ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকা লেনদেন

blockস্টকমার্কেট ডেস্ক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১১ কোম্পানি ও ১ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৭৬ লাখ ৯৪ হাজার ৪৫৮টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৩০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ব্রাক ব্যাংক লিমিটেড। এদিন ব্যাংকটির ১৯ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৪৯ লাখ টাকা। আর এবি ব্যাংক ১৫ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা। এছাড়াও আরএসআরএম স্টীল ১১ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আর্গন ডেনিম, বিএটিবিসি, বার্জার পেইন্টস, গ্রামীনফোন, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, প্রাইম টেক্সটাইল ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
স্টকমার্কেটবিডি.কম/এস আর

দর বাড়ার শীর্ষে রয়েছে ড্রাগন সোয়েটার

dragonনিজস্ব প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বাড়ার শীর্ষে রয়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৫৯ শতাংশ দর বেড়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়। আজ কোম্পানিটি ৩ হাজার ৩৭ বারে ৭৭ লাখ ৭৬ হাজার ৪৫টি শেয়ার লেনদেন করে।
দর বাড়ার দ্বিতীয় স্থানে থাকা রতনপুর স্টিল রি-রোলিং মিলসের ৫ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ দর বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৭৪ বারে ৫৩ লাখ ৪ হাজার ৪৭৬টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের ৯০ পয়সা বা ৫ দশমিক ৯২ শতাংশ দর বেড়েছে।
দর বাড়ার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বে-লিজিং, প্রিমিয়ার লিজিং, ইভিন্স টেক্সটাইল, আর্গন ডেনিম, ফরচুন সু, ফ্যাস ফিন্যান্স ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এসএম

এইচ.আর. টেক্সটাইলের মূল্য সংবেদনশীল তথ্য নেই

hr texস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাকশিল্প খাতের এইচ.আর. টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বুধবার সিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণ নেই বলে এইচ.আর. টেক্সটাইল মিলস লিমিটেডের কর্তৃপক্ষ সিএসইকে জানিয়েছেন। যা সিএসইর’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর এইচ.আর.টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার দর ছিল ২২.৪০ টাকা। গতকাল ৬ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার ২৭.৭০ টাকায় দাঁড়িয়েছে।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, এইচ.আর. টেক্সটাইল মিলস লিমিটেডের দর সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  2. ইফাদ অটোস
  3. রতনপুর স্টিলস
  4. আর্গন ডেনিমস
  5. কাসেম ড্রাইসেল
  6. বিবিএস
  7. ফরচুন সুজ
  8. শাশা ডেনিমস
  9. স্কয়ার ফার্মা
  10. অলিম্পিক এক্সেসরিজ।

ডিএসইতে ৮৬৪ ও সিএসইতে ৪৯ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে লেনদেনের পরিমাণ ৮৬৪ কোটি টাকা দাঁড়িয়েছে। এদিন সেখানে আগের দিনের চেয়ে লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৯ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৮৬৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৭৯৫ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৫৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৯৩ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।
এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইপিডিসি ও ফরচুন সুজ লিমিটেড।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৯৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

স্টকমার্কেটবিডি.কম/এসএম

আইসিবির সাথে সিএসইর চুক্তি সই

CSE-Final-Logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাথে প্রাথমিক সমঝোতা স্বাক্ষর করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আইসিবি কৌশলগত বিনিয়োগ করা আগ্রহ প্রকাশ করায় এই চুক্তি করেছে সিএসই। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়েছে।

সূত্রটি জানায়, নতুন ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সিএসইতে কৌশলগত বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে। এ জন্য গত ৫ ডিসেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাথে এই চুক্তিটি করে।

আইসিবির পরিচালনা পর্ষদে অনুমোদনের পরেই চূড়ান্ত হবে কৌশলগত বিনিয়োগকারীর এই বিষয়টি।

স্টকমার্কেটবিডি.কম/এসআই

ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

index upস্টকমার্কেট ডেস্ক :
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ২৫৫ কোটি টাকা ছাড়িয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এদের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির ।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৬৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৫ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচকও ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৯ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে লেনদেন চলছে । লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এদের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।
স্টকমার্কেটবিডি.কম/এসএম