জিপিএইচ ইস্পাতের বোর্ড সভা ২৯ ফেব্রুয়ারি

gphস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৯ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এ বোর্ড সভায় ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সিঙ্গার বাংলাদেশের বোর্ড সভার সময় পরিবর্তন

singerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত মাল্টি ন্যাশনাল কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভার সময় পরিবর্তন করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে ১ মার্চ বেলা ২ টা ৩৫ মিনিটে নিজস্ব কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। আগে এ সময় ছিল ২.৩০ মিনিট।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

বঙ্গজ পরিচালকদের ৪৩ হাজার শেয়ার বিক্রি

bangasস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বঙ্গজের উদ্যোক্তা পরিচালক মাহমুদা হক ও মাহফুজা হক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। এই দুই উদ্যোক্তা ৪৩ হাজার শেয়ার বেচবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

মাহমুদা হকের কাছে কোম্পানির মোট ৬৩ হাজার ১৩৬টি শেয়ার রয়েছে। আর মাহফুজা হকের কাছে রয়েছে ২৮ হাজার ৬৩৬ টি শেয়ার। এসব শেয়ারের মধ্যে থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিদ্যমান বাজার দরে বিক্রি করবেন।

মাহমুদা হক ২৩ হাজার ও মাহফুজা হক ২০ হাজার শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

  1. বিএসআরএম লি.
  2. লংকা বাংলা
  3. ইউসিবি
  4. লাফার্জ সুরমা সিমেন্ট
  5. ইফাদ অটোস
  6. স্কয়ার ফার্মা
  7. সিএমসি কামাল
  8. ইউনাইটেড পাওয়ার
  9. সিঙ্গার বিডি
  10. ওয়ান ব্যাংক।

ডিএসইতে কমলেও সিএসইতে লেনদেনের উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। টাকার অংকে আগের দিনের তুলনায় উভয় বাজারে কমেছে লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বুধবার টাকার লেনদেন উত্থান হয়েছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৭৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৫৭ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৬০টির আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। গতকাল মঙ্গলবার এ লেনদেন ছিল ৫৭১ কোটি ২৪ লাখ টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম লি., লংকা বাংলা, ইউসিবি, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, সিএমসি কামাল, ইউনাইটেড পাওয়ার, সিঙ্গার বিডি ও ওয়ান ব্যাংক।

এদিকে বুধবার দিনশেষে সিএসই সার্বিক সূচক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭১ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। এদিন টাকার অংকে লেনদেন হয়েছে ৫২ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল লেনদেন হয় ৩৯ কোটি ২৯ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ইষ্টার্ণ ব্যাংকের বোর্ড সভা স্থগিত

eblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির বোর্ড আজ ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তা স্থগিত করা হয়েছে।

ব্যাংকটি বোর্ড সভার নতুন তারিখ পরে জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ব্যাংক এশিয়ার বোর্ড সভার দিন পরিবর্তন

asia.smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির বোর্ড আগামীকাল ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেদিন বেলা ৩ টায় সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে আগামী ২৪ ফেব্রুয়ারি ব্যাংকটি বোর্ড সভার তারিখ নির্ধারণ করে। এই সভা সংক্রান্ত অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

৫ কোম্পানির পরিচালনা পর্ষদকে জরিমানা করলো বিএসইসি

bsecস্টকমার্কেট ডেস্ক :

আর্থিক প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্যদের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জরিমানা করা কোম্পানিগুলো হলো― কাশেম টেক্সটাইল মিলস, কাশেম সিল্ক মিলস, এক্সেলসিওর সু, বীচ হ্যাচারি ও হিল প্লানটেশন। তবে এ প্রতিষ্ঠানগুলোর স্বতন্ত্র পরিচালকদের জরিমানা গুনতে হবে না।

বিএসইসির ৫৬৭তম কমিশন সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিয়ন্ত্রক সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাশেম টেক্সটাইল মিলস কোম্পানি কর্তৃপক্ষ ২০১৩-১৪ অর্থবছরের ও ২০১৪-১৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে। যে কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ছাড়া) ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

কাশেম সিল্ক মিলস কোম্পানি কর্তৃপক্ষ ২০১৩-১৪ অর্থবছরের ও ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ২ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে। এ জন্য প্রতিষ্ঠাটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ছাড়া) ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এক্সেলসিওর সু কর্তৃপক্ষ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে। যে কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ছাড়া) ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বীচ হ্যাচারি কোম্পানি কর্তৃপক্ষ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের এবং ২০১৫ সালের প্রথম ২ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে। যে কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ছাড়া) ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

হিল প্লানটেশন কোম্পানি কর্তৃপক্ষ ২০১৩-১৪ অর্থবছরের ও ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ৩ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে। যে কারণে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ছাড়া) ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

সাউথইষ্ট ব্যাংকের বোর্ড সভা ২ মার্চ

southest-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আগামী ২ মার্চ বেলা সাড়ে ৩টায় এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বোর্ড সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এছাড়া বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ ও রেকর্ড ডেট ঘোষণা করা হতে পারে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের লভ্যাংশ

ucblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ব্যাংকটির বোর্ড সভায় এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

এ বছরে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের পরিমাণ এসেছে ২৫.৫৬ টাকা।

আগামী ৩১ মার্চ ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