কারখানার সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আরসিসির প্রকল্প শুরু জুলাইতে

garmetnsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ১ হাজার ৫৪৯টি তৈরি পোশাক কারখানার নিরাপত্তা সংক্রান্ত সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নে ১০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। আগামী ১ জুলাই থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মাহফুজুর রহমান ভুঁইয়া আজ এক সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, রানা প্লাজা বিপর্যয়ের পর আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় দেশের ৩ হাজার ৭৮০টি তৈরি পোশাক কারখানার সংস্কার কাজ শুরু করে। এরমধ্যে ইউরোপীয়ান ক্রেতা জোট একর্ড ১ হাজার ৫০৫টি , উত্তর আমেরিকান ক্রেতা জোট এ্যালায়েন্স ৮৯০টি এবং বাংলাদেশ সরকারের জাতীয় উদ্যোগে ১ হাজার ৫৪৯টি কারখানা সংস্কার করার কার্যক্রম শুরু হয়।

এর আগে জাতীয় উদ্যোগে ১ হাজার ৫৪৯টি তৈরি পোশাক কারখানার নিশ্চিত করতে রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল (আরসিসি) গঠন করা হয়।

গণপূর্ত মন্ত্রণালয়, রাজউকসহ সরকারের অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা সংশ্লিষ্ট ৬টি প্রতিষ্ঠানের সমন্বয়ে এই সেল গঠন করার পর এ পর্যন্ত অতি ঝুঁকিপূর্ণ ১৫০টি কারখানা বন্ধ করে দেয়া হয়েছে বলে মাহফুজুর রহমান ভুঁইয়া জানান।

তিনি বলেন, জাতীয় উদ্যোগে ১ হাজার ৫৪৯টি কারখানার মধ্যে ৮০৯টি ঝুঁকিপূর্ণ কারখানা সংস্কারের জন্য মালিক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করা হয়েছে। সেই অনুযায়ী এই কার্যক্রমের ২৭ ভাগ অগ্রগতি হয়েছে। এই কার্যক্রমকে ফলোআপ করার জন্য আরসিসি কমিটির উদ্যোগে যে কর্মসূচি গ্রহণ করেছে তার অধীনে ৬০ জন প্রকৌশলী নিয়োগ করা হচ্ছে। ইতোমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে যাতে আগামী ১ জুলাই এই কার্যক্রম শুরু করা সম্ভব হয়।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী যেসব মালিক কর্তৃপক্ষ এই সংস্কার কাজ সম্পূর্ণ করবে না তাদের কারখানা বন্ধ করাসহ লাইসেন্স বাতিল করে দেয়া হবে। সংস্কারের আওতাধীনে ৮০৯টি কারখানার মধ্যে ঢাকায় ২৯৬টি, নারায়ণগঞ্জে ১৭২টি, গাজীপুরে ১৯০টি, চট্রগ্রামে ১২৬টি এবং অন্যান্য জেলায় ২৫টি কারখানা ফলোআপ করা হচ্ছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এই সংস্কার কাজে সহযোগিতা করছে। গত ৫ বছরে অ্যালায়েন্সের শর্ত পুরণ না করতে পারায় ১৭০টি কারখানা বন্ধ হয়ে যায়। আর ৬৬৬ টি কারখানার সংস্কার কাজ শেষ হয়েছে ৮৮ শতাংশ। এরমধ্যে ৩২২ টি কারখানা শতভাগ সংশোধন করা হয়েছে ।
তিনি বলেন, জাতীয় উদ্যোগে আওতাধীন ৫৩১ টি কারখানা বন্ধ হয়ে গেছে। ৬৮টি কারখানা অন্যত্র স্থানান্তর হয়েছে। ১২টি ইপিজেডের অন্তর্ভুক্ত হয়েছে এবং ১২৯ টি একর্ড ও এ্যালায়েন্স যুক্ত হয়েছে।

বাংলাদেশের তৈরি পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল সেইফটি ইউনিট গঠন করার প্রক্রিয়া গ্রহণ করেছে বলে মাহফুজুর রহমান ভুঁইয়া জানিয়েছেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

বিসিক ভবনে ৫ দিনব্যাপী বর্ষামেলা ও কারুশিল্প প্রদর্শনী শুরু

(JPEG Image, 302 × 167 pixels)স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর উদ্যোগে মতিঝিলস্থ বিসিক ভবন চত্বরে আজ ৫ দিনব্যাপী বর্ষামেলা ও কারুশিল্প প্রদর্শনী শুরু হয়েছে।
বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিখার প্রধান অতিথি হিসেবে বর্ষামেলা-২০১৮ ও কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান নকশাবিদ মনোয়ারা খাতুন। অনুষ্ঠানে বিসিকের উর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও বিপুলসংখ্যক উদ্যোক্তা ও স্টল মালিক উপস্থিত ছিলেন।

বিসিক চেয়ারম্যান ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিপণন সহায়তা বৃদ্ধির জন্য মেলা আয়োজনের ক্ষেত্রে একে আরও আকর্ষণীয় করার উপর গুরুত্বারোপ করেন।

বিসিক দেশব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের উন্নয়নে দীর্ঘদিন যাবৎ উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সেবা-সহায়তা প্রদান করে আসছে। এ খাতের উন্নয়ন ও বিকাশ ঘটিয়ে উৎপাদন, আয়বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি বিসিকের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে বিসিক কর্তৃক অন্যান্য কাজের পাশাপাশি নকশা কেন্দ্রের মাধ্যমে ব্লক, বাটিক প্রিন্টিং, পুতুল তৈরি, স্ক্রিন প্রিন্টিং, প্যাকেজিং, বাঁশ-বেতের কাজ, পাটজাত হস্তশিল্প, চামড়াজাত পণ্য, ধাতব শিল্প, বুনন শিল্প ও ফ্যাশন ডিজাইনসহ ১২টি ট্রেডে এ পর্যন্ত ২৭ হাজার ৯৬ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। নকশা ও নমুনা উদ্ভাবন ও বিতরণ করা হয়েছে যথাক্রমে ৩১ হাজার ২৯৬ এবং ৬২ হাজার ৭৮৯টি।

মহাব্যবস্থাপক (এমআইএস) জানান, বিসিকের নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের বিভিন্ন পণ্য সামগ্রীর পরিচিতি ও বাজার সৃষ্টির মাধ্যমে তাদেরকে সহায়তা প্রদানের উদ্দেশ্যকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরণের পোশাক, নকশীকাঁথা, তাঁতের ও জামদানি শাড়ি, পাটের হস্তশিল্প, আধুনিক পদ্ধতিতে উৎপাদিত মধু, খাদ্যজাত সামগ্রীসহ হস্ত ও কুটির শিল্পজাত পণ্যের বিপুল সমারোহ ঘটেছে। মেলা উপলক্ষে কারুশিল্পীদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে চলছে কারুশিল্প প্রদশর্নী।

মেলায় বিভিন্ন ধরণের হস্ত ও কুটির শিল্পপণ্যের ৬০টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ২৩ জুন ২০১৬ প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

ঈদ উপলক্ষে নতুন নোট বিনিময় শুরু ৩ জুন

new takaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদ উপলক্ষে বাজারে নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩ জুন থেকে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন। ঈদের ছুটির পূর্ব কার্যদিবস পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির ব্যতীত) নতুন টাকা সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।

রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। এ ছাড়া, রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখা থেকেও ১০ টাকা থেকে ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট (প্রতিটি একটি প্যাকেট করে) বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নতুন নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

যেসব ব্যাংক ও শাখায় নতুন টাকা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে- রাজধানীর ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, দি সিটি ব্যাংকের, মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারাওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, রূপালী ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা দক্ষিণখান, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা এবং ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখায় নতুন নোট পাওয়া যাবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

গার্মেন্টস শ্রমিকদের বোনাস ১০ জুনের মধ্যে পরিশোধের আহ্বান

garmentsস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বেতন ৭ জুনের মধ্যে এবং বোনাস ১০ জুনের মধ্যে পরিশোধের জন্য গার্মেন্টস মালিকদের বৃহৎ দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ’র প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

রবিবার (২৭ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বৈঠকে এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ বৈঠকে যানজট নিরসনে ১২, ১৩ ও ১৪ জুন পর্যায়ক্রমে গার্মেন্টস শ্রমিকদের ছুটি দিতে বিজিএমইএ ও বিকেএমইএ’কে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।

বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, আইজিপি জাবেদ পাটোয়ারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

২০ হাজার শেয়ার বিক্রি করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

Mutual-Trust-Bank-Limited-Logo-Qস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ২০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়,  এ.এফ.এম. মাহফুজ-উল-হাসান নামে এই উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ২০ হাজার শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ৩৬,৭৪১টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এক্সিম ব্যাংকের ঋণমান ‘এএ’ ও ‘এসটি-২’

exim-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) । রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ইউনিয়ন ক্যাপিটালের লেনদেন স্থগিত আগামীকাল

unionস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড আগামীকাল ২৮ মে সোমবার লেনদেন স্থগিত থাকবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রতিষ্ঠানটি আগামীকাল ২৮ মে সোমবার বার্ষিক সাধারন সভার (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে প্রতিষ্ঠানটি আগামীকাল সোমবার লেনদেন স্থগিত রাখবে।

আগামী ২৯ মে মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. বার্জার পেইন্টস বাংলাদেশ
  2. ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
  3. ইউনাইটেড পাওয়ার
  4. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  5. বিএসআরএম লিমিটেড
  6. লিগ্যাসি ফুটওয়্যার
  7. মিরাকল ইন্ডাস্ট্রিজ
  8. আর-আরাফা ইসলামী ব্যাংক
  9. কুইন সাউথ টেক্সটাইল
  10. সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

ডিএসইতে ৪৪৫ ও সিএসইতে ২০ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪৪৫ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কমেছে। এদিন লেনদেন কমলেও সূচক বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৯৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৪৭৩ কোটি ৪৪ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২৩পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১০টির। আর দর অপরিবর্তিত আছে ৫০টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বার্জার পেইন্টস বাংলাদেশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ইউনাইটেড পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বিএসআরএম লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আর-আরাফা ইসলামী ব্যাংক, কুইন সাউথ ও সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬৬.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ১৮৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৭৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন লেনদেন হয়েছে ২০ কোটি ৯৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৮ কোটি ২৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সাউথইস্ট ব্যাংকের ৩.৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

southest-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আলমগীর কবীর নামে প্রতিষ্ঠানটির এ পরিচালক মোট ৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয় করবেন। ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলেে‌ ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসকে