গ্রিনলাইন পরিবহনের উপর হাইকোর্টের ক্ষোভ প্রকাশ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আদালতের আদেশ সত্ত্বেও বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণের টাকার কিছু অংশ পরিশোধ না করায় গ্রিনলাইন কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করায় বুধবার (২২ মে) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ ক্ষোভ প্রকাশ করেন।

আদালতে গ্রিনলাইনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. ওজিউল্লাহ। পা হারানো রাসেল সরকারের পক্ষে ছিলেন আইনজীবী শামসুল হক রেজা।

শুনানির শুরুতে আইনজীবী মো. ওজিউল্লাহ আদালতকে বলেন, ‘আদালতের সর্বশেষ আদেশের পর গ্রিনলাইন কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেনি। তাদের আইনজীবী হিসেবে আমার নাম প্রত্যাহার করতে চাই।’

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক ৩ থেকে ২৫ শতাংশ নির্ধারণ

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক-কর বৃদ্ধি করা হয়েছে। নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। আর চাল আমদানি পর্যায়ে ৫ শতাংশ অগ্রিম করও আরোপ করা হয়েছে। তবে আমদানি শুল্ক ২৫ শতাংশ বহাল রাখা হয়েছে।

আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন শুল্ক-কর আরোপের ফলে চাল আমদানির মোট কর ভার হলো ৫৫ শতাংশ। এই বাড়তি শুল্ক-কর আজ থেকেই তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

এ দিকে এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, চলতি ২০১৮-১৯ অর্থবছরের দশ মাসে প্রায় ৩ লাখ ৩ হাজার টন চাল আমদানি করা হয়েছে। এতে দেশীয় কৃষকেরা উৎপাদন খরচের কম মূল্যে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে প্রান্তিক কৃষকেরা আর্থিকভাবে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কৃষকদের এই ক্ষতি থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী চাল আমদানি পর্যায়ে শুল্ক-কর বৃদ্ধি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

ব্লক মার্কেটে লেনদেন সাড়ে ৫ কোটি টাকার

block-mস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বুধবার (২২ মে) ব্লক মার্কেটে ৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৭ লাখ ৮২ হাজার ৩৯০টি শেয়ার ১৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকার ডরিন পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৩৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের।

এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১০ লাখ ৮ হাজার টাকার, এস্কয়্যার নিট কম্পোজিটের ৩৪ লাখ ৯৫ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৩৪ লাখ ৪ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৫ লাখ ৬২ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২৯ লাখ ২৫ হাজার টাকার এবং ন্যাশনাল পলিমারের ৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

‘গোপনে শেয়ার বিক্রি করলে উদ্যোক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

DSE-CSE-DBA-BMBA-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিয়ম অনুসারে ঘোষণা না দিয়ে তালিকাভুক্ত কোম্পানির যেসব উদ্যোক্তা শেয়ার বিক্রি করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই ধরনের উদ্যোক্তাদের চিহ্নিত করে তালিকা বানাবে। ব্যবস্থা নেওয়ার জন্য সেই তালিকা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হবে।

আজ বুধবার ডিএসইতে অনুষ্ঠিত স্টেকহোল্ডারদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে জানানো হয়, যারা ইতেমধ্যে না জানিয়ে এবং রাজস্ব ফাকি দিয়ে শেয়ার বিক্রি করেছেন তাদের তালিকা করা হচ্ছে এবং যারা এ কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যাখা ও আইনি করণীয় নিয়ে বিএসইসির কাছে আবেদন জানানো হবে। আর যারা রাজস্ব ফাকি দিয়েছেন, সেই রাজস্ব কিভাবে আদায় করা যায় সেই ব্যাপারেও বিএসইসির কাছে আবেদন করা হবে। বিভিন্ন উদ্যোক্তাদের শেয়ার বিক্রি করে চলে যাওয়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। উদ্যোক্তাদের শেয়ার বিক্রি করতে হলে অবশ্যই স্টক এক্সচেঞ্জকে জানাতে হয় এবং কর পরিশোধ করতে হয়, কিন্তু বেশ কিছু সময় ধরে লক্ষ্য করা যাচ্ছে কিছু উদ্যোক্তা স্টক এক্সচেঞ্জকে না জানিয়ে এবং সরকারের রাজস্ব ফাকি দিয়ে শেয়ার বিক্রি করছে। তাই এ বিষয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইন করেছেন যে সিডিবিএলে উদ্যোক্তা শেয়ার মার্ক করা থাকবে এবং তাদের বিক্রি করতে হলে স্টক এক্সচেঞ্জকে জানাতে হবে। এবং উদ্যোক্তারা কারণ উল্লেখ করে জানানোর পরে স্টক এক্সচেঞ্জ লক খুলে দিলেই তারা শেয়ার বিক্রি করতে পারব। আর এই লক খুলে দেয়ার সিস্টেম স্টক এক্সচেঞ্জ এর কাছে থাকবে। ফলে তারা না জানিয়ে এবং রাজস্ব ফাকি দিয়ে আর শেয়ার বিক্রি করতে পারবেন না।

আরও জানানো হয়, বর্তমানে অনেকগুলো কোম্পানি লক্ষ্য করলে দেখা যায় যাদের বোর্ডে ৩০ শতাংশ শেয়ার এবং অনেক পরিচালকদের ব্যক্তিগতভাবে ২ শতাংশ শেয়ার নেই, কিন্তু তারা বোর্ডে দায়িত্ব পালন করছেন। আইনের সংস্কার করা হলেও তা যথাযথভাবে পালন করা হচ্ছে না। তাই আইনের সংস্কার যাথাযথভাবে পালন এবং এই বিয়য়ে আর কঠিন কিছু সিদ্ধান্ত নিয়ে তারা বাংলাদেশ ব্যাংকের কাছেও আবেদন করবেন বলে জানান।

এবং ১০ শতাংশের বেশি শেয়ার ক্রয়ের ক্ষেত্রে যে আইনি বাধ্যগতা আছে তা সংশোধনের জন্যও তারা বিএসইসির কাছে যাবেন। কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শেয়ার সংখ্যা বাড়াতে গেলে বর্তমানে যে সীমা দেয়া আছে তা থেকে বাড়ানোর জন্য বিএসইসির কাছে দাবি জানানো হবে। এর ফলে যেসব কোম্পানিতে মালিক পক্ষ কম শেয়ার ধারণ করছেন বা যাদের শেয়ার নেই, কিন্তু তারা কোম্পানি পরিচালনা করছেন, কোম্পানি ভালো কিছু করছে না এবং তারা স্টক এক্সচেঞ্জকেও কোনো তথ্য দিচ্ছেন না। সেক্ষেত্রে যদি নতুন কোনো পরিচালক আসার সুযোগ থাকে এবং ১০ শতাংশ শেয়ার বেশি নিয়ে পরিচালক বোর্ডে আসতে চায়, সেই সুযোগ থাকে তাহলে মালিক পক্ষ চ্যালেঞ্জে এর মুখে পরবে। তাদের মালিকানা রাখার ব্যাপারে চিন্তা করবে, সেই বিষয়েও কিছু সংস্কার করা হবে।

তারা জানান, ২০১০ সালের পর থেকে ব্রোকার হাউজের শাখা খোলার বিষয়ে যে আইন আছে তা বুথ খোলার ব্যাপারে এতোটা কঠিন না। যেখানে বুথ খোলার বিষয়ে যে ২ কিলোমিটার সীমা দেয়া আছে সেটা বাড়িনোর জন্য বিএসইসির কাছে আবেদন করা হবে। বাজারের লেনদেন বাড়াতে হলে বুথের পরিমাণও বাড়াতে হবে, অনেক ব্যাংক আছে যাদের শাখার পরিমাণ কম কিন্তু তাদেরকে বুথ খোলার সীমা বাড়িয়ে দিলে লেনদেনের পরিমাণ বাড়বে।

ভবিষ্যৎতে চারটি সংঘঠন শেয়ারবাজার উন্নয়নের আরো অনেক বিষয় নিয়ে একত্রেভাবে কাজ করবে বলে জানান।

বৈঠকে ডিএসই ছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এর নেতৃবৃন্দ অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

১০০০ টাকার নতুন নোট বাজারে আসবে ২৩ মে

new takaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন নিরাপত্তা সুতা যুক্ত ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলন শুরু হবে আগামী ২৩ মে।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নোট ইস্যু করা হবে।

উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা এবং নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে নতুন নিরাপত্তা সুতা (ক্রোকোডাইল পেটার্ণ রোলিং স্টার থ্রেড) সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইন এবং গভর্নর ফজলে কবির এর স্বাক্ষরিত ১৬০ মিমি ী ৭০ মিমি পরিমাপের ১০০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।

এই নোটের নতুন নিরাপত্তা সুতাটি ইতিপূর্বে প্রচলনে থাকা নোটের নিরাপত্তা সুতা অপেক্ষা উন্নততর এবং এর কারিগরি প্রযুক্তিও নতুন যা জাল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

  1. ফরচুন সুজ
  2. ব্র্যাক ব্যাংক
  3. জেএমআই সিরিঞ্জ
  4. ইউনাইটেড পাওয়ার
  5. ইষ্টার্ণ ক্যাবলস
  6. এসকে ট্রিমস
  7. স্কয়ার ফার্মা
  8. মুন্নু সিরামিকস
  9. রানার অটোস
  10. পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড।

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন বাড়েনি

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকের উত্থান হযেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৯০ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৩৫১ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫০পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৯৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৩০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯২টির। আর দর অপরিবর্তিত আছে ৫৯টির দর।

দিন শেষে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ফরচুন সুজ, ব্র্যাক ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, ইউনাইটেড পাওয়ার, ইষ্টার্ণ ক্যাবলস, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিকস, রানার অটোস ও পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল রবিবার সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৩৪ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল ফরচুন সুজ ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

‘২৫ রমজানের আগেই বেতন-বোনাস পরিশোধ করতে হবে’

garmetnsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২৫ রমজানের আগেই তৈরি পোশাক শ্রমিক এবং গণমাধ্যম কর্মীদের বেতন ও বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে ভারপ্রাপ্ত জাপা চেয়ারম্যান বলেন, তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের শ্রম ও ঘামে দেশের অর্থনীতির ভীত শক্তিশালী হয়।

কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, তারাই সব চেয়ে অবহেলিত জীবন যাপন করছেন।

অপরদিকে গণমাধ্যম কর্মীরাও নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারেন না। অনেকগুলো গণমাধ্যমে কর্মরতদের বেতন কয়েক মাস পর্যন্ত বকেয়া হয়ে আছে।

আমরা আশা করছি, তৈরি পোশাক শিল্প ও বেসরকারী গণমাধ্যমের মালিকরা ২৫ রমজানের আগেই তাদের কর্মীদের সমুদয় বকেয়া বেতন ও বোনাস পরিশোধ করবেন। যাতে সবাই একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

electicic-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় ১২ হাজার ৫৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় গত ৭ মে। ওইদিন ১২ হাজার ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

পিডিবির জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল হাসান চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জন্য সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে এবং একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্র চালু রাখতে হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি।

স্টকমার্কেটবিডি.কম/জেড

প্রিমিয়ার লিজিংয়ের বাৎসরিক বোর্ড সভা ২৯ মে

primiur-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং এন্ড ইনভেষ্টমেণ্ট কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৯ মে আহবান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টা রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি