শেষ পর্যায়ে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের আইপিও : লটারি ড্র ১৭ এপ্রিল

intracoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষ পর্যায়ে এসেছে। এই আইপিও আবেদনের লটারি ড্র অনুষ্ঠান আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় রাজধানীর রমনায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

লাটারীর পরে বিজয়ীরা কোম্পানিটির শেয়ার পাবে। চাহিদার চেয়ে অনেক বেশি আবেদন জমা পড়ায় লটারীর মাধ্যমে আইপিও শেয়ার বন্টন করা হবে। এর আগে কোম্পানিটির আইপিও আবেদন নেওয়া হয় ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত।

সম্প্রতি এক সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি এলপি গ্যাস বোতলজাত করণ ও বাজারকরণ এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিটেড আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। আর শেয়ার প্রতি কনসোলিটেড সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পার্টনার এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা চায় এমসিসিআই

korarস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যক্তিশ্রেণির করদাতার করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটি বলেছে, গত তিন অর্থবছর ধরে ব্যক্তিশ্রেণির করদাতার করমুক্ত আয়সীমা বাড়ছে না। কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। এ কারণে করমুক্ত আয়সীমা বাড়ানো দরকার।

আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় এমসিসিআইয়ের পক্ষ থেকে এ প্রস্তাব তুলে ধরা হয়। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এমসিসিআইয়ের লিখিত প্রস্তাবে সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা, নারী ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৫ লাখ টাকা, প্রতিবন্ধী করদাতা ও তাদের পিতা-মাতার জন্য ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৬ লাখ টাকা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ৪ লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

এমসিসিআই প্রাতিষ্ঠানিক বা করপোরেট কর হার কমানোর দাবিও করেছে। তাদের প্রস্তাবে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে করপোরেট কর হার ৫ শতাংশ এবং অন্যান্য ক্ষেত্রে আড়াই শতাংশ কমানোর প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া আরও বেশ কিছু প্রস্তাব তুলে ধরে এমসিসিআই।

অনুষ্ঠানে এমসিসিআইয়ের পক্ষে সভাপতির বক্তব্য তুলে ধরেন সংগঠনটির সহসভাপতি গোলাম মইনুদ্দিন। এ সময় এসিআইয়ের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, এমসিসিআইয়ের করবিষয়ক কমিটির চেয়ারম্যান হাসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এনবিআরের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া যৌক্তিক প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন।
স্টকমার্কেটবিডি.কম/এমএম

৪৩ হাজার শেয়ার কিনবে তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স

takaful-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইনস্যুরেন্স লিমিটেডের একজন পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক ৪৩ হাজার ৮৬টি শেয়ার কেনার ঘোষণা করেছেন। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মহিউদ্দিন নামে এই পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক কোম্পানিটির ৪৩ হাজার ৮৬টি শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

জাহিনটেক্সের তথ্য ও শেয়ার বিভাগের অফিস পরিবর্তন

zahinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিনটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের অফিসের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির তথ্য ও শেয়ার অফিস রাজধানীর উত্তরায় অবস্থিত ৭ নম্বার সেক্টরের বিএনএস সেন্টারের ৮ম তলার ৮২০ নাবার কক্ষে স্থানান্তর করা হয়েছে।

গতকাল ৭ এপ্রিল হতে এ অফিস কার্যকর হয়। এখন থেকে সকল বিনিয়োগকারী ও স্টোক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

শেয়ার বিক্রি করবে মিরাকল ইন্ডাস্ট্রিজের কর্পোরেট পরিচালক

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন কর্পোরেট পরিচালক ১ লাখ ৮২ হাজার ৫০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পাভার্টন সিকিউরিটিজ লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ১ লাখ ৮২ হাজার ৫০০টি শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৮,৯৩,৫৯৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই কর্পোরেট পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

কেয়া কসমেটিকসের ৮৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

keyaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের এক কর্পোরেট পরিচালক ৮৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড নামে এই কর্পোরেট পরিচালক কোম্পানিটির ৮৫ লাখ শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ৯,৫৩,৮৮,৬৩১টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ফারইস্ট ফাইন্যান্সের বার্ষিক বোর্ড সভা ১৭ এপ্রিল

farestস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৭ এপ্রিল আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে, গত বছরে প্রতিষ্ঠানটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রিপাবলিক ইন্স্যুরেন্সের বার্ষিক বোর্ড সভা ১৫ এপ্রিল

Republic-insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৫ এপ্রিল আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর কাকরাইলে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে, গত বছরে প্রতিষ্ঠানটি ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসইতে ৬২২ ও সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৬২২ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে বেড়েছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকও বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬২২ কোটি ৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৫৭২ কোটি ৪ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৪ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৪টির। আর দর অপরিবর্তিত আছে ৩৬ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, আলিফ ম্যানুফ্যাকচারিং, ব্র্যাক ব্যাংক, ইউনিক হোটেল, মুন্নু সিরামিক্স, ইফাদ অটোস, আমরা নেটওয়ার্ক, সালভো কেমিক্যাল, প্যারামাউন্ট টেক্সটাইল ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৬.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৯২৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৭০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৯ কোটি ১১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে সামিট পাওয়ার লিমিটেড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মুন্নু সিরামিক্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

monnoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক্স খাতের কোম্পানি মুন্নু সিরামিক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২২ মার্চ এ শেয়ারের দর ছিল ১৩০.৩ টাকা এবং গত ৫ এপ্রিল বৃহস্পতিবার এ শেয়ারের দর দাঁড়ায় ১৪৮.৩ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে মুন্নু সিরামিক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম