বিএমবিএ’র নতুন কমিটিকে সিএসই’র ফুলেল শুভেচ্ছা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)-এর নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই)।

আজ সোমবার সিএসই -এর ঢাকাস্থ কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লি. (সিএসই)। নতুন কমিটির সভাপতি মো. ছায়েদুর রহমানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিএসইর চেয়ারম্যান জনাব আসিফ ইব্রাহিম।

এসময় উপস্থিত ছিলেন-সিএসই এর পরিচালক মেজর (অব.) মোহাম্মদ এমদাদুল ইসলাম, বিএমবি-এর সভাপতি কার্যনির্বাহী সদস্য মাহবুব এইচ মজুমদার এবং সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।

এ সময় শেয়ারবাজারের উন্নয়ন ও শেয়ারবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন এবং বাজার উন্নয়নের জন্য একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন ।

স্টকমার্কেটিবিডি.কম/

সাউথ বাংলা ব্যাংকের ডিজিটাল ওয়ালেট ‘‘বাংলাপে’’ উদ্বোধন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক এবং ই-কমার্স সেবা ও প্রযুক্তি প্রতিষ্ঠান, এসএসএল কমার্জ এরমধ্যে এক যৌথ চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তির অধীনে এসএসএল কমার্জ এর প্রযুক্তি সহায়তায় ব্যাংকের ডিজিটাল ওয়ালেট বাংলাপে এর গ্রাহকদের জন্য বিভিন্ন পন্যের দোকান ও সেবা প্রতিষ্ঠানে কিউআর কোড এর মাধ্যমে কেনাকাটা/লেনদেন সুবিধা প্রদানের এক বিশেষ সেবা উদ্বোধন করা হয়।

এ সেবার আওতায় এসবিএসি ব্যাংকের বাংলাপে ওয়ালেট ব্যবহারকারীরা সারাদেশের প্রায় ৫০ হাজার দোকান, রেস্টুরেন্ট, স্বাস্থ্য সেবা, বিনোদন ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে বাংলাপে অ্যাপ এর মাধ্যমে বাংলাকিউআর কোড স্ক্যান করে সহজেই কেনাকাটা ও সেবা গ্রহণ করতে পারবেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম শামসুল আরেফিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আলতাফ হোসেন ভূইয়া, লিগ্যাল এ্যাফেয়ার্স এ্যান্ড রিকভারি ডিভিশনের প্রধান জনাব মোঃ আবদুল্লাহ এবং এসএসএল কমার্জ এর গ্রুপ এডভাইজার জনাব আহমেদ কামাল খান চৌধুরী, চীফ এক্সিকিউটিভ অফিসার জনাব রিয়াজুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটিবিডি.কম/

১৬ হাজার ৬২০ কোটি টাকার ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্রয় কমিটির অনুমোদিত ১২টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১৬ হাজার ৬২০ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার ৫৯৮ টাকা। মোট অর্থায়নের মধ্যে সরকারি অর্থায়ন খাত (জিওবি) হতে ব্যয় হবে আট হাজার ১০৭ কোটি ৭৯ লাখ চার হাজার ৪৫৯ টাকা এবং দেশীয় ব্যাংক, এডিবি, আইটিএফসি ও জাইকা হতে ঋণ হিসেবে নেওয়া হবে আট হাজার ৫১৩ কোটি আট লাখ ৯১ হাজার ১৩৯ টাকা।

সোমবার (২০ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪১তম সভায় ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৩টি প্রস্তাব উত্থাপন হয়েছে। এসব ক্রয় প্রস্তাবনার মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তিনটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি, রেলপথ মন্ত্রণালয়ের দুটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি, স্থানীয় সরকার বিভাগের একটি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের একটি প্রস্তাবনা ছিল।

সভায় অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, আজ মোট ১৩টি প্রস্তাব আনা হয়েছিলো। এছাড়া টেবিলে আরও তিনটি প্রস্তাবসহ মোট ১৬টি প্রস্তাব উত্থাপন করা হলে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের জনশুমারির প্রস্তাবটি ফিরিয়ে দেওয়া হয়। সভায় মোট ১৫টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ২০২২ সালে এডিএনওসি (ADNOC), আবুধাবি এবং সৌদি আরবের সৌদি এ্যারামকো থেকে ১৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) সাত হাজার ৪৬৭ কোটি ছয় লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, এছাড়া বিপিসিকে ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য সিঙ্গাপুরের প্যাকেজ-এ’তে পেট্রো চায়না ইন্টারন্যাশনাল, প্যাকেজ-বি, ডি ও ই’তে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং প্যাকেজ-সি’তে সিঙ্গাপুরের ভিটো এশিয়া পিটিই লিমিটেড থেকে মোট ১২ লাখ ৯০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল সাত হাজার ৬২৭ কোটি চার লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগের অধীন খুলনা ওয়াসা কর্তৃক “খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন” প্রকল্পের প্যাকেজ নং এসএন-২ (SN-2) এর আওতায় নির্মাণকাজ চায়না জিও ইঞ্জিনিয়ারিং করপোরেশনের কাছ থেকে ৮৩০ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৫৬১ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ম সংশোধিত)” প্রকল্পের ভেরিয়েশন বাবদ ২০০ কোটি ৯২ লাখ ২৩ হাজার ২০১ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জাপানের (১) নিপ্পন কিউও. কোং.লিমিটেড, (২) ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোং লিমিটেড; সিঙ্গাপুরের (৩) সিপিজি কনসালট্যান্ট পিটিই. লিমিটেড এবং বাংলাদেশের (৪) ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড যৌথ উদ্যোগে প্রকল্পটি পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক খাগড়াছড়ি জেলার জন্য ‘প্রোগ্রেসিভ’ শিরোনামের প্রতিষ্ঠানকে ২২ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার টাকায় এবং রাঙামাটি জেলার জন্য ‘আশ্রয় অঙ্গন’ শিরোনামের প্রতিষ্ঠানকে ১৯ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকাসহ সর্বমোট ৪১ কোটি ৫৫ লাখ ৩ হাজার টাকায় ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি (আইএসএ) হিসেবে উল্লিখিত দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

৯০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আরও ৯০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দেশি-বিদেশি তিনটি প্রতিষ্ঠান থেকে ৩০ হাজার টন করে ইউরিয়া কেনার অনুমোদন দেওয়া হয়।

দেশে সম্প্রতি টিএসপি, ডিএপি ও এমওপি সারের বাজারে অস্থিরতা দেখা দিলেও ইউরিয়ার দাম ঠিক রয়েছে।

মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান, জি টু জি পদ্ধতিতে কেনা হবে এসব সার।

প্রতি মেট্রিক টন ৯৬১ দশমিক ১৭ মার্কিন ডলার দরে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সরবরাহ করবে আরব আমিরাতের পার্টি গ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড। এক্ষেত্রে মোট খরচ পড়বে ২৪৭ কোটি ৫৪ লাখ ৯৩ হাজার ৩৩৫ টাকা।

প্রতি টন ৮৯৩ দশমিক ৬২৫ ডলার দরে একই পরিমাণ ইউরিয়া সরবরাহ করবে দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি। এক্ষেত্রে মোট খরচ ধরা হয়েছে ২৩১ কোটি ৪৪ লাখ ৮ হাজার ৬৮৭ টাকা।

প্রতি টন ৯৬৪ দশমিক ৮৩ মার্কিন ডলার দরে ৩০ হাজার টন ইউরিয়া সরবরাহের কাজ পেয়েছে কাতারের কেমিকেল অ্যান্ড পেট্রোলিয়াম করপোরেশন। এই লটে মোট খরচের অঙ্ক ২৪৮ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৬৬৫ টাকা।

দেশে বছরজুড়ে যত রাসায়নিক সার ব্যবহৃত হয়, তার অর্ধেকই ইউরিয়া সার। নন-ইউরিয়া সারগুলো শুকনো মওসুমে ফসলের মাঠ প্রস্তুতের সময় ব্যবহৃত হয়। আর ইউরিয়া সার ব্যবহার করা হয় ফসলের বাড়ন্ত সময়ে।

তিন রকম সারের মূল্য বৃদ্ধির অভিযোগের মধ্যে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এর আগে জানিয়েছিলেন, ডিসেম্বরে ইউরিয়া সারের তিন লাখ এক হাজার ৯০২ টন চাহিদার বিপরীতে মজুদ রয়েছে ৮ লাখ ৩২ হাজার টন।

ইউরিয়া সার কেনার তিনটি প্রস্তাবের বাইরে আরও ১২টি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সোমবারের বৈঠকে অনুমোদন পায়।

বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, অনুমোদিত এই ১২ প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১৬ হাজার ৬২০ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার ৫৯৮ টাকা।

এর মধ্যে সরকারি উৎস থেকে ৮ হাজার ১০৭ কোটি ৭৯ লাখ ৪ হাজার ৪৫৯ টাকা এবং দেশীয় ব্যাংক, এডিবি, আইটিএফসি ও জাইকা হতে ঋণ হিসাবে আসবে ৮ হাজার ৫১৩ কোটি ৮ লাখ ৯১ হাজার ১৩৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

‘বিএসইসির রোড শোর একটি কার্যকারিতা আছে’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমি বিশ্বাস করি বিএসইসি আয়োজিত রোড শোর একটি কার্যকারিতা আছে।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত রোড শো সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, রোড শো’র আউটকাম তো আছেই। রোড শো করার সঙ্গে সরাসরি কোনো হস্তক্ষেপ হয় বলে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রোড শোর একটি কার্যকারিতা আছে। সারাবিশ্বের মানুষের আগে যে ধারনা ছিল সেটি এখন থাকবে না। এখনেও বিশ্বের মানুষ মনে করে আমাদের যে অগ্রগতি, অর্জন এটা বিস্ময়ের বিষয়। এটা বিস্ময়ের বিষয় নয়, বাস্তবতা। আমি মনে করি আমরা ঠিক জায়গায় আছি।

জিডিপির প্রবৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আপনারা জানেন বিশ্বব্যাংক ও আইএমএফ সবসময় এ বিষয়ে একটু অন্যরকম। তবে ভালো খবর হলো আমরা ৭ দশমিক ২ অর্জন করতে পারব। আমরা যদি কাছাকাছি সময় দেখি দেখতে পাই প্রতিটা খাতেই প্রবৃদ্ধি আছে এবং ভালোভাবে প্রবৃদ্ধি অর্জন করছি। আমাদের রপ্তানিও বেড়েছে। রপ্তানি যা আশা করেছিলাম তার চেয়ে বেশি হয়েছে।

জনশুমারি প্রকল্প ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেশে তৈরি করা জিনিস আমরা ব্যবহার করতে চাই। সেজন্য আমরা সময় বেশি নিচ্ছি। কারণ মেইড ইন বাংলাদেশ ইজ অ্যা কনসেপ্ট, ইজ অ্যা ফিলসপি। আপনাকে বুঝতে হবে আগামী ৫০ বছরকে সামনে রেখে আমরা কিন্তু এ ধরনের ফিলোসপি ধারণ করছি। আমরা আমদানি করে আনলে সহজেই করা যায়। কিন্তু আমরা ইম্পোর্টেড প্রোডাকশন দেখতে চাই না।

মুস্তফা কামাল বলেন, আমাদের দেশে যারা সক্ষম এগুলো তৈরির জন্য তাদের সুযোগ দিতে হবে। সেজন্যই সময় বেশি লাগছে। যাতে করে ভুল ভ্রান্তি না হয় সেটি দেখা। দেশীয় কোম্পানিকেই দিতে চাচ্ছি, আমরা চাই যেসব জিনিস দেশে তৈরি হয়, সেসব বিদেশিগুলো কম ব্যবহার করব। আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা দেখতে চাই আমরা কোন জায়গায় পৌঁছাতে পারি।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

মিনিকেট ও নাজিরশাইল নামে কোনো ধান নেই : খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মিনিকেট ও নাজিরশাইল নামে কোনো ধান নেই। অন্যান্য জাতের ধানকে এসব ধানের চাল বলে বিক্রি করা হচ্ছে।

সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মিনিকেট নামে ধান নেই। যে সরু চাল খাওয়া হচ্ছে, তার মধ্যে জিরাশাইল ও শম্পা কাটারিই বেশি। এমনকি নাজিরশাইল নামেও কোনো ধান নেই। ২৮ ও ২৯-ধানকেও মিনিকেট বলে চালানো হয়, আর আমরাও (জনগণ) মিনিকেটই খুঁজি। এসময় সবাইকে সাদা স্বচ্ছ চালের পরিবর্তে লাল চাল খাওয়ার জন্য আহ্বান জানান।

স্টকমার্কেটবিডি.কম/

এ্যাপেক্স ফুডসের রেজিস্টার্ড অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি এ্যাপেক্স ফুডস লিমিটেডের রেজিস্টার্ড অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির নতুন রেজিস্টার্ড অফিস রাজধানীতে গুলশান এভিনিউ রোডে শান্তা স্কাইমার্ক ভবনে করা হয়েছে।

আজ সোমবার (২০ ডিসেম্বর) হতে এই নতুন অফিসের কার্যক্রম চালু করা হয়েছে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিএসআরএম স্টিলের ৮.৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক সাড়ে ৮ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এইচ. আকবরালী এন্ড কো. লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ৮ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেট হতে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশ বিল্ডিংয়ের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল ২১ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেড গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় জেনেক্স ইনফোসিস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিস লিমিটেড লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ২৬ লাখ টাকার।

৩৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়া ইন্স্যুরেন্সের ২৭ কোটি ৮৬ লাখ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৪০ লাখ, আইএফআইসি ব্যাংকের ১২ কোটি ৬১ লাখ, ফরচুন সুজের ১২ কোটি ২৯ লাখ, জিএসপি ফাইন্যান্সের ১০ কোটি ৮১ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১০ কোটি ৫৩ লাখ ও ফার্ষ্ট সিকিরিটিজ ব্যাংক লিমিটেডের ১০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস