ঈদকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স

dolerস্টকমার্কেটবিডি ডেস্ক :

কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীদের রেমিটেন্স পাঠানো বেড়েছে।

বাংলাদেশ ব্যাংক রোববার রেমিটেন্স সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি অগাস্ট মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত মোট ৯৩ কোটি ৪৩ লাখ ডলার রেমিটেন্স দেশে এসেছে।

এর মধ্যে এক সপ্তাহেই (১১-১৭ অগাস্ট) এসেছে প্রায় ৪৩ কোটি ৪০ লাখ ডলার।

গত অর্থবছরের ধারাবাহিকতায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ‘সুখবর’ নিয়ে শুরু হয় নতুন অর্থবছর।

২০১৮-১৯ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৩১ কোটি ৭০ লাখ (১.৩১ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এই অংক গত বছরের একই মাসের চেয়ে ১৮ শতাংশ বেশি। গত অর্থবছরের জুলাই মাসে ১১১ কোটি ৫৫ লাখ ডলার রেমিটেন্স এসেছিল।

ঈদের আগে পরিবার-পরিজনের কাছে বেশি টাকা পাঠানোয় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে মনে করছেন অর্থনীতির গবেষক এবং ব্যাংকাররা।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

জাতিসংঘ ডেভেলপমেন্ট কমিটির সদস্য হলেন ড. দেবপ্রিয়

Devobroস্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্টের (সিডিপি) সদস্য হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তাকে তিন বছরের জন্য এ পদে নিযুক্ত করা হয়েছে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সাম্প্রতিক অধিবেশনে এ সিদ্ধান্ত নেয়া হয়। রবিবার সিপিডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ড. দেবপ্রিয় বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) একজন সম্মানীয় ফেলো। বর্তমানে তিনি দুটি আন্তর্জাতিক নেটওয়ার্ক এলডিসি ফোর মনিটর এবং সাউদার্ন ভয়েস অন এসডিজির সভাপতি।

১৯৬৫ সালে জাতিসংঘের অধীনে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সিডিপি প্রতিষ্ঠিত হয়। স্বল্পোন্নত দেশগুলোর অনুকূলে উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত নীতি-পরামর্শ দিয়ে থাকে সংস্থাটি।

তিন বছর পরপর সিডিপি স্বল্পোন্নত দেশের তালিকা পর্যালোচনা করে থাকে এবং এই তালিকায় নতুন অন্তর্ভুক্তি এবং তালিকা থেকে বের হওয়ার যোগ্যতাসম্পন্ন দেশ চিহ্নিত করে। এছাড়া সংস্থাটি ২০২৪ সালে বাংলাদেশের উন্নয়নশীল দেশ থেকে উত্তরণের সামগ্রিক অগ্রগতিও পর্যালোচনা করবে।

ড. দেবপ্রিয় জাতিসংঘসহ জেনেভা ও ভিয়েনায় অবস্থিত বিশ্ব বাণিজ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি জেনেভায় জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর সমন্বয়ক ছিলেন।

তিনি আঙ্কটাড মহাসচিবের স্বল্পোন্নত দেশবিষয়ক বিশেষ উপদেষ্টা ছিলেন এবং ২০১১ সালে অনুষ্ঠিত জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর চতুর্থ সম্মেলন প্রস্তুতিতে অবদান রেখেছেন। এছাড়া আঙ্কটাড গভর্নিং বোর্ডের সভাপতি ছিলেন ড. দেবপ্রিয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় দুর্নীতির কেন্দ্র : আনু মুহাম্মদ

1910305a1ef16ab053e30caba1ba2e18-5b82845bd8e7bস্টকমার্কেটবিডি ডেস্ক :

সৌর, বায়ুশক্তি ও গ্যাস সম্পদ ব্যবহার করে রামপাল, রূপপুর ও ফুলবাড়ীতে কোনও কিছু ধ্বংস না করেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

তিনি বলেন, ‘এশিয়া এনার্জি’র শেয়ার মার্কেটের কমিশন খেয়ে অনেক মন্ত্রী-আমলা উন্মুক্ত খনির পক্ষে প্রচারণা চালাচ্ছেন। অথচ বিভিন্ন কমিটি উন্মুক্ত খনির বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় দুর্নীতির কেন্দ্র হয়ে দাঁড়ানোয় এখনও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনির চক্রান্ত অব্যাহত রয়েছে।’

রবিবার (২৬ আগস্ট) সকালে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনু মুহাম্মদ বলেন, ‘মন্ত্রণালয়ের দায়মুক্তি আইন প্রত্যাহার করতে হবে, যেন অপরাধীরা পার পেয়ে না যায়। জাতীয় কমিটির তদন্ত অনুযায়ী এই ঘটনার সঙ্গে মন্ত্রী-উপদেষ্টারা জড়িত। সরকারের কাছে দাবি করা হয়েছে, জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। এই ঘটনা ধামাচাপা দেওয়া হলে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গণআদালতের মাধ্যমে জনগণের কাছে হাজির করবে জাতীয় কমিটি।’

