মেট্রো স্পিনিং ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে

metroস্টকমার্কেট ডেস্ক :

বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ না দেওয়ায় মেট্রো স্পিনিং ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরে ১০ শতাংশের কম লভ্যাংশ দিয়েছে মেট্রো স্পিনিং। এ কারণে কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটারিতে নামিয়ে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

প্রোগ্রেসিভ লাইফের এজিএম না করার শাস্তি

progresiveস্টকমার্কেট ডেস্ক :

সময়মত বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ার কারণে শাস্তি পেতে হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সকে। কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সময়মত বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে না পারায় কেয়া কসমেটিকসের মতো প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে ডিএসই। এ দুই কোম্পানির শেয়ার কেনার বিপরীতে ট্রেকহোল্ডারদের মার্জিন লোন সুবিধা না দেওয়ারও নির্দেশ দিয়েছে ডিএসই।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

কেয়া এজিএম না করায় ‘জেড’ ক্যাটাগরিতে

keyaস্টকমার্কেট ডেস্ক :

নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকসকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কেয়া কসমেটিকস ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে ডিএসই। এ কোম্পানির শেয়ার কেনার বিপরীতে ট্রেকহোল্ডারদের মার্জিন লোন সুবিধা না দেওয়ারও নির্দেশ দিয়েছে ডিএসই।

কোম্পানির রেজিষ্ট্রার্ড অফিস অঞ্চলের বাইরে এজিএম না করার নির্দেশনা দেয়। এ নির্দেশনার পর এজিএমের স্থান খুঁজে পাওয়া যায়নি। এ কারণে সময়মত এজিএম করা হয়নি বলে কোম্পানিটি দাবি করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

বুধবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ

dseস্টকমার্কেট ডেস্ক :

বছরের শেষ দিন আগামীকাল বুধবার দেশের উভয় শেয়ারবাজারে শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবছরের মতো বছরের শেষ দিন ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকে। এর ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর শেয়ারবাজারে শেয়ার লেনদেন বন্ধ থাকে। আগামী ১ জানুয়ারি থেকে যথারীতি লেনদেন চলবে বলে স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

শেষ দিন বেড়েছে সূচক ও লেনদেন

DSE-UP-4400-728x387নিজস্ব প্রতিবেদক :

বছরের শেষ দিন মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক ও টাকার অংকে লেনদেন বেড়েছে। অধিকাংশ শেয়ারের দর বাড়ায় দিনভর ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর ব্রড ইনডেক্স ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৮টির, কমেছে ৫২টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ২৬৫ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর আগে সোমবার লেনদেন হয় ১৮৯ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

এ দিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এমজেএলবিডি, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, আইডিএলসি, ডেসকো, স্কয়ার ফার্মা, সামিট এলায়েন্স পোর্ট, এসিআই লিমিটেড ও একটিভ ফাইন।

দিনশেষে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯০৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৫৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

ইউরোপের শেয়ারবাজারে সূচকের উর্দ্ধগামী

euস্টকমার্কেট ডেস্ক :

গত একমাস জুড়ে চরম অস্থিরতার পর গতকাল কিছুটা ঘুরে দাড়িয়েছে ইউরোপের শেয়ারবাজার।। এছাড়া সুচকও ছিল উর্দ্ধগামী।

সোমবার লন্ডন FTSE 100 Index ২৩.৫৮ পয়েন্ট বেড়ে ৬,৬৩৩.৫১ পয়েন্টে দাড়িয়েছে। তবে CAC 40 Index  ২২.০৮ পয়েন্ট বেড়ে ৪,৩১৭.৯৩ পয়েন্টে অবস্থান করছে । অন্যদিকে জার্মান DAX Index  ৫৬.৩৫ পয়েন্ট বেড়ে ৯,৯২২.১১ পয়েন্টে অবস্থান করছে ।

ফলে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। বেড়েছে মোট লেনদেনের পরিমান। তবে ইউরোপে লন্ডনের চেয়ে বেশি আশা দেখাচ্ছে জার্মান শেয়ারবাজার। যদিও ইউরোপের সব বড় শেয়ার বাজারে সুচক বর্তমানে ইতিবাচক হারেই বাড়ছে।

রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে শুরু করেছে ইউরোপের দেশগুলো। তাই শীঘ্রই আবারো বাজার তার পুরোনো চেহারা ফিরে পাবে। এমনটা আশা করছেন বাজারসংশ্লিষ্টরা।

বাজারে স্থিতিশিলতা ফিরিয়ে আনতে কেন্দ্রিয় ব্যাংকের নেওয়া পদক্ষেপের প্রভাব ইতিমোধ্যে বাজারে পড়তে শুরু করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সুত্র- সিএনএন

স্টকমার্কেটবিডি.কম/টিআই/এলকে

বিও একাউন্টে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বোনাস

olimpicস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন ২০১৪ সমাপ্ত বছরে নর্দার্ন জুট বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ বোনাস ও ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

এর আগে নর্দান জুট ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে

স্বয়ংক্রিয় পদ্ধতিতে লেনদেন বাড়াতে নেটিং সুবিধা

dse1নিজস্ব প্রতিবেদক :

স্বয়ংক্রিয় পদ্ধতিতে লেনদেন শুরু হওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমতে কমতে তলানিতে নেমে গেছে। লেনদেনের গতি বাড়াতে ডিএসইকে নেটিং সুবিধা (লেনদেনে সমন্বয়)  চালুর প্রস্তাব দিয়েছে ট্রেকহোল্ডাররা। এর মধ্যে অন্যতম হচ্ছে ।

ডিএসইর আবেদনের পরিপেক্ষিতে আগামীকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিষয়টি অনুমোদন দিতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টেকহোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে একই দিনে একই কোম্পানির শেয়ারে নেটিং সুবিধার প্রস্তাব দেয়  ডিএসই কর্তৃপক্ষ। এর আগে আগস্টে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিএসইসিতে এ-সংক্রান্ত লিখিত প্রস্তাব জমা দেয়।

জানা গেছে, লেনদেনে নেটিং সুবিধা চালু হলে বিনিয়োগকারীরা একই দিনে একই কোম্পানির শেয়ার একবার বিক্রি করে আবার কিনতে পারবেন। তবে এক্ষেত্রে শেয়ার ও অর্থ দুটোই ম্যাচিউরড থাকতে হবে।

একই দিনে একই কোম্পানির শেয়ার নেটিং সুবিধার ব্যাপারে বিএসইসির মনোভাবও ইতিবাচক বলে জানা গেছে। ডিএসইর প্রস্তাব গতকাল বিএসইসিতে পৌঁছানোর পরই তা পরবর্তী কমিশন সভার এজেন্ডাভুক্ত করা হয়েছে। আগামীকালের কমিশন সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিএসইসি।

শেষ কমিশন সভায় শেয়ার নেটিং সুবিধার প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য কোনো আইন পরিবর্তন করতে হবে না। শুধু একটি নির্দেশনার মাধ্যমেই প্রস্তাবিত সুবিধাটি চালু করা সম্ভব বলে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

উভয় শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। মঙ্গলবার দিনের প্রথম ঘণ্টা লেনদেন হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি এ দিন টাকার অংকে লেনদেনও তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৪৫ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৫০ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ৩৬ কোটি ৩৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

সকাল সাড়ে ১১টায় ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে এমজেএল বিডির। এ সময়ে এ কোম্পানির ৩ লাখ ৮৫ হাজার ২৫৩টি শেয়ার ৪ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকায় লেনদেন হয়েছে।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৮১৪ পয়েন্টে। ওই দিন লেনদেন হয় ১৮৯ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯০১৫ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির। লেনদেন হয়েছে ২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডি.কম/এএআর