দুইটি মিউচ্যুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

bsecনিজস্ব প্রতিবেদক :

দুই বে-মেয়াদি আইসিএল ব্যালেন্সড ফান্ড ও এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৮০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আইসিএল ব্যালেন্সড ফান্ডের প্রাথমিক লক্ষমাত্রা ১০ কোটি টাকা। এরমধ্যে উদ্যোক্তাদের ২ কোটি টাকা ও বিনিয়োগকারীদের জন্য ৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যে ইউনিট ইস্যু করা হবে। ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসাবে ইমপ্রেস কেপিটাল, ট্রাস্টি হিসাবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও কাস্টডিয়ান হিসাবে ব্র্যাক ব্যাংক দায়িত্বে রয়েছে।

এদিকে এটিসি শরিয়াহ ইউনিট ফান্ডটির প্রাথমিক লক্ষমাত্রাও ১০ কোটি টাকা। এরমধ্যে উদ্যোক্তাদের ১ কোটি টাকা ও বিনিয়োগকারীদের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যে ইউনিট ইস্যু করা হবে। ফান্ডটির উদ্যোক্তা হিসাবে এশিয়ান টাইগার কেপিটাল ইনভেষ্টমেন্ট, সম্পদ ব্যবস্থাপক হিসাবে এশিয়ান টাইগার কেপিটাল পার্টনারস এ্যাসেট ম্যানেজম্যান্ট, ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসাবে ইনভেষ্টমেন্ট কর্পোরশেন অব বাংলাদেশ দায়িত্বে রয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি

আরো ২৭২ কোটি টাকা বিনিয়োগ সমন্বয়ের সুযোগ পাচ্ছে ৫ ব্যাংক

bsecনিজস্ব প্রতিবেদক :
শেয়ারবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের বিশেষ সুবিধা হিসেবে পাঁচ ব্যাংকের সাবসিডিয়ারিকে মূলধন বাড়ানোর (ঋণকে ইক্যুইটিতে রূপান্তর) অনুমোদন দেওয়া হয়েছে। যাতে ব্যাংকগুলো প্রায় ২৭২ কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সুযোগ পাচ্ছে। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)৫৮০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আবেদনের পরিপ্রেক্ষিতে মূলধন বাড়ানোর সুযোগ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো―ন্যাশনাল ব্যাংকের সাবসিডিয়ারি এনবিএল সিকিউরিটিজ, এবি ব্যাংকের সাবসিডিয়ারি এবি ইনভেস্টমেন্ট, শাহজালাল ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, সাউথইস্ট ব্যাংকের সাবসিডিয়ারি সাউথইস্ট ব্যাংক কেপিটাল সার্ভিসেস ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবসিডিয়ারি এমটিবি সিকিউরিটিজ।

সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এনবিএল সিকিউরিটিজকে ৩০০ কোটি টাকা মূলধন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া এবি ইনভেস্টমেন্টকে ৩০১ কোটি ১৪ লাখ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজকে ৬০ কোটি, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসকে ৩০০ কোটি ও এমটিবি সিকিউরিটিজকে ১২৫ কোটি টাকার মূলধন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটি শেয়ার ১০ টাকা মূল্যে ও বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে ইস্যু করবে।

পাঁচ প্রতিষ্ঠানকে প্রায় ১ হাজার ৮৬ কোটি টাকার মূলধন বাড়ানোর সুযোগ দেওয়া হয়েছে। যাতে পাঁচ ব্যাংক প্রায় ২৭২ কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য, শেয়ারবাজারে অতিরিক্ত বিনিয়োগসীমা (যেসব প্রতিষ্ঠানের বিনিয়োগ ইক্যুইটির ২৫ শতাংশের বেশি) সমন্বয়ের জন্য আগামি ২১ জুলাই সর্বশেষ সময়। তবে এই অতিরিক্ত বিনিয়োগ বিক্রয় না করে সমন্বয়ের জন্য পাঁচ প্রতিষ্ঠানকে মূলধন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। মূলধন বাড়ানোর ফলে ইক্যুইটির পরিমাণ বাড়বে। এতে করে বিনিয়োগসীমা বাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ জুলাই

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৫ টায় রাজধানী গুলশানস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

লিন্ডে বিডির বোর্ড সভা ২৫ জুলাই

lindeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানী তেজগাওয়ে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

বিএটিবিসির বোর্ড সভা ২৬ জুলাই

batbcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকা টোবাকো বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা আগামী ২৬ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানী মহাখালীস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

সিএসইতে লেনদেন বেড়ে দ্বিগুণ : ডিএসইতে ৩৪৫ কোটি

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়ে দ্বিগুণ হয়েছে। অন্যদিকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৪৫ কোটি টাকার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার দিনভর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৩৯৯ কোটি ৬৩ লাখ লেনদেন হয়।

এদিন ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৫ পয়েন্টে । তবে ডিএসই-৩০ সূচক ১.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭৭৯ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩২৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২ টির, কমেছে ১৪৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ কোম্পানিগুলো হচ্ছে- বিএসআরএম লি., একমি ল্যাব., ইসলামী ব্যাংক, এমজিএলবিডি, গ্রামীণ ফোন, বেক্স ফার্মা, ডিবিএইচ, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার ও লাফার্জ সুরমা।

এদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ৩১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এহিসাবে সিএসইতে লেনদেন বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক ও হেডেলবার্গ সিমেন্ট।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫ টির, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেয়ারবাজারে বিনিয়োগের বিশেষ সুযোগ পেল ১০ ব্যাংক, অপেক্ষায় ২টি

bbনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে বিনিয়োগ আইনি সীমায় নামিয়ে আনতে বিশেষ সুযোগ পেয়েছে বাণিজ্যিক ১০ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক গতকাল মঙ্গলবার পর্যন্ত ১০ ব্যাংককে মূলধন বাড়িয়ে শেয়ারবাজারের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সুযোগ দিয়েছে। ব্যাংকগুলো হলো এবি, দ্য সিটি, ন্যাশনাল, শাহ্জালাল ইসলামী, সাউথইস্ট, মিউচুয়াল ট্রাস্ট, মার্কেন্টাইল, পূবালী, আইএফআইসি ও জনতা ব্যাংক। এর বাইরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের আবেদন কেন্দ্রীয় ব্যাংকের বিবেচনাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, উল্লিখিত ১২টি ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগ আইনি সীমার চেয়ে বেশি ছিল। ব্যাংকগুলো যাতে নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় করে আইনি সীমার নিচে নামিয়ে আনতে পারে, সে জন্য মূলধন বাড়িয়ে বিনিয়োগ সমন্বয়ের বিকল্প সুযোগ তৈরি করে দেয় বাংলাদেশ ব্যাংক। গত ২৭ এপ্রিল গভর্নর ফজলে কবির বিকল্প এ ব্যবস্থাটির অনুমোদন দেন। এরপর ব্যাংকগুলোর পক্ষ থেকে মূলধন বাড়িয়ে বিনিয়োগ সমন্বয়ের অনুমোদন চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করা হয়। ধাপে ধাপে বাংলাদেশ ব্যাংক সেসব আবেদন অনুমোদন করে।

সংশোধিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ ওই ব্যাংকের আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, বিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন আর্নিংসের ২৫ শতাংশের বেশি হতে পারবে না। যেসব ব্যাংকের বিনিয়োগ এই সীমার বেশি ছিল, সেসব ব্যাংককে তা আগামীকালের (২১ জুলাই) মধ্যে সীমার নিচে নামিয়ে আনতে সময়সীমা বেঁধে দেওয়া হয়।

কিন্তু ১২ ব্যাংকের বিনিয়োগ সীমার অতিরিক্ত থাকায় নির্ধারিত সময়ের মধ্যে তা সমন্বয় করা নিয়ে প্রশ্ন দেখা দেয়। শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এ বিনিয়োগ সমন্বয়ের জন্য সময় বাড়ানোরও দাবি তোলা হয়। কারণ হিসেবে শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, অতিরিক্ত বিনিয়োগ সমন্বয় করতে হলে ব্যাংকগুলোকে অনেক শেয়ার বিক্রি করতে হবে। এতে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়বে। শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক শেয়ার বিক্রি না করে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য বিকল্প একটি নীতি সহায়তার সুযোগ তৈরি করে দেয়। ফলে নির্ধারিত সময়ে সব ব্যাংকের শেয়ারবাজারে বিনিয়োগ আইনি সীমার মধ্যে চলে আসছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, শেয়ারবাজারের স্বার্থে বাংলাদেশ ব্যাংক এ সুযোগ দিয়েছে। যারা আবেদন করেছে, তাদের মূলধন বাড়ানোর অনুমোদন দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ে সব ব্যাংকের বিনিয়োগ আইনি সীমার মধ্যে চলে আসবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

হেডেলবার্গ সিমেন্টের ২য় প্রান্তিকের ইপিএস ৮.৯৯ টাকা

hedelস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি হেডেলবার্গ সিমেন্ট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ৮.৯৯ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (এপ্রিল’ ১৬ – জুন’ ১৬) ৩ মাসে শেয়ার প্রতি আয় বা ইপিএস এসেছে ৮.৯৯ টাকা। একই সময় গত বছরে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় করেছিল ৬.২৬ টাকা।

কোম্পানিটি এই বছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি ’১৬ – জুন’ ১৬) হিসাব অনুযায়ী কোম্পানিটি শেয়ার প্রতি সম্পদ মূল্য এসেছে ৯১.৫৭ টাকা। যা ২০১৫ সালের ৩০ জুন ছিল ৯২.৪৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আইসিবিআইয়ের শেয়ার প্রতি লোকসান ৭ পয়সা

icb-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (এপ্রিল’ ১৬ – জুন’ ১৬) ৩ মাসে শেয়ার প্রতি লোকসান করেছে কনসোলিডেটেড ৭ পয়সা। একই সময় গত বছরে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি লোকসান করেছিল কনসোলিডেটেড ৩ পয়সা।

আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড এই বছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি ’১৬ – জুন’ ১৬) হিসাব অনুযায়ী কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে কনসোলিডেটেড ১৮ পয়সা। গত বছরে একই সময় শেযার প্রতি আয় করেছিল কনসোলিডেটেড ১৪ পয়সা।

প্রতিষ্ঠানটির এই ৬ মাসে শেয়ার প্রতি কনসোলিডেটেড দেনা ১৪.৮৯ টাকা। যা ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৪.৭০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