সানলাইফ ইন্স্যুরেন্সের নো ডিভিডেন্ট ঘোষণা

sunlife-smbdস্টকমার্কেট ডেস্ক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ট ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।

এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় রাওয়া কনভেনশন হল, মহাখালীতে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ২০১৪ সালে এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ৬ শতাংশ বোনাশ শেয়ার দেয়।

স্টকমার্কেট বিডি/শুভ/জিএম.

নতুন বিনিয়োগকারীদের জন্য ১০টি স্মার্ট পরামর্শ

expertadviস্টকমার্কেট ডেস্ক :

আপনি নতুন কোন ব্যবসা শুরু করতে চাচ্ছেন। শুরুটা হবে আপনার জন্য অনেক কঠিন এবং অনেক পরিশ্রমের ব্যাপার। কিন্তু আপনি যদি সঠিক পরিকল্পনা এবং সঠিকভাবে আপনার পরিশ্রম কে কাজে লাগাতে পারেন তাহলে আপনি ব্যাবসার সাফল্য দেখবেন। যখন আপনি নতুন ছোট একটি স্থিতিশীল ব্যবসা প্রতিষ্ঠা করে ফেলবেন তখন এর পরবর্তী ধাপে আপনাকে আপনার কোম্পানীর চালিয়ে নেওয়ার জন্য পদ্ধতির খুঁজে বের করতে হবে। যদিও এটা খুব দ্রুত বৃদ্ধি পাওয়াটা  গুরুত্বপূর্ণ না। একটি ছোট ব্যবসার মালিক হিসাবে বাজারে আপনার ব্যবসাকে প্রসারিত করার জন্য প্রাথমিক এবং ছোট কিছু স্মার্ট উপায় শেয়ার করব। আশা করছি নতুন ব্যবসায় আপনাকে অনেক সাহায্য করবে। সূত্র : জেনিসিস ব্লগ।

১.শুরু করুন নতুন কিছু দিয়ে :

একটি প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানে একটি নতুন পণ্য যোগ করা এবং একটি অলাভজনক ব্যবসা প্রতিষ্ঠানে নতুন পণ্য যোগ করার তুলনায় অনেক সহজ . এমন পণ্য এবং সেবা যোগ করুন যা আপনার বিদ্যমান সেবার পরিপূরক।  উদাহরণস্বরূপ, কোন ভিডিও অথবা অডিও স্টুডিও ,আপনার ভিডিও এডিটিং ক্লাস সংশ্লিষ্ট কাজে আরো অর্থ উপার্জন করার জন্য একটি দুর্দান্ত উপায় হতে পারে।

২. উদ্দেশ্যমূলক বাজার প্রসার শুরু করুন:

চিন্তা করুন, আপনার ছোট ব্যবসা  থেকে কোন নতুন বাজার উপকৃত হবে।উদাহরণ স্বরূপ, আবাসিক এলাকা পরিষ্কারকারীরা যদি ব্যবসায়ী থেকে ব্যবসায়ী (বিটুবি) এর বাজার দখল করতে চাই তাহলে আপনি তাদের মধ্যে একটি একটি গম্ভীর ভাব দেখতে পাবেন।

৩. সরকারি নিয়ম কানুন সঠিকভাবে পালন করা:

আপনি সরকারের সকল পদ্ধতিগুলো দেখে সেগুলো অনুসরণ করলেন এবং আপনি সরকারের নিয়ম মত সরকারি লাইসেন্স প্রাপ্ত হলেন অথবা সরকারি অনুমোদন নিয়ে নিবেন।

৪. সার্বজনীন হোন :

এখনকার সময়ে আপনার ব্যবসাকে সার্বজনীন করা বা সবার কাছে ব্যাবসা কে পৌছানো খুবই সহজ।,বিশেষ করে যদি আপনি একটি ফ্রিল্যান্স ব্যবসা চালানো বা কোন সার্ভিস এর অফার দেন। বিশ্ব বাজারের শাখাবিন্যাস এর মাধ্যমে আপনি নতুন সুযোগ নিয়ে আসতে পারেন এবং বাড়িতে বসেই অল্প সময়েই আপনি আপনার ব্যবসাকে দক্ষতার সাথে আগিয়ে নিয়ে যেতে পারেন।

৫.নিয়মিত সক্রীয় থাকুন সামাজিক গণমাধ্যমে :

আপনার একটি ব্যাবসা পরিচালনা করতে হলে আপনাকে নিয়মিত মানুষের সাথে কথা বলা অর্থাৎ যোগাযোগের যে ব্যাপার থাকে এজন্য আপনাকে নিয়মিত সামাজিক যোগাযোগ সাইটগুলোতে সক্রীয় থাকতে হবে। যেমন আপনি কোন সার্ভিস এর অফার  করলেন  বা আপনার  কোন পণ্যের জন্য মার্কেটিং করলেন এখন কোন গ্রাহক আপনাকে সার্ভিস এর জন্য বা পণ্য  কেনার জন্য নক দিল আপনাকে পেলনা । তখন সে আপনার সাড়ার জন্য অপেক্ষা করবে না । সেক্ষেত্রে আপনার ব্যবসা ছড়াবে না । এবং ব্যাবসাতে সফল হতে পারবেন না। এ জন্য নিয়মিত যোগাযোগ রক্ষা করুন।

৬. সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে  অংশীদারিত্ব করুনঃ

আপনি ক্ষুদ্র ব্যবসা নিয়ে শুরু করলেন এখন আপনার ব্যবসার সাথে সিমিলার কোন ব্যাবসা যদি আপনার পাশের কোন ব্যক্তি করে তাহেলে আপনি তাদের সাথে অংশিদারের ভিত্তিতে কাজ করতে পারেন। তাহলে  আপনার  কোন  গ্রাহক আপনার থেকে বাইরে কোন কাজ দিবে না। আপনি আপনার ব্যাবসার যদি একজন নিয়মিত গ্রাহক খুঁজে পান তাহলে আপনার ব্যবসা দ্রুত এগিয়ে যাবে।

৭.ব্যবসার জন্য উপযুক্ত জায়গা প্রস্তুত করুন:

আপনাকে ব্যবসার জন্য উপযুক্ত জায়গা নির্ধারন করতে হবে। আপনি কি ব্যবসা করতে যাচ্ছেন ওই ব্যাবসার জন্য আপনার আশে পাশের পরিবেশ পারফেক্ট কিনা। যেমন বসুন্ধরা সিটিতে ৮ম তলায় সব ফুড এর দোকান এখন এর মধ্যে কেউ যদি চশমার দোকান নিয়ে বসে চলবে না। এরকম আপনি আপনার ব্যাবসার জন্য উপযুক্ত জায়গা এবং উপযুক্ত পরিবেশ নির্ধারণ করুন। যাতে আপনার কাষ্টমার এবং আপনার কর্মকর্তা কর্মচারীরা কাজের জন্য উপযুক্ত পরিবেশ পায়। আপনি ইচ্ছে করলে এটার জন্য আপনার ব্যবসা রিলেটেড ব্যক্তিদের সাথে পরামর্শ করে নিতে পারেন।  খুব তাড়াতাড়ি অনেক বড় সিদ্ধান্ত  গ্রহণ করা আপনার ব্যবসাকে  ধ্বংস করতে বা বিপর্যয় ঘটাতে পারে।

৮. উন্মুক্ত মতামতের সুযোগ সৃষ্টি করুন:

আপনি আপনার ব্যবসা প্রসারিত করতে চান কিন্তু যদি  আপনার একাধিক জায়গাতে  পরিচালনা করার ক্ষমতা অভাব থাকে তাহলে আপনি ফ্যাঞ্চাইজিং
উপায়ে যেতে হতে পারে। আপনার ব্যাবসার ক্ষেত্রে সবাইকে উন্মুক্ত মতামতের সুযোগ দিতে হবে। সবাই যাতে আপনার কাছে আপনার ব্যবসার প্রচারে অথবা আপনার  ব্যবসার স্বার্থে যে কোন মতামত তুলে ধরতে পারে। তার জন্য উন্মুক্ত মতামত এর সুযোগ সৃষ্টি করুন।

৯. গ্রাহক সেবা উন্নত করুন:

আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা গ্রাহক সেবার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। আমরা গ্রাহক দের কে তাদের চাহিদা মত সমর্থন দিতে পারি না। আপনার ব্যবসা বৃদ্ধি করার সবচেয়ে সহজ উপায় হল আপনি যা করেন তাতে সবচেয়ে ভাল দিক গুলো বের করা। এবং আপনার কাজের উপর শতভাগ আত্মবিশ্বাস থাকা। আগামী বছরের জন্য উন্নত গ্রাহক সেবা লক্ষ্য নির্ধারণ করুন, এবং দেখুন আপনার লক্ষ্যে কি কি সমস্যা থাকতে পারে, এবং সেগুলো পর্যলোচনা করে তার থেকে উত্তরণের উপায় বের করুন। আমরা আপনাকে বাজি ধরে বলতে পারি আপনার পুরানো গ্রাহকরা আবারও ফিরে আসবে । একটা কথা বিশ্বাস করবেন  ক্রেতা খুশি করাই নতুন গ্রাহকদের আকৃষ্ট করার জন্য আপনার শ্রেষ্ঠ সম্পদ।

১০. কিছু পরামর্শঃ

অবশেষে, সফল ব্যবসায়ীরা বহুমুখীকরণের  দ্বারা খুঁজে পেতে পারেন সফল ব্যবসা চাবিকাঠি। আপনার অভিজ্ঞতা ও যোগ্যতার ব্যবহার করে অন্যান্য ছোট ব্যবসা মালিকদের শিক্ষা দিন এবং তাদের স্বপ্ন অর্জনে সাহায্য করুন।
নিজের আত্মবিশ্বাস নিয়ে ব্যবসা শুরু করুন। এবং আপনার ক্ষুদ্র ব্যবসার উপর আস্থা রাখুন । বড় স্বপ্ন দেখুন । স্বপ্ন নির্ধারণ করে দৌড়াতে থাকুন একদিন সফল হবেন ই ।

স্টকমার্কেট বিডি/শুভ/জিএম.