ওরিয়ন ইনফিউশনের তিন মাসের ইপিএস বেড়েছে ২২ পয়সা

orionস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৪৬ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ২২ পয়সা বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.১৪ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় কমেছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.১৩ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ১২.৫৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ওরিয়ন ফার্মার নয় মাসের ইপিএস ২.৭৬ টাকা

orion-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৬ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ১৩ পয়সা বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৭৬ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩.০২ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় কমেছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭২.০৭ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ৭০.৯৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

নাহি অ্যালুমিনিয়ামের তিন মাসের ইপিএস বেড়েছে ২০ পয়সা

Nahiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৬৫ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ২০ পয়সা বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৮ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৮৪ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.০৮ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ১৫.৩৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

জাহিন স্পিনিংয়ের নয় মাসের ইপিএস ১.০৬ টাকা

zahinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং মিলস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩০ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ৪ পয়সা কমেছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৬ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.১৭ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় কমেছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৩০ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ১৪.০৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ফরচুন সুজের নয় মাসে আয় বেড়েছে

fortuneস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫০ পয়সা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ৪ পয়সা কমেছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৭ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৩১ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় ৬ পয়সা বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৯৮ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ১৫.২৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রেনেটার তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

reneta-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ঔষধ খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.০৬ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৮.৮৭ টাকা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ২.১৯ টাকা বেড়েছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১.১৪ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২৬.২৬ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় বেড়েছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০৮.৩৪ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ১৮৪.৮২টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

‘আইপিও কোম্পানির প্রসপেক্টাস ফুলিয়ে ‍ফাঁপিয়ে না দেখ‍ানোর নির্দেশ’

bsecস্টকমার্কেটটবিডি প্রতিবেদক :

গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসতে যাওয়া কোম্পানির প্রসপেক্টাসে প্রদত্ত আর্থিক হিসাবকে ফুলিয়ে ‍ফাঁপিয়ে না দেখ‍ানোর নির্দেশ জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

শনিবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নতুন অফিস ও লোগো উদ্বোধন অনুষ্ঠানে মার্চেন্ট ব্যাংকারদের তিনি এ অনুরোধ জানান।

চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষায় মার্চেন্ট ব্যাংকারদের ভূমিকা অপরিসীম। তাদের প্রসপেক্টাসের উপর ভিত্তি করে বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন। তাই প্রসপেক্টাসে প্রদত্ত আর্থিক হিসাবকে ফুলিয়ে ফাঁপিয়ে না দেখানোর জন্য মার্চেন্ট ব্যাংকারদের প্রতি অনুরোধ করছি। অন্যথায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সুনাম নষ্ট ও বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন।

তিনি বলেন, আমরা ডিসক্লোজারভিত্তিক আইপিও’র অনুমোদন দিয়ে থাকি। এক্ষেত্রে প্রসপেক্টাসে প্রদত্ত তথ্যগুলোকে সঠিক হিসেবে মার্চেন্ট ব্যাংকারদেরকে নিশ্চিত করতে হবে।

অনেক মার্চেন্ট ব্যাংক নিষ্ক্রিয় রয়েছে উল্লেখ করে খায়রুল হোসেন নিষ্ক্রিয় মার্চেন্ট ব্যাংকগুলোর সঙ্গে সক্রিয় মার্চেন্ট ব্যাংকগুলোর আইপিও আনার জন্য আহ্বান জানান।

সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারী পেয়েছে এবং চূড়ান্ত চুক্তির জন্য সব পক্রিয়া এগিয়ে যাচ্ছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, এর মাধ্যমে পুঁজিবাজারের গভীরতা বাড়বে।

তিনি আরো বলেন, কৌশলগত বিনিয়োগকারীর মাধ্যমে শুধু কিছু ফান্ড শেয়ারবাজারে আসবে না, বরং দেশে নতুন নতুন বিনিয়োগ আসবে। এছাড়া স্টক এক্সচেঞ্জে গভর্নেন্স বাড়বে, দেশে শিল্প কারখানা হবে, যাতে কর্মসংস্থান হবে বলে জানান তিনি।

বিএমবিএ’র প্রেসিডেন্ট মো. নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. আহসান উল্লাহ। এসময় বিএসইসির কমিশনার, ডিএসই ও সিএসইর এবং মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

ডিএসইতে পিই কমেছে ০.১৬ পয়েন্ট

PE-300x197স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৬.৩০ পয়েন্টে। যা সপ্তাহ শেষে কমে ১৬.১৪ পয়েন্টে দাড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই ০.১৬ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.২ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২২.৩ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০.৮ পয়েন্টে, প্রকৌশলী খাতের ১৯ পয়েন্টে, বীমা খাতের ১১ পয়েন্টে, বস্ত্র খাতের ২০.২ পয়েন্টে, বিবিধ খাতের ২৬.৩ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩০.৮ পয়েন্টে, চামড়া খাতের ১৭.৪ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪৫.৫ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.৫ পয়েন্টে, এনবিএফআই খাতের ১৬.৩ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের – ২৩.৯ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ২৩.৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২৬.১ পয়েন্টে, সিরামিক্স খাতের ২০.৭ পয়েন্টে এবং পাট খাতে – ২৮ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

যমুনা ব্যাংকের ২২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা

jamuna -smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্য্ংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ২২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.২৯ টাকা। যা গত বছরে একই সময় ছিল ৩.০৬ টাকা।

আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৫.১৩ টাকা। যা গত বছরে একই সময় ছিল ২৫.৮১ টাকা।

প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২২ মে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আমান ফিডের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

aman-feed-ltdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.১৫ টাকা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ৮ পয়স কমেছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৩২ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩.৭৫ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় কমেছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২.৩৭ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ৩৩.৯৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম