পূবালী ব্যাংকের নগদ লভ্যাংশ বিওতে জমা

pubali bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৭ মে এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে পূবালী ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে । কোম্পানির রেকর্ড ডেট ছিল গত ৫ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

মার্জিনধারীদের তথ্য চায় প্রভাতী ইন্স্যুরেন্স

provati-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছে।

ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চায় বিমাটি।

আগামী ৩ জুলাইয়ের মধ্যে এই তালিকা কোম্পানির নিকট পাঠাতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসআই

সিটি ব্যাংকের ঋণমান ‘এএ২’

citi-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (ক্রাব)। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, ব্যাংকটির দীর্ঘ মেয়াদি ঋণমান এসেছে ‘এএ২’। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসেছে এসটি-২।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রাব।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. ইভেন্স টেক্সটাইল
  2. ইউনাইটেড পাওয়ার
  3. ইফাদ অটোস
  4. লাংকাবাংলা ফাইন্যান্স
  5. প্যারামাউন্ট টেক্সটাইল
  6. আমরা টেকনোলজিস
  7. অগ্নি সিস্টেমস
  8. বিএসসি
  9. বেক্সিমকো লিমিটেড
  10. মোজাফ্ফর স্পিনিং।

ডিএসইতে ৩৬৩ ও সিএসইতে ২০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দিনের লেনদেন হয়েছে ৩৬৩ কোটি টাকা । আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২০ কোটি টাকার শেয়ার। এদিন দুই শেয়ারবাজারেই সূচকের পতন প্রবণতা ছিল। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, রবিবার দিনের শেষে ডিএসইতে ৩৬৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এই লেনদেন ৫২৩ কোটি ৯১ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৪০.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৬.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২১১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে রয়েছে – ইভেন্স টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, লাংকাবাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আমরা টেকনোলজিস, অগ্নি সিস্টেমস, বিএসসি, বেক্সিমকো লিমিটেড ও মোজাফ্ফর স্পিনিং।

এদিকে রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত বৃহস্পতিবার এই লেনদেন ৩২ কোটি ৯০ লাখ টাকা হয়। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৪৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জাহিন স্পিনিং ও বিএসসি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া

নূরানী ডায়িংয়ের আইপিও শেয়ার বিওতে জমা

nuraniনিজস্ব প্রতিবেদক :

নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারিতে পাওয়া শেয়ার বরাদ্দকৃতদের বিওতে জমা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র টি জানায়, গত ২৫ মে কোম্পানিটির আইপিও শেয়ার বরাদ্দকৃতদের বিওতে জমা দিয়েছে সিডিবিএল।

গত ২ মে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠান হয়।

এই ড্র অনুষ্ঠানে কোম্পানির ইস্যুম্যানেজারসহ এমডি-চেয়ারম্যানসহ পরিচালনা বোর্ডের সকল কর্মকর্তা ছাড়াও বিএসইসি, ডিএসই, সিএসই, সিডিবিএলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোম্পানিটির আইপিও আবেদন জমা পড়ে প্রায় ১২০০ কোটি টাকার। অন্যদিকে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৪৩ কোটি টাকা তুলবে। এহিসাবে আবেদন জমা পড়ে মোট চাহিদার ২৭.৯০ গুণ। নিয়মানুযায়ী আবেদনকৃতদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সাবসিডিয়ারি প্রতিষ্ঠান করবে সিটি ব্যাংক

citi bankনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড সাবসিডিয়ারি প্রতিষ্ঠান করবে। ব্যাংকটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি (এএমসি) প্রতিষ্ঠা করবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ব্যাংকটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি (এএমসি) প্রতিষ্ঠা করবে। অঙ্গপ্রতিষ্ঠানটি তহবিল ব্যবস্থাপনা কোম্পানি হিসেবে পরিচালিত হবে। এএমসি প্রতিষ্ঠায় মিউচুয়াল ফান্ড রুলস, ২০০১ এবং বিকল্প বিনিয়োগের ক্ষেত্রে এ সংক্রান্ত নিময় মেনেই সব কিছু বাস্তবায়ন হবে।

এদিকে, যথাযথ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন স্বাপেক্ষ সকল সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

১৫ শতাংশই ভ্যাট, তবে মুক্ত হবেন অনেকেই : অর্থমন্ত্রী

muhitনিজস্ব প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের হার ১৫ শতাংশই হবে। এর থেকে কমাবো না। কারণ শুরু থেকে এটাই আছে। তবে অনেককে ভ্যাটের আওতা থেকে বের করে নিয়ে আসা হবে।’

শনিবার সচিবালয়ে আসন্ন বাজেট নিয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভ্যাট ১৫ শতাংশ থেকে কমালে সামান্য কমাতাম, কিন্তু সেখানে অনেক সমস্যা হতো।

বাজেটের আকার কেমন হবে জানতে চাইলে মুহিত বলেন, এবারের বাজেট চার লাখ কোটি টাকার চেয়ে কিছুটা বেশি হবে। নির্দিষ্ট অঙ্কটা (ইগজ্যাগট ফিগারটা) বলছি না। মানব সম্পদে আগের চেয়ে অনেক বেশি জোর দেয়া হচ্ছে ও বরাদ্দ বাড়ানো হচ্ছে। কৃষি খাত আগের মতোই থাকছে।

মন্ত্রী আরও বলেন, এই সরকারের অন্যতম কৃতিত্ব হচ্ছে ৯৫ হাজার কোটি টাকা থেকে বাজেটকে চার লাখ কোটি টাকার বেশিতে নিয়ে যাওয়া। এরপরের বাজেট ৫ লাখ কোটি টাকার মতো হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

সিএসইর এক্সিকিউটিভদের প্রশিক্ষণ

csenewsনিজস্ব প্রতিবেদক :

দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর এক্সিকিউটিভদের নিয়ে প্রশিক্ষণ প্রোগ্রাম করা হয়েছে। স্টক মার্কেটের প্রোডাক্ট এবং ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট বিষয়ে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এক্সিকিউটিভদের নিয়ে এই প্রশিক্ষণ প্রোগ্রামটি যৌথভাবে আয়োজন করেছে সিএসই এবং সিটি ব্যাংক।

প্রশিক্ষণ অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, সিটি ব্যাংক ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ইরশাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

তালিকাভুক্ত কোম্পানির ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

nrbনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্স হার কমানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার। ২৫ শতাংশ থেকে কমিয়ে এ হার সাড়ে ২২ শতাংশ করা হতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জসহ (ডিএসই) বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির প্রেক্ষিতে কর্পোরেট ট্যাক্স কমানোর এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এতে শেয়ারবাজারে নতুন কোম্পানি তলিকাভুক্তিতে উৎসাহিত হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, কর্পোরেট ট্যাক্সের বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স হার ২৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ২২ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

পাশাপাশি শেয়ারবাজারে অতালিকাভুক্ত অন্য উৎপাদনশীল প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩০ শতাংশ (ভ্যাট নিবন্ধনের শর্ত থাকবে) এবং অন্য ব্যবসায় প্রতিষ্ঠানের সাড়ে ৩২ শতাংশ করার প্রস্তাব করেছে এফবিসিসিআই।

এছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যাক্স হার ৪০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৩৭ শতাংশ এবং অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৪০ শতাংশ করার দাবি জানানো হয়েছে। আর মার্চেন্ট ব্যাংকের কর হার ৩৫ শতাংশ করার সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে প্রধান শেয়ারবাজার ডিএসইর’র পক্ষ থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানিকে বিশেষ সুবিধা দেয়ার দাবি জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্স হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ এবং অতালিকাভুক্ত কোম্পানির সঙ্গে কর্পোরেট ট্যাক্স হারের ব্যবধান ২০ শতাংশ হতে হবে। পাশাপাশি কমপক্ষে ২০ শতাংশ শেয়ার ছেড়ে নতুন করে কোনো কোম্পানি তালিকাভুক্ত হলে তাদের তিন বছরের জন্য শতভাগ কর অবকাশ সুবিধা দিতে হবে।

দাবির পক্ষে ডিএসইর যুক্তি অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্প ও সেবা খাতে অর্থসংস্থানের প্রধান উৎস শেয়ারবাজার। এখানে সুশাসনের বাধ্যবাধকতায় অনেক কোম্পানিই তালিকাভুক্তিতে আগ্রহী না। আবার বিদেশি ও ভালো কোম্পানিগুলো বিশেষ সুবিধা না পেলেও নিজেদের প্রতিষ্ঠিত কোম্পানির মালিকানা সাধারণদের হাতে ছেড়ে দিতে চায় না। অথচ শেয়ারবাজার গতিশীল করতে নতুন কোম্পানির তালিকাভুক্তি জরুরি। তাই শেয়ারবাজারে নতুন কোম্পানিকে তালিকাভুক্তিতে উৎসাহিত করতে বিশেষ সুবিধা দেয়া প্রয়োজন।

বর্তমানে অতালিকাভুক্ত উৎপাদনশীল কোম্পানির ৩৫ শতাংশ ও তালিকাভুক্ত উৎপাদনশীল কোম্পানির ২৫ শতাংশ কর্পোরেট ট্যাক্স দিতে হয়। ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে তালিকাভুক্ত ৪০ শতাংশ ও অতালিকাভুক্ত কোম্পানির সাড়ে ৪২ শতাংশ, মার্চেন্ট ব্যাংকের ৩৫ শতাংশ, সিগারেট ম্যানুফ্যাকচারার্স কোম্পানির ৪৫ শতাংশ এবং মোবাইল অপারেটর কোম্পানি ৪৫ শতাংশ হারে কর্পোরেট ট্যাক্স দিতে হয়।

এনবিআর সূত্র বলছে, এফবিসিসিআই ও ডিএসই’র দাবির প্রেক্ষিতে কর্পোরেট ট্যাক্স হার কমানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্সের বিষয়ে এফবিসিসিআই’র দেয়া প্রস্তাবকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। তারই আলোকে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্স হার সাড়ে ২২ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হতে পারে।

সূত্র বলছে, শেয়ারবাজার গতিশীল করতে ডিএসইর প্রস্তাবগুলোও বিশেষ বিবেচনা করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্স হার যে পরিমাণ ছাড় চেয়েছে তা দেয়া সম্ভব নয়। তবে বাজেটে শেয়ারবাজারের জন্য অন্য কোনো বিশেষ সুবিধা থাকলেও থাকতে পারে।

এদিকে সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কর্পোরেট ট্যাক্স হার কমানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। মন্ত্রী বলেছেন, এবার সর্বোচ্চ কর্পোরেট করহার কমানোর চিন্তা করছে সরকার।

শেয়ারবাজার বিশেষজ্ঞরা বলেন, তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট ট্যাক্স হার কমানো হলে তা শেয়ারবাজারে ইতিবাচক ভূমিকা রাখবে। তালিকাভুক্ত কোম্পানি ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট ট্যাক্স হারে মোটামুটি ভালো ব্যবধান থাকা দরকার। তা না হলে ভালো ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে খুব একটা আগ্রহী হবে না।

স্টকমার্কেটবিডি.কম/