বর্ধিত মূল্যস্ফীতি নিয়ে নতুন বছরের যাত্রা শুরু

bbsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে মূল্যস্ফীতির হার ছিল আগের বছরের চেয়ে বেশি। বছর শেষে জুনে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে আগের বছরের জুনে এর হার ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ।

এ মূল্যস্ফীতির হার মাসের হিসাবে মে থেকে জুনে কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বিবিএসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সব কিছুর দাম কমেছে। এ জন্য গত ছয় মাস থেকে মূল্যস্ফীতির হার ক্রমেই কমছে। কিন্তু বছরের প্রথম দিকে হাওড়ে ফসল নষ্ট ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চালের দাম বেড়েছিল। এ জন্য গড় হিসাবে গত বছরের চেয়ে মূল্যস্ফীতি কিছুটা বেশি হয়েছে।

তিনি বলেন, খাদ্য মজুদ বেড়েছে। ফুড সিকিউরিটি নিশ্চিত হয়েছে। ফলে এখন আর মূল্যস্ফীতি বাড়বে না।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ডিএসই ১২৩ কোম্পানির শেয়ার কিনবে

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১২৩ কোম্পানির শেয়ার কিনবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দুইটি সিকিউরিটিজ হাউজের সেটেলমেন্ট সমস্যার কারণে এ শেয়ার কিনবে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার কোম্পানিগুলোর শেয়ার কেনা হবে।

জানা গেছে, হাউজের সেটেলমেন্ট জটিলতার কারণে এই সমস্য সৃষ্টি হয়েছে। গতকাল রাত ১১টা পর্যন্ত ডিএসই এবং সিডিবিএল এই সমস্যা সমাধান করতে পারেনি। হাউজটির লেনদেন বন্ধ রয়েছে। ডিএসই আজই শেয়ারগুলো কিনে সমস্যা সমাধান করতে চায়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

অক্টোবর মাসে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন

bsec-1-696x372স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অক্টোবরে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

মঙ্গলবার শেরেবাংলা নগরে কমিশনের কার্যালয়ে নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগকারী সপ্তাহের মূল উদ্দেশ্য থাকবে বিনিয়োগ শিক্ষা সম্পর্কিত তথ্য/উপাত্ত, বিনিয়োগকারীদের কাছে প্রচার ও অবহিতকরণের মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতন করা ও সুরক্ষা নিশ্চিত করা।

সেসময় সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

এর আগে ২০১৭ সালের অক্টোবর মাসে প্রথমবারের মতো বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করা হয়েছিল।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দ্রুত নতুন মজুরি কাঠামোর দাবি পোশাক শ্রমিকদের

iiiiiস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবিলম্বে পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবিতে নিম্নতম মজুরি বোর্ডের সামনে অবস্থান ধর্মঘট করেছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচার বোর্ড কার্যালয়ের সামনে এই অবস্থান চলে।

সেখানে সমাবেশে শ্রমিক নেতা আবুল হোসেন বলেন, সরকার যে মজুরি বোর্ড গঠন করেছে, তাদেরকে প্রতিবেদন দেওয়ার জন্য গত ৩০ জুন সময় বেঁধে দেওয়া হয়েছিল।

“নির্ধারিত সময়ের মধ্যে মাত্র একটি মিটিং হয়েছে। মালিকদের অনীহার কারণে কাজ এগুতে পারছে না মজুরি বোর্ড।”

৮ জুলাই মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় নতুন মজুরি কাঠামো ঘোষণা করার দাবি জানানো হয় অবস্থান থেকে।

শ্রমিক নেত্রী সুমাইয়া ইসলাম বলেন, সরকার যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক করেছে তা পূরণ করার জন্য শ্রমিকের স্বল্প বেতন অন্যতম অন্তরায়। অবিলম্বে বাজার বিশ্লেষণ করে ১০ হাজার টাকা মূল বেতন ধরে পোশাক শ্রমিকদের জন্য ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে।

