লাফার্জ সুরমার বোর্ড সভা আহবান

Lafarge-Surma-Cement smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ৩ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে সেদিন বেলা ৩ টায় নিজস্ব কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. লংকা বাংলা
  2. বিএসআরএম লি.
  3. কাসেম ড্রাইসেল
  4. লাফার্জ সুরমা সিমেন্ট
  5. ইফাদ অটোস
  6. ইউনাইটেড পাওয়ার
  7. তিতাস গ্যাস
  8. স্কয়ার ফার্মা
  9. বেক্সিমকো ফার্মা
  10. অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ।

ডিএসইতে ৫৭১ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। টাকার অংকে আগের দিনের তুলনায় উভয় বাজারে বেড়েছে লেনদেন। আজ মঙ্গলবার ডিএসইতে ৫৭১ কোটি টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২০.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৫৭১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। যা গতকাল সোমবার এ লেনদেন ছিল ৪৬৮ কোটি টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- লংকা বাংলা, বিএসআরএম লি., কাসেম ড্রাইসেল, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ।

এদিকে দিনশেষে সিএসই সার্বিক সূচক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৩৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। এদিন টাকার অংকে লেনদেন হয়েছে ৩৯ কোটি ২৯ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ডিএসইর পরিচালক পদে রকিবুর ও মান্নান ইমনের মনোনয়নপত্র

rakib-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারধারী একটি পরিচালক পদের বিপরীতে দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন সংস্থাটির সাবেক সভাপতি রকিবুর রহমান ও সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন।

গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর তা প্রত্যাহার করা যাবে আগামী ৭ মার্চ পর্যন্ত। নির্বাচন হবে আগামী ১৫ মার্চ। স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা (ডিমিউচুয়ালাইজেশন) হওয়ার আগে রকিবুর রহমান একাধিকবার সংস্থাটির সভাপতি ও পরিচালক ছিলেন। আর মিনহাজ মান্নান ডিমিউচুয়ালাইজেশনের পূর্ববর্তী পর্ষদের পরিচালক ছিলেন।

ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, ১৩ সদস্যবিশিষ্ট ডিএসই পরিচালনা পর্ষদের মধ্যে শেয়ারধারী পরিচালক রয়েছেন চারজন এবং সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালকও পদাধিকারবলে পর্ষদের সদস্য হন। বাকি আটজন পরিচালকের মধ্যে সাতজন স্বতন্ত্র। কৌশলগত বা স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীর জন্য সংরক্ষিত রয়েছে একটি পরিচালক পদ, যা অবশ্য এখনো শূন্য রয়েছে।

নিয়ম অনুযায়ী, শেয়ারধারী পরিচালকদের মধ্য থেকে প্রথম বছর একজন, দ্বিতীয় বছরে একজন এবং তৃতীয় বছরে গিয়ে দুজন অবসরে যাবেন। এর বিপরীতে নতুন শেয়ারধারী পরিচালক নির্বাচিত হবেন। যদি একাধিক প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে নতুন পরিচালক নির্বাচিত করা হবে সরাসরি ভোটে।

তবে ডিমিউচুয়ালাইজেশনের দ্বিতীয় বছরে এসে এবারই প্রথম শেয়ারধারী পরিচালক পদে সরাসরি ভোট হচ্ছে।

ডিএসইর সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর সমঝোতার ভিত্তিতে শেয়ারধারী পরিচালকদের মধ্য থেকে অবসরে যাচ্ছেন শরীফ আনোয়ার হোসেন। তাঁর স্থলাভিষিক্ত হতে রকিবুর রহমান ও মিনহাজ মান্নান পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিঙ্গার বাংলাদেশের বোর্ড সভা ১ মার্চ

singerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত মাল্টি ন্যাশনাল কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা আগামী ১ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে সেদিন বেলা ২ টা ৩৫ মিনিটে নিজস্ব কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এলকে