এর আগে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ও কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ফুলবাড়ীবাসী। এ সময় তাদের বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২০০৬ সালের নিহতদের শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, খনিজ সম্পদ লুটেরাদের গ্রেফতারসহ ফুলবাড়ীবাসীর ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হবে। এই ৬ দফা দাবি আদায় না হলে ১২ অক্টোবর ফুলবাড়ীতে সম্মেলন করে হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য শাহিন রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনসার আলী দুলাল, জাতীয় কমিটির সংগঠক এসএমএ খালেক, বাসদের রফিকুল ইসলাম, হবিবর রহমান, আমিনুল ইসলাম বাবলু প্রমুখ। সূত্র : বাংলা ট্রিবিউন

স্টকমার্কেটবিডি.কম /বি/জেড

১ লাখ টন কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার : নসরুল হামিদ

nasrulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জরুরি প্রয়োজন মেটাতে এক লাখ টন কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কোন দেশ থেকে কয়লা আমদানি করা হচ্ছে, তা এখনও ঠিক হয়নি। রবিবার (২৬ আগষ্ট) সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এক লাখ টন কয়লা আমদানির টেন্ডার হয়ে গেছে। তিনি বলেন, এ বছরের সেপ্টেম্বর নাগাদ দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। তবে পুরোপুরি চালু হতে অক্টোবর লেগে যাবে। প্রতিমন্ত্রী আরো বলেন, জনগণের ওপর যেন কোন চাপ না পড়ে সেদিকে নজর রেখেই আমরা প্রস্তাব দিয়েছি।

স্টকমার্কেটবিডি.কম /বি/জেড

কাঁচা চামড়া রফতানি করা হলে চামড়া শিল্প ধ্বংস হবে: বাণিজ্যমন্ত্রী

tofailস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, চামড়া শিল্প রক্ষার কথা বিবেচনা করে কাঁচা চামড়া রফতানির কোনো পরিকল্পনা সরকারের নেই। রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, কাঁচা চামড়া রফতানি করা হলে দেশের চামড়া শিল্প ধ্বংস হয়ে যাবে। তিনি আরও বলেন, চামড়া বাংলাদেশের পাঁচটি রফতানি খাতের মধ্যে অন্যতম। গত বছর চামড়াকে ‘প্রডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছিল। সম্ভাবনাময় এই খাত যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার সতর্ক।

এছাড়া সংকট থাকবে না আশা প্রকাশ করে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা চামড়া কিনবেন। একইসঙ্গে সাভারে ট্যানারি কারখানাগুলোতে যে সমস্যা আছে সেগুলোরও সমাধান করা হবে। অপরদিকে যেহেতু ব্যাংক খুলেছে, কাজেই ব্যাংকের লেনদেনও ঠিকভাবে হবে। কাজেই চামড়া নিয়ে এই সংকট থাকবে না।

স্টকমার্কেটবিডি.কম /বি/জেড

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন টিআইবি

labourস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টিআইবি আগামী ১ সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের অভিবাসী কর্মী নিয়োগ বন্ধের ঘোষণায় আশঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে এটিকে সুযোগ হিসেবে গ্রহণ করে শ্রমবাজার খাতকে সংশ্লিষ্ট সিন্ডিকেটের প্রভাবমুক্ত করে প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

‘একটি সংঘবদ্ধ চক্রের অনৈতিক ব্যবসা পরিচালনার কারণে মালয়েশিয়া সরকার বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে’—গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের সূত্র ধরে রবিবার (২৬ আগষ্ট) এক বিবৃতিতে এই আহ্বান জানায় সংস্থাটি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী কর্মী নিয়োগ বন্ধের সিদ্ধান্তের সংবাদে তাঁরা গভীরভাবে উদ্বিগ্ন। জনশক্তি রপ্তানিতে একচেটিয়া ও সিন্ডিকেটভিত্তিক অনৈতিক ব্যবসা বন্ধে মালয়েশিয়া সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে দেখার জন্য সরকারের কাছে তাঁরা আহ্বান জানান। এর কারণ হিসেবে ইফতেখারুজ্জামান বলেন, এতে মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতিবাচক ও অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে পুনরায় অভিবাসী কর্মী প্রেরণের সুষম সুযোগ তৈরির পথ সুগম হয়েছে। তবে এটাও পরিষ্কার যে এই সুযোগ গ্রহণের পূর্বশর্ত হচ্ছে পুরো খাতকে সিন্ডিকেটের প্রভাবমুক্ত করা এবং যারা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের জবাবদিহি নিশ্চিত করা।

‘আমরা ব্যবসাটিকে বাংলাদেশের সব এজেন্টের জন্য খুলে দিতে চাই’—গণমাধ্যমে প্রকাশিত মালয়েশীয় প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সূত্র ধরে ইফতেখারুজ্জামান বলেন, ‘যে প্রেক্ষাপটে মালয়েশিয়া সরকার বাংলাদেশের অভিবাসী কর্মী নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শ্রম অভিবাসন-প্রক্রিয়ায় সুশাসন নিশ্চিত করার টিআইবির দাবির সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ। মালয়েশিয়ার সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে টিআইবির আশঙ্কাই সত্য প্রতীয়মান হলো। ২০১৭ সালের মার্চ মাসে প্রকাশিত টিআইবির একটি গবেষণায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।’ এর পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে মালয়েশিয়াসহ অন্যান্য দেশে অভিবাসী কর্মী প্রেরণে একচেটিয়া ব্যবসার মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জন ও গ্রাহকদের শোষণপ্রক্রিয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে সরকারকে একটি পলিসি ব্রিফ প্রদান করে টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, মালয়েশিয়া সরকারের সঙ্গে কার্যকর আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট স্বল্পতম সময়সীমার মধ্যে অভিবাসী কর্মী নিয়োগপ্রক্রিয়াকে সম্পূর্ণ সিন্ডিকেটমুক্ত করে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পদ্ধতিতে এবং স্বচ্ছতার ভিত্তিতে যৌক্তিক ও গ্রহণযোগ্য ব্যয় নির্ধারণ করে পুনরায় শ্রমিক প্রেরণের উদ্যোগ গ্রহণ করতে বাংলাদেশকেই উদ্যোগ নিতে হবে। না হলে বিশাল এই শ্রমবাজার স্থায়ীভাবে বন্ধের ঝুঁকি সৃষ্টি হবে, যা ক্রমবর্ধিঞ্চু বেকারত্ব বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতির জন্য সীমাহীন গুরুত্বপূর্ণ রেমিট্যান্স অর্জন বাধাগ্রস্ত করবে।

ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি উদ্বিগ্ন বিশেষ করে এ কারণে, যে সিন্ডিকেটের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে, তার কর্ণধারেরা ধরাছোঁয়ার বাইরে থাকতে পেরেছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে এখন সুযোগ এসেছে অভিবাসন খাতকে সিন্ডিকেট ও যোগসাজশের দুর্নীতির গ্রাস থেকে মুক্ত করার। তাই রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছা প্রমাণের এখনই সুযোগ বলে মনে করে টিআইবি।

স্টকমার্কেটবিডি.কম /বি/জেড

ফনিক্স ফাইন্যান্সের ১০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা

phonixfin.jpস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফনিক্স ফাইন্যান্স লিমিটেডের একজন উদ্যোক্তা ১০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোবারক আলী নামে এই উদ্দ্যোক্তা পরিচালক ১০ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। তার হাতে মোট ৪০,৮০,১৪৮টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

রূপালী লাইফের বাৎসরিক বোর্ড সভা ৩ সেপ্টেম্বর

rupaliস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩ সেপ্টেম্বর আহ্বান করা হয়েছে। নবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টা ৩০ মিনিটে রাজধানী কারওয়ানবাজারে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৯/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৭ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিমাটি শেয়ারহোল্ডাদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

ডিএসই সূত্র জানা যায়, সর্বশেষ ২০১৬ সমাপ্ত বছরে বিমাটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. এ্যাক্টিভ ফাইন
  2. লংকা বাংলা ফাইন্যান্স
  3. বিবিএস ক্যাবলস
  4. ইউনাইটেড পাওয়ার
  5. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  6. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  7. আইএলএফএসএল
  8. সিটি ব্যাংক
  9. কেডিএস এক্সেসরিজ
  10. ইফাদ অটোস লিমিটেড।

ডিএসইতে ৪২০ ও সিএসইতে ২০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদের ছুটির পরে প্রথম কার্যদিবসে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪২০ কোটি টাকার উপরে। তবে এদিন সেখানে সবগুলো সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক গত দিনের তুলনায় বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪২০ কোটি ২৪ লাখ টাকা। গত সোমবার ডিএসইতে লেনদেন হয় ৪৪৫ কোটি ৩২ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৩.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৬১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৭টির। আর দর অপরিবর্তিত আছে ২৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – এ্যাক্টিভ ফাইন, লংকা বাংলা ফাইন্যান্স, বিবিএস ক্যাবলস, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, আইএলএফএসএল, সিটি ব্যাংক, কেডিএস এক্সেসরিজ ও ইফাদ অটোস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৯.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪২২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৬৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন লেনদেন হয়েছে ২০ কোটি ৯৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও বিডি ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড