ফনিক্স ফাইন্যান্সের ২শ কোটি টাকার বন্ড অনুমোদন

bsecবিশেষ প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ৬১১তম সভায় বন্ডের অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্র জানিয়েছে, বন্ডটির নাম হবে ফনিক্স ফাইন্যান্স নন-কনভার্টেবল রিডিমেবল ফ্লোট কুপন বিয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড। এর মেয়াদ হবে ৭ বছর।

আর এর রেট হবে ৬ মাসের এফডিআরের সঙ্গে ৩ শতাংশ যোগ করে। তবে এটি সর্বনিম্ন সাড়ে ৭ শতাংশ থেকে সর্বোচ্চ সাড়ে ১০ শতাংশ পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আরএসআরএম স্টিলের এজিএম ও ইজিএমের স্থান নির্ধারণ

rsrmস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস্‌ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থান নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির এজিএমটি চট্টগ্রামের ১৩ লাভ লেন সরোকিনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। কোম্পানির এজিএম ও ইজিএম ১২ অক্টোবর বেলা ১১টা ও ১টায় অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৭ আগস্ট কোম্পানি এজিএম ও ইজিএমের সময় নির্ধারণ করেছিল। আর স্থান নির্ধারণের বিষয় নোটিশের মাধ্যমে জানানোর কথা বলেছিল কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথের লভ্যাংশ বিতরণ

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ঘোষিত নগদ লভ্যাংশ ইউনিট হোল্ডারদের একাউন্টে জমা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ জুন ২০১৭ সালের সমাপ্ত হিসাব বছরে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ  ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য ১৫.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির ট্রাস্টিসভা (এজিএম) গত ৩১ জুলাই অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ২৪ আগস্ট।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ফেসবুককে ১২ লাখ ইউরো জরিমানা

face-smbdস্টকমার্কেট ডেস্ক :

স্পেনের ডেটা সুরক্ষা সংস্থা সোমবার জানায় ব্যবহারকারীদের ব্যবহৃত ডেটা সংরক্ষণে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ফেসবুককে ১২ লাখ ইউরো জরিমানা করা হয়েছে। খবর এএফপি’র।

স্পেনের ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিনা অনুমতিকে সংগ্রহ এবং সেসব তথ্য ব্যবহারের নিয়ম-কানুন না জানানোর অভিযোগে ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ক্ষতিগ্রস্ত তহবিলের মেয়াদ বৃদ্ধি ও কমবে সুদহার

bsecবিশেষ প্রতিবেদক :

দীর্ঘ মেয়াদে স্থিতিশীলতা ফেরাতে শেয়ারবাজারে ক্ষতিগ্রস্তদের সহায়তা তহবিলের মেয়াদ বৃদ্ধি ও সুদহার কমাতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এরই মধ্যে সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। খুব শিগগির এ বিষয়ে আদেশ জারি হতে পারে।

শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিলের তদারকি কমিটির সুপারিশক্রমে ৯০০ কোটি টাকার স্কিমের মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত বৃদ্ধি ও সুদহার কমানোর প্রস্তাব দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই ফান্ডের মেয়াদ বাড়ছে আরো দুই বছর আর সুদহার করা হয়েছে ৬ শতাংশ। প্রথমবার ঋণ নিয়ে ফিরিয়ে দেওয়া প্রতিষ্ঠান নীতিমালা ও শর্ত পরিপালন সাপেক্ষে আবারও ঋণ নিতে পারবে।

প্রসঙ্গত, ২০১০ সালে শেয়ারবাজারে ধসের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ২০১২ সালের ৫ মার্চ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে বিশেষ স্কিম ঘোষণা করা হয়। এর আওতায় ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’ নামে ৯০০ কোটি টাকার ফান্ড গঠন করা হয়।

২০১৫ সালের ১১ জুন বাংলাদেশ ব্যাংকের অনুকূলে সর্বশেষ ৩০০ কোটি টাকা ছাড় হয়। চলতি বছরের ৩১ ডিসেম্বর এর মেয়াদ শেষ হওয়ার কথা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. এমজেএল বিডি
  3. ফাস ফাইন্যান্স
  4. প্রিমিয়ার ব্যাংক
  5. গ্রামীণফোন
  6. সিটি ব্যাংক
  7. মার্কেন্টাইল ব্যাংক
  8. ন্যাশনাল ব্যাংক
  9. স্কয়ার ফার্মাসিটিক্যালস
  10. লাফার্জ সুরমা।

ডিএসইতে লেনদেন কমেছে ৪ ও সিএসইতে ২৪ শতাংশ

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের নিম্নমুখী প্রবণতায়ও কোম্পানির শেয়ারদর বাড়াসহ লেনদেন ৫১ কোটি ১৩ লাখ টাকা বা ৪.৪৩ শতাংশ বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২০৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের প্রবণতায় লেনদেন ১৮ কোটি ৮৭ লাখ টাকা বা ২৪.৩৩ শতাংশ কমলেও বেড়েছে কোম্পানির শেয়ারদর। এদিন সেখানে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। ডিএসই সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে দিন শেষে ১২০৩ কোটি ৪৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৫১ কোটি ১৩ লাখ টাকা বা ৪.৪৩ শতাংশ বেশি। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১১৫২ কোটি ৩৪ লাখ টাকা।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স ১.৮০ পয়েন্ট কমে পয়েন্টে অবস্থান করছে ৬১৪৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৬.০৪৩ কমে ১৩৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ৮.০৬ কমে ২২০০ পয়েন্টে অবস্থান করছে। এদিনডিএসইতে লেনদেনকৃত ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৫৭টির ও অপরিবর্তিত ছিল ৪৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– লংকাবাংলা ফাইন্যান্স, এমজেএল বিডি, ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, গ্রামীণফোন, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক,  ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মাসিটিক্যালস ও লাফার্জ সুরমা ।

এদিকে, আজ মঙ্গলবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৮ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১৮ কোটি ৮৭ লাখ টাকা বা ২৪.৩৩ শতাংশ কম। গতকাল  সোমবার এই লেনদেন ৭৭ কোটি ৫৮ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৮.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার  ৪৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল মার্কেন্টাইল ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

কেডিএস এক্সেসসরিজের বোর্ডসভা ১৮ সেপ্টেম্বর

kds-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসসরিজ লিমিটেডের বোর্ডসভা আগামী ১৮ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ ২০১৬-২০১৭ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রকৌশল খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা চারটায় চট্টগ্রামে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ সালের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এ সভায় সমাপ্ত বছরে কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

গত বছর ২০১৬ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস শেয়ার ও ৫ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

১ মাসে ফাস ফাইন্যান্সের দর বেড়েছে ৩৮৩%

fas-smbdস্টকমার্কেট ডেস্ক :

গত এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩৮৩.১৭ শতাংশ। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৩ আগস্ট শেয়ার দর ছিল ২০৮ টাকা। গত ১১ সেপ্টেম্বর সর্বশেষ তা ১০০৫ টাকার উপরে লেনদেন হয়েছে। এসময়ে দর বেড়েছে ৩৮৩.১৭ শতাংশ।

সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

বুধবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে ওয়েস্টার্ন মেরিন

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড আগামীকাল বুধবার থেকে স্পট মার্কেটে যাচ্ছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি আগামী ১৩ হতে ২৫ সেপ্টেম্বর টানা ৯ কার্যদিবসে স্পট মার্কেটে লেনদেন করবে । এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর। এদিন কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.