শুক্রবার বিশ্ব পর্যটন দিবস

tourismস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক ১৯৮০ সাল থেকে প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। এর লক্ষ্য হচ্ছে, বিশ্ববাসীকে পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পর্যটনের অবদান সম্পর্কে অবহিত করা।

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ মর্যাদার সাথে “বিশ্ব পর্যটন দিবস-২০১৯” পালিত হতে যাচ্ছে। এবারের বিশ্ব পর্যটন দিবস এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ভবিষ্যতের উন্নয়নে; কাজের সুযোগ পর্যটনে”।

মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী মাহবুব আলী। এসময় বিমান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

পর্যটন নিয়ে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষে এ বছর প্রথমবারের মতো সারা দেশের প্রতিটি জেলায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রতিটি জেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হবে।

এ বছর বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় তার অংশীজনদের সাথে একত্রিতভাবে সম্মিলিত প্রয়াসে বিশ্ব পর্যটন দিবসের উদযাপনকে আরো অর্থবহ করতে চাচ্ছে। পর্যটন দিবস উপলক্ষে এবছর পর্যটন বিচিত্রা এর আয়োজনে বৃহস্পতিবার বিভিন্ন দেশের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এশিয়ান ট্যুরিজম ফেয়ার এর উদ্বোধন করা হবে। যা ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

‘রাস্তার পাশে পড়ে থাকা নোটের টুকরোগুলো বাতিল হওয়া টাকা’

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বগুড়ার শাজাহানপুরে রাস্তার পাশে পড়ে থাকা টাকাগুলো অপ্রচলন যোগ্য নোটের পাঞ্চ টুকরো। পৌরসভার বজ্র্য হিসেবে এগুলো সেখানে ফেলে দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার বাতিলকৃত নোটের টুকরো এগুলো। এ ধরনের আরও বিপুল পরিমাণ টুকরো বজ্র্য হিসেবে ফেলা হবে বলে জানা গেছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সোমবার পৌরসভার ট্রাকে করে ওইসব নোটের টুকরোর বস্তা ফেলে যাওয়া হয়। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা বস্তা খুলে বিপুল পরিমাণ ছেঁড়া টাকার নোটের টুকরো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বেলা ১১টায় খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করেছে।

বগুড়া পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা রাফিউল আবেদীন জানান, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যুগ্ম ব্যবস্থাপক স্বাক্ষরিত পত্রে তাদের বাতিলকৃত, অপ্রচলনযোগ্য নোটের পাঞ্চ টুকরো পৌরসভার বজ্র্য হিসেবে ফেলে দেয়ার চিঠি দেয়া হয়। সেই চিঠি অনুযায়ী পৌরসভার ট্রাকে করে এক ট্রাক নোটের টুকরো ফেলে দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যুগ্ম-ব্যবস্থাপক শাজাহান জানান, ফেলে দেয়া টুকরোগুলো বাংলাদেশ ব্যাংক বগুড়ার শাখার বাতিলকৃত, অপ্রচলনযোগ্য নোটের পাঞ্চ করা টুকরো। এগুলো মেশিন দিয়ে কেটে ফেলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

পিপলস ইন্স্যুরেন্স ১ লাখ শেয়ার কিনবে

peoples-Insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের পিপলস  ইন্স্যুরেন্স লিমিটেডের এক উদ্দোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জাফর আহমেদ চৌধুরী  নামে বীমাটির এই উদ্যোক্তা ১ লাখ শেয়ার পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন।

এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

ন্যায্যমূল্যে পাট কিনতে কাজ করবে ১৫ টিম

JUTE MINIস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ও ন্যায্যমূল্যে পাট কেনা নিশ্চিত করতে ১৫টি টিম গঠন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গঠিত টিমগুলো বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) পাট কেনা মনিটরিং করবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিজেএমসির মিলগুলোতে পাট কেনা সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনয়ন, মানসম্মত পাট কেনা নিশ্চিতকরণে এ উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে অনিয়ম-ত্রুটি দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন জেলায় অবস্থিত বিজেএমসির পাটক্রয় কেন্দ্র তদারকি করাসহ পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম কাজ করবে।

জানানো হয়, এসব টিম পাট কেনাকালীন মৌসুমে প্রতি মাসে অন্তত একবার সরেজমিনে ক্রয়কেন্দ্র পরিদর্শন করবে। দৈনিক পাট কেনা সংক্রান্ত তথ্যাদি (পরিমাণ ,গ্রেড, দর, মিলে সরবরাহের পরিমাণ) সংগ্রহ ও মিনটরিং করবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

  1. ফরচুজ সুজ
  2. গ্রামীনফোন লিমিটেড
  3. বীকন ফার্মা
  4. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  5. ন্যশনাল টিউবস
  6. স্কয়ার ফার্মা
  7. মুন্নু স্টাফলার্স
  8. সামিট পাওয়ার
  9. ন্যাশনাল পলিমার
  10. ভিএফএস থ্রেডস লিমিটেড।

দিনশেষে কমেছে লেনদেন, সূচক ও শেয়ার দর

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকেরও বড় পতন হয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনের পরিমাণ ও  সূচক দুটিই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার  ডিএসইতে লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল সোমবার  ডিএসইতে লেনদেন হয় ৫১৭ কোটি ৩৪ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৫৮ পয়েন্টে। আর ডিএসই সূচক ১২.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৪৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৪টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – ফরচুজ সুজ, গ্রামীনফোন লিমিটেড, বীকন ফার্মা, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যশনাল টিউবস, স্কয়ার ফার্মা, মুন্নু স্টাফলার্স, সামিট পাওয়ার, ন্যাশনাল পলিমার ও ভিএফএস থ্রেডস লিমিটেড।

এদিকে মঙ্গলবার  দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪০ পয়েন্ট  কমে অবস্থান করছে ১৫ হাজার ৭৭ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৫৪টির এবং অপরিবত রয়েছে ১৫টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল সোমবার থেকে ২৯ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বোনদের শেয়ার দিবেন আল আরাফাহ ব্যাংক পরিচালক

al-arafaস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আল আরাফাহ ইসলামী ব্যাংক  লিমিটেডের একজন পরিচালক তার দুটি বোনকে শেয়ার হস্থান্তর করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার হস্থান্তর করবেন তারা। মঙ্গলবার  ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

আলহাজ আবু কাওসার নামে ব্যাংকের একজন পরিচালক তার দুই বোন কাজী সুলতানা দেলোয়ার ও কাজী নাসিমা আক্তারদের বিও হিসাব দিবেন।

তিনি উপহার স্বরুপ বোনদের মোট ১৬ লাখ ৬০ হাজার শেয়ার দিবেন।আবু কাওসারের নামে ব্যাংকটি মোট ১ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ২০৫টি শেয়ার রয়েছে।

তারা এই ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর শেষ হবে বলে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

টকমার্কেটবিডি.কম/এমএস

ফারইষ্ট লাইফের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

farest lifeস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক উদ্দোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জুহুরুল ইসলাম চৌধুরী  নামে বীমাটির এই উদ্যোক্তা ৭৫ হাজার শেয়ার পাবলিক মার্কেটে বিক্রয় করবেন। তার হাতে মোট ২ লাখ ৮ হাজার ৪৮০টি শেয়ার রয়েছে।

এই ঘোষণার ৩০ কার্য দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ সেপ্টেম্বর

padma lifeস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ সেপ্টেম্বর  বেলা ১২ টায় নিজেদের প্রধান কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৫ অর্থবছরের প্রথম, দ্বিতীয় প্রান্তিকের অ-নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড