২ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় ফান্ডগুলোর ৩০ জুন,২০২৩ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে-

গোল্ডেন জুবেলী মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ৩১ জুলাই বিকাল ৩টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ৩১ জুলাই বিকাল ৩টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

৯ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় ফান্ডগুলোর ৩০ জুন,২০২৩ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে-

আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ৩ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

আইসিবি ইম্পোলয়েজ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা আগামী ৩ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা আগামী ৩ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা আগামী ৩ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ৩ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

প্রাইম ব্যাংক আইসিবি ওয়ানের ট্রাস্টি সভা ৩ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ৩ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা আগামী ৩ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ট্রাস্টি সভা আগামী ৬ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিটি লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ বিও হিসাবে প্রেরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরে বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

লেনদেনের শীর্ষে ওয়াং ফুডস ; ২য় ডেল্টা লাইফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪০ কোটি ৩১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৮৮ লাখ।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড লিমিটেড ২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ২০ কোটি ১৬ লাখ, এশিয়া ইন্সুরেন্সের ১৭ কোটি ৪৭ লাখ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ১৭ কোটি ৩১ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৯৬ লাখ, লিগাসি ফুটওয়ারের ১৫ কোটি ৫২ লাখ, জেমিনী সী ফুডের ১৫ কোটি ২৭ লাখ ও ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

  1. ফু-ওয়াং ফুডস
  2. ডেল্টা লাইফ ইন্সুরেন্স
  3. সি পার্ল বিচ রিসোর্ট
  4. খান ব্রাদার্স ব্যাগ ইন্ডাস্ট্রিজ
  5. এশিয়া ইন্স্যুরেন্স
  6. কন্টিনেন্টাল ইন্সুরেন্স
  7. ক্রিস্টাল ইন্স্যুরেন্স
  8. লিগাসি ফুটওয়ার
  9. জেমিনী সী ফুড
  10. ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি।

উভয় এক্সচেঞ্জেই বেড়েছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৩৯ পয়েন্টে।আর ডিএসই শরীয়াহ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৫৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৭ কোটি ১৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৩৮ কোটি ৯২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৫টির আর দর অপরিবর্তিত আছে ১৮০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফু-ওয়াং ফুডস, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এশিয়া ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, লিগাসি ফুটওয়ার, জেমিনী সী ফুড ও ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭১৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ৫১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ২৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ৬২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি ও ফু-ওয়াং ফুডস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

প্রভাতী ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। চলতি বছরের এই সময় বিমাটির আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, চলতি বছরের এই প্রান্তিকে (এপ্রিল-জুন) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩২ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ০.৫৪ টাকা।

চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি-জুন) বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। গত বছরের এ সময়ের বিমাটির শেয়ার প্রতি আয় ছিল ১.৯৩ টাকা। এসময় বিমাটির আয় কমেছে।

এ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১.০৮ টাকা। গত ২০২২ সালের ৩০ জুন এই এনএভি ছিল ২৩.৯৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

বার্জার পেইন্টসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-১’।

২০২৩ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সায়হাম টেক্সটাইলের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২২ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

তিন ব্যাংককে পারিবারিক পরিচালক কমানোর নির্দেশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

কোনো ব্যাংকে এক পরিবার থেকে তিনজনের বেশি পরিচালক থাকলে বাকিদের পদত্যাগ করতে হবে। তবে কে পদত্যাগ করবেন, তা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের হাতে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশোধিত ব্যাংক কোম্পানি আইন পরিপালনের জন্য কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার এই নির্দেশনা দিয়েছে।

পরিবারের সদস্য কারা, তা–ও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে ব্যাংক কোম্পানি আইনে। তবে দেশের খুব বেশি ব্যাংকে এক পরিবারের বেশি সদস্য নেই।

আইনে বলা হয়েছে, পরিবার ও পরিবারের সদস্য হবে কোনো ব্যক্তির স্ত্রী, স্বামী, পিতা, মাতা, পুত্র, কন্যা, ভাই, বোন এবং উক্ত ব্যক্তির ওপর নির্ভরশীল কোনো ব্যক্তি।

জানা গেছে, এখন ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে একক পরিবার থেকে তিনজনের বেশি পরিচালক আছেন। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকে এক পরিবার থেকে চারজন পরিচালক আছেন। তাঁরা হলেন চেয়ারম্যান মনোয়ারা হক সিকদার, পরিচালক পারভীন হক সিকদার, রন সিকদার ও রিক সিকদার। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) রয়েছেন এক পরিবারের পাঁচ পরিচালক। তাঁরা হলেন চেয়ারম্যান রুকমিলা জামান, পরিচালক আনিসুজ্জামান চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোখসানা জামান ও আফরোজা জামান। এ ছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও আছেন এক পরিবারের পাঁচজন। তাঁরা হলেন চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, পরিচালক ফারজানা পারভীন, রহিমা বেগম, আতিকুর নেসা ও বদরুন নেসা।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকের কোনো পরিচালকের পদত্যাগ করা আবশ্যক হলে কে পদত্যাগ করবেন, তা পরিচালকদের পারস্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে। তবে সমঝোতা না হলে কী করতে হবে, তা-ও বলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, পদত্যাগের বিষয়ে পরিচালকেরা পারস্পরিক সমঝোতায় আসতে ব্যর্থ হলে পরিচালনা পর্ষদের সভায় লটারি অনুষ্ঠানের মাধ্যমে নির্ধারণ করতে হবে, কে পদত্যাগ করবেন।

এদিকে একক পরিবার থেকে পরিচালকের সংখ্যা চার থেকে তিনে নামানো হলেও পরিচালকদের মেয়াদ ৯ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////