ন্যাশনাল টিউবস ৯ মাসের ইপিএস ও ন্যাভ

National_Tubes.jpg_220x220স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেডের চলতি বছরের ৯ মাসে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা য়ায়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৪ পয়সা। আগের বছরের এ সময়ের কোম্পানিটির লোকসান ছিল ১ টাকা ৯৩ পয়সা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১৩.৮২ টাকা। যা ২০১৬ সালের ৩১ মার্চ যা ছিল ২৩৭.৭১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

রতনপুর স্টিলসের ১ম প্রান্তিক বোর্ড সভা আহবান

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিলস লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৬ এপ্রিল আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলমান বছরের প্রথম প্রান্তিকের ( জানু-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রকৌশল খাতের এ কোম্পানিটি সেদিন বেলা সাড়ে ৪টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি উক্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৬ এপ্রিল

eastland-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ১৬ এপ্রিল আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটি সেদিন বেলা ৩টায় মতিঝিলস্থ নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

এই বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে প্রতিষ্ঠানটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

হাজারীবাগের ট্যানারি মালিকদের ৩০ কোটি টাকা জরিমানা মওকুফ

courtনিজস্ব প্রতিবেদক :

হাজারীবাগের ট্যানারি মালিকদের ৩০ কোটি টাকা জরিমানা মওকুফ করে দিয়েছেন আপিল বিভাগ। ঠিক সময়ে কারখানা না সড়ানোয় তাদের এই জরিমানা ধার্য করা হয়েছিলো। রবিবার বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের এক আদেশে, শ্রমিকদের পুনর্বাসনের জন্য প্রত্যেক মালিককে ৫০ হাজার টাকা করে ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ আদালত এক আদেশে ৬ এপ্রিলের মধ্যে হাজারীবাগের ট্যানারি কারখানাগুলোর সব কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিলে ট্যানারি মালিকদের আইনজীবী তাদের জন্য নির্ধারিত জরিমানা মওকুফের আবেদন জানায়। সে সময় আদালত বলেন, ট্যানারি ৬তারিখের ভিতর বন্ধ করে আদালতে এলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

এর আগে, আদালতের নির্দেশে গতকাল শনিবার দিনব্যাপী অভিযানে হাজারীবাগের ট্যানারি কারখানাগুলোর গ্যাস-পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিবেশ অধিদফতর।

উল্লেখ্য, গত ২ মার্চ হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় ১৫৪ কারখানাকে জরিমানার ৩০ কোটি ৮৫ লাখ টাকা দুই সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের বেঞ্চ এই আদেশ দেন। তখন শিল্পসচিব আদালতে এসে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে জানান, আগস্ট থেকে এই কারখানাগুলোর জরিমানার টাকা বকেয়া রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইনজীবী মনজিল মোরসেদ একটি সম্পূরক আবেদন করে কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আবেদন জানালে আদালত তাদের বকেয়া টাকা জমা দেওয়ার নির্দেশ দেন।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. সাইফ পাওয়ারটেক
  2. আরএসআরএম
  3. বেক্সিমকো লিমিটেড
  4. ব্র্যাক ব্যাংক
  5. সিটি ব্যাংক
  6. লংকাবাংলা ফাইন্যান্স
  7. ওয়ান ব্যাংক
  8. এসিআই লিমিটেড
  9. বেক্স ফার্মা
  10. আইডিএলসি।

প্রথম দিনেই লেনদেন ও সূচকের বড় পতন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারে টাকার অংকে দিনের লেনদেন ও সব ধরণের মূল্য সূচকের বড় পতন হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, রবিবার দিনের লেনদেন শেষে ডিএসইতে ৭৭৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ১০১৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে বড় ধরণের পতন হয়েছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৫.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৪.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২১৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – সাইফ পাওয়ারটেক, আরএসআরএম, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, এসিআই লিমিটেড, বেক্স ফার্মা ও আইডিএলসি।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার সেখানে ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফার কেমিক্যালস ও সাইফ পাওয়ারটেক।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৭১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

শাহজিবাজার পাওয়ারের ৫ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত

sahjibazerস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের একজন স্পন্সর ৫ লাখ শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ফরিদুল আলম নামে কোম্পানিটির এই স্পন্সর নিজের ৫ লাখ শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছেন। তার হাতে কোম্পানিটির মোট ৫৩ লাখ ৪৬ হাজার ৯৩৬টি শেয়ার রয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

শেয়ার বিক্রয় করবে জেমিন সী ফুড

zeminiস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি জেমিন সী ফুড লিমিটেডের একজন স্পন্সর ৫০ হাজার শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মিসেস আমিনা আহমেদ নামে কোম্পানিটির এই স্পন্সর নিজের ৫০ হাজার শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছেন। তার হাতে কোম্পানিটির মোট ২ লাখ ৫৮ হাজার ৬৫৬টি শেয়ার রয়েছে।

এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবেন।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত

indexনিজস্ব প্রতিবেদক :

সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে দৈনন্দিন লেনদেনের গতি কিছুটা কমেছে।

এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭২৩ পয়েন্টে।

এসময় পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৩৮১ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৭০টির। দর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ৫১ দশমিক ৬৩ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত ১৮ কোটি ৫৮ লাখ টাকা। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ৯৮টির। দর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।

স্টকমার্কেটবিডি.কম/এনএস