গ্রামীণফোন, রবি ও টেলিটকে ফোর–জি গতি নেই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকায় ফোর–জি গতি নেই তিন অপারেটরের
ঢাকা বিভাগে দেশের চারটি মুঠোফোন অপারেটরের মধ্যে তিনটির এখনো চতুর্থ প্রজন্মের (ফোরজি) নির্ধারিত গতির ইন্টারনেট সেবা নেই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক পরীক্ষায় এই তথ্য উঠে এসেছে। বিটিআরসির পরীক্ষায় গ্রামীণফোন, রবি ও টেলিটকে ফোর-জি সেবার নির্ধারিত ন্যূনতম ডাউনলোড গতি আসেনি।

মুঠোফোন অপারেটরদের সেবার মান পরীক্ষায় গত বছরের ১৩ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘ড্রাইভ টেস্ট’ করেছে বিটিআরসি। দুই সিটি করপোরেশন বাদে ঢাকা বিভাগের ৩৯টি উপজেলায় এ পরীক্ষা চালানো হয়। তবে গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরীক্ষার অন্তর্ভুক্ত ছিল। বুধবার বিটিআরসির ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল তুলে ধরা হয়।

বিটিআরসি ফোর-জির ডাউনলোড গতি কমপক্ষে ৭ মেগাবাইট নির্ধারণ করেছে। অথচ পরীক্ষায় দেখা গেছে, রবির গতি সেকেন্ডে ৬ দশমিক ৪১ মেগাবাইট, গ্রামীণফোনের ৬ দশমিক ৯৯ মেগাবাইট। শুধু বাংলালিংক ডাউনলোডের নির্ধারিত গতি নিশ্চিত করেছে, সেকেন্ডে ৮ দশমিক শূন্য ১ মেগাবাইট।

অন্যদিকে রাষ্ট্রীয় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের অবস্থা সবচেয়ে দুর্বল। ফোর-জিতে ২ দশমিক ৮০ মেগাবাইট গতি দিতে পেরেছে প্রতিষ্ঠানটি। থ্রি-জি সেবাও নিশ্চিত করতে পারেনি টেলিটক। বিটিআরসি নির্ধারিত থ্রি-জির গতি সেকেন্ডে ২ মেগাবাইটের মধ্যে টেলিটকের পাওয়া গেছে সেকেন্ডে ১ দশমিক ৭৬ মেগাবাইট।

থ্রি-জির ক্ষেত্রে বাকি তিনটি প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণফোনের সেকেন্ডে ২ দশমিক ২৪, রবির ৮ দশমিক ৫১ ও বাংলালিংকের ৩ দশমিক ৩১ মেগাবাইট গতি পেয়েছে বিটিআরসি।

স্টকমার্কেটবিডি.কম/জেড

কোনো অসাধু ব্যবসায়ীকে সুযোগ নিতে দেওয়া হবে নাঃ বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রয়োজনের তুলনায় দেশে অনেক বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ আছে। পণ্যের ঘাটতি নেই, অথচ কৃত্রিম উপায়ে পণ্যের সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধির চেষ্টা করা হলে বা যেকোনো পণ্যের অবৈধ মজুদ করা হলে মজুদকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অসাধু ব্যবসায়ীকে সুযোগ নিতে দেওয়া হবে না। এ ব্যাপারে মাঠ প্রশাসনকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
টিপু মুনশী বলেন, আগামী মে মাসের পর সয়াবিন তেল এবং ডিসেম্বর মাসের পর পামওয়েল খোলা বিক্রয় বন্ধ এবং সব ভোজ্য তেল বোতল বা প্যাকেটজাত করার পাশাপাশি নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করা হবে। নির্ধারিত মূল্যের বেশি দামে কোনো পণ্য বিক্রয় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং পাঠ প্রশাসন বাজার মনিটরিং জোরদার করেছে। যৌক্তিক মূল্য নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া উৎপাদনকারী এবং ভোক্তার স্বার্থ রক্ষায় সব কিছু করা হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ এবং মূল্য স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
টিপু মুনশি বলেন, সরকার কার্ড বিতরণ করে টিসিবির মাধ্যমে সারা দেশে এক কোটি মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে চিনি, ভোজ্য তেল, মসুর ডাল, পেঁয়াজ, ছোলা বিক্রয় করবে। এতে দেশের প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হবে। আমদানীকৃত পণ্য যাতে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে যৌক্তিক মূলে বিক্রয় করা হয়, তা নিশ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তবে ভোক্তাসহ সংশ্লিষ্ট সকলকেও এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। মানুষকে সতর্ক ও সচেতন করতে দেশের প্রচারমাধ্যমগুলোকেও দায়িত্ব পালন করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে এ সভায় বাংলাদেশ কম্পিটিশন কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মো. আফজাল হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মাসুদ সাদিক, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট জসিম উদ্দিন, টিসিবির চেয়ারম্যান ব্রি. জে. মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) এ এইচ এম সফিকুজ্জামান, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ নেওয়াজ তালুকদার, এসবির ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, ক্যাব প্রকাশিত ভোক্তা কণ্ঠের সম্পাদক কাজী আব্দুল হান্নান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, শিল্প মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই ও বিজিবির প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধের প্রস্তুতি চলছে: জার্মান অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে জার্মানি। বুধবার দেশটির অর্থমন্ত্রী রবার্ট হাবেক একথা জানিয়েছেন।

এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছি। চলতি শীতকাল থেকে গ্রীষ্মকালের মধ্যেই এ বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, পরবর্তী শীতকালেই আমরা আরও ব্যবস্থা নেবো। যাতে খারাপ কোনো পরিস্থিতি তৈরি না হয় সেই ব্যবস্থা করতে রাশিয়ার বিকল্পও খোঁজাও হচ্ছে।

ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকেই বিশ্ব বাজারে তেলের দাম বাড়ছে। এখন পর্যন্ত ব্যারেল প্রতি তেলের দাম বেড়েছে ১১০ ডলার।

গ্যাসের দামও বিশ্ব বাজারে তরতর করে বাড়ছে। জার্মানিতেই এ পর্যন্ত কয়েকটি পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
সূত্র: বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিশ্ববাজারে আবারো বাড়ল জ্বালানি তেলের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউক্রেনে রাশিয়ার আক্রমণে সৃষ্ট উদ্বেগ কমাতে নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বিশ্ববাজারে আরও বেড়েছে জ্বালানি তেলের মূল্য। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য প্রতি ব্যারেল ১১০ মার্কিন ডলারে পৌঁছেছে। সাত বছরের মধ্যে এটি সর্বোচ্চ মূল্য।

এর আগে ইউক্রেন-রাশিয়া সংঘাতের মধ্যে গত ২৫ ফেব্রুয়ারি ২০১৪ সালের পর অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়ায়। খবর বিবিসি অনলাইন।

বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক এনার্জি অ্যাজেন্সির সদস্যরা জরুরি মজুদ থেকে ৬০ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল ছাড়ে সম্মত হওয়ার পরও এই মূল্য বৃদ্ধির ঘটনা ঘটলো।

স্টকমার্কেটবিডি.কম/বি

দুই লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত আরএডিপি হচ্ছে দুই লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা।

আজ বুধবার (২ মার্চ) সকাল ১০টায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এনইসি সভা শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলন করেন। পরিকল্পনামন্ত্রী বলেন, সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) ব্যয় দুই লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, চলতি (২০২১-২২) অর্থবছরের জন্য ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করা হয়েছিল। সংশোধিত এডিপিতে বরাদ্দ কমছে ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা। মোট বরাদ্দ করা অর্থের মধ্যে বৈদেশিক ঋণ ৭০ হাজার ২৫০ কোটি এবং দেশীয় অর্থায়ন ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থার মোট প্রকল্প সংখ্যা ১০৭টি। এসব প্রকল্পে মোট বরাদ্দ ৯ হাজার ৬১৩ কোটি টাকা। মূল এডিপি থেকে স্বায়ত্তশাসিত সংস্থার বরাদ্দ আলাদা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

মাসে ১০ লাখ টাকা বেতন নিতেন জেএমআই হসপিটালের চেয়ারম্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে আইপিও’র প্রক্রিয়াধীন জেএমআই গ্রুপের কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিটি ম্যানুফেকচারিং লিমিটেডের বর্তমান চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক প্রতি মাসে বেতনবাবদ ১০ লাখ টাকা নিতেন। শুরুতে তিনি এই কোম্পানির এমডি পদে থাকলেও আইনগত জটিলতার জন্য এখন চেয়ারম্যান পদে রয়েছেন।

তিনি ২০১৯ সালে বেতন-ভাতাবাবদ মোট ১ কোটি ২২ লাখ ১৯ হাজার ৫৩৬ টাকা কোম্পানির নিকট হতে নিয়েছেন। এর আগের বছর ২০১৮ সালে তিনি ১ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৮৮০ টাকা নিয়েছিলেন। এই ২০১৮ ও ২০১৯ সালে তিনি কোম্পানির এমডি থাকাকালীন সময়ে বেতন-ভাতাবাবদ প্রতি মাসে গড়ে প্রায় ১০ লাখ টাকা করে নিয়েছেন।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের শেষের দিকে উনাকে কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত করে পরিচালনা বোর্ড। এপদে উনার বেতন প্রতি মাসে ৮ লাখ টাকা ধার্য করা হয়।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি এক বোর্ড সভায় তিনি কোম্পানির চেয়ারম্যান হোন। এর আগ পর্যন্ত তিনি ব্যবস্থাপনা পরিচালক বা এমডি পদেই ছিলেন। আব্দুর রাজ্জাক কোম্পানির চেয়ারম্যান হওয়ার পরে উনার স্ত্রী সুরিয়া আকতার রিনাকে কোম্পানিটির এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয়।

জেএমআই হসপিটাল রিকুইজিটি ম্যানুফেকচারিং লিমিটেড চেয়ারম্যান হিসাবে থাকলেও জেএমআই গ্রুপের অধিকাংশ কোম্পানির এমডির দায়িত্বে রয়েছেন তিনি। স্বামী-স্ত্রীসহ কোম্পানিটির পরিচালনা বোর্ড রয়েছেন মাত্র একজন পরিচালক। এই ছোট্ট একটি পরিচালনা বোর্ড দিয়ে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে বৃহৎ কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিটি ম্যানুফেকচারিং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১১০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৬৬ লাখ টাকার।

১৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বিএটিবিসি লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইয়াকিন পলিমারের ১৬ কোটি ৫৬ লাখ, সাইফ পাওয়ারটেকের ১৩ কোটি ৪২ লাখ, ওরিয়ন ফার্মার ১২ কোটি ৯০ লাখ, ড্রাগন সোয়েটার স্পিনিংয়ের ৮ কোটি ৯২ লাখ, ফরচুন সুজের ৮ কোটি ২০ লাখ, ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ১৬ লাখ ও ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেডের ৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে লেনদেন ৬’শ কোটি টাকার ঘরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমে ৬’শ কোটি টাকার ঘরে অবস্থান করছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৬৯৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৭০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫৬ কোটি ৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৯৮ কোটি ৯১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৮৮টির, আর দর অপরিবর্তিত আছে ৩৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএটিবিসি, ইয়াকিন পলিমার, সাইফ পাওয়ারটেক, ওরিয়ন ফার্মা, ড্রাগন সোয়েটার স্পিনিং, ফরচুন সুজ, ব্র্যাক ব্যাংক ও ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২০.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫৯৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২১৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৮১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২৯ কোটি ১৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. বিএটিবিসি
  4. ইয়াকিন পলিমার
  5. সাইফ পাওয়ারটেক
  6. ওরিয়ন ফার্মা
  7. ড্রাগন সোয়েটার স্পিনিং
  8. ফরচুন সুজ
  9. ব্র্যাক ব্যাংক
  10. ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেড।

সাইফ পাওয়ারটেকের ২০২১ সালের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন শিল্প খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ২’ নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্ত আর চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংক ঋণের তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি