আইটি বিপর্যয়ে আন্তঃব্যাংক লেনদেন বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়ের কারণে আন্তঃব্যাংক লেনদেন বন্ধ রয়েছে। চেক লেনদেন, অনলাইন ট্রান্সফার (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) এবং সঞ্চয়পত্র বিক্রি বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ব্যাংকে গিয়ে সেবা না পেয়ে ফিরে যেতে সবাইকে।

সূত্র থেকে জানা  যায়,  বাংলাদেশ ব্যাংকের সার্ভারে সমস্যার কারণে আন্তঃব্যাংক লেনদেন সেবা বন্ধ রয়েছে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে। অনেক গ্রাহক অন্য ব্যাংকের চেক এনে রূপালী ব্যাংকে জমা দিয়েছেন। আমরা সেসব চেক এখনও নিষ্পত্তি (সেটেলমেন্ট) করতে পারিনি। এটা আমাদের ব্যাংকের কোনো সমস্যা নয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলো সার্ভারের মধ্যে কিছু পুরাতন সার্ভারও আছে। পুরাতন সার্ভারের লোড ক্যাপাসিটি ধারণ ক্ষমতার অতিরিক্ত হলে তখন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার সংযোজন করতে হয়, সেই কাজই চলছে। আশা করছি, খুব দ্রুত সমস্যার সমাধান হবে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজার থেকে অর্থ নিবে নিয়ালকো এলয়স

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের কোম্পানি নিয়ালকো এলয়স লিমিটেড ১০ টাকা দামে ৭৫ লাখ শেয়ার বিক্রি করে শেয়ারবাজার থেকে সাড়ে সাত কোটি টাকার মূলধন উত্তোলন করবে।

বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

শেয়ারবাজারে এমন শেয়ার লেনদেনে পৃথক এসএমই বোর্ড চালুর কথা রয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, শুধু যোগ্য বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এমন শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।

বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষুদ্র ও মাঝারি খাতকে দীর্ঘমেয়াদী অর্থায়নের সরকারি পরিকল্পনা বাস্তবায়নেই নিয়ালকো এলয়সকে টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোম্পানিটি এ অর্থ দিয়ে ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এমটিবি ক্যাপিটাল।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বিডি ফাইন্যান্স
  3. রবি আজিয়াটা
  4. লংকা বাংলা ফাইন্যান্স
  5. এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স
  6. লাফার্জ হোলসিম
  7. বেক্সিমকো ফার্মা
  8. ফেডারেল ইন্স্যুরেন্স
  9. কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স
  10. সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

লক ডাউনেও ইতিবাচক শেয়ারবাজার, স্বস্তিতে বিনিয়োগকারীরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
লক ডাউনের প্রথম দিনের লেনদেনে ইতিবাচক ধারা লক্ষ করা গেছে। বিনিয়োগকারীরা এক হতাশার মধ্যে থাকলেও লেনদেন ও সূচক বাড়ায় তাদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
বিনিয়োগকারীরা জনান, লক ডাউন শেয়ারবাজারে এত আতংক সৃষ্টি করে রেখেছিল।  সূচক বা লেনদেনের পতন আশংকায় ছিলেন তারা। তবে আজ দিনশেষে এই আতংক কাটিয়ে উঠোছে বিনিয়োগকারীরা।
বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৩১০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২০৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৯.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৪২ লাখ টাকা। গত মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫১১ কোটি ৯৩ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯০টির, আর দর অপরিবর্তিত আছে ৪৯টির।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বিডি ফাইন্যান্স, রবি আজিয়াটা, লংকা বাংলা ফাইন্যান্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম, বেক্সিমকো ফার্মা, ফেডারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৮৪.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৭৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৬৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৭ লাখ টাকা। গত মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডাচ বাংলা ব্যাংক ও রবি আজিয়াটা লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/রিমা

ইউনাইটেড ইন্স্যুরেন্সের এজিএমের ভেন্যু নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, আগামী ২৮ এপ্রিল সকাল ১১টায় অনলাইনে এজিএম সভা অনুষ্ঠিত হবে। এজিএমটি অনলাইনে এই লিংকে https://tinyurl.com/uiclagm2021 দেখতে পাবেন শেয়ারহোল্ডাররা।
কোম্পানিটির এই বার্ষিক সাধারণ সভার (এজিএম) অন্যান্য বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে।
স্টকমার্কেটবিডি. কম/রিমা

এনসিসি ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা পুনঃনির্ধারিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৬ এপ্রিল পুনঃনির্ধারিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, বোর্ড সভাটি গত ১২ এপ্রিল অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে বোর্ড সভাটি স্থগিত করা হয়েছিল। বোর্ড সভাটি পুনঃনির্ধারিত করা হয়েছে।
এছাড়া ২৬ এপ্রিল বেলা ৩টায় রাজধানীতে ব্যাংকটির নিজস্ব অফিসে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। এর আগের বছর ব্যাংকটি ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
স্টকমার্কেটবিডি.কম/রিমা

ই-কমার্সের পণ্য সরবরাহে বাধা নেই, সাত নির্দেশনা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ই-কমার্সের মাধ্যমে খাদ্য ও অন্যান্য সামগ্রী পরিবহন ও সরবরাহে উৎসাহিত করছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় এ জন্য সাত দফা নির্দেশনা দিয়েছে। তবে শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

কাল বুধবার সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলাচলের ওপর শর্তসাপেক্ষে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, তার ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেল মঙ্গলবার দেশের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দিয়েছে। চিঠি পাঠানো হয়েছে দেশের সব বিভাগীয় কমিশনার, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের উদ্দেশে।

নির্দেশনায় বলা হয়েছে, খাদ্য, কৃষিজপণ্যসহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক ও যানবাহন সার্বক্ষণিক চলাচল করতে পারবে। অনলাইন বা ই-কমার্সের মাধ্যমে কেনাকাটাকে উৎসাহিত করা হবে। পণ্য সরবরাহকারী (ডেলিভারিম্যান) দুপুর ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। পণ্য সরবরাহ নিশ্চিত করতে পণ্যাগার (ওয়্যারহাউস) খোলা রাখা যাবে।

এ ছাড়া ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোর রান্নাঘর দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে। অনলাইনে পার্সেলের মাধ্যমে খাবার সরবরাহ করতে পারবে প্রতিষ্ঠানগুলো। সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্তও রান্নাঘর খোলা রাখা যাবে। কখনোই রেস্তোরাঁয় বসে খাওয়াদাওয়া করা যাবে না। খাবার পৌঁছে দেওয়ার কাজ যাঁরা করবেন, তাঁরা কোনো অবস্থাতেই রেস্তোরাঁর রান্নাঘরে ঢুকতে পারবেন না। রান্নাঘরের বাইরে থেকে খাবার সংগ্রহ করে গ্রাহকের কাছে তা পৌঁছে দিতে হবে।

পণ্য সরবরাহকারী ও পণ্য পরিবহনে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনের জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র দেবে নিজ নিজ প্রতিষ্ঠান। সরবরাহকারী ব্যক্তি ও যানবাহনের জন্য ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) লোগো এবং ক্রমিক নম্বরসংবলিত পরিচয়পত্র ব্যবহার করা যেতে পারে। ইক্যাব সদস্যদের পরিচয়পত্রও দেবে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিত্যপণ্য উৎপাদন, আমদানি, পরিবহন ও বিপণনে সহযোগিতা করতে একটি নিয়ন্ত্রণ সেল গঠন করা হয়েছে। যেকোনো সমস্যা হলে সহযোগিতার জন্য ০১৭১২-১৬৮৯১৭, ০১৭৩৮-১৯৫১০৬ ও ০১৭৫৬-১৭৩৫৬০—এই তিনটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

স্ট্যান্ডার্ড ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, ৩১ ডিসেম্বর হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
স্টকমার্কেটবিডি.কম/রিমা

ইসলামী ইন্স্যুরেন্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান   ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর পল্টনে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গত বছর বিমাটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।
স্টকমার্কেটবিডি.কম/রিমা

সূচকের উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার বার বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ২৯২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ৭.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২০১৫ পয়েন্টে রয়েছ।
দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ২০৮ কোটি ১৫ লাখ টাকার।
এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের দর।
এদিকে লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৯৪.৫৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করে।
এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১১৭টি শেয়ারের মধ্যে ৭৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ২৭টি কোম্পানির দর, আর ১৩টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/রিমা