পাকিস্তানে ডলারের দাম ইতিহাসের সর্বোচ্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতন চলছেই। আন্তব্যাংক বাজারে গতকাল মঙ্গলবার প্রতি ডলারের দর দাঁড়িয়েছে ২৮৭ দশমিক ২৯ রুপি। এতে রুপির দর ইতিহাসের সবচেয়ে নিচে নেমে গেছে। খবর দ্য ডনের।

সোমবার পাকিস্তানে ডলারের দর বেড়েছিল ১ দশমিক ২৫ রুপি। মঙ্গলবার তা আবার ২ দশমিক ২৫ রুপি বাড়ে। অর্থাৎ কয়েক মাস ধরেই ডলারের বিপরীতে দেশটির মুদ্রার এই দরপতন চলছে। সামগ্রিকভাবে পাকিস্তানের অর্থনীতি বড় সংকটে পড়েছে।

রুপির এই সর্বশেষ দরপতনে পাকিস্তানের মুদ্রাবাজারও বিস্মিত। তারা ঠিক বুঝে উঠতে পারছে না, কী কারণে এ দরপতন। তবে অভিযোগের আঙুল ক্রমহ্রাসমান বিদেশি মুদ্রার মজুতের দিকে; সেই সঙ্গে আইএমএফের সঙ্গে ঋণের আলোচনা স্থগিত হয়ে যাওয়াও বড় একটি কারণ বলে মনে করছে তারা।

স্টকমার্কেটবিডি.কম/আর

২০২২-২৩ অর্থবছরে জিডিপি কমবে, মূল্যস্ফীতি বাড়বে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০২২-২৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার প্রকাশিত এডিবির ডেভেলপমেন্ট আউটলুকের এপ্রিল সংস্করণে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে এডিবির ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, চলতি অর্থবছরে ৭.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার । রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য সংকটের কারণে পরে এ লক্ষ্যমাত্রা সংশোধন করে ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়।

যদিও গত সেপ্টেম্বরে সংস্থাটির ডেভেলপমেন্ট আউটলুকে বলা হয়েছিল, এ প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৬ শতাংশ। ছয় মাসের ব্যবধানে সংস্থাটি প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট কমালো।

গতকাল প্রকাশিত প্রতিবেদনে এডিবি বলেছে, চলতি অর্থবছরের গড় মূল্যস্ফীতি হতে পারে ৮ দশমিক ৭ শতাংশ। জ্বালানি তেলের দাম সমন্বয়, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও অভ্যন্তরীণ বাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে মূল্যস্ফীতির চাপ বেড়েছে।

উল্লেখ্য, চলতি অর্থবছরের মূল বাজেটে ৫ দশমিক ৬ শতাংশের ঘরে মূল্যস্ফীতি রাখতে চেয়েছিল সরকার। তবে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হচ্ছে।

তবে এডিবি মনে করছে, আগামী ২০২৩-২৪ অর্থবছরে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে, গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে।

স্টকমার্কেটবিডি.কম//

পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিশোধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতু নির্মাণে সরকারি ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা সরকারকে পরিশোধ করল সেতু কর্তৃপক্ষ। আজ বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে আগামী ৩৫ বছরে পদ্মা সেতু নির্মাণে সরকারের দেওয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সে সময় তিনি বলেন, পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে আদায় করা টোল দিয়ে ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সরকারের দেওয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ হিসাবে ২০৫৭ সাল নাগাদ টোল আদায়ের মধ্য দিয়ে পদ্মা সেতুর জন্য ব্যয়িত অর্থ উঠে যাবে।

স্টকমার্কেটবিডি.কম//

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইষ্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১২ এপ্রিল বেলা ২টায় রাজধানীর মতিঝিলে বিমাটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী বিমাটির গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ১৭ এপ্রিল বেলা ৪টায় রাজধানীর মহাখালী বিমাটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী বিমাটির গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ইস্টার্ন হাউজিং
  2. জেনেক্স ইনফোসিস
  3. আমরা নেটওয়ার্ক
  4. ইউনিক হোটেল এন্ড রিসোর্ট
  5. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  6. জেমিনী সী ফুডস
  7. এডিএন টেলিকম
  8. সোনালী আঁশ
  9. অলিম্পিক ইন্ডাট্রিজ
  10. রংপুর ডেইরি ফুডস লিমিটেড।

লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং; ২য় জেনেক্স ইনফোসিস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৪ কোটি ৪৮লাখ শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪০ লাখ।

আমরা নেটওয়ার্কস লিমিটেড ৩২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ২০ কোটি ৩৫ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৮ কোটি ৭৪ লাখ, জেমিনী সী ফুডসের ১৮ কোটি ৪৫ লাখ, এডিএন টেলিকমের ১৬ কোটি ৯৯ লাখ, সোনালী আঁশের ১৩ কোটি ৪১ লাখ, অলিম্পিক ইন্ডাট্রিজের ১২ কোটি ৭২ লাখ ও রংপুর ডেইরি ফুডস প্রোডাক্টসের ১১ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

দিনশেষে সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২১১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.২৯ পয়েন্ট ১.০৪ অবস্থান করছে ১৩৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৭ কমে অবস্থান করছে ২২০৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার  সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৪৬ কোটি টাকা।

ডিএসইতে দিনভর ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৩টির, আর দর অপরিবর্তিত আছে ১৯০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেমিনী সী ফুডস, এডিএন টেলিকম, সোনালী আঁশ, অলিম্পিক ইন্ডা্ট্রিজ ও রংপুর ডেইরি ফুডস প্রোডাক্টস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩০৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৩৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৭ কোটি ৬১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রংপুর ডেইরি ফুডস প্রোডাক্টস ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

এসএমই মার্কেটের বিনিয়োগকারীদের তথ্য চায় ডিএসই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে (স্বল্প মূলধনী কোম্পানির মার্কেট) তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের ব্যবসায় অংশগ্রহণের অগ্রগতিতে যোগ্য বিনিয়োগকারীদের তথ্য চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এজন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাজার মূল্যে সর্বনিম্ন ২০ লাখ টাকা বিনিয়োগ আছে সেসব বিনিয়োগকারীদের তথ্য ডিএসইতে জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি ট্রেকহোল্ডারদের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে ডিএসই।

ডিএসইর চিঠিতে বলা হয়েছে, ডিএসইর সব মার্চেন্ট ব্যাংক এবং ট্রেক হোল্ডারদের তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজে সর্বনিম্ন ২০ লাখ টাকা বিনিয়োগ থাকা যোগ্য বিনিয়োগকারীদের তথ্য প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মূল মার্কেট বা এসএমই প্ল্যাটফর্ম উভয় ক্ষেত্রে হতে পারে। এজন্য একটি লিংক দেওয়া হয়েছে, যেখানে তথ্য জমা দিতে হবে।

সেই সঙ্গে গত ৩০ মার্চ পর্যন্ত বাজার মূল্যে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। তবে ১০ এপ্রিলের মধ্যে জমা দেওয়া এ তথ্য আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এতে সব যাচাই শেষে যাদের বিনিয়োগ ২০ লাখ টাকা নিশ্চিত করা হবে তারা ৩০ জুন পর্যন্ত যোগ্য বিনিয়োগকারী হিসেবে গণ্য হবেন।

স্টকমার্কেটবিডি.কম//

আবারও বিলিয়নিয়ার তালিকায় শীর্ষস্থান হারালেন ইলন মাস্ক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ফোর্বস সাময়িকীর বার্ষিক বিলিয়নিয়ার তালিকার শীর্ষস্থান হারালেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সেই স্থানে এলেন এলভিএমএইচের চেয়ারম্যান বেহনা আহনোঁ।

টেসলা ও টুইটারের মালিক এখন দ্বিতীয় শীর্ষ বিলিয়নিয়ার, তার সম্পদের মূল্য আনুমানিক ১৮ হাজার কোটি ডলার, যা আগের বছরের তুলনায় তিন হাজার ৯০০ কোটি ডলার কম।

মাস্কের হারিয়ে ফেলা স্থানটি এখন ফরাসি বিলাসী পণ্য জায়ান্ট এলভিএমএইচের চেয়ারম্যান বেহনা আহনোঁর। তার মোট সম্পদ গত বছরে পাঁচ হাজার কোটি ডলার বেড়ে ২১ হাজার ১০০ কোটি ডলার হয়েছে।

অবশ্য মাস্কের অবস্থান হারানো অবাক হওয়ার মতো নয়। গত কয়েক মাস ধরে ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নিয়ার’ তালিকায় প্রায়শ আহনোঁর কাছে তাকে হারতে হয়েছে।

মঙ্গলবার বার্ষিক এ তালিকা প্রকাশ করে ফোর্বস।

চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটার ক্রয়, টেসলার শেয়ার থেকে অর্থায়ন, বিনিয়োগকারীদের অনাস্থা মিলিয়ে মাস্কের সম্পদ কমেছে বলে সাময়িকীটি জানায়। টেসলা ওই বছর লোকসানের অনেকটা কাটিয়ে উঠলেও টুইটার কেনার আগের অবস্থান থেকে তা উল্লেখযোগ্যভাবে কম।

ফোর্বসের এবারের তালিকায় মোট বিলিয়নিয়ারের সংখ্যা দুই হাজার ৬৪০ জন, যা আগের বছর ছিল দুই হাজার ৬৬৮ জন। এ নিয়ে টানা দ্বিতীয়বার পতন ঘটল। সূত্র: সিএনএন

স্টকমার্কেটবিডি.কম/বি