মালিকদের ২০১৬ সালে মজুরির জন্য শ্রমিক বিক্ষোভের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা, শ্রমিক নেত্রী স্মৃতি আকতার ও সুলতানা বেগমসহ অন্যরা অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

একনেকে ৬ হাজার ৪৯৩ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

Ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৪৯৩ কোটি ৮ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ‘ঢাকাস্থ গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূ-গর্ভস্থ গ্রীড উপকেন্দ্র নির্মাণ’ প্রকল্পসহ মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

এতে ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৪৯৩ কোটি ৮ লাখ টাকা।এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ৩ হাজার ২৭৯ কোটি ২২ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৩ হাজার ৩৩ কোটি ৮৮ লাখ এবং ১৭৯ কোটি ৯৮ লাখ টাকা পাওয়া যাবে সংস্থার নিজস্ব তহবিল থেকে।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, গুলশানে ভূগর্ভস্থ উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে ঢাকা শহরে বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধির পাশাপাশি সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য তৈরি হবে। প্রকল্প ব্যয়ের মধ্যে ৬২৮ কোটি ৯৭ লাখ টাকা জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা প্রকল্প সাহায্য হিসেবে অর্থায়ন করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আমান কটনের আইপিও লটারি তারিখ পরিবর্তন : নতুন দিন ৪ জুলাই

Aman-Cotton-Fibrous-Ltdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাহিদার তুলনায় অতিরিক্ত আবেদন জমা পড়ায় শেয়ার বন্টনে ৩ জুলাই লটারির তারিখ নির্ধারণ করেছিল আমান কটন ফাইবার্স লিমিটেড। কিন্তু অনিবার্য কারণ বশত আইপিও’র লটারির তারিখ পরিবর্তন করেছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩ জুলাইয়ের পরিবর্ততে আগামী ৪ জুলাই কোম্পানিটির লটারির ড্র অনুষ্ঠিত হবে। ৪ জুলাই সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, আইইবি মিলনায়তন, রমনা, ঢাকায় লটারির ড্র অনুষ্ঠিত হবে।

প্রসপেক্টাস সূত্রে জানা যায়, বুক বিল্ডিং প্রক্রিয়ায় প্রাথমিক গণ প্রস্তাবের মাধ্যমে ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩টি সাধারণ শেয়ারের মাধ্যমে ৮০ কোটি টাকা উত্তোলন করবে আমান কটন ফাইবার্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বোর্ড সভা ৯ জুলাই

ucblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৯ জুলাই আহ্বান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানী গুলশানস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে ব্যাংকটির পরিচালনা বোর্ড।

সভাশেষে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন

united-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের এক কর্পোরেট পরিচালক ২ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন নামে এই কর্পোরেট পরিচালক প্রতিষ্ঠানটির ২ লাখ শেয়ার বিক্রি করল।

এই কর্পোরেট পরিচালক ৩০ দিনের মধ্যে চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করলো।

স্টকমার্কেটবিডি.কম/জেড

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে দুই মিউচ্যুয়াল ফান্ড

dividendস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই মিউচ্যুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজার কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ ইউনিট হোল্ডারদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ড দুইটি হচ্ছে- এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

জানা যায়, ফান্ড দুইটির লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। আর চেকের মাধ্যমে লভ্যাংশ অ্যাসেট ম্যানেজারদের অফিস থেকে বণ্টন করা হবে।

ইউনিটহোল্ডারদের লভ্যাংশ এলআর গ্লোবাল বিডি এএমসিএল, নুরজাহান শরীফ প্লাজা (৮ম ফ্লোর), ৩৪ পুরানা পল্টন থেকে সংগ্রহ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

  1. বসুন্ধরা পেপারস মিলস
  2. ইউনাইটেড পাওয়ার
  3. আরএসআরএম
  4. মুন্নু সিরামিকস
  5. লিগ্যাসী ফুটওয়্যার
  6. আজিজ পাইপস
  7. ড্রাগন সোয়েটার
  8. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  9. প্যারামাউন্ট টেক্সটাইল
  10. ফার্মা এইডস।