬৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ১৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স ৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

প্রভাতী ইন্স্যুরেন্সের ২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন, এশিয়া ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, ডিবিএইচ, ফু-ওয়াং ফুড, জেনেক্সে, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, গ্রামীণফোন, ইন্দো-বাংলা ফার্মা, কোহিনুর কেমিক্যাল, লংকাবাংলা ফাইন্যান্স, নাহি অ্যালুমিনিয়াম, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

সানলাইফ ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি (ক্রাব)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, কোম্পানিটির ঋণমান এসেছে ‘বিবিবি৩’।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রাব।

স্টকমার্কেটবিডি.কম/

বাজেটে দেশীয় শিল্পকে গুরুত্ব দিতে চায় এনবিআর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজেটে দেশীয় অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় শিল্পকে গুরুত্ব দিতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কোন কোন খাতে সহায়তা দিলে স্থানীয় উৎপাদন বাড়বে এবং পরনির্ভরশীলতা কমে আসবে, সে বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বৃহস্পতিবার অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্থানীয় শিল্পকে উৎপাদনে সহায়তা দিতে চাই। কোন জায়গায় সহায়তা দিলে দেশীয় অর্থনীতি গতিশীল হবে এবং ভিন্ন ভিন্ন পন্য উৎপাদন যাতে বাড়ে, সেটি দেখছি। এ সময় তিনি রাজস্ব আহরণ বাড়াতে এনবিআরের নেয়া কিছু পদক্ষেপও তুলে ধরেন। বিশেষত করযোগ্য আয় আছে, কিন্তু করের আওতার বাইরে রয়েছেন-এমন ব্যক্তিদের করের আওতায় আনতে অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এনবিআর সংযুক্ত হচ্ছে বলে জানান তিনি।

আলোচনায় অংশ নিয়ে ইআরএফ সভাপতি শারমিন রিনভী রাজস্ব আহরণ বাড়ানো ও বর্তমান পরিস্থিতিতে করদাতাদের সহায়তা দেয়ার লক্ষ্যে কিছু প্রস্তাব তুলে ধরেন। ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়িয়ে চার লাখ টাকা করার প্রস্তাব দেন তিনি। সংগঠনের সাধারন সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, স্বল্পোন্নত দেশ (্এলডিসি) থেকে উন্নয়নশীল দেশ হওয়ার প্রেক্ষিতে ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় এনবিআরকে প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন। বিশেষত ভবিষ্যতে শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার হওয়ার পরিপ্রেক্ষিতে রপ্তানি বাণিজ্যে টিকে থাকতে হলে বাংলাদেশকে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিতে (পিটিএ) যেতে হবে। এজন্য সম্ভাব্য শুল্ক ছাড়ের লক্ষ্যে এনবিআরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

এছাড়া বাজেট অধিবেশন বিকেলের পরিবর্তে সকালে শুরু করা, কর আদায়ে সংস্কার কার্যক্রমকে গতিশীল করা, বিনিয়োগ আকর্ষণে কর সংক্রান্ত জটিলতা কমানো, পাবলিক-প্রাইভেট কর কমিটি গঠন করা, প্রতি তিন মাস অন্তর রাজস্ব সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে পর্যালোচনা সভা করা, সরকারের রাজস্ব সংক্রান্ত কোন ছাড় যাদের উদ্দেশ্যে দেয়া হয়, তারা ঐ সুবিধা পাচ্ছে কি-না, তা পর্যালোচনা করে পরবর্তীতে সংশোধনমূলক পদক্ষেপ নেয়া, রাজস্ব সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর কী ধরণের প্রভাব ফেলছে, তা বিশ্লেষণের জন্য একটি আলাদা বিভাগ গঠন করার প্রস্তাব দেন ইআরএফ সদস্যরা।

এছাড়া অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের বিদ্যমান নীতিমালা বৈধভাবে কর প্রদানকারীদের নিরুৎসাহিত করছে এবং অবৈধ অর্থ আয়কে উৎসাহিত করছে উল্লেখ করে, কেবল বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত আয়কে নির্ধারিত কর প্রদান ও জরিমানা সাপেক্ষে বৈধ করতে আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ন্যাশনাল পলিমারের রেজিষ্টার্ড অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস এনপোলি হাউজ, জিএ -৯৯/৩, প্রগতি শরোনি, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২ এলাকায় স্থানান্তর করা হয়েছে।

এখন হতে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/