শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ বিধিমালা অনুমোদন

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ বিধিমালা ২০১৮ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৪৬তম নিয়মিত সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

রোববার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানিয়েছে, বিধিমালাটির খসড়ার ওপর জনমত জরিপে প্রাপ্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা করে এই চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। যা শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেডআর

করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা করার সুপারিশ সিপিডির

cpdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা উন্নীত করার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বর্তমান আড়াই লাখ টাকা পর্যন্ত বার্ষিক করমুক্ত থাকে।

খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধি ও প্রকৃত আয় কমে যাওয়ায় নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্তকে স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা বৃদ্ধি করার তাগিদ দিয়েছে এই গবেষণা সংস্থাটি। এ ছাড়া সর্বনিম্ন করহার ১০ শতাংশ থেকে নামিয়ে সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

আজ রোববার অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে সংবাদ সম্মেলন করেছে সিপিডি। মহাখালীর ব্র্যাক সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়। সেখানে চলতি অর্থবছরের সর্বশেষ কিস্তির ‘বাংলাদেশ উন্নয়নের স্বাধীন পর্যালোচনা’ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে সিপিডি বলেছে, তাড়াহুড়ো করে করপোরেট করহার কমানো ঠিক হবে না। করপোরেট কর কমালে বেসরকারি বিনিয়োগ বাড়বে—এটা ঠিক নয়। সার্বিকভাবে ব্যবসার পরিবেশ উন্নত হলেই বিনিয়োগ বাড়বে।

সিপিডি আরও বলছে, সার্বিকভাবে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে ঘাটতি থাকবে ৫০ হাজার কোটি টাকা।

রাজস্ব খাত সম্পর্কে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনের বছরে রাজস্ব খাতে জোরালো সংস্কার হবে না। বিগত বছরগুলোতেও বড় ধরনের সংস্কার হয়নি। মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, আয়কর ও শুল্ক—এই তিন নতুন আইন হওয়ার কথা। তবে এবার না হলেও প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। অতীতে দেখা গেছে, ভ্যাট আইনটি বাস্তবায়নের শেষ সময়ে এসে বলা হয়েছিল, পর্যাপ্ত প্রস্তুতির অভাব আছে।

সামষ্টিক অর্থনীতির চারটি খাতে ঝুঁকি ও দুর্বলতা আছে বলে মনে করে সিপিডি। এগুলো হলো আর্থিক ও বাজেটীয় কাঠামো, মুদ্রানীতি ও ব্যাংক খাতের পারফরম্যান্স, শেয়ারবাজার ও বৈদেশিক লেনদেন পারফরম্যান্স।

ব্যাংক খাত নিয়ে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রোগের চিকিৎসা করার পরিবর্তে উপসর্গের পেছনে দৌড়াচ্ছি। ব্যাংক খাতে যে তারল্য-সংকটের কথা বলা হচ্ছে, সেটা তো রোগ নয়। সমস্যা এটি নয়। সমস্যা হলো সুশাসনের অভাব। তিনি বলেন, ব্যাংকব্যবস্থার দেখভাল করার কথা বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের। তারাই নষ্টভ্রষ্টদের জন্য কাজ করছে। প্রথমেই রাজনৈতিক অর্থনীতির শৃঙ্খলা আনতে হবে।

সিপিডি আরও বলছে, বাজেট বড়—এটা বলা হচ্ছে না। এবারের বাজেটে মাথাপিছু বরাদ্দ ৩০ হাজার টাকা। বাংলাদেশের মতো অর্থনীতিতে এই সংখ্যা বড় নয়। বাস্তবতার নিরিখে বাজেট প্রণয়ন করা উচিত।

সিপিডি আরও বলছে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান বাড়ছে না। কর্মসংস্থানের প্রবৃদ্ধি কমছে। আঞ্চলিক বৈষম্যও বাড়ছে। খুলনা ও বরিশালের কিছু এলাকায় দারিদ্র্য বাড়ছে। রংপুর এলাকায় দারিদ্র্য পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

কালোটাকা প্রসঙ্গে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘আমরা কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া সমর্থন করি না। এতে সৎ করদাতাদের ওপর অন্যায় করা হয়। সুযোগ দিলেও খুব বেশি টাকা ঘোষণায় আসে না।’

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেডআর

শেয়ারবাজারে বিনিয়োগকারী বেড়েছে ৬২ হাজার

cdblস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একটু আশা জাগিয়ে আবারও দরপতনের মধ্য দিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাস (জানুয়ারি-মে) পার করেছে দেশের শেয়ারবাজার। এই দরপতনের মধ্যেই নতুন করে বিও হিসাব বেড়েছে প্রায় ৬২ হাজার।

শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারি মাসের প্রথম দিকে বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের বিষয়ে কড়াকড়ি আরোপ করে। এরপর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ব্যাংক ঋণ-আমানতের অনুপাতের (এডি রেশি) হার কমানোর ইস্যু এবং ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী নিয়ে ভারত-চীনের টানাটানি ইস্যুতে জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত টানা তিন মাস শেয়ারবাজারে চলে দরপতন। এরপর গত মাসে এই ইস্যুর পরিসমাপ্তি হলেও এখনো বাজার ঘুরে দাঁড়াচ্ছে না। বরং উল্টো দরপতন চলছে।

সিডিবিএলের মতে, শেয়ারবাজারে চলতি বছরের প্রথম দিন বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব (বিও অ্যাকাউন্ট) সংখ্যা ছিলো ২৭ লাখ ২১ হাজার ৭০২টি। সেখান থেকে গত ৫ মাসে বিও হিসাব ৬১ হাজার ৯৭৭টি বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৮৩ হাজার ৬১৯টিতে।

এর মধ্যে সবশেষ মে মাসে বিও বেড়েছে ১ হাজার ৮৮৩টি। এর আগের মাস এপ্রিলে বেড়েছিলো সাড়ে ৪ হাজার।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেডআর

করপোরেট গভর্নেন্স কোডের চূড়ান্ত অনুমোদন

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করপোরেট গভর্নেন্স কোডের চূড়ান্ত অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রবিবার (০৩ জুন) বিএসইসির ৬৪৬তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় করপোরেট গভর্নেন্স কোডের খসড়ার উপর জনমত জরিপে প্রাপ্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা করে এই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। যা শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।

এছাড়াও সভায় খসড়া করপোরেট গভর্নেন্স কোডের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোজারস অংশটি উক্ত কোডে অন্তর্ভুক্ত করার পরিবর্তে উল্লেখিত অংশের শর্তগুলো জনমত জরিপে প্রাপ্ত মতামত পর্যালোচনা করে সংশোধিত আকারে অন্তর্ভুক্ত করে একটি পৃথক নোটিফিকেশন জারি করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে কমিশন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেডআর

বিআরটিসি’র ঈদ স্পেশাল সার্ভিস ১৩ জুন থেকে শুরু

BRTcস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিগত বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতের লক্ষ্যে আগামী ১৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর আয়োজন করা হয়েছে।

আগামী ৫ জুন হতে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপো হতে অগ্রিম টিকেট বিক্রয় শুরু হবে বলে এক সরকারী তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মোহাম্মদপুর, গাবতলী, মিরপুর, গাজীপুর, নারায়নগঞ্জ, নরসিংদী বাস ডিপো ও ঢাকা ফুলবাড়িয়ার সিবিএস-২ হতে বিভিন্ন রুটের (ঢাকা হতে) আগাম টিকেট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

তথ্য বিবরণীতে জানানো হয়েছে, মতিঝিল ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-নাগরপুর, দাউদকান্দি, বাজিতপুর, খুলনা, দিনাজপুর, নেত্রকোনা রুট; কল্যাণপুর ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্দা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নাগরপুর, গোবিন্দগঞ্জ, রানীসংকর, ঠাকুরগাঁও, দিনাজপুর রুট। গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও রুট। জোয়ারসাহারা ডিপোর নিয়ন্ত্রণে বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুট। মিরপুর ডিপোর নিয়ন্ত্রণে রংপুর, কুষ্টিয়া, কুড়িগ্রাম, দিনাজপুর ও নওগাঁ রুট এবং মোহাম্মদপুর ডিপোর নিয়ন্ত্রণে রংপুর রুট।

এছাড়া, গাজীপুর ডিপোর নিয়ন্ত্রণে বিশ্বরোড-পাঁচদোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও রুট; নারায়ণগঞ্জ ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-মাওয়া,

ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-মেঘনা উপজেলা, বিশ্বরোড-পাঁচদোনা রুট; কুমিল্লা ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-গৌরিপুর, ঢাকা-কুমিল্লা-বরুরা রুট এবং নরসিংদী ডিপোর নিয়ন্ত্রণে ঢাকা-নরসিংদী, ঢাকা-ভৈরব রুটে যাত্রী সাধারণকে বিআরটিসি’র ঈদ-স্পেশাল সার্ভিসের সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেডআর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার ক্রয় সম্পন্ন

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৫০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: আব্দুল মালেক নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রিমিয়ার ব্যাংকের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে

Premier-Bank1স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের নিকট পাঠানো হয়েছে। রবিবার ডিওসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ সালের সমাপ্ত আর্থিক বছরের প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ গত ২৭ মে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

জাতীয় সংসদের বাজেট অধিবেশন ২০১৮ শুরু হচ্ছে ৫ জুন

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন ২০১৮ আগামী ৫ জুন মঙ্গলবার সকাল ১১ টায় শুরু হচ্ছে।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ মে সংসদের এ ২১তম অধিবেশন আহবান করেছেন।

এ অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অধিবেশন দীর্ঘ হবে। আগামী ৭ জুন পরবর্তী অর্থ বছরের বাজেট পেশ করার কথা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয় বাজেট অধিবেশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসাবে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতা প্রদানের জন্য আগামীকাল ৪ জুন থেকে বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু হচ্ছে। জাতীয় সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট এ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বিএএমইউ) এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে অবস্থিত নোটিশ অফিসের সামনে এই ডেস্ক চালু করা হচ্ছে।

এ অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। তবে আগামী ৫ জুন সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।

এদিকে দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন গত ৮ এপ্রিল শুরু হয়ে ১২ এপ্রিল শেষ হয়। মোট ৫ কার্যদিবসের এ অধিবেশনে ৫টি সরকারি বিল পাস হয়েছে। অধিবেশনের শেষ কার্য দিবসে জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরনের যোগ্যতা অর্জনের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণকে ধন্যাবাদ জানিয়ে ১৪৭(১) বিধিতে আনীত প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেডআর

  1. আলিফ ইন্ডাস্ট্রিজ
  2. মুন্নু সিরামিক্স
  3. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  4. বেক্সিমকো লিমিটেড
  5. খুলনা পাওয়ার
  6. নাহি এ্যালুমিনিয়াম
  7. স্কয়ার ফার্মা
  8. লিগ্যাসী ফুটওয়ার
  9. আলিফ ম্যানুফ্যাকচারিং
  10. বার্জার পেইন্টস লিমিটেড।

সপ্তাহের ১ম দিনে দুই শেয়ারবাজারেই সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের সূচকের পতন হয়েছে। সেখানো দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪২৫ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে ৬৪ কোটি টাকা বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৫ কোটি ৪৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৩৬১ কোটি ৮৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে ৬৪ কোটি টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৫ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮২ টির। আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, বেক্সিমকো লিমিটেড, খুলনা পাওয়ার, নাহি এ্যালুমিনিয়াম, স্কয়ার ফার্মা, লিগ্যাসী ফুটওয়ার, আলিফ ম্যানুফ্যাকচারিং ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৩.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৩২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১০৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন লেনদেন হয়েছে ১৯ কোটি ৯০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মা ও গ্রামীনফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম/জেডআর